The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

জামায়াত ছাড়া সবার ঘরে দাওয়াত কার্ড পৌঁছানোর নির্দেশ : কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমন

তাফহীম, কক্সবাজারঃ কক্সবাজারে আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া প্রধানমন্ত্রীর জনসভায় জেলার প্রতিটি পরিবারে দাওয়াত কার্ড পৌঁছানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। একই সাথে বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নামেও দাওয়াত কার্ড দেয়ার নির্দেশ দিয়েছেন। তবে জামায়াত ইসলামীকে দাওয়াত দিতে বারণ করেছে আওয়ামী লীগের এই নেতা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ অডিটরিয়ামের দলের সভানেত্রী প্রধানন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে উন্নয়নে ভরিয়ে দিয়েছেন। তাই এবারের তাঁর জনসভাকে কক্সবাজারের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় জনসভায় রূপান্তর করতে হবে। এই জন্য জেলার প্রতিটি ঘরে দাওয়াত কার্ড পৌঁছাতে হবে। জনসভায় লোক আসাটা লক্ষ্য না; এটি ক্যাম্পিং- যার মাধ্যমে ঘরে প্রধানমন্ত্রীর দাওয়াত পৌঁছে দেয়া।

তিনি বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। এতে অন্যদলের লোকজন আমাদের দলে আসতে চায়। দাওয়াত দিলে তাদের আসাটা সহজ হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, আগামীর অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে জেলা আসনে আওয়ামী লীগের জয় হতে হবে। এখন থেকে সবাইকে সেই ভাবে কাজ করতে হবে। এসময় জনসভা সফলভাবে বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ দিকনিদের্শনাও দেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি আছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ অতিথি ধর্মবিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এছাড়াও কক্সবাজারের চার আসনের সংসদ সদস্যসহ আওয়ামী লীগের জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.