যমুনা অয়েল কোম্পানিতে চাকরি, ১১ পদে নেবে ১৭ জন

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১১টি পদে মোট ১৭ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। ডাকে বা কুরিয়ারে আবেদন করা যাবে না। আবেদন করা যাবে ৩০ মার্চ পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা ১. সিনিয়র অফিসার (অ্যাকাউন্টস)-২ ২. সিনিয়র অফিসার (মেইনটেন্যান্স)-১ ৩. সিনিয়র অফিসার (অপারেশন্স)-১ ৪. অফিসার (কনফিডেনশিয়াল)-৫ ৫. অফিসার (হিউম্যান রিসোর্স)-১ ৬. অফিসার (টেকনিক্যাল সার্ভিসেস)-১ ৭. জুনিয়র অফিসার (সেলস)-১ ৮. জুনিয়র অফিসার (অ্যাকাউন্টস ফাইন্যান্স)-২ ৯. জুনিয়র অফিসার (পার্চেজ)-১ ১০. জুনিয়র অফিসার (প্ল্যানিং অ্যান্ড ইকোনমিকস)-১ ১১. জুনিয়র অফিসার (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট)-১
আবেদনের যোগ্যতা প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা (http://jocl.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ৩০ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।
শাবিপ্রবি নেবে প্রভাষক, বেতন ২২,০০০-৫৩,০৬০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক পদে শিক্ষক নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম: প্রভাষক বিভাগ: বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি পদসংখ্যা: ১ যোগ্যতা: প্রার্থীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। তবে ২০০১, ২০০২ ও ২০০৩ সালে এসএসসি বা সমমান এবং ২০০৩ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ-৩.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেকোনো একটি পরীক্ষার ফলাফলের সিজিপিএ শিথিলযোগ্য, তবে তা সিজিপিএ-৩.২৫-এর নিচে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম অফিস চলাকালীন রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা ১০ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানা সংবলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
আবেদন ফি: বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংকের শাখার ওপর প্রভাষক পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার করে আবেদনের সঙ্গে মূল কপি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
আবেদনের শেষ তারিখ: আগামী ৪ এপ্রিল ২০২২।
বুয়েটে ৪৬ হাজার টাকা বেতনে চাকরি, অফিস সপ্তাহে তিন দিন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রধান প্রকৌশলীর কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে স্থপতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন যে কেউ।
পদের নাম: স্থপতি পদসংখ্যা: ১ যোগ্যতা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন: খণ্ডকালীন অফিস সময়: সপ্তাহে তিন দিন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা। বেতন ও সুযোগ-সুবিধা: সর্বসাকুল্যে মাসিক বেতন ৪৬,৪৪০ টাকা। এ ছাড়া বছরে একটি নববর্ষ ভাতা ও দুটি উৎসব ভাতা রয়েছে।
আবেদন যেভাবে প্রার্থীকে সাদা কাগজে নাম, মাতার নাম, পিতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্রের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ও মুঠোফোন নম্বর উল্লেখ করে সব সনদের সত্যায়িত কপি এবং নিজ ঠিকানাসংবলিত ফেরত খামসহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ এপ্রিল।
কমিউনিটি ব্যাংকে চাকরি, লাগবে অভিজ্ঞতা

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধিভুক্ত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (সিবিবিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজনেস, ব্যাংক ম্যানেজমেন্ট, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। বাণিজ্যিক ব্যাংকে অন্তত ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সংশ্লিষ্ট পদে ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট, এসএমই ও রিটেইল বিজনেস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ক্রেডিট, ফেরন ট্রেড ও জেনারেল ব্যাংকিং জানতে হবে। প্রার্থীদের স্মার্ট, দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ, যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিসে দক্ষ হতে হবে। বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এ লিংকে লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এ লিংক থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২২।
স্বাস্থ্য অধিদপ্তরের বাতিল হওয়া সেই নিয়োগে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ২৬৮৯

স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফারের ২ হাজার ৬৮৯টি পদে নিয়োগের জন্য পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের ঘুষ-বাণিজ্যের অভিযোগ ও নিয়োগ প্রার্থীদের ‘লিখিত পরীক্ষার খাতায় অস্পষ্টতা’ থাকায় এই নিয়োগ কার্যক্রম বাতিল করে গত বছরের সেপ্টেম্বরে প্রজ্ঞাপন জারি করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ১৬ মার্চ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে দেখা যায়, মেডিকেল টেকনোলজিস্ট পদে ৮৮৯ জন, মেডিকেল টেকনিশিয়ান পদে ১ হাজার ৬৫০ জন এবং কার্ডিওগ্রাফার পদে ১৫০ জনসহ মোট ২ হাজার ৬৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট পদে আবেদনের জন্য স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে আবেদনের জন্য এইচএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো প্রতিষ্ঠানে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আজ রোববার সকাল ১০টা থেকে আবেদন শুরু, আবেদন করা যাবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা টেলিটক প্রি–পেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনকারীর বয়স ১ মার্চ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে।
একই সংখ্যক পদে ২০২০ সালের ২৯ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে সময় যাঁরা আবেদন করেছিলেন তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। তাঁরা নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুনভাবে প্রবেশপত্র ইস্যু করা হবে বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মন্তব্য