সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিক্ষোভ

নির্যাতনের স্বীকার জনসম্মুখে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তদের হামলায় এলোপাতাড়ি কুপানো দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার আসাদুজ্জামান তুহিনের খুনসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং অবিলম্বে মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর উদ্যোগে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে সর্বস্থরের সাংবাদিকসহ নানা পেশাজীবী মানুষের অংশ গ্রহনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগষ্ট) দুপুরে এ প্রতিবাদ সভা আয়োজন করা হয়। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কন্ঠ) ও চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি) এর যৌথ সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌর বিএনপি'র আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক ও জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার এনসিপির যুগ্ম সমন্ময়কারী এহসান জাকারিয়া, এহসান বিন মুজাহির, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গজননী),তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্টাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, মঈনুল হক (সংবাদ সারাদেশ) প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দুরুদ আহমেদ (দীপ্ত নিউজ), জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মো: জাফর ইকবাল, আব্দুল্লাহ আহমদ (পাতাকুড়ি দেশ), মনজু বিজয় চৌধুরী (দৈনিক জনবানী), রিপন আহমদ-১ (দৈনিক আলোকিত বাংলাদেশ), রিপন আহমদ-২ (বাংলাদেশ সমাচার), রিপন আহমদ-৩ (চ্যানেল এস), (আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), বিকাশ দাশ (মোহনা টিভি), খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি), বিজয় সাহা (দৈনিক একুশের সংবাদ), জাহেদুল ইসলাম পাপ্পু, (কুলাউড়ার ডাক), নাসরিন প্রিয়া (সম্পাদক এনআর মিডিয়া) শাহ মোঃ ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল), জুয়েল আহমদ (জে.আর.মিডিয়া), শায়েক আহমদ (দৈনিক ঘোষনা), মহসিন আহমদ (গণমুক্তি), এমরান হোসেন (দৈনিক সংবাদ প্রতিদিন), সাংবাদিক সাকিব আহমদ, সাদিকুর রহমান সাব্বির ( র্দুণীতি তালাশ নিউজ টিভি),জুনেদ আহমদ (সিলেটি চ্যানেল), রকিবুল ইসলাম রকি (প্রতিদিনের কাগজ) প্রমুখ।
সভায় বক্তারা বলেন- সারাদেশে সাংবাদিক খুন ও নির্যাতনের শিকার হচ্ছে। গত ৭ই আগষ্ট বৃহস্পতিবার প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় আসাদুজ্জামান তুহিনকে। অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়ে নগরীর সাহাপাড়া এলাকায় হামলার শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার আনোয়ার হোসেন। মারধরের এক পর্যায়ে ইট দিয়ে আঘাতে আঘাতে শরীর থেঁতলে দেয়া হয়। নির্যাতনের শিকার যে স্থানটি এর পাশেই পুলিশ সদস্যদের দেখা গেলেও তাৎক্ষণিকভাবে তারা এগিয়ে আসেনি। গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, আবার গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়েও আতঙ্ক বিরাজ করছে। বক্তারা মৌলভীবাজার শমসেরনগর রোড়ে বিশিষ্ট ব্যবসায়ী রুবেল হত্যার প্রতিবাদ ও জানান এবং আসামীকে দ্রুত গ্রেপ্তার করার দাবী জানান।
চাকরি পুনর্বহালের দাবিতে পটিয়ায় ব্যাংক অবরোধ, বন্ধ ৪৫ ব্যাংকের লেনদেন

চট্টগ্রামের পটিয়ায় চাকরি পুনর্বহালের দাবিতে সকল ব্যাংকিং কার্যক্রম অবরুদ্ধ করে রেখেছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই আন্দোলনের ফলে ফাস্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, পূর্বালী ব্যাংকসহ প্রায় ৪৫টি ব্যাংকের শাখা ও উপশাখায় লেনদেন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের দাবি, তারা সবাই এস আলম গ্রুপের মালিকানাধীন বিভিন্ন ব্যাংকের অধীনে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই প্রায় ৭,০০০ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও চাকরি ফেরতের কোনো উদ্যোগ না নেওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
রোববার সকাল থেকে আন্দোলনকারীরা পটিয়া শহরের বিভিন্ন ব্যাংকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। ব্যাংকগুলোর প্রধান ফটকে তালা দিয়ে তারা লেনদেন বন্ধ করে দেন।
পটিয়া থানার মোড়ে অবস্থিত ন্যাশনাল ব্যাংকের একটি শাখা চালু করার চেষ্টা করা হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান। তারা আন্দোলনকারীদের শান্ত রাখার চেষ্টা করেন।
এ সময় আন্দোলনকারীরা স্পষ্ট করে বলেন,ন চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কেউ ব্যাংক চালু করতে এলে প্রতিরোধ করা হবে।
চাকরি হারানো ব্যাংকারদের সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট পটিয়া শাখার সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এয়ার মোহাম্মদ পেয়ারু, গণঅধিকার পরিষদের চট্টগ্রাম জেলা সভাপতি ডা. এমদাদুল হক, কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম, ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপনসহ আরও অনেকে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, চাকরি পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। রোববার বিকেল ৪টা পর্যন্ত পটিয়ার সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পটিয়ার ব্যাংকপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি থমথমে হলেও বড় কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ উদ্বোধনের নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন ভোটের জন্য ‘ইলেকশন অ্যাপ’ দ্রুত উদ্বোধন করতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এটি যেন দেশের ১০ কোটিরও বেশি ভোটারের জন্য সহজে ব্যবহারযোগ্য হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করতে বলেছেন।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বরাত দিয়ে এসব তথ্য জানান। তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা ঘোষণা করেন।
অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ সবধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে বলে জানান। তার কথা শোনার পর প্রধান উপদেষ্টা দ্রুত অ্যাপ উদ্বোধনের নির্দেশনা দেন।
বন্ধু বদল করলেন মোদি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্বের সম্পর্ক কারও অজানা নয়। সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো থেকে একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে একাধিক পোস্ট করেছিলেন দুদেশের প্রধান।
তবে, এবার সেই বন্ধুত্বে দূরত্ব দেখা দিচ্ছে। মূলত, ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের পরই দুজনের সম্পর্কের অবনতি হয়।
রাশিয়ার তেল কেনায় ভারতের পণ্য আমদানিতে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এরপরই ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে, বিষয়টি মিথ্যা বলে আখ্যা দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে, ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের দিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মোদি। এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি। ওই পোস্টে পুতিনকে বন্ধু হিসেবে আখ্যা দিন মোদি। যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা কল্পনা শুরু হয়। অনেকেই বলছেন, শুল্কের জবাবে ট্রাম্পের শত্রু পুতিনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করছেন পুতিন।
শুক্রবার (৮ আগস্ট) দেওয়া ওই পোস্টে মোদি লেখেন, ‘বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিস্তর আলোচনা হলো। ইউক্রেন বিষয়ে সবশেষ তথ্য দেওয়ায় আমি তাকে ধন্যবাদ জানায়। পাশাপাশি আমরা দ্বিপক্ষীয় এজেন্ডা ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। এ বছরের শেষ দিকে প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানানোর জন্য আমি অপেক্ষায় রয়েছি।’
মোদির ওই পোস্টে ইতোমধ্যে আড়াই লাখের মতো রিয়্যাক্ট পড়েছে। কমেন্ট পড়েছে প্রায় ২০ হাজার।
সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর প্রতিনিধি সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
একুশে টেলিভিশন ও দৈনিক ইত্তেফাক-এর জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ম সম্পাদক এম রফিক, নির্বাহী কমিটির সদস্য আমিরুজ্জামান বাবু, খবরপত্র এর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মুহাম্মদ জিল্লুর রহমান, এম ইদুজ্জামান ইদ্রিস, দৈনিক বণিক বার্তা-র জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, দৈনিক সাতক্ষীরা সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক শাহ আলম, দৈনিক সংবাদ-এর জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান, আমার বার্তা-র জেলা প্রতিনিধি মীর আবু বকর, দৈনিক লাখোকণ্ঠ এর জেলা প্রতিনিধি মো. ফিরোজ হোসেন, ঢাকা প্রতিদিন এর জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান, দৈনিক নিরপেক্ষ পত্রিকা-র জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম ও আনন্দ টিভি-র জেলা প্রতিনিধি হাসানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসঙ্গতি তুলে ধরেন, অথচ এর বিরূপ প্রতিক্রিয়ায় তাদের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটছে। তারা অভিযোগ করেন, সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় দেশে সাংবাদিক হত্যার প্রবণতা বেড়েছে। বক্তারা সরকারের সাংবাদিক নিরাপত্তা প্রদানে ব্যর্থতার সমালোচনা করে বলেন, সাংবাদিক অনিরাপদ হলে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।
মানববন্ধনে বক্তারা তুহিন হত্যার দ্রুত সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। এছাড়া দেশে ঘটে যাওয়া সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মন্তব্য