ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

অন্তর্বর্তী সরকারই নতুন সংবিধান কার্যকর করবে : মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৪ ১৮:৪৩
নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারই নতুন সংবিধান কার্যকর করবে : মাহফুজ আলম

ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারই নতুন সংবিধান কার্যকর করবে। তিনি বলেন, কমিশনের প্রস্তাব পাওয়ার পর সেই প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবে সরকার। তাদের পরামর্শের ভিত্তিতে সুপারিশ কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। আর সেটা বর্তমান সরকারই কার্যকর করবে।

রোববার (৩ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবিধান সংস্কার কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেই নতুন সংবিধান। সেটা কিন্তু এক দফার ঘোষণাতেই স্পষ্ট হয়ে গেছে। এমনকি এক দফার আন্দোলনের মধ্য দিয়ে পুরোনো পলিটিক্যাল সেটেলমেন্ট সম্পূর্ণ বাতিল হয়েছে।

সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে সংবিধান প্রণয়নের সুযোগ নেই। জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে চাইলে নিঃসন্দেহে সংবিধানে চব্বিশের গণঅভ্যুত্থানের বিষয়টি রাখতে হবে। গণঅভ্যুত্থান না হলে এই কমিশন হতো না।

তিনি আরও বলেন, সংবিধানে থাকুক বা না থাকুক, নিঃসন্দেহে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পেছনে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন আছে। সেটা তো নিঃসন্দেহে ডকুমেন্টেড হতে হবে। এর বাইরে গিয়ে আমরা কিছুই করতে পারব না। আমি মনে করি, চব্বিশের গণমানুষের বিপ্লবকে ইতিহাসে লিপিবদ্ধ করা শুধু জরুরিই নয়, অনিবার্যও বটে।

 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    হাসিনার বিবৃতিকে ‘ভণ্ডামি’ বললেন সোহেল তাজ

    নিজস্ব প্রতিবেদক
    ৩ নভেম্বর, ২০২৪ ১৮:২০
    নিজস্ব প্রতিবেদক
    হাসিনার বিবৃতিকে ‘ভণ্ডামি’ বললেন সোহেল তাজ

    ডেস্ক রিপোর্ট: জেল হত্যা দিবস আজ। ১৯৭৫ সালের আজকের এই দিনে (৩ নভেম্বর) কারাগারের অভ্যন্তরে বিনা বিচারে আওয়ামী লীগের চার নেতাকে হত্যা করা হয়।

    দিবসটি উপলক্ষে বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা। ভারত থেকে দেওয়া তার এ বিবৃতি আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।

    তবে জেল হত্যা দিবসে হাসিনার এ বিবৃতিকে ভণ্ডামি বলেছেন জেল হত্যাকাণ্ডের শিকার দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

    নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবিবার এক পোস্টে সোহেল তাজ বলেন, ‘এত বছর পর মুখ ফুটলো- আশ্চর্য হলাম- ভণ্ডামি কী আর কয় প্রকারের, তা ওনার চেয়ে ভালো আর কেউ শিখাতে পারবে না। ’

    সোহেল তাজ বিভিন্ন সময় অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদসহ অন্য জাতীয় নেতাদের ভূমিকাকে অস্বীকারের প্রবণতা ছিল আওয়ামী লীগের।

    এমনকি রবিবার তিন দফা দাবিতে পদযাত্রা শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের তিনি বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ হয়েছে। একক কারো নেতৃত্বে হয়নি। অথচ যে দল (আওয়ামী লীগ) মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দল ক্ষমতায় থেকে ইতিহাস সঠিকভাবে তুলে ধরেনি। ’

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      আপত্তিকর বক্তব্যের জন্য সমন্বয়ক হাসিবকে শোকজ

      নিজস্ব প্রতিবেদক
      ৩ নভেম্বর, ২০২৪ ১৭:৩৯
      নিজস্ব প্রতিবেদক
      আপত্তিকর বক্তব্যের জন্য সমন্বয়ক হাসিবকে শোকজ

      ডেস্ক রিপোর্ট: ‘মেট্রোরেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এতো সহজে বিপ্লব অর্জন করা যেত না’ মন্তব্য করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ করা হয়েছে।

      রোববার (৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

      বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসিব আল ইসলাম (সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) বেসরকারি টেলিভিশনের এক টকশোতে মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

      এতে আরও বলা হয়, হাসিব আল ইসলামকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার আপত্তিকর মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

      প্রসঙ্গত, সম্প্রতি বেসরকারি টেলিভিশন ডিবিসির ‘প্রযত্নে বাংলাদেশ’ টকশোতে অংশ নিয়ে হাসিব এমন মন্তব্য করেন। গত ২৬ অক্টোবর ডিবিসির নিজস্ব ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটির ভিডিও প্রকাশ করা হয়।

      টকশোর মূল প্রতিপাদ্য ছিল ‘জাতীয় ঐক্যে কতটা চ্যালেঞ্জ’। ওই টকশোতে হাসিব আল ইসলামের পাশাপাশি বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি অংশগ্রহণ করেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২.৩০ বিলিয়ন ডলার

        নিজস্ব প্রতিবেদক
        ৩ নভেম্বর, ২০২৪ ১৭:২৬
        নিজস্ব প্রতিবেদক
        অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২.৩০ বিলিয়ন ডলার

        ডেস্ক রিপোর্ট: প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত ছিল অক্টোবর মাসেও। সদ্য সমাপ্ত হওয়া এই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২.৩০ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা আজ রবিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

        ২০২৩ সালের অক্টোবরে ১.৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৬.৭৫ শতাংশ। ৩০ অক্টোবর বিপিএম৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ১৯.৮৭ বিলিয়ন ডলার।

        এর আগে সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২.৪০ বিলিয়ন ডলার। আগস্ট ও সেপ্টেম্বর দুই মাস মিলিয়ে ৪.৬৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে দেশে।

        বিশেষজ্ঞরা বলছেন, মূলত দুটি কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। প্রথমত, আমদানি বিলের আন্ডার-ইনভয়েসিং উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আগে এ প্রক্রিয়ায় বড় অঙ্কের অর্থ সরিয়ে নেওয়া হলেও সাম্প্রতিক মাসগুলোতে এটি নিয়ন্ত্রণ করা হয়েছে। দ্বিতীয়ত, হুন্ডির মতো অনানুষ্ঠানিক মাধ্যমে অর্থপাচার অনেকটা কমেছে। ফলে হুন্ডিতে ডলারের চাহিদা কমে সরকারি চ্যানেলের মাধ্যমে বেশি ডলার আসতে শুরু করেছে।

         

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জবি ছাত্রদল সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল

          নিজস্ব প্রতিবেদক
          ৩ নভেম্বর, ২০২৪ ১৬:৫৬
          নিজস্ব প্রতিবেদক
          জবি ছাত্রদল সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল

          জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার বাবা ইসাক মোল্লার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

          আজ রবিবার(৩ নভেম্বর) যোহরের নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

          এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক তার বাবার আত্মার মাগফেরাত কামনা করে বলেন,পিতা হারানোর শোক যে কতটা কষ্টের তা বুঝতে পারছি।পৃথিবীর সকল পিতার আত্মার মাগফেরাত কামনা করি।আমার বাবার জন্য আপনারা সবার দোয়া করবেন।মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত দান করেন।

          এ সময় দোয়া মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইস্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রইস উদ্দীন,শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা তাছাড়া জগন্নাথের শাখা ছাত্র শিবিরের সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

          ফুসফুসের ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর দুপুর দেড়টার দিকে টঙ্গিবাড়ির নিজ বাড়িতে সুজন মোল্লার বাবা ইসহাক মোল্লা মারা যান।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত