বিকেলে মাঠে নামছেন সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ক্রিকেটারদের নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে শুরু হয়েছে লিজেন্ড ৯০ লিগ। টুর্নামেন্টের দ্বিতীয় মাঠে নামছে দুবাই জায়ান্টস। এই দলের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজস্থান কিংসের মুখোমুখি হবে দুবাই জায়ান্টস। রায়পুরের শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
সাবেক ক্রিকেটারদের অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এই লিগে খেলতে পারছেন সাকিব। বাংলাদেশের আরেক সাবেক তারকা তামিম ইকবালও খেলবেন এই আসরে। বিগ বয়েজ ইউনিকারির হয়ে মাঠে নামবেন তিনি।
দুবাই জায়ান্টস: সাকিব আল হাসান, থিসারা পেরেরা, কেনার লুইস, কেভিন ও'ব্রায়েন, ব্রেন্ডন টেলর, লিয়াম প্লাঙ্কেট, ডোয়াইন স্মিথ, হ্যামিল্টন মাসাকাদজা, রিচার্ড লেভি, লুক ফ্লেচার, রাহুল যাদব, ক্রিস্টোফার এম, সিড ত্রিবেদী, সেকুগে প্রসন্ন।
রাজস্থান কিংস: ডোয়াইন ব্রাভো, অঙ্কিত রাজপুত, ফিল মাস্টার্ড, শাহবাজ নাদিম, ফয়েজ ফজল, শাদাব জাকাতি, জাসকরণ মালহোত্রা, ইমরান তাহির, জয়কিশান কোলসাওয়ালা, রাজেশ বিষ্ণোই, কোরি অ্যান্ডারসন, পঙ্কজ রাও, সামিউল্লাহ শিনওয়ারি, রজত সিং, অ্যাশলে নার্স, দৌলত জাদরান, মানপ্রিত গণি।
ব্যক্তিগত ভিডিও ফাঁস: অভিযুক্তকে ক্ষমা করলেন পাকিস্তানি টিকটকার

ডেস্ক রিপোর্ট: ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমা করার কথা জানালেন পাকিস্তানি টিকটক তারকা ইমশা রেহমান। খবর ডেইলি পাকিস্তানের
গত বছরের নভেম্বরে শেষ ভাগে ইমশার টিকটক অ্যাকাউন্ট হ্যাক করে ভিডিওটি ফাঁস করা হয়। ভিডিও ফাঁসের মামলায় আবদুল আজিজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে ইসলামাবাদের একটি আদালতে তোলা হয়।
ইমশার আইনজীবী হাদি আলী বলেন, এ ঘটনার জন্য তিনি (আবদুল আজিজ) অনুতপ্ত বলে জানিয়েছেন। ফলে তাঁর জামিনের বিরোধিতা করেননি তাঁরা।
ফলে আদালতে শুনানি চলাকালে সন্দেহভাজন অভিযুক্ত আবদুল আজিজকে শর্ত সাপেক্ষে ক্ষমা করার কথা জানান ইমশা।
দেশটির গুজরানওয়ালা শহর থেকে আবদুল আজিজকে গ্রেপ্তার করে পুলিশ।
জীবনযাপন নিয়ে কনটেন্ট নির্মাণ করে দর্শকদের মধ্যে পরিচিতি পেয়েছেন ইমশা রেহমান। টিকটক ও ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয় তিনি। টিকটকে দুই লাখেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। ইনস্টাগ্রামে লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। ইমশা পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকের মধ্যেও জনপ্রিয়।
কোনো শিল্পী বিপদে না পড়ুক: জয়

ডেস্ক রিপোর্ট: অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়, নির্মাণ ও উপস্থাপনায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে কাজ করে যাচ্ছেন তিনি। তবে সব ছাপিয়ে তার বড় গুণটি হচ্ছে, তিনি নিজেকে কখনো লুকান না।
নিজের ও অন্যের সম্পর্কে যা ভাবেন সেটি প্রকাশ করেন অকপটে। প্রয়োজনে প্রকাশ্যে ক্ষমা চাইতেও তিনি দ্বিধা বোধ করেন না।
জয় তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘আমি প্রথম বলেছিলাম অধিকাংশ শিল্পীদের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি চেয়েছি। ভুল কম বেশি সবাই করেছি। কিন্তু আপনারা কয়জন একদম থামলেনই না। কোনো শিল্পী বিপদে না পড়ুক এই কামনা রইল।’
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বেশ কটাক্ষের শিকার হয়েছেন শাহরিয়ার নাজিম জয়। এজন্য সহকর্মীরা তাকে এড়িয়ে চলছেন, এমনকি তিনি কাজও হারিয়েছেন বলে জানিয়েছিলেন।
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত রাজনৈতিক স্যাটায়ার ‘৮৪০’ চলচ্চিত্রে শাহরিয়ার নাজিম জয়কে দেখা গিয়েছিল। শুরু করেছিলেন টেলিভিশন নাটকের অভিনয় দিয়ে।
তামিমকে বিদায়ী সম্মাননা দিচ্ছে বিসিবি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাসখানেক আগে। তবে ক্রিকেটকে পুরোপুরি ছেড়ে যাননি তিনি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের ফাইনালে মাঠে নামার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে বিশেষ বিদায়ী সম্মাননা জানাবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান তামিম। তিনি পরের বিপিএলেও খেলতে চান, প্রিমিয়ার লিগেও অংশ নিতে পারেন। এমনকি বিদেশি লিজেন্ডস লিগে খেলতে পারলে আগ্রহী তিনি। তাই ক্রিকেটের প্রতি তার টান এখনো অটুট।
যেহেতু বর্তমানে আন্তর্জাতিক কোনো হোম সিরিজ নেই, তাই বিসিবি আজকের বিপিএল ফাইনালকে তামিমের বিদায়ী সম্মাননার জন্য বেছে নিয়েছে। সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তাকে বিদায়ী স্মারক তুলে দেওয়া হবে।
তামিমের দল ফরচুন বরিশাল আজ ফাইনালে চিটাগং কিংসের বিপক্ষে লড়বে। শেষ পর্যন্ত তামিম শিরোপা জিততে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়!
হঠাৎ কেন চলে গেলেন ইয়াশা সাগর, জানাল চিটাগাং কর্তৃপক্ষ

ডেস্ক রিপোর্ট: এবারের বিপিএলে চিটাগাং কিংসের বিদেশি হোস্ট ইয়াশা সাগর ছিলেন তুমুল চর্চায়। ম্যাচের আগে পরে ফ্র্যাঞ্চাইজিটির সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি থাকতো কানাডিয়ান এই মডেল-অভিনেত্রী ও প্রেজেন্টারের। আকর্ষণীয় লুক আর মায়াবী চাহনিতে অল্প দিনেই বিপিএলে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।
স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্তদেরও তাকে নিয়ে কম উন্মাদনা ছিল না। ইয়াশার নামে প্লেকার্ডে ছেয়ে গিয়েছিল মিরপুর, চট্টগ্রাম কিংবা সিলেটের মাঠ। তবে গেল কয়েক দিন ধরেই এই উপস্থাপিকাকে স্টেডিয়াম কিংবা সোশ্যাল মিডিয়া কোথাও দেখা যায়নি।
এরপরই জানা যায়, টুর্নামেন্ট শেষের আগেই বাংলাদেশ ছেড়ে গেছেন ইয়াশা সাগর। পরে জানা যায়, পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা ঝামেলা চলছিল। উকিল নোটিশও দিয়েছিল চট্টগ্রাম মালিকপক্ষ। এরপরই চলে যান তিনি।
ইয়াশার চলে যাওয়ার বিষয়ে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী গণমাধ্যমকে বলেন, 'আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ উইকে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না।’
আরও যোগ করেন, তাকে (ইয়েশা সাগর) কাজ দিই সে কাজ রিজেক্ট করে আমার স্পন্সরদের। ফটোশুট বা অন্য যা আছে তার ম্যানেজার ফোন করে অতিরিক্ত টাকা ডিমান্ড করে। আমি তো কন্টাক্ট সাইন করেছি। যখন না করতেছে তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। পরে চলে গেছে। কন্টাক্টে লেখা শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা। পরে তাহলে চলে গেল কেন?'
প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত ইয়েশা অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও কাজ করে থাকেন। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে অফিসিয়াল হোস্ট হিসেবে এসেছিলেন তিনি।
এদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চিটাগাং কিংস। আগামীকালকের (শুক্রবার) ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে তারা।
মন্তব্য