ঢাকায় চীনা দূতাবাসে চাকরি, বেতন ৪০,০০০

ঢাকায় চীনা দূতাবাস জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি গবেষণা বিভাগে একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: রিসার্স স্পেশালিস্ট পদসংখ্যা: ২ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাংবাদিকতা, ম্যানেজমেন্ট বা আইন বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। গবেষণা/পাবলিক ইনস্টিটিউশন বা স্থানীয় কূটনৈতিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে ভালো একাডেমিক ফল, ডেটা বিশ্লেষণ করার সক্ষমতা, মানসম্মত গবেষণাসংক্রান্ত কাজের আগ্রহ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় বিশেষ করে অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে। পাবলিক মিডিয়া মনিটরিং করার সক্ষমতা থাকতে হবে। সম্পাদকীয় লেখা, রিসার্চ পেপার তৈরি, সোশ্যাল মিডিয়া এক্সপ্রেসশন, ডকুমেন্ট ড্রাফটিং ও সংবাদ বিজ্ঞপ্তি লেখায় দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। প্রার্থীর বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ থাকা যাবে না। বয়স: ৩০ বছর বেতন: মাসে ৪০,০০০ টাকা।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ চীনা দূতাবাসের ঠিকানায় পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত নির্দেশনা ও আবেদন ফরম এই লিংকে পাওয়া যাবে। এ ছাড়া এই লিংক থেকেও বিস্তারিত তথ্য জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা অ্যাম্বাসি অব চায়না ইন বাংলাদেশ, প্লট ২ ও ৪, অ্যাম্বাসি রোড, ব্লক-১, বাড়িধারা, ঢাকা ১২১২।
আবেদন পাঠানোর শেষ তারিখ: ২৭ জানুয়ারি, ২০২২।
বিআইডব্লিউটিএতে চাকরির সুযোগ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ‘সহকারী পরিচালক’ পদে লোক নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সহকারী পরিচালক (মেরিন সেফটি) পদসংখ্যা: ২ যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নৌযান ও নৌযন্ত্র কৌশলে বা নৌ স্থাপত্যে প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড: ৯ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। এ ছাড়া নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতা দেওয়া হবে।
বয়সসীমা প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২২ তারিখে ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ, আবেদন ফি জমা দেওয়ার প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলি পাওয়া যাবে।
আবেদন ফি অনলাইন আবেদন করার পর পাওয়া Applied IDটি ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটের মাধ্যমে বিলার আইডি নম্বর হিসেবে ব্যবহার করে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে বিআইডব্লিউটিএর বিলার আইডি নম্বর ৪২২-এ ৩২০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২২।
চাকরি নিয়ে বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ

তথ্যপ্রযুক্তিতে দক্ষ কর্মীদের সম্ভাবনার নতুন দুয়ার জাপান। তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে তরুণ-তরুণীদের চাকরি নিয়ে বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রোগ্রাম। আপনার যদি আইসিটিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকে, তাহলে এ প্রশিক্ষণ নিয়ে বিনা খরচে আপনিও জাপান যেতে পারেন। বাংলাদেশ-জাপান আইসিটি ইঞ্জিনিয়ার্স ট্রেনিং প্রোগ্রামের (বি-জেট) অধীন প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী চাকরি নিয়ে জাপান যাচ্ছেন। নতুন বছরে এই প্রোগ্রামের অধীন শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
প্রোগ্রাম সম্পর্কে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সি (জাইকা) যৌথভাবে ২০১৭ সালে বি-জেট চালু করে। ‘জাপানিজ আইটি সেক্টরের উপযোগী করে আইটি ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়ন প্রকল্প’–এর অধীন এই প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. গোলাম সারওয়ার প্রথম আলোকে বলেন, প্রোগ্রামের অষ্টম ব্যাচ পর্যন্ত অর্থায়ন করেছে জাইকা। বর্তমানে অর্থায়ন করছে জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয়। নবম ও দশম ব্যাচ থেকে এই প্রোগ্রাম বাস্তবায়ন করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মিয়াজাকি বিশ্ববিদ্যালয়। পুরো প্রোগ্রাম তত্ত্বাবধান করছে বিসিসি।
আবেদনের যোগ্য কারা নতুন শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইটি বা আইসিটি বিষয়ে স্নাতক পাস নবীন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিষয়ে দুই বছর বা তার বেশি চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। জাপানি ভাষা শেখার প্রবল আগ্রহ থাকতে হবে। অনলাইনে ক্লাস করার জন্য কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। প্রশিক্ষণ শেষে জাপানে চাকরি করার মানসিকতা থাকতে হবে।
ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন পাওয়ার পর সংক্ষিপ্ত তালিকা করা হয়। এরপর লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়। পরীক্ষায় তথ্যপ্রযুক্তির বেসিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়। লিখিত পরীক্ষায় পাস করলে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। বছরে দুইবার শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। এক ব্যাচে ৪০ জন করে বছরে ৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।
সুযোগ-সুবিধা অষ্টম ব্যাচ পর্যন্ত প্রশিক্ষণ নিয়ে ১৮৬ তরুণ-তরুণী চাকরি নিয়ে জাপানে আছেন। শতাংশ হিসেবে যা ৭০। যাঁরা জাপানে যাননি, তাঁরা বাংলাদেশে বিভিন্ন জাপানি প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করছেন। প্রশিক্ষণে জাপানের করপোরেট কালচার ভালোভাবে শেখানো হয়, তাই জাপান যাওয়ার আগেই জাপানে কাজের পরিবেশ সম্পর্কে জ্ঞানলাভ করা যায়। প্রশিক্ষণ শেষে জাপানি ভাষায় যোগাযোগ করতে পারবেন শিক্ষার্থীরা। এ ছাড়া জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয় থেকে সনদ দেওয়া হবে।
বিনা খরচে চাকরি নিয়ে জাপান প্রকৌশলী মো. গোলাম সারওয়ার বলেন, সফলভাবে প্রশিক্ষণ শেষ করার পর শিক্ষার্থীদের জাপানে চাকরি পেতে সহায়তা করা হয়। করোনাভাইরাস মহামারির আগে জাপানের বিভিন্ন আইটি কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশে এসে সরাসারি এসব শিক্ষার্থীর ভাইভা নিতেন। করোনার কারণে বর্তমানে অনলাইনে মৌখিক পরীক্ষা নেন তাঁরা। মৌখিক পরীক্ষায় পাস করলে জাপানি কোম্পানির অধীন চাকরি নিয়ে জাপান যাওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে বিমানভাড়াও জাপানি কোম্পানি বহন করে।
যেসব বিষয়ে প্রশিক্ষণ তথ্যপ্রযুক্তি বিষয়ের পাশাপাশি জাপানি ভাষা ও জাপানের করপোরেট কালচার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। জাপানি ভাষার এন-৪ লেভেল পর্যন্ত পড়ানো হয়। জাপানের আইটি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে চাকরির ভাইভায় কীভাবে কথা বলতে হবে, সেটিও শেখানো হয়। এ ছাড়া জাপানে চাকরির জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়া সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের সময়কাল ২২ সপ্তাহ। সোম থেকে শুক্রবার ক্লাস নেওয়া হয়। করোনাভাইরাসের কারণে বর্তমানে অনলাইনে ক্লাস নেওয়া হবে। করোনার প্রকোপ কমে গেলে সশরীর প্রশিক্ষণ দেওয়া হবে।
যেভাবে আবেদন দশম ব্যাচে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে এই লিংকের মাধ্যমে https://forms.gle/h28DjJg78hAg7BKK9 আবেদন করতে হবে। বিস্তারিত জানা যাবে এই ফেসবুক পেজে (https://www.facebook.com/bjet.org/)। দশম ব্যাচের ক্লাস শুরু হবে ৪ এপ্রিল, প্রশিক্ষণ শেষ সেপ্টেম্বর মাসে।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানিতে চাকরি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বাংলাদেশ এবং এনটিপিসি লিমিটেড ভারতের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) বাগেরহাট জেলার রামপাল উপজেলায় অত্যাধুনিক মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রকল্প বাস্তবায়ন করছে। ওই প্রকল্পে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান-মেকানিক্যাল (স্টাফ লেভেল-৪) পদসংখ্যা: ৩৫ যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল–সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভোকেশনাল) অথবা এইচএসসিসহ (বিজ্ঞান) ৩ মাসের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স। যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা। তাপ/গ্যাস/তেলভিত্তিক পাওয়ার প্ল্যান্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বয়স: ৪৫ বছর মূল বেতন: ২৩,০০০ টাকা। এ ছাড়া বিআইএফপিসিএলের পলিসি অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসাসুবিধা, বোনাস, সিপিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ–সুবিধা দেওয়া হবে।
২. পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান-ইলেকট্রিক্যাল (স্টাফ লেভেল-৪) পদসংখ্যা: ২০ যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল–সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভোকেশনাল) অথবা এইচএসসিসহ (বিজ্ঞান) ৩ মাসের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স। যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা। তাপ/গ্যাস/তেলভিত্তিক পাওয়ার প্ল্যান্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বয়স: ৪৫ বছর মূল বেতন: ২৩,০০০ টাকা। এ ছাড়া বিআইএফপিসিএলের পলিসি অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসাসুবিধা, বোনাস, সিপিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ–সুবিধা দেওয়া হবে।
৩. পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান-আইটি/কম্পিউটার (স্টাফ লেভেল-৪) পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটি/কম্পিউটার–সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভোকেশনাল) অথবা এইচএসসিসহ (বিজ্ঞান) ৩ মাসের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স। যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বয়স: ৪৫ বছর মূল বেতন: ২৩,০০০ টাকা। এ ছাড়া বিআইএফপিসিএলের পলিসি অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসাসুবিধা, বোনাস, সিপিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ–সুবিধা দেওয়া হবে।
৪. পদের নাম: ফায়ার ইন্সপেক্টর (স্টাফ লেভেল-৪) পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা ন্যূনতম এইচএসসি/সমমানসহ যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা। তাপ/গ্যাস/তেলভিত্তিক পাওয়ার প্ল্যান্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যারে প্রাথমিক কাজের সক্ষমতা থাকতে হবে। বয়স: ৪৫ বছর মূল বেতন: ২৩,০০০ টাকা। এ ছাড়া বিআইএফপিসিএলের পলিসি অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসাসুবিধা, বোনাস, সিপিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ–সুবিধা দেওয়া হবে।
৫. পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান-আইটি/কম্পিউটার (স্টাফ লেভেল-৬) পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটি/কম্পিউটার–সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এসএসসি (ভোকেশনাল) অথবা এসএসসিসহ (বিজ্ঞান) ৩ মাসের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স। যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বয়স: ৩৫ বছর মূল বেতন: ১৮,০০০ টাকা। এ ছাড়া বিআইএফপিসিএলের পলিসি অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসাসুবিধা, বোনাস, সিপিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ–সুবিধা দেওয়া হবে।
চাকরির ধরন এ চাকরি চুক্তিভিত্তিক। বিআইএফপিসিএলের পলিসি অনুসারে চাকরির প্রাথমিক চুক্তির মেয়াদ এক বছরের শিক্ষানবিশকালসহ তিন বছর। সন্তোষজনক কর্মক্ষমতা সাপেক্ষে পরে তিন বছর অন্তর নবায়নের ভিত্তিতে প্রার্থীর ৬০ বছর বয়স পর্যন্ত প্রযোজ্য।
সাধারণ শর্ত
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতিয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সব পর্যায়ে জিপিএ ৫-এর স্কেলে কমপক্ষে ২.০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ২.২৫ থাকতে হবে।
সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা/সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
বিদেশি বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে পাস করা প্রার্থীদের একটি উপযুক্ত কর্তৃপক্ষ/সরকারি সংস্থা থেকে জারি করা সমমানের সাটিফিকেট/প্রত্যয়ন থাকতে হবে।
কোনো কালার ব্লাইন্ড ব্যক্তি আবেদন করতে পারবেন না।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই–মেইল করা যাবে। নিয়োগ, আবেদন ও আবেদন ফি জমা দেওয়ার বিস্তারিত প্রক্রিয়া বিআইএফপিসিএলের ওয়েবসাইট, টেলিটকে বিআইএফপিসিএলের লিংক ছাড়াও টেলিটকের জব পোর্টাল থেকে জানা যাবে।
আবেদন ফি টেলিটক প্রি-পেইড মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি বাবদ ৪০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৪৮ টাকাসহ মোট ৪৪৮ টাকা অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।
কর কমিশনারের কার্যালয়ে একাধিক পদে চাকরি

অর্থ মন্ত্রণালয়ের অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-বগুড়ায় একাধিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট জেলার বাসিন্দা যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: উচ্চমান সহকারী পদসংখ্যা: ৮ বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। যেসব জেলার বাসিন্দা আবেদন করবেন: সিরাজগঞ্জ, জয়পুরহাট ও গাইবান্ধা জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন।
২. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর/কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ। সাঁটলিপি লেখায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। যেসব জেলার বাসিন্দা আবেদন করবেন: গাইবান্ধা জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন।
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/ডেটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা: ৪ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। যেসব জেলার বাসিন্দা আবেদন করবেন: বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও গাইবান্ধা জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন।
৪. পদের নাম: গাড়িচালক পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যেসব জেলার বাসিন্দা আবেদন করবেন: সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন।
৫. পদের নাম: নোটিশ সার্ভার পদসংখ্যা: ২ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যেসব জেলার বাসিন্দা আবেদন করবেন: সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন।
৬. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ৬ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যেসব জেলার বাসিন্দা আবেদন করবেন: বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও গাইবান্ধা জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন।
৭. পদের নাম: নিরাপত্তা প্রহরী পদসংখ্যা: ৩ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যেসব জেলার বাসিন্দা আবেদন করবেন: বগুড়া ও সিরাজগঞ্জ জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন।
বয়সসীমা যে প্রার্থীদের বয়স ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকবে, তাঁরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। তবে ২০২০ সালের ২৫ মার্চ যাঁদের বয়স ৩০ বছরের মধ্যে থাকবে, তাঁরা আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল বা ctbogra2011@gmail.com ও alljobs.query@teletalk.com.bd ঠিকানায় মেইল করা যেতে পারে। নিয়োগ, আবেদন ও আবেদন ফি জমা দেওয়ার বিস্তারিত প্রক্রিয়া কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-বগুড়ার ওয়েবসাইট, টেলিটকে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-বগুড়ার লিংক ছাড়াও টেলিটকের জব পোর্টাল থেকে জানা যাবে।
আবেদন ফি ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা; টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা; টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৬ জানুয়ারি ২০২২ থেকে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২২ বিকেল পাঁচটা পর্যন্ত।
মন্তব্য