শিরোনাম
তুমি ‘র’-এর খপ্পরে পড়েছো, কাকে বললেন পিনাকী?

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের।
এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য।
তিনি তার পোস্টে বলেন, ‘জামায়াতের রাজনীতির ক্রিটিক আছে, সমালোচনা আছে। আপনি সেটা করতেই পারেন।
সেই অধিকার সবার আছে। কিন্তু লীগ যেই ভাষায় করে, যেই বয়ানে করে, সেই ভাষায়-সেই বয়ানে যখন জামায়াতের সমালোচনা করবেন, তখন আপনি ইন্ডিয়ান পারপাস সার্ভ করছেন।’
তিনি আরো বলেন, ‘বিএনপি সেই ভুল করছে, এনসিপিও সেই একই ভুল করছে। ভাইডি তুমি ‘র’- এর খপ্পরে পড়েছো।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
মন্তব্য