The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪

দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি শেষে ইবিতে ১৩২৬ আসন ফাঁকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক শ্রেণির তিন ইউনিটে প্রথম ও দ্বিতীয় মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রথম ও দ্বিতীয় মেধাতালিকা থেকে মোট ১ হাজার ৯৯০টি আসনের মধ্যে ৬৬৪ জন শিক্ষার্থীর ভর্তির কার্যক্রম শেষ করেছেন বলে জানা যায়। বুধবার (২৩ নভেম্বর) ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

ভর্তি কমিটি সূত্র জানায়, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ৯৪৯ আসনের বিপরীতে ২৬৬ জন, ‘বি’ ইউনিটে (মানবিক) ৬০৮ আসনের বিপরীতে ২১৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) থেকে ৪৩৩ আসনের বিপরীতে ১৮৫ জন ভর্তি হয়েছেন। এই তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছিল ৪২ হাজার ৯৬৫টি।

প্রথম ও দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শেষে এখনো আসন খালি রয়েছে ১ হাজার ৩২৬টি। আসন খালি থাকা সাপেক্ষে শিগগিরই তৃতীয় মেধাতালিকা প্রকাশের বিজ্ঞপ্তি অতিসত্ত্বর ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়টি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. পরীক্ষা ও ফালাফল
  3. দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি শেষে ইবিতে ১৩২৬ আসন ফাঁকা

দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি শেষে ইবিতে ১৩২৬ আসন ফাঁকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক শ্রেণির তিন ইউনিটে প্রথম ও দ্বিতীয় মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রথম ও দ্বিতীয় মেধাতালিকা থেকে মোট ১ হাজার ৯৯০টি আসনের মধ্যে ৬৬৪ জন শিক্ষার্থীর ভর্তির কার্যক্রম শেষ করেছেন বলে জানা যায়। বুধবার (২৩ নভেম্বর) ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

ভর্তি কমিটি সূত্র জানায়, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ৯৪৯ আসনের বিপরীতে ২৬৬ জন, ‘বি’ ইউনিটে (মানবিক) ৬০৮ আসনের বিপরীতে ২১৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) থেকে ৪৩৩ আসনের বিপরীতে ১৮৫ জন ভর্তি হয়েছেন। এই তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছিল ৪২ হাজার ৯৬৫টি।

প্রথম ও দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শেষে এখনো আসন খালি রয়েছে ১ হাজার ৩২৬টি। আসন খালি থাকা সাপেক্ষে শিগগিরই তৃতীয় মেধাতালিকা প্রকাশের বিজ্ঞপ্তি অতিসত্ত্বর ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়টি।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন