ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

আদালতের কর্মচারীদের বিরুদ্ধে আইনজীবীকে মারধরের অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২২ ৯:৪৫
নিজস্ব প্রতিবেদক
আদালতের কর্মচারীদের বিরুদ্ধে আইনজীবীকে মারধরের অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে, টাকা ছাড়া নথি দেখতে চাওয়ায় আদালতের কর্মচারীদের বিরুদ্ধে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে। সেটি তদন্তে তিন বিচারকের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

মারধরের ঘটনায় চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বেঞ্চ সহকারী চারজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে গতকাল রোববার (৬ নভেম্বর) সিনিয়র জেলা জজ আজিজ আহমেদ ভূঞা এ কমিটি গঠন করেন।

তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ.স.ম শহীদুল্লাহ কায়সারকে আহ্বায়ক করা হয়েছে। আর সদস্য হিসেবে যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সালেম মোহাম্মদ নোমান ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ কফিল উদ্দিনকে কমিটিতে রাখা হয়েছে।

গঠিত কমিটিকে ঘটনার বিষয়ে সরেজমিন তদন্ত করে ঘটনার কারণ, উৎস এবং ভবিষ্যতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয়সহ সার্বিক বিষয় বিশ্লেষণ পূর্বক পরবর্তী ১০ কর্ম দিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিল করতে হবে।

এর আগে টাকা ছাড়া নথি দেখতে চাইলে আদালতের কর্মচারীদের বিরুদ্ধে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠে। গত ৩ নভেম্বর চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের এজলাসে এমন ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল রোববার (৬ নভেম্বর) সংশ্লিষ্ট আদালতের এজলাসে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ আইনজীবীরা। পরে ওই আদালতের পেশকার সহ সকল স্টাফকে তাৎক্ষণিক প্রত্যাহার করলে আদালত অঙ্গণের উদ্ভুত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভুক্তভোগী আইনজীবীর নাম মনজুর আলম বলে জানা গেছে। অন্যদিকে অভিযুক্তরা হলেন- সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. সাইফুদ্দীন পারভেজ এবং আদালত কর্মচারী মো. সুমন, মো. আবদুর রহিম ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি।

এর আগে গাতকাল রোববার সকালে এ বিষয়ে যথাযথ প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অ্যাডভোকেট মনজুর আলম। জেলা আইনজীবী সমিতিতে দায়ের করা উক্ত অভিযোগ থেকে জানা যায়, গত ৩ নভেম্বর ভুক্তভোগী আইনজীবী মনজুর তাঁর সিনিয়য়ের নির্দেশে চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে বিচারাধীন একটি মামলার আদেশ সংক্রান্ত নথির খোঁজ করতে গিয়ে এই অনাকাঙ্খিত ঘটনার সম্মুখিন হন।

বেঞ্চ সহকারীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে  গড়িমসি করেন এবং টাকা নিয়ে আসার কথা বলেন। পরবর্তীতে টাকা ছাড়া নথি দেখতে গেলে ওই আদালতের দায়িত্বে থাকা কর্মচারীরা আইনজীবীর সাথে অসৌজন্যমূলক আচরণ করে তাছাড়া আইনজীবীদের নিয়ে নানা ধরণের কটূক্তিমূলক কথাও বলে। এতে আইনজীবী মনজুর প্রতিবাদ করলে উভয় পক্ষ কথা-কাটাকাটির এক পর্যায়ে পেশকার- পিয়ন রহি’ম, সুমন মিলে ভুক্তভোগী আইনজীবী উপর হামলা করলে তিনি আহত হন।

এদিকে এ ঘটনা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পইজে পোস্ট করা হলে সাধারণ আইনজীবীরা ক্ষোভে ফুঁসে ওঠেন। এরপর শুক্র ও শনিবার আদালত বন্ধ থাকায় গতকাল ৬ নভেম্বর (রোববার) সকাল ১০টায় বিক্ষুব্ধ আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে ঘটনার প্রতিবাদে ১ম যুগ্ম-জেলা জজ আদালতের সামনে অবস্থান নেন এবং আদালতের এজলাসে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান করতে থাকেন।

খবর পেয়ে ছুটে আসেন জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এ এইচএম জিয়া উদ্দীন, জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরীসহ আইনজীবী নেতৃবৃন্দ। উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার নজরে আনেন আইনজীবীরা।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিক পেশকার (বেঞ্চ সহকারী) সাইফুদ্দিন পারভেজসহ ওই আদালতে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সকলকে প্রত্যাহার এবং বিভাগীয় মামলার ঘোষণা দেওয়ার পরে জেলা আইনজীবী সমিতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ট্রাক্টরের ধাক্কায় আইনজীবীর মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক
    ২৮ অক্টোবর, ২০২২ ১৩:৫৬
    নিজস্ব প্রতিবেদক
    ট্রাক্টরের ধাক্কায় আইনজীবীর মৃত্যু

    পঞ্চগড় জেলায় বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় আসাদুজ্জামান রাকিব (২৯) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার গরিনা বাড়ি ইউনিয়নের রজলি খালপাড়া এলাকায় পঞ্চগড়- আটোয়ারী মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

    নিহত যুবক রাকিব তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। পেশায় তিনি একজন শিক্ষানবিশ আইনজীবী। পারিবারিক সূত্রে জানা যায়, জেলার আটোয়ারী উপজেলায় বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে তেঁতুলিয়ার ভজনপুরে ফিরছিলেন রাকিব। একসময় রজলি খালপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে আটোয়ারীগামী একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে সজোড়ে ধাক্কা দেয়।

    এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নিলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই অ্যাডভোকেট আবুল কালাম আজাদ নিহতের বিষয়টি প্রতিবেদক শিশির আসাদকে নিশ্চিত করেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ট্রাক্টরের ধাক্কায় আইনজীবীর মৃত্যু

      নিজস্ব প্রতিবেদক
      ২৮ অক্টোবর, ২০২২ ১৩:৫৬
      নিজস্ব প্রতিবেদক
      ট্রাক্টরের ধাক্কায় আইনজীবীর মৃত্যু

      পঞ্চগড় জেলায় বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় আসাদুজ্জামান রাকিব (২৯) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

      বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার গরিনা বাড়ি ইউনিয়নের রজলি খালপাড়া এলাকায় পঞ্চগড়- আটোয়ারী মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

      নিহত যুবক রাকিব তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। পেশায় তিনি একজন শিক্ষানবিশ আইনজীবী। পারিবারিক সূত্রে জানা যায়, জেলার আটোয়ারী উপজেলায় বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে তেঁতুলিয়ার ভজনপুরে ফিরছিলেন রাকিব। একসময় রজলি খালপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে আটোয়ারীগামী একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে সজোড়ে ধাক্কা দেয়।

      এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নিলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই অ্যাডভোকেট আবুল কালাম আজাদ নিহতের বিষয়টি প্রতিবেদক শিশির আসাদকে নিশ্চিত করেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা জজ হলেন ১১২ জন বিচারক

        নিজস্ব প্রতিবেদক
        ২৫ সেপ্টেম্বর, ২০২২ ১৮:৪০
        নিজস্ব প্রতিবেদক
        পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা জজ হলেন ১১২ জন বিচারক

        জুডিসিয়াল সার্ভিসের ১১২ জনকে যুগ্ম জেলা জজ পদ থেকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

        রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (২৫ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

        প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের বিচারকদের যুগ্ম জেলা ও দায়রা জজ পদ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

        এই ১২২ জন বিচারককে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-এর অফিস প্রধানের মনোনীত বিচারকের কাছে আগামী ২৮ সেপ্টেম্বর বা প্রশিক্ষণ/ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে অবিলম্বে যোগদান করতে বলা হয়েছে।

        বিচারকদের নামের তালিকা দেখতে ক্লিক করুন

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা জজ হলেন ১১২ জন বিচারক

          নিজস্ব প্রতিবেদক
          ২৫ সেপ্টেম্বর, ২০২২ ১৮:৪০
          নিজস্ব প্রতিবেদক
          পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা জজ হলেন ১১২ জন বিচারক

          জুডিসিয়াল সার্ভিসের ১১২ জনকে যুগ্ম জেলা জজ পদ থেকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

          রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (২৫ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

          প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের বিচারকদের যুগ্ম জেলা ও দায়রা জজ পদ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

          এই ১২২ জন বিচারককে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-এর অফিস প্রধানের মনোনীত বিচারকের কাছে আগামী ২৮ সেপ্টেম্বর বা প্রশিক্ষণ/ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে অবিলম্বে যোগদান করতে বলা হয়েছে।

          বিচারকদের নামের তালিকা দেখতে ক্লিক করুন

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত