ইএমকে সেন্টারে সোশ্যাল মিডিয়া নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত

আফিফ আইমান: সাইবার নিরাপত্তা সচেতনতার প্রসারে কাকতাড়ুয়া এর উদ্যোগে ‘ফার্স্ট এইড অফ সোশ্যাল মিডিয়া প্রবলেমস’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার ইএমকে সেন্টারে অনুষ্ঠির্ত হয়। কাকতাড়ুয়া এর প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ইমরানের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারের লক্ষ্য ছিল শিক্ষার্থীদেরকে সাইবার বুলিং, হয়রানি এবং হ্যাকিংসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সমস্যার সমাধানে প্রয়োজনীয় জ্ঞান ও টুলস সরবরাহ করা।
‘ক্যালচারাল ফিউশন অ্যান্ড ডিজিটাল সলিউশন’ নামে আয়োজিত এই সেমিনারটিতে পার্টনার হিসেবে যুক্ত ছিল কালচারাল ক্লাসিসিস্টস, এসআর ড্রিম আইটি এবং প্রোবফ্লাই আইটি। সেমিনারের মূল আলোচ্য বিষয়গুলো ছিল সাইবার ঝুঁকির মুখোমুখি হওয়ার পর প্রাথমিক প্রযুক্তিগত পদক্ষেপ, ডিজিটাল নিরাপত্তা বজায় রাখার উপায় এবং সাইবার অপরাধের জন্য আইনি সহায়তা লাভের প্রক্রিয়া।
সেমিনারে উপস্থিত প্যানেলিস্টরা সোশ্যাল মিডিয়া সমস্যার জটিলতা সম্পর্কে বিভিন্ন দিক থেকে আলোচনা করেন। কাকতাড়ুয়ার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ইমরান উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া সম্পর্কে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম, তবে এটি নিরাপদে ও দায়িত্বশীলতার সাথে ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজনীয় জ্ঞান থাকা উচিত।”
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান সাইবার অপরাধের বিরুদ্ধে আইনগত সুরক্ষার বিষয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে আপনার অধিকার সম্পর্কে সচেতন হওয়াই প্রথম পদক্ষেপ। আইন প্রয়োগকারী সংস্থা সবসময় আপনাদের পাশে আছে।”
এসআর ড্রিম আইটির এক্সিকিউটিভ মেহেনাজ অর্ণি হ্যাকিং ও অন্যান্য অনলাইন হুমকি থেকে নিরাপদ থাকার প্রযুক্তিগত দিকগুলো আলোচনা করেন। তিনি বলেন, “বেসিক নিরাপত্তামূলক পদক্ষেপ আমাদের গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়গুলোর ব্যাপারে যুবসমাজকে সচেতন করা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ কাজ।”
এসআর ড্রিম আইটির প্রশিক্ষক শায়েক আহমেদ ডিজিটাল স্থিতিস্থাপকতা নিয়ে একটি ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন। তিনি অংশগ্রহণকারীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনার অনলাইন নিরাপত্তা আপনার হাতেই রয়েছে। নিরাপত্তা কৌশলগুলো নিয়মিত চর্চা করুন।”
প্রোবফ্লাই আইটির প্রতিষ্ঠাতা ইমরান আরও বলেন, “আমরা সবাই একসাথে একে অপরকে সাইবার হুমকি থেকে রক্ষার জন্য শিক্ষা ও সচেতনতায় অবদান রাখতে পারি।”
‘ফার্স্ট এইড অফ সোশ্যাল মিডিয়া প্রবলেমস’ সেমিনারটি বাংলাদেশি তরুণদের মধ্যে একটি সুরক্ষিত ডিজিটাল পরিবেশ গড়ে তোলার জন্য কাকতাড়ুয়া এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো কাজ করা ইচ্ছে ব্যক্ত করে। ইএমকে সেন্টারে ২০০+ উৎসাহী অংশগ্রহণকারীদের মাধ্যমে এই সেমিনারটি দায়িত্বশীল সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রয়োজনীয়তা ও সাইবার সচেতনতা সম্পর্কে একটি সফল আলোচনা তৈরি করতে সক্ষম হয়েছে, যা একটি সচেতন ও নিরাপদ ডিজিটাল সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
কাল পৃথিবীর আকাশে দেখা যাবে ২টি চাঁদ

ডেস্ক রিপোর্ট: পৃথিবী থেকে আকাশে রোববার (২৯ সেপ্টেম্বর) দেখা যাবে দুটি চাঁদ। মূলত মাধ্যাকর্ষণ শক্তিতে প্রভাবিত হয়ে ২ মাসের চাঁদের মত পৃথিবীকে প্রদক্ষিণ করবে একটি গ্রহাণু। একে বলা হচ্ছে ‘মিনি মুন’। যা ২৯ সেপ্টেম্বর পৃথিবী থেকে বিশেষ যন্ত্রের সাহায্যে দেখা যাবে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, পৃথিবীর আকাশে ‘মিনি মুন’ ২৯ সেপ্টেম্বর দৃশ্যমান হবে। তবে ‘মিনি মুন’ এতই ছোট এবং আবছা যে খালি চোখে একে দেখা যাবে না। এটি দেখার জন্য পেশাদার সরঞ্জামের প্রয়োজন হবে। দূরবীন বা হোম টেলিস্কোপেও চোখে ধরা দেবে না এই চাঁদ।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, আকারে ছোট নতুন চাঁদটি অর্জুন গ্রহাণু বেল্টের অন্তর্গত। আর অর্জুন গ্রহাণু বেল্ট পৃথিবী থেকে প্রায় ৯ কোটি ৩০ লাখ মাইল দূরত্বে অবস্থিত। ফলে অনেক দূর থেকে পৃথিবীকে অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করবে। এরপর আবার অর্জুন গ্রহাণু বেল্টে ফিরে যাবে। ফিরে যাওয়ার আগে মাত্র দুই মাস চাঁদের মতো পৃথিবীর আকাশে দেখা যাবে।
নতুন এই ক্ষুদ্র চাঁদকে জ্যোতির্বিজ্ঞানীরা মিনি-মুন ইভেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, স্বল্প সময়ের জন্য এ ধরনের গ্রহাণু আমাদের পৃথিবীকে আবর্তন করতে পারে। যে কোনো গ্রহাণুকে মিনি-মুন হওয়ার জন্য পৃথিবীর প্রায় ২৮ লাখ মাইলের কাছাকাছি আসতে হবে। এ অবস্থায় বস্তুটি অস্থায়ীভাবে পৃথিবীর আকর্ষণে আবদ্ধ হয়ে যায়।
পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদ দেখা যাওয়ার বিষয়ে জ্যোতির্বিজ্ঞানী কার্লোস মার্কোস বলেন, অর্জুন গ্রহাণু বেল্টে থাকা গ্রহাণুটি পৃথিবী থেকে সর্বনিম্ন ২৮ লাখ মাইল দূরত্বে আসতে পারে। এ অবস্থায় ভূকেন্দ্রিক শক্তি দুর্বল হয়ে গ্রহাণুটি পৃথিবীর একটি অস্থায়ী চাঁদে পরিণত হতে পারে। যদিও গ্রহাণুটি পৃথিবীর চারপাশে একটি সম্পূর্ণ কক্ষপথ অনুসরণ করবে না। অনেকটা জানালায় উঁকি দেওয়ার মতো করে চলে যাবে গ্রহাণুটি।
সূত্র: স্পেস ডটকম, ফোর্বস ডটকম
জেনে নিন আইফোন ১৬ এর দাম

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল সম্প্রতী আইফোন ১৬ সিরিজের ফোন বাজারে নিয়ে এসেছে। প্রত্যেক সিরিজের মতো এই সিরিজেও আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স মোট ৪টি মডেল নিয়ে এসেছে।
আইফোন ১৬ ও ১৬ প্লাসে রয়েছে বায়োনিক এ১৮ চিপ আর ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো। সময়ের সঙ্গে তাল মিলিয়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ চারটি মডেলে রয়েছে অ্যাপেল ইন্টেলিজেন্স।
টেক পিডিয়ার এক প্রতিবেদন বলা হয়েছে, সংস্করণভেদে প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে ৬ দশমিক ১ ইঞ্চি পর্দার আইফোন ১৬–এর দাম পড়বে সর্বনিম্ন ৭৯৯ ডলার বা প্রায় ৯৬ হাজার টাকা। আর ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার আইফোন ১৬ প্লাসের দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৮৯৯ ডলার বা ১ লাখ ৮ হাজার টাকা।
সাদা, কালো, সবুজ, গোলাপি ও নীল-এই ৫ রঙে পাওয়া যাবে আইফোন ১৬। আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সের পর্দার আকার যথাক্রমে ৬ দশমিক ৩ ইঞ্চি ও ৬ দশমিক ৯ ইঞ্চি। আইফোন ১৬ প্রো এর দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৯৯৯ ডলার বা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ও আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম পড়বে প্রায় ১ হাজার ১৯৯ ডলার বা ১ লাখ ৪৪ হাজার টাকা।
নন প্রো মডেলে থাকছে যথাক্রমে ২৭ ওয়াট আর ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট। তবে সবচেয়ে বড় চমক হল, এই নতুন সিরিজের চারটি মডেলেই থাকছে ‘ক্যাপচার’ বোতাম।
অর্থাৎ ফোনের লক না খুলেও, শুধু এই বোতাম টিপেই খুব সহজে ক্যামেরা খুলে ছবি তোলা যাবে। ব্যাটারির ক্ষমতা সামান্য বেড়েছে। সঙ্গে প্রো মডেল দু’টিতে ৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট, ২০ ওয়াটের ম্যাগসেফ চার্জিং তো থাকছেই।
গুগল প্লে স্টোরে আসছে বড় পরিবর্তন

গুগল তাদের প্লে স্টোরে অ্যাপগুলোর জন্য নতুন পরিবর্তন নিয়ে আসছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্লে স্টোর থেকে হাজার হাজার অ্যাপ ডিলিট করা হতে পারে। মূলত ব্যবহারকারীদের নিরাপত্তা এবং গুগল প্লে স্টোরকে আরো নিরাপদ করার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গুগল প্লে স্টোরে নতুন পরিবর্তন ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও এই পরিবর্তনের ফলে কিছু ব্যবহারকারী অসুবিধায় পড়তে পারেন, তবে দীর্ঘমেয়াদে এটি ব্যবহারকারীদের জন্যই উপকারী হবে।
যে কারণে এই পরিবর্তন গত কয়েক বছরে অনেক ব্যবহারকারী ম্যালওয়্যার ধারণকারী অ্যাপের শিকার হয়েছেন, যার ফলে তাদের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। এমনকি এক নারী একটি ক্রিপ্টো অ্যাপের শিকার হয়েছিলেন, যার ফলে তিনি বিপুল অর্থ হারিয়েছিলেন। এই ধরনের ঘটনাগুলো গুগলকে প্লে স্টোরের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করতে বাধ্য করেছে।
গুগল প্লে স্টোরের নিরাপত্তা নিয়ে আগেও প্রশ্ন উঠে ছিল। মেটা সুইজারল্যান্ডের ইপিএফএল এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো অ্যান্ড্রয়েডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সময়ে সময়ে প্লে স্টোর থেকে অনেক বিপজ্জনক অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে। হ্যাকাররা প্লে স্টোরের অ্যাপগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের ডাটা চুরি ও প্রতারণা করেছে।
গুগলের নতুন নীতি গুগলের নতুন নীতি অনুযায়ী, তৃতীয় পক্ষ অ্যাপ স্টোর থেকে এপিকে আপলোড করা নিষিদ্ধ হবে। এর ফলে ব্যবহারকারীরা আর প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন না। এই নতুন নিয়মের ফলে ম্যালওয়্যার ধারণকারী অ্যাপগুলো প্লে স্টোরে প্রবেশ করার সম্ভাবনা কমবে এবং ব্যবহারকারীরা আরো নিরাপদ থাকবে।
গুগলের এই সিদ্ধান্তের ফলে ব্যবহারকারীরা আরো নিরাপদ থাকবে। ম্যালওয়্যার ধারণকারী অ্যাপগুলোর সংখ্যা কমানোর পাশাপাশি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি কমবে।
১৪ দিন পর দেশে চালু হলো সামাজিক মাধ্যম ফেসবুক

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এর পাঁচদিন পর ব্রডব্যান্ড ও ১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল ফেসবুক, টিকটকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম।
অবশেষে আজ বুধবার দুপুর ২টার পর থেকে বাংলাদেশ থেকেও স্বাভাবিক নিয়মে ব্যবহার করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।
ব্রডব্যান্ড সংযোগ চালুর পর থেকে অবশ্য ভিপিএন ব্যবহার করে একটি বড় সংখ্যক মানুষ ফেসবুক ও বন্ধ থাকা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করতে পেরেছেন। পুরো সময়টা ফেসবুকে সক্রিয় ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও।
এরআগে আজ সকালে সামাজিক কয়েকটি যোগাযোগমাধ্যমের (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম) মালিক প্রতিষ্ঠান মেটার প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৈঠক শেষে পলক জানিয়েছিলন বিকেলের মধ্যে চালু হচ্ছে ফেসবুক-টিকটকসহ সব সামাজিক মাধ্যম। ফলে বিকেল থেকেই বাংলাদেশ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব আগের মতো নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব হবে।
মন্তব্য