নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর ঢাকা কলেজ প্রাঙ্গণ

ঢাকা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে আজ (বুধবার)। সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। কলেজের মূল ফটক, শহীদ মিনার চত্বর, খেলার মাঠ, পুকুরপাড়সহ পুরো ক্যাম্পাসজুড়েই নবীনদের ছড়াছড়ি।
বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকা কলেজের শহিদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে একাদশ শ্রেণির এসব নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
এবার বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ১ হাজার ২শ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। যার মধ্যে বিজ্ঞান বিভাগে ৯০০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০ জন এবং মানবিক বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
বইমেলার পর্দা উঠছে আজ বিকেলে

অমর একুশে বইমেলার পর্দা উঠছে আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে। বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বই মেলার প্রতিপাদ্য “পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
এবারের বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায়। একাডেমি প্রাঙ্গণে ১১২টি প্রতিষ্ঠানকে ১৬৫টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৮৯টি প্রতিষ্ঠানকে ৭৩৬টি ইউনিট অর্থাৎ মোট ৬০১টি প্রতিষ্ঠানকে ৯০১টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের বই মেলায় ৩৮টি প্যাভিলিয়ন থাকবে।
গাড়ি চালকদের আন্দোলনঃ জবির পরিবহন পুলের দুই কর্মকর্তাকে বদলি

গত সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলের দুই কর্মকর্তাকে অব্যাহতির দাবিতে পরিবহন পুলের অফিসে তালা ঝুলিয়ে দপ্তরের কার্যক্রম বন্ধ করে রেখেছিলেন বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালকরা। একই সাথে তারা উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করে চালকরা বলেছিলেন, পরিবহন পুলের এই দুই কর্মকর্তা দীর্ঘদিন থেকেই চালকদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। বিনা কারণেই বিভিন্ন সময়ে চালকদের গাড়ি না দিয়ে বসিয়ে রাখেন এই দুই কর্মকর্তা।
অবশেষে আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে ওই দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, পরিবহন পুলের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহাদাৎ হোসেন তুষার ও দৈনিক হাজিরা ভিত্তিক উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবিরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে রেজিস্ট্রার দপ্তরে যুক্ত করা হলো।
ঢাবির ও রেড ক্রিসেন্ট সোসাইটির সমঝোতা স্বাক্ষর

উদ্ভাবন, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে মঙ্গলবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে গবেষণার জন্য ফেলোশিপ প্রদান করবে। এছাড়া, উভয় প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ১৩তম বাংলাদেশ

উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন এমন সম্ভাব্য বাংলাদেশি শিক্ষার্থী ও আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে ‘আমেরিকান বিশ্ববিদ্যালয় মেলা’র উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এডুকেশন ইউএসএ প্ল্যাটফর্মের মাধ্যমে এড প্রোগ্রামস সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এ মেলার আয়োজন করে যুক্তরাষ্ট্র দূতাবাস।
মেলায় রাষ্ট্রদূত পিটার হাস জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৩তম।
একই সাথে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন রাষ্ট্রদূত হাস।
মন্তব্য