ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু: প্রতি আসনে লড়বে ২৩ জন

নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই, ২০২৩ ১৯:৩২
নিজস্ব প্রতিবেদক
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু: প্রতি আসনে লড়বে ২৩ জন

বাকৃবি প্রতিবেদক: কৃষি গুচ্ছভূক্ত দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গুচ্ছভুক্ত ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা তিন হাজার ৫৪৮টি। এর বিপরীতে ৮৪ হাজার ৫১টি আবেদন জমা পড়লেও নির্দিষ্ট আবেদন ফি পরিশোধ করেছেন মোট ৮১ হাজার ২১৯ জন ভর্তিচ্ছু। গতবারের চেয়ে আবেদন সংখ্যা বেড়েছে ২ হাজার ৭২টি, পাশাপাশি বেড়েছে ৯টি আসন। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়াই করবেন ২২ দশমিক ৮৯ জন শিক্ষার্থী।

দেশের গুচ্ছভূক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। এ জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ১০ জুলাই।

এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১১৬ আসন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৭৫, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে।

জানা গেছে, এবার ৮ টি মুল কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। ৮টি মুল কেন্দ্রের মধ্যে বাকৃবি কেন্দ্রে ১২৬২০, বশেমুরকৃবি কেন্দ্রে ৭০০০, শেকৃবি কেন্দ্রে ৭৫০০, সিকৃবি কেন্দ্রে ৪২০০, হকৃবি কেন্দ্রে ৪১১, সিভাসু কেন্দ্রে ২০০০, পবিপ্রবি কেন্দ্রে ৪০০০ ও খুকৃবি কেন্দ্রে আসন পড়বে ২০০০ জন শিক্ষার্থীর। এছাড়াও ৩টি উপকেন্দ্রের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৬৮১৭, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০০৪২ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন পড়বে ৪৬২৯ জন ভর্তিচ্ছুর।

কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট (শনিবার) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আটটি কেন্দ্র ও প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্রের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে। ২০২২ সালের এইচএসসি/সমমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.০০ (এক) নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতিত) ভিত্তিতে ২৫ এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতিত) ভিত্তিতে ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাবিতে নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার করলো শিক্ষা মন্ত্রণালয়

    নিজস্ব প্রতিবেদক
    ২৫ জুলাই, ২০২৩ ১৫:৩০
    নিজস্ব প্রতিবেদক
    রাবিতে নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার করলো শিক্ষা মন্ত্রণালয়

    রাবি প্রতিনিধি: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত সকল প্রকার নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আর কোনো বাঁধা থাকলো না।

    আজ মঙ্গলবার (২৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সমুন্নত রাখার স্বার্থে এ বিভাগের ১০ ডিসেম্বর ২০২০ সালে জারিকৃত নিয়োগ স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক সংশ্লিষ্ট বিধিবিধান ও নীতিমালা অনুসরণ করে সুষ্ঠুভাবে সকল নিয়োগ কার্যক্রম পরিচালনা করার জন্য অনুমতি প্রদান করা হলো।

    এর আগে, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহানের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ নীতিমালা শিথিল ও স্বজনপ্রীতির মাধ্যমে নিজের মেয়ে ও জামাতাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২০ সালের ১০ ও ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক ১২টি নোটিশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগের উপর নিষেধাজ্ঞা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্য অনুযায়ী, রাবিতে বর্তমানে ১ হাজার ৪৯০টি সৃজিত শিক্ষক পদের মধ্যে শূন্য ৪৩৫টি। অর্থাৎ বর্তমানে শিক্ষক রয়েছেন ১ হাজার ৫৫ জন। তাঁদের মধ্যে আবার ৫২ জন শিক্ষক সম্প্রতি অবসরে গেছেন কিংবা মারা গেছেন। অন্যদিকে কর্মকর্তার ৭৯২টি পদের মধ্যে শূন্য ২০০টি, সহায়ক কর্মচারীর ১ হাজার ৪২টি পদের মধ্যে শূন্য ২৫১টি। এ ছাড়া সাধারণ কর্মচারীর ১ হাজার ৯০৯টি পদের মধ্যে শূন্য ৯০৯টি।

    এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, আমরা একটি পিডিএফ ফাইল পেয়েছি। কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো চিঠি আসেনি। দীর্ঘদিন ধরে নিয়োগ নিষেধাজ্ঞার ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার কাজে গতিশীলতা বাড়বে বলে আমরা আশাবাদী।

    সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, আমরাও বিষয়টি শুনেছি। তবে আমাদের হাতে অফিসিয়ালি কোনো চিঠি আসেনি। চিঠি আসলে আমরা তা ওয়েবসাইটে জানিয়ে দিব। তবে এমন কিছু হলে তা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে জন্য ইতিবাচক। আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী মিলিয়ে সাড়ে ১৩শ পদ শূণ্য রয়েছে। নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে আমাদের যে সংকট আছে সেটা পূরণ করা সম্ভব হবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ইবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

      নিজস্ব প্রতিবেদক
      ২৫ জুলাই, ২০২৩ ১১:৩
      নিজস্ব প্রতিবেদক
      ইবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

      নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবিতে) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির কার্যনির্বাহী-২০২৩ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাসেল আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. পারভেজ আলী।

      কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি সাব্বির আহমেদ শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তিতাস, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, অর্থ সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক তৌফিক আহমেদ, দপ্তর সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বেদারুল ইসলাম প্রান্ত, সমাজসেবা বিষয়ক সম্পাদক সিফাত মুহাম্মদ, শিক্ষা সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শহিদুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাশির, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাবিহা বুশরা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক সানিউল হক, যোগাযোগ ও ভ্রমণ বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন ও রক্তদান বিষয়ক সম্পাদক শাহরিয়া ইসলাম দূর্জয়। এছাড়া উপ সম্পাদক হিসেবে আরো অনেককেই দায়িত্ব দেয়া হয়েছে।

      সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি সাফফাত হোসেন শিশির ও সাধারণ সম্পাদক সাকির হোসেন স্বাক্ষরিত এ কমিটি আগামী ১ বছর সমিতির দায়িত্ব পালন করবেন।

      কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টা ও আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল এবং সংগঠনটির উপদেষ্টা ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মহাঃ আনোয়ারুল হক (স্বপন)।

      সংগঠনটির নব্য সভাপতি মো. রাসেল আলী বলেন, এ কমিটি অনুমোদন দেয়ার জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপদেষ্টা মন্ডলীসহ জেলার সংশ্লিষ্ট সবাইকে। আমি কমিটির সবাইকে নিয়ে আগামীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রতিটি সদস্য কে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে সর্বদা নিয়োজিত থাকবো। সংগঠনের প্রতিটি সদস্যকে আধুনিক, সময়োপযোগী ও আদর্শবান ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সার্বিক প্রচেষ্টা চালাবো। এছাড়া চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতিকে শুধু  এ বিশ্ববিদ্যালয়ে নয়, সারা দেশে একটি মডেল সমিতি হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ইবির নতুন পাঁচ সহকারী প্রক্টর হলেন যারা

        নিজস্ব প্রতিবেদক
        ২৫ জুলাই, ২০২৩ ১০:৫৮
        নিজস্ব প্রতিবেদক
        ইবির নতুন পাঁচ সহকারী প্রক্টর হলেন যারা

        ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষককে সহকারী প্রক্টর নিয়োগ করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

        সোমবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম. আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা যায়।

        এ সম্পর্কিত অফিস আদেশে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য তাঁরা এই দায়িত্ব পালন করবেন। এছাড়া অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাঁরা বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।

        সহকারী প্রক্টরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন- অর্থনীতি বিভাগের প্রভাষক ড. মো. আরিফুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মিঠুন বৈরাগী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইয়ামিন মাসুম, ফাইন আর্টস বিভাগের প্রভাষক তানিয়া আফরোজ।

        এছাড়াও অফিস আদেশে সদ্য বিদায়ী সহকারী প্রক্টররা (অধ্যাপক ড. মুর্শিদ আলম, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, ড. শাহেদ আহম্মেদ, ড. মো. সাজ্জাদুর রহমান টিটু ও জয়শ্রী সেন) একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

        বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়িত্বে আছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ আজাদ।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          যবিপ্রবির ফলিত বিজ্ঞান অনুষদের নতুন ডীন ড. মাহফুজুর রহমান

          নিজস্ব প্রতিবেদক
          ২৪ জুলাই, ২০২৩ ২১:৫৮
          নিজস্ব প্রতিবেদক
          যবিপ্রবির ফলিত বিজ্ঞান অনুষদের নতুন ডীন ড. মাহফুজুর রহমান

          যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ মাহফুজুর রহমান।

          রবিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃআহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

          অফিস আদেশে বলা হয়, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন হিসেবে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড.সাইবুর রহমান মোল্যা কে ০৮/০৭/২০২৩ খ্রি. তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডীনের দায়িত্ব প্রদান করা হয়। উক্ত দায়িত্বের অবসান করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৩(৫) ধারা মোতাবেক অনুষদভুক্ত বিভাগসমূহের পালাক্রমে ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মাহফুজুর রহমান -কে ২৩/০৭/২০২৩ খ্রি. তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীনের দায়িত্ব প্রদান করা হয়।

          নতুন দায়িত্ব প্রসঙ্গে ড.মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব যা আমার উপর অর্পিত হয়েছে এবং আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাচ্ছি যেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত