শিরোনাম
ক্যাপ্টেন হিরামকক্স থেকে যেভাবে কক্সবাজারের নামকরণ হয়
তাফহীমুল আনাম, কক্সবাজার: ইংরেজ ক্যাপ্টেন হিরাম কক্সের নামের সাথে 'বাজার ' যুক্ত হয়ে এই কক্সবাজার জেলা। কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর গ্রামে অবস্থিত ক্যাপ্টেন ‘হিরাম কক্স’-এর বাংলোবাড়ি। আজ থেকে ২২২ বছর আগে ইংরেজ ক্যাপ্টেন ‘হিরাম কক্স’ নির্মান করেছিলেন বাংলোটি । তখনকার সময়ে এই বাড়িটি তৈরি করা হয়েছিল ইট কংক্রিট ও টিনের ছাউনি দিয়ে। বর্তমানে বাংলোটি অযত্ন -অবহেলায় পড়ে আছে। বাংলোর ছাউনি পরিবর্তন ছাড়া এ পর্যন্ত ঘরের সংস্কার হয়নি। টাঙানো নেই হিরাম কক্সকে নিয়ে কোনো সাইনবোর্ড কিংবা স্মৃতিফলক।
ইতিহাস থেকে জানা যায়, ১৭৮৪ সালের দিকে আরাকান দখল করে নিয়েছিলেন বার্মার রাজা বোধাপায়া। রাজার আক্রমণ থেকে বাঁচতে প্রায় ১৩ হাজার আরাকানি এদিকে চলে আসে, আশ্রয় নেয় পালংকীতে। কক্সবাজারের প্রাচীন নাম ছিল 'পালংকী'। সমুদ্র ও জঙ্গলঘেরা পালংকীতে আশ্রিত লোকজনকে পুনর্বাসনের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন হিরাম কক্সকে সেখানে নিয়োগ দিয়েছিল। হিরাম কক্স পালংকী এলাকায় প্রতিষ্ঠা করেন একটি বাজার। প্রথম প্রথম এ বাজার ‘কক্স সাহেবের বাজার’ নামে পরিচিত ছিল। পর্যায়ক্রমে ‘কক্স-বাজার’ এবং ‘কক্সবাজার’ নামের উৎপত্তি ঘটে। আরও আগে জায়গাটি ‘প্যানোয়া’ নামেও পরিচিত ছিল । ‘প্যানোয়া’ শব্দের অর্থ ‘হলুদ ফুল’। তখন কক্সবাজার হলুদ ফুলের রাজ্যে ছেয়ে ছিল।
হিরাম কক্স তো দায়িত্ব নিয়েছিলেন শরণার্থী পুনর্বাসনের। কিন্তু তাঁকে তো রাত যাপন করতে হবে, করতে হবে দাপ্তরিক কাজ। এ জন্যই রামুতে নির্মিত হয় এই বাংলোবাড়ি। ১৭৯৯ সালে বাংলোবাড়িতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ক্যাপ্টেন কক্সের মৃত্যু হয়। তাঁর মরদেহ নেওয়ার জন্য চকরিয়ার মেধাকচ্ছপিয়া এলাকার বড়খালে জাহাজ নিয়ে এসেছিলেন কক্স সাহেবের স্ত্রী ম্যাডাম কক্স পিয়ার। ‘ম্যাডাম কক্স পিয়ার’ লোকমুখে হয়ে যায় ‘মেধাকচ্ছপিয়া’। এখন মেধাকচ্ছপিয়া দেশের অন্যতম জাতীয় উদ্যান।
কক্সবাজার শহর থেকে রামুর ক্যাপ্টেন হিরাম কক্সের বাংলোবাড়ির দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এখানে দীর্ঘ ৩০ বছর ধরে বদিউজ্জামান( ৫৬) নামে এক বৃদ্ধ এই বাংলো পাহারা দিচ্ছেন।
বাংলো পাহারাদার বদিউজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, এই বাড়িটি ২২২ বছর আগে তৈরি করেছিলেন ইংরেজ ক্যাপ্টেন হিরাম কক্স। যার নামে এখন এই কক্সবাজার জেলা। এই বাড়ির সাথে তৎকালীন ব্রিটিশ আমলের ঐতিহাসিক ঘটনার সংযোগ আছে, তবে সেটা মনে করিয়ে দেওয়ার জন্য কোনো স্মৃতিফলক নেই। এবাংলোটি ‘জেলা পরিষদ বাংলো’ নামেও অধিক পরিচিত।
বদিউজ্জামান আরও জানান, দুই ঘরের এই বাংলোতে আছে ব্রিটিশ আমলের একটি খাট, চেয়ার-টেবিল। এই বাংলোয় কেউ রাত যাপন করতে চাইলে সরকারি কর্মকর্তাদের জন্য প্রতি রাতের জন্য ২০০ টাকা, পর্যটকদের জন্য ৪০০ টাকা দিতে হয়।
কক্সবাজার সিভিল সোসাইটিজ ফোরাম এর সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, ২২২ বছরের পুরোনো ঐতিহাসিক বাংলোটি অযত্ন- অবহেলায় পড়ে আছে। বাংলোর ছাউনি পরিবর্তন ছাড়া এ পর্যন্ত ঘরের সংস্কার হয়নি। টাঙানো নেই হিরাম কক্সকে নিয়ে কোনো সাইনবোর্ড কিংবা স্মৃতিফলক। বাংলোটি ‘হিরাম কক্স এর বাংলোবাড়ি’ হিসেবে খ্যাত হলে রামুর পর্যটনে যোগ হবে নতুন মাত্রা।
কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী জানান, যার নামে আজকের এই কক্সবাজারের নামকরণ সেই ইংরেজ ক্যাপটেন হিরাম কক্স এই বাংলোতে থাকতেন । বাংলোটি অনেক বছরের পুরনো। এটির দেখবাল জেলা পরিষদ থেকে করা হয়। সম্প্রতি বাংলোর বিভিন্ন অবকাঠামো সংস্কারসহ বাংলোর ভিতর একটি টয়লেট ও খাট - সোফা সংযুক্ত করা হয়েছে । এই বাংলোর ঐতিহ্য ও ইতিহাস ধরে রাখতে এবং পর্যটক আকর্ষণে আরও কিছু সাজসজ্জার প্রয়োজন আছে। ক্রমান্বয়ে এসব কাজ করা হবে।
আমেরিকার যোগদানে যেভাবে প্রথম বিশ্বযুদ্ধের মোড় ঘুরে গিয়েছিল
বিশ্বব্যাপী সংগঠিত হওয়া প্রথম কোন যুদ্ধ ছিল এটি। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশ্বের প্রতিটি দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে। যার জন্য এটাকে প্রথম বিশ্বযুদ্ধ বলা হয়। বিশ্বব্যাপী সংঘটিত এই সংঘাত ১৯১৪ সালে শুরু হয়ে ১৯১৮ সাল পর্যন্ত চলে। এটি ছিল ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য এবং ধ্বংসাত্মক যুদ্ধগুলির মধ্যে একটি। যাতে বিশ্বের সব বড় বড় শক্তি জড়িত ছিল এবং ভূ-রাজনৈতিক ল্যান্ডস্কেপকে পুনর্নির্মাণ করে।
প্রথম বিশ্বযুদ্ধ শুরুর কারন: প্রথম বিশ্বযুদ্ধের অন্তর্নিহিত কারণগুলি জটিল এবং আন্তঃসম্পর্কিত ছিল। যুদ্ধের প্রাদুর্ভাবের জন্য দায়ি এমন কিছু মূল কারণগুলির মধ্যে অন্যতম কয়েকটি কারন-
১. সামরিকায়ন: প্রধান ইউরোপীয় শক্তিগুলি তাদের সামরিক বাহিনী এবং অস্ত্র তৈরি করে একটি বিশাল অস্ত্র প্রতিযোগিতায় জড়িত ছিল। এটি একটি উত্তেজনাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেছিল, যেখানে দেশগুলি প্রয়োজনে একে অন্যের বিরুদ্ধে তাদের সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত ছিল।
২. জোট: বেশ কয়েকটি দেশ তাদের নিরাপত্তা বাড়াতে এবং আগ্রাসন রোধ করতে জোট গঠন করে। দুটি প্রধান জোট ব্যবস্থা ছিল ট্রিপল এন্টেন্টে (ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাজ্য নিয়ে গঠিত) এবং ট্রিপল অ্যালায়েন্স (জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি এবং ইতালি)।
৩. সাম্রাজ্যবাদ: ইউরোপীয় শক্তিগুলি সারা বিশ্বে উপনিবেশ এবং বিভিন্ন অঞ্চল দখলের জন্য প্রতিযোগিতা করছিল, যার ফলে উত্তেজনা এবং প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে থাকে।
৪. জাতীয়তাবাদ: বিভিন্ন জাতিগত গোষ্ঠী ও জাতির মধ্যে জাতীয়তাবাদী উচ্ছ্বাস এবং গর্ব ও পরিচয়ের দৃঢ় অনুভূতি তাদের স্বার্থ রক্ষা এবং আধিপত্য প্রতিষ্ঠা করার প্রবল ইচ্ছা এই যুদ্ধের শুরুর পেছনে অবদান রাখে।
৫. আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যা: যুদ্ধের তাৎক্ষণিক ট্রিগার ছিল অস্ট্রিয়া-হাঙ্গেরির আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ড এবং তার স্ত্রীকে বসনিয়ার সারাজেভোতে, ২৮ জুন, ১৯১৪ সালে একজন সার্বিয়ান জাতীয়তাবাদী দ্বারা হত্যা করা। এই ঘটনাটি যুদ্ধ ঘোষণার দিকে ধাবিত করে।
যুদ্ধে আমেরিকার যোগদানের প্রেক্ষাপট:
প্রথম বিশ্বযুদ্ধে না জড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসনের জনপ্রিয়তা কিছুটা হলেও বেড়েছিল। ১৯১৬ সালের নভেম্বরে সামান্য ব্যবধানে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেলেন তিনি। কিন্তু এর ঠিকা পাাঁচ মাস পরেই জাতিকে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান জানান প্রেসিডেন্ট উেইলসন। তিনি তখন বলেছিলেন, গণতান্ত্রিক আদর্শ টিকিয়ে রাখতে বিশ্বকে অবশ্যই নিরাপদ করতে হবে। এর মধ্যে আমাদের নিজের স্বার্থোদ্ধারের কিছু নেই। কোন ভূখন্ড জয় বা কাউকে অধীনস্থ করার আকাঙ্খা নেই আমাদের।
প্রথম বিশ্বযুদ্ধ ইউরোপকে পরিণত করেছিল বিশাল এক কসাইখানায়। যুক্তরাষ্ট্র লড়াইতে যোগ দেওয়ার পর সেই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে।
বেশ কয়েকটি কারণ ছিল যা আমেরিকার সংঘাতে প্রবেশের দিকে পরিচালিত করেছিল:
১. অনিয়ন্ত্রিত সাবমেরিন যুদ্ধ: জার্মানি, কেন্দ্রীয় শক্তিগুলির মধ্যে একটি, অনিয়ন্ত্রিত সাবমেরিন যুদ্ধের একটি নীতি প্রকাশ করেছিল, যেখানে বলা হয়- তাদের সাবমেরিনগুলি ব্রিটেনের আশেপাশের জলসীমায় প্রবেশ করা বেসামরিক জাহাজ সহ যে কোনও জাহাজকে আক্রমণ করবে। এর ফলে কেন্দ্রীয় শক্তি বেশ কয়েকটি আমেরিকান জাহাজ ডুবিয়ে দেয়, যার ফলে আমেরিকান জীবন ও সম্পত্তির ব্যপক ক্ষতি হয়। যা যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মাঠে টেনে আনে।
২. জিমারম্যান টেলিগ্রাম: ১৯১৭ সালের জানুয়ারিতে, ব্রিটিশরা জার্মান পররাষ্ট্রমন্ত্রী আর্থার জিমারম্যানের মেক্সিকোতে জার্মান রাষ্ট্রদূতের কাছে একটি গোপন বার্তা আটকে দেয়। টেলিগ্রাম জার্মানি এবং মেক্সিকোর মধ্যে একটি সামরিক জোটের প্রস্তাব করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি জার্মানির বিরুদ্ধে যুদ্ধে প্রবেশ করে, মেক্সিকোকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে উত্সাহিত করা হয়। বিনিময়ে, মেক্সিকোকে টেক্সাস, নিউ মেক্সিকো এবং অ্যারিজোনায় হারানো অঞ্চলগুলি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে। এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষোভের সৃষ্টি করে এবং যুদ্ধের পক্ষে জনগণের মনোভাবকে আরও বাড়িয়ে তোলে।
৩. অর্থনৈতিক স্বার্থ: যুদ্ধে অংশগ্রহনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র ঋণ ও সরবরাহের মাধ্যমে মিত্র শক্তিকে (প্রাথমিকভাবে ব্রিটেন ও ফ্রান্স) আর্থিক সহায়তা দিয়ে আসছিল। মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রশক্তিকে সমর্থন করার ক্ষেত্রে অর্থনৈতিক সুবিধা দেখেছিল এবং যদি মিত্ররা পরাজিত হয়, তাহলে একটি উদ্বেগ ছিল যে তারা তাদের ঋণ পরিশোধ করতে পারবে না, যার ফলে আমেরিকান কোম্পানিগুলির আর্থিক ক্ষতি হতে পারে। যা যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মাঠে টেনে আনে।

৪. মিত্রদের প্রতি সহানুভূতি: অনেক আমেরিকান সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের কারণে মিত্র শক্তির সাথে বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্সের সাথে সংহতির অনুভূতি অনুভব করেছিল। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে জার্মান নৃশংসতার প্রচার এবং রিপোর্ট মিত্রদের পক্ষে যুদ্ধে যোগদানের জন্য জনসমর্থনকে আরও বাড়িয়ে তোলে।
৫. উইলসনের আদর্শবাদ: রাষ্ট্রপতি উড্রো উইলসন গণতন্ত্র, আত্মনিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর ভিত্তি করে একটি বিশ্বব্যবস্থার একটি দৃষ্টিভঙ্গি প্রচার করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ইউরোপে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করা এবং এই ধরনের বিধ্বংসী সংঘাত যাতে আর না ঘটে তা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নৈতিক দায়িত্ব ছিল।
যুদ্ধে জড়ানো শত কারন থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রে জনমত প্রাথমিকভাবে বিভক্ত ছিল। কিছু আমেরিকান ইউরোপীয় দ্বন্দ্বে নিরপেক্ষতা এবং অ-সম্পৃক্ততার পক্ষে, অন্যরা হস্তক্ষেপের পক্ষে। ১৯১৫ সালে আরএমএস লুসিটানিয়া এবং জিমারম্যান টেলিগ্রামের বিষয়টি প্রকাশ হওয়ার পরেই মার্কিন সরকার এবং জনগণের সম্পৃক্ততা ও জনমতের উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র ১৯১৭ সালে যুদ্ধে প্রবেশের দিকে সরে যায়।
অবশেষে ৬ এপ্রিল, ১৯১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, প্রথম বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
ফলাফল: ১১ নভেম্বর, ১৯১৮ সালে যুদ্ধবিরতি স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে। কেন্দ্রীয় শক্তিগুলি (জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য এবং বুলগেরিয়া) মিত্র শক্তির কাছে পরাজিত হয়েছিল (প্রাথমিকভাবে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ইতালি এবং পরে যুক্তরাজ্যের দ্বারা)। যুদ্ধের ফলে লক্ষাধিক মানুষ মারা যায় এবং আহত হয় এবং ইউরোপ জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে।
১৯১৯ সালে স্বাক্ষরিত ভার্সাই চুক্তি আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘটায় এবং আঞ্চলিক ক্ষতি, ব্যাপক ক্ষতিপূরণ এবং যুদ্ধের সকল দায় স্বীকার সহ জার্মানির উপর কঠোর শাস্তি আরোপ করা হয় ভার্সাই চুক্তির মাধ্যমে।
ভার্সাই চুক্তি শর্তগুলি জার্মানিতে অসন্তোষের সৃষ্টিতে ব্যপক অবদান রাখে এবং শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাদুর্ভাবের ক্ষেত্রেও এটি ভূমিকা পালন করেছিল।
পাখিদের মধ্যেও বাড়ছে বিচ্ছেদ! ভুগছে অবসাদে, জড়াচ্ছে পরকীয়ায়
নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়ানো পাখি হতে কার না মন চায়। নীল দিগন্তে ডানা মেললেই কি আর আনন্দ মেলে? গাছগাছালির মধ্যে শরীর ডুবিয়ে মিষ্টি সুরে গান ধরত তারা। গানের সুরে জানান দিত ভোর হয়েছে। ঘুম ভাঙানোর গান এক। সুর তাল লয় ছন্দে প্রেম করত পাখিরা। তারপর পাশে থাকার অঙ্গীকার করত। পাখিদের সেই প্রেম-বিয়েও নাকি এখন আর টিকছে না। পাখিদের মধ্যে প্রেম হচ্ছে আবার ডিভোর্সও হয়ে যাচ্ছে। ঠিক কি কারনে পাখিদের মধ্যে ডিভোর্স বেড়েই চলেছে তার ব্যখ্যা করেছে বিজ্ঞানীরা।
সম্প্রতি রয়্যাল সোসাইটির জার্নাল ‘দ্য প্রসিডিংস’ দাবি করেছে, মানুষের মতো পাখি-সমাজেও ডিভোর্স বাড়ছে। চীন, জার্মানি সহ কয়েকটি দেশের বিজ্ঞানীরা পাখিদের সংসারে ঢু মেরে দেখেছেন, তাদের সংসারেও দিনকে দিন বেড়েই চলেছে ঝগড়া। বিয়ে নাকি টিকছেই না। এখন পর্যন্ত ২৩২ টি পাখি-দম্পতির ডিভোর্স দেখেছেন তাঁরা। বিজ্ঞানীরা বলছেন ব্যাপারটা আসলে খুবই মর্মান্তিক।
পাখিদের সম্পর্কে এই ভাঙনের সুর কেন?
বিজ্ঞানীদের ভাস্য মতে, পাখিরাও আজকাল পরকীয়ায় আসক্ত হয়ে পড়ছে। সাধারণত, পুরুষ ও স্ত্রী পাখি সংসার বাঁধার পরে প্রথম ডিম দেওয়া বা সন্তান আসা অবধি একসঙ্গেই থাকে। এতদিন এটাই ছিলো পাখি সমাজের নিয়ম। বিজ্ঞানীদের দাবি, ইদানীংকালে দেখা যাচ্ছে প্রথম সন্তান হওয়ার আগেই পুরুষ পাখি বা স্ত্রী পাখি অন্য সঙ্গী খুঁজে নিচ্ছে। অথবা অন্য সঙ্গীর সঙ্গে গোপনে প্রেম করছে। সঙ্গীর একজন পরকীয়ায় জড়ালে, অন্যজন তা কিছুতেই মানতে পারছে না। ফলে তাদের মধ্যে হয়ে যাচ্ছে ডিভোর্স।
আবার এমনটাও দেখা যাচ্ছে, পাখি দম্পতির একজন অনেক দূরে উড়ে গিয়ে আর ফিরে আসছে না। সেখানেই নতুন করে সংসার পাতছে, সন্তান নিচ্ছে। এর ফলে বিচ্ছেদ হচ্ছে পাখি দম্পতির। পরিযায়ী পাখিদের ক্ষেত্রে ঠিক এই কারণে ডিভোর্সের মাত্রা অনেক বেশি। ‘লং ডিসট্যান্স রিলেনশিপ’ আজকাল পাখিরাও পছন্দ করছে না। যার ফলে পাখিদের মধ্যে বাড়ছে পরোকিয়া, হচ্ছে ডিভোর্স।
পাখিদের মধ্যে অবসাদের প্রবণতাও মাত্রারিক্ত দেখেছেন বিজ্ঞানীরা। পরিবেশ ও বাস্তুতন্ত্রে বদল, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বন জঙ্গল উজাড় করে ফেলা, মানুষের তৈরি দূষণেও পাখিরা অতীষ্ট। যে কারণে তাদের সংসার পাতার প্রবণতাও পূর্বের তুলনাুয় কমে যাচ্ছে দিনকে দিন।
বিজ্ঞানীরা বলছেন, পাখিদের ডিভোর্স শুনে ব্যাপারটা হাস্য কৌতুক হিসেবে নিলেও মোটেও বিষয়টি স্বাভাবিক ব্যাপার নয়। পাখিদের পারস্পরিক কথোপকথন, তাদের বংশবিস্তারের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে ডিজিটাল সভ্যতার মাত্রারিক্ত বাড়াবাড়ির কারণেই।ক্যানবেরার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষীবিদ ডক্টর রস ক্রেটার বিপন্ন প্রজাতির পাখিদের নিয়ে দীর্ঘ সময় ধরেই গবেষণা করছেন। তিনি বলেছিলেন, বিশ্বজুড়ে অনেক প্রজাতির পাখিই বিপন্নের তালিকায় চলে গেছে। এই পাখিদের নিয়ে গবেষণা করতে গিয়েই বিজ্ঞানী দেখেছেন, নিজের প্রজাতির মধ্যে ভাব বিনিময়ের যে মাধ্যম, তাই ভুলে গেছে পাখিরা। নিজেদের মধ্যে কথা বলতে এখন তারা অন্য প্রজাতির গান নকল করছে। কোকিল যদি এখন হঠাৎ করে অন্যরকম গান ধরে, তাহলে ব্যাপারটা যেমন হবে ঠিক তাই। ডক্টর রস বলছেন, মনুষ্য সৃষ্ট দূষণ আর পরিবেশ বদলের যে ভয়ংকর প্রভাব আসতে চলেছে বিশ্বজুড়ে তার সূচনা হয়ে গেছে।
মানুষের মতো পাখিদেরও নিজেদের সমাজ, গোষ্ঠী থাকে। কিন্তু এখন পাখিরা নিজেদের বাসস্থান হারাচ্ছে। পাখিদের প্রেম আর জমছেই না। পাখিরা যে গান শুনে বা বুলি শুনে ছুটে এসে সঙ্গী বেছে নিত, সেই প্রক্রিয়াই এখন বাধা পাচ্ছে মোবাইল নেটওয়ার্কের যুগে। তাই প্রেমিকের বাড়ির ঠিকানা খুঁজেই পাচ্ছে না প্রেমিকারা। পাখিদের মিলনেও বাধা পড়ছে। তাদের সংসার ভাঙছে।
পাখিদের বিচ্ছেদের জন্য মানুষের কাণ্ডকারখানাকেই দায়ী করছেন পরিবেশবিদরা। বন-জঙ্গলের গাছ কেটে কংক্রিটের বাড়ি উঠছে, এতে করে বাস্তুহারা হচ্ছে পাখিরা। মোবাইলের মাইক্রোওয়েভ রশ্মি, টাওয়ার থেকে ভেসে আসা তরঙ্গ ও গাড়ির আওয়াজে দিশাহারা হচ্ছে পাখিরা। পাখিরা ভাব বিনিময়ের পদ্ধতিই ভুলে যাচ্ছে। এই গবেষণা আগামী পৃথিবীর কাছে এক অশনি সংকেতই বটে। গবেষকরা বলছেন, একটা সময় আসবে যখন পৃথিবী থেকে মুছে যাবে পাখির গান। হারিয়ে যাবে সমস্ত সুরেলা পাখিরা।
বিশ্বের সেরা ধনী থেকে হায়দরাবাদের নিজাম যেভাবে নিঃস্ব হয়েছিলেন
হায়দরাবাদের অষ্টম ও শেষ নিজাম, নবাব মীর বরকত আলি খান বালাশন মুকাররম জাহ বাহাদুরকে বুধবার রাতে তার পূর্বপুরুষদের রাজধানী শহরেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মুকাররম জাহর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি ১৪ জানুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে তার মৃত্যু হয়।
তার দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মহামহিম নবাব মীর বরকত আলি খান বালাশন মুকাররম জাহ বাহাদুরের শেষ ইচ্ছা অনুযায়ী তার জন্মশহর হায়দরাবাদে দাফন করা হয়।
ইস্তাম্বুলে থেকে হায়দরাবাদে আনার পরে তার লাশ চৌমহলা প্যালেসে রাখা ছিল। তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ হাজির হয় ওই প্যালেসে।
মুকাররম জাহ এর পরিচয়ঃ হয়দরাবাদের শেষ নিজাম মীর উসমান আলি খান বাহাদুরের নাতি ছিলেন এই মুকাররম জাহ। সপ্তম নিজাম মীর উসমান আলি খান ১৯৪৮ সাল পর্যন্ত হায়দরাবাদের শাসক ছিলেন। তার ছেলে আজম জাহ ও রাজকুমারী দুরু শহবরের ছেলে মুকাররম জাহের জন্ম ১৯৩৩ সালে।
দ্যা হিন্দু সংবাদপত্রের এক প্রতিবেদন অনুযায়ী, উসমান আলি খান উত্তরাধিকারী হিসেবে নিজের ছেলেকে বেছে না নিয়ে নাতি মুকাররম জাহকে নিজাম হিসেবে ঘোষণা করে গিয়েছিলেন।
একই প্রতিবেদনে ‘দ্যা হিন্দু’ লিখেছে যে ১৯৬৭ সালে রাজ্যাভিষেকর পরে অষ্টম নিজাম হন মুকাররম জাহ। ওই রাজ্যাভিষেক অনুষ্ঠানও হয়েছিল চৌমহলা প্যালেসেই, যেখানে দাফনের আগে তার লাশ রাখা হয়েছিল।
অভিষেকের পরেই মুকাররম জাহ অস্ট্রেলিয়ায় চলে যান। কিছু দিন পরে তুরস্কে পাকাপাকি ভাবে থাকতে শুরু করেন তিনি।
বিপুল সম্পত্তি যেভাবে উড়ে গেলোঃ হায়দরাবাদ থেকে প্রকাশিত ‘সিয়াসত’ সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী সপ্তম নিজামের উত্তরাধিকারী হিসেবে মুকাররম জাহ পৃথিবীর সব থেকে বড় সম্পত্তির মালিক হয়েছিলেন। কিন্তু বিলাসী জীবনযাপন, রাজকীয় মহলের দেখভালে অবহেলা, বেহিসাবির মত দামি অলঙ্কার কিনতে খরচ করা ছিল মুকাররম জাহের স্বভাব। এভাবেই সব সম্পত্তি শেষ হয়ে যায় অষ্টম নিজামের।
উত্তরাধিকার সূত্রে মুকাররম জাহ ২৫ হাজার কোটি টাকা মূল্যের সম্পত্তি পেয়েছিলেন। ওই সময়ে তার বয়স ছিল ৩০ বছর। কিন্তু বেহিসাবি জীবনযাপনের ফলে শেষ দিনগুলো তাকে কাটাতে হয়েছিল একটা দু’কক্ষের ফ্ল্যাটে।
হায়দরাবাদের নিজামের শাসন শুরু হয়েছিল ১৭২৪ সালে, তা জারি ছিল ১৯৪৮ পর্যন্ত।
হয়দরাবাদের শেষ শাসক, নিজাম-আসফ জাহ মুজফ্ফরুল মুল্ক স্যার উসমান আলি খান ১৯১১ সালে শাসনভার গ্রহণ করেন। তিনি ছিলেন ব্রিটিশ শাসকদের খুব কাছের মানুষ।
টাইম ম্যাগাজিন ১৯৩৭ সালের ২২ ফেব্রুয়ারি উসমান আলি খানের ওপরে একটা সংখ্যাই ছেপেছিল। ওই সময়ে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। তার কাছে ২৪২ ক্যারেটের জেকব হীরা ছিল। এটি পৃথিবীর সবচেয়ে বড় হীরার একটা। যারা ওই হীরা দেখেছেন, তাদের কথায়, হীরাটি একটা ছোট লেবুর আকৃতির ছিল।
ওই হীরা রক্ষা করার জন্য একটা সাবানের বাক্সের ভেতরে লুকিয়ে রাখা হত। কখনো আবার নিজাম হীরাটিকে পেপারওয়েট হিসেবেও ব্যবহার করতেন।
যেভাবে হায়দরাবাদের ভারত-ভুক্তি হয়েছিলঃ স্বাধীনতার পরে যে তিনটি দেশীয় রাজ্য ভারতে যোগদান করতে অস্বীকার করেছিল, তারই অন্যতম ছিল হায়দরাবাদ। তবে ভারত সরকার সেনাবাহিনী পাঠিয়ে ১৯৪৮ সালে হায়দরাবাদ দেশের বাকি অংশের সাথে মিশিয়ে দেয়।
হায়দরাবাদের সেনাবাহিনীর আত্মসমর্পণের পরে ভারত সরকার নিজামের সমর্থক কাশিম রিজভি ও লায়েক আহমেদকে হেফাজতে নেয়। লায়েক আহমেদ হেফাজত থেকে পালিয়ে বোম্বে (বর্তমানের মুম্বাই) চলে যান আর সেখান থেকে বিমানে পাকিস্তান পৌঁছান।
ভারত সরকার সপ্তম নিজাম বা তার পরিবারের কোনো ক্ষতি করেনি। তাদের সপরিবারে নিজেদের প্রসাদেই থাকার অনুমতি দিয়েছিল সরকার।
১৯৪৭ সালে স্বাধীনতার পরে ৫৬২তম দেশীয় রাজ্য হিসেবে হায়দরাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। সপ্তম নিজাম ও ভারত সরকারের মধ্যে ১৯৫০ সালের ২৫ জানুয়ারি স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী নিজাম বছরে ৪২ লাখ ৮৫ হাজার ৭১৪ টাকা প্রিভি পার্স হিসেবে পেতেন।
হায়দরাবাদ ভারতের অন্তর্ভুক্ত হলেও নিজাম সেখানকার গভর্নর ছিলেন ১৯৫৬ সাল পর্যন্ত। রাজ্য পুনর্গঠনের পরে নিজামের আগের সাম্রাজ্য ভেঙে তিনটি রাজ্য তৈরি হয়। অন্ধ্র প্রদেশ, কর্ণাটক ও মহারাষ্ট্র।
সপ্তম নিজাম মীর উসমান আলি খানের ১৯৬৭ সালের ২৪ ফেব্রুয়ারি মৃত্যু হয়।
সূত্র : বিবিসি
তাজউদ্দীন, তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না। তুমি এসো- বঙ্গবন্ধু
হাসিবুল আলম প্লাবন, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিঃ মৃত্যুর কিছুদিন আগে তাজউদ্দীন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমি বাবার সাথে দেখা করতে জেলে যান। তাজউদ্দীন রিমিকে জানান তিনি 'মুজিব ভাই'কে স্বপ্নে দেখেছিলেন, যিনি তাকে বলেছিলেন "তাজউদ্দীন, তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না। তুমি এসো"
১৯৭৫ সালের ১ নভেম্বর সৈয়দা জোহরা তার সন্তানদের নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাজউদ্দীন আহমদকে দেখতে যান। এটাই হবে তাদের শেষ সাক্ষাৎ। দুই দিন পর তাজউদ্দীন আহমদ ও তার তিন সহকর্মীকে হত্যা করা হবে। তাজউদ্দীন আহমেদ টের পেয়েছিলেন পটভূমিতে অন্ধকার কিছু উন্মোচিত হচ্ছে। তিনি আশঙ্কা করেছিলেন যে একটি আক্রমণ আসন্ন। তিনি তার পরিবার ও অন্যদের জেলখানাকে রেডক্রসের তত্ত্বাবধানে আনতে বলেন। যত তাড়াতাড়ি সম্ভব জেলে হামলা হতে পারে বলে বার্তা পাঠাতে বলেন তিনি ।
আড়াই মাস জেলে থাকার সময় তাজউদ্দীন আহমদ একটি জার্নালে সমস্ত বিবরণ লিখেছিলেন, যা ছিল মোট ৫০০ পৃষ্ঠার । ১৯৭৫ সালের ১ নভেম্বর সহধর্মিণী জোহরার সাথে দেখা হলে তিনি তাকে এ জার্নালটি সম্পর্কে বলেছিলেন। কিন্তু গোয়েন্দা সংস্হার লোকেরা তাদের চারপাশে বসে ছিল তাই তিনি জোহরাকে অস্পষ্টভাবে এবং ভাঙ্গা বাক্যে জার্নালটি সম্পর্কে বলেন। তাজউদ্দিম আহমেদ এক্ষেত্রে কিছু প্রতীকী ভাষা যেমন "ডায়েরি, 500 পৃষ্ঠা, লাল কভার, কালো বর্ডার" ইত্যাদি বলেছিলেন। জোহরা বুঝতে পেরেছিলেন যে তিনি কী বলতে চাইছেন। যে তাকে হত্যা করা হবে এবং ডায়েরিটি খুব গুরুত্বপূর্ণ ছিল।
চার নেতা হত্যার অন্যতম প্রধান সাক্ষী ছিলেন তৎকালীন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আমিনুর রহমান। ১৯৭৫ সালের ৩ রা নভেম্বর সোমবার বেলা ২টার দিকে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এটিএম নুরুজ্জামান'এর টেলিফোনের রিং শুনে আমিনুর রহমানের ঘুম ভাঙে। আইজি তাকে জানান যে তিনি কারাগারে আসছেন এবং "কিছু সেনা কর্মকর্তা"ও তার সাথে থাকবেন। এর কিছুক্ষণ পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে দুটি গাড়ি আসে। একটি গাড়িতে আইজি নুরুজ্জামানসহ আরো ৪ জন ছিলেন। অন্যটিতে ছিল আরও ২ জন। তাদের কাছে স্টেনগান ও ৩০৩টি রাইফেল ছিল । এতক্ষণে জেলের ঘণ্টা বারবার বাজতে শুরু করে এবং কারাগারের কর্মচারীদের একটি বিশাল ভিড় গেটের কাছে জড়ো হয়েছিল, কী ঘটছে তা ভেবে হতবাক হয়ে গিয়েছিল।
তৎকালীন অবৈধ রাষ্ট্রপতি মোশতাক কারাগারে ফোন করেন এবং মহাপরিদর্শকের সাথে কথা বলেন। আমিনুর রহমান এটিএম নুরুজ্জামানকে মোশতাক কর্তৃক অর্পিত অদেশ নিয়ে হতবাক ও অস্বীকৃতি প্রকাশ করতে শুনেছিলেন।
হাতে একটি চিরকুট (অর্থাৎ সংক্ষিপ্ত অফিসিয়াল নোট) নিয়ে, আইজি জেলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) কাজী আবদুল আউয়ালের অফিসে গিয়ে উত্তর দিলেন, "চল ভিতরে যাই"।
জেল গেট খোলার সঙ্গে সঙ্গে আইজি দুই খুনি নিয়ে কারাগারে প্রবেশ করেন। এ সময় ডিআইজি কাজী আবদুল আউয়াল আইজিকে বলেন, কারাগারের ভেতরে অস্ত্র বহন করা নিষিদ্ধ। তার উচিত সৈন্যদের এখানে তাদের অস্ত্র রাখতে বলা ।
বাকি খুনিরা গেট না খোলার আপত্তি জানিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছিল। তারাও তখন কম্পাউন্ডে ঢুকতে লাগল। কিন্তু ডিআইজি কাজী আবদুল আউয়াল আপত্তি করে থাকেন। নতুন কক্ষে প্রবেশের ঠিক আগে, তারা তাকে ধাক্কা দেয় এবং গালি দেয় ভেতরে প্রবেশ করে ।
এরপর আইজি জেলার আমিনুর রহমানকে সবার সামনে চিট দেন এবং চার নেতাকে এক কক্ষে নিয়ে আসতে বলেন। আদেশ অনুযায়ী মিটিংয়ের জন্য কারাগারের একটি কক্ষ প্রস্তুত করেন আমিনুর রহমান। তিনি সবার বসার জন্য দুপাশে দুটি বেঞ্চ সহ মাঝখানে একটি কাঠের টেবিল রাখলেন। একটি বেঞ্চ চার নেতার জন্য অন্যটি ভিজিটরদের জন্য। আমিনুর তখন চার নেতাকে নিতে যান।
একটি কারাগারে সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দীন আহমেদ ছিলেন। আমিনুর তাদের কক্ষে গিয়ে দেখতে পান তাজউদ্দীন আহমদ ওজু করছেন এবং সৈয়দ নজরুল কোরআন পড়ছেন । সময়টা তখন ফজরের নামাযের কিছু আগে।
চার জাতীয় নেতাকে নতুন সেলে নিয়ে এসে একপাশে বেঞ্চে বসানো হলো। দরজার কাছেই ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী । তারা সবাই তাদের অজানা ভিজিটরদের জন্য অপেক্ষা করছিলেন। অস্ত্র সজ্জিত দলটি সেলে এসে পৌছালে আমিনুর উভয় পক্ষের পরিচয় দিতে থাকেন। কিন্তু মনসুর আলীর নাম বলার আগেই খুনিরা গুলি করতে শুরু করে। খুনিরা এলোপাতাড়ি ভাবে গুলি ছুড়ে, তারপর চলে যায়। কিন্তু হঠাৎ তারা আবার ঘর থেকে "পানি, পানি" চিৎকার শুনতে পায়। তাই ঘাতকরা দৌড়ে সেলপনফিরে গেল। মৃত্যু নিশ্চিত করতে নেতাদের বেয়নেটেড করা জয় হিংস্রভাবে। সেই সঙ্গে হত্যা করা হয় চার নেতা, বাংলাদেশের প্রথম সরকারের নেতৃত্বদানকারী নেতাদের। তাদের ক্যারিশম্যাটিক নেতা এবং দীর্ঘদিনের সহকর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বরণোর ৭৯ দিন পর তাদের মৃত্যু হয়।
তাদের মৃত্যুর মিনিটখানেক পরে সারা শহর জুড়ে ফজরের আজান হতে থাকে। সেই সাথে বাংলাদেশ হারায় তাদের মুক্তিযুদ্ধের সম্মুখ নেতৃত্ব দানকারী নেতাদের।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য