ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

ঢাকা সিটিতে যুক্ত হতে চলেছে টঙ্গি, সাভার ও কেরানীগঞ্জ

নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ, ২০২৩ ১৯:৩১
নিজস্ব প্রতিবেদক
ঢাকা সিটিতে যুক্ত হতে চলেছে টঙ্গি, সাভার ও কেরানীগঞ্জ

ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত হতে চলেছে পার্শ্ববর্তী শহর টঙ্গী, সাভার ও কেরানীগঞ্জ। এ তথ্য জানিয়েছেন সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক।

সোমবার (২০ মার্চ) রাজধানীর বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে এক সেমিনারে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক বলেন, ডিটেইল্ড এরিয়া প্লান (ড্যাপ) অনুযায়ী ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকার আয়তন আনুমানিক ১৫২৮ বর্গ কি.মি.। ২০০৩ সালে বাংলাদেশ জরিপ অধিদপ্তর কর্তৃক ধারণকৃত আকাশ আলোকচিত্রের মাধ্যমে ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকার ১২২টি ১:৫,০০০ স্কেলের মানচিত্র প্রণয়ন করেছে। মানচিত্র ব্যবহার করে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নাধীন আছে।

তিনি বলেন, এ মানচিত্রগুলো পুরনো বিধায় এর সাহায্যে পরিকল্পনাবিদদের চাহিদা পূরণ করা যাচ্ছে না। ইতোমধ্যে শহরের জনসংখ্যা ও অবয়ব অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে ঢাকা শহরের পার্শ্ববর্তী শহর টঙ্গী, সাভার ও কেরানীগঞ্জ ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত হতে চলেছে। ঢাকা শহর ও তৎপার্শ্ববর্তী শহরগুলোতে শিল্পায়ন দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশ জরিপ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এবং ভূ-স্থানিক তথ্য-উপাত্ত ব্যবহারকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ছেলের সমাবর্তন শেষ করে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন স্ত্রী

    নিজস্ব প্রতিবেদক
    ২০ মার্চ, ২০২৩ ১৪:১৩
    নিজস্ব প্রতিবেদক
    ছেলের সমাবর্তন শেষ করে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন স্ত্রী

    ছেলের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান শেষে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইমা ইমা পরিবহনের বাস উল্টে উপজেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট অবিনাশ চন্দ্র মিত্র (৬৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন।

    সোমবার (২০ মার্চ) ভোররাতে তুষখালী-মঠবাড়িয়া সড়কের খান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

    মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, রোববার রাতে অ্যাডভোকেট অবিনাশ চন্দ্র গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তার ছেলে অমিত মিত্রের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান শেষে স্ত্রীকে নিয়ে বাসে করে মঠবাড়িয়ায় আসছিলেন। ভোররাতে তুষখালী-মঠবাড়িয়া সড়কের খানবাড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অবিনাশ নিহত হন এবং তার স্ত্রীসহ গাড়িতে থাকা ১০-১২ জন যাত্রী আহত হন। আহতরা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের স্ত্রীর কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ধূমপায়ীর হারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম

      নিজস্ব প্রতিবেদক
      ২০ মার্চ, ২০২৩ ১৩:৪৪
      নিজস্ব প্রতিবেদক
      ধূমপায়ীর হারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম

      বাংলাদেশে ধূমপায়ীর হার ৩৯.১ শতাংশ। এর মধ্যে ১৭.৭ শতাংশ নারী। যেসব দেশে ধুমপায়ীর সংখ্য সবচেয়ে বেশি তার মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ে প্রকাশিত একটি পরিসংখ্যানে এমটি জানা যাচ্ছে।

      ধূমপায়ীর হারে সবার ওপরে রয়েছে নাউরু। এরপরে রয়েছে- কিরিবাতি, তুভালু, মিয়ানমার, চিলি, লেবানন, সার্বিয়া, বাংলাদেশ, গ্রিস, বুলগেরিয়া।

      নাউরুতে ধূমপায়ীর হার ৫২.১ শতাংশ, মিয়ানমারে ৪৫.৫ শতাংশ, লেবাননে ৪২.৬ শতাংশ, গ্রিসে ৩৯.১ শতাংশ।

      তবে তামাকের প্রভাব নিয়ে মানুষের জ্ঞান বৃদ্ধি ও তামাকবিরোধী প্রচারণার কারণে ধূমপানের হার আগের চেয়ে কমেছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        এক গাভি একসঙ্গে জন্ম দিল ৪ বাছুর

        নিজস্ব প্রতিবেদক
        ২০ মার্চ, ২০২৩ ১২:৩৭
        নিজস্ব প্রতিবেদক
        এক গাভি একসঙ্গে জন্ম দিল ৪ বাছুর

        দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ ডারারপাড় এলাকায় একটি গাভি একসাথে চারটি বাছুর জন্ম দিয়েছে। এর মধ্যে তিনটি বকনা ও একটি এঁড়ে বাছুর। এমন বিরল ঘটনায় জন্ম দেওয়া চার বাছুর দেখতে রমজান আলীর বাড়িতে এলাকাবসি ভিড় জমাচ্ছে।

        ডারারপাড় এলাকার কৃষক নজরুল ইসলামের ছেলে রমজান আলী। রমজান বলেন, ‘শ্বশুরবাড়ি থেকে আমাকে একটি দেশি গরু দিয়েছিল। আমি গরুটি লালনপালন করে বিক্রি করে দিই। পরে সেই টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভি কিনি। কিছুদিন পরেই গাভিটিকে কৃত্রিমভাবে প্রজনন করানো হয়। গতকাল সকালে গাভিটি চারটি বাছুরের জন্ম দিয়েছে। এর মধ্যে তিনটি বকনা ও একটি এঁড়ে বাছুর।’

        রমজান আলী আরো জানান, তিনি আরো চারটি বিদেশি গরু পালেন। তবে এই প্রথম একটি গাভি চারটি বাছুরের জন্ম দিল। সাধারণত একটি গাভি একটি বাছুর জন্ম দেয়। তাঁর গাভিটি একসঙ্গে চারটি বাছুরের জন্ম দিয়েছে। এতে তিনি ভীষণ খুশি।

        এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান বলছেন, এমন ঘটনা অস্বাভাবিক না হলেও বিরল।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা ফিরবেন বিকেলে

          নিজস্ব প্রতিবেদক
          ২০ মার্চ, ২০২৩ ১২:১৯
          নিজস্ব প্রতিবেদক
          সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা ফিরবেন বিকেলে

          বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে সেন্টমার্টিনে আটকা পড়েন প্রায় ৬০০ পর্যটক। আটকা পড়া পর্যটকরা সংকেত উঠে যাওয়ায় আজ সোমবার (২০ মার্চ) বিকেলে ফিরবেন বলে জানা গেছে।

          সংকেত উঠে যাওয়ায় সকালে কয়েকটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফের দমদমিয়া ঘাট ছেড়ে গেছে। সবকিছু ঠিক থাকলে ফিরতি যাত্রী নিয়ে বিকেলে টেকনাফে পৌঁছাবে।

          জানা গেছে, বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে স্থানীয় সতর্কতা সংকেত দেখে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে ১৯ মার্চ সেন্টমার্টিনে প্রায় ৬০০ পর্যটক আটকা পড়ে। একদিন পর সংকেত উঠে যাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশনায় আটকা পড়া পর্যটকদের ফেরাতে সকালে সব জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

          সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবর রহমান বলেন, আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে ইতোমধ্যে জাহাজ টেকনাফ দমদমিয়া ঘাট ছেড়েছে। ২৪ ঘণ্টা পর্যন্ত পর্যটকদের যাবতীয় প্রয়োজনের দেখভাল করা হয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত