ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

উচ্চ শিক্ষায় সহযোগিতাসহ চার চুক্তিতে ঢাকা-আবুধাবির সই

নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ, ২০২২ ১৪:১০
নিজস্ব প্রতিবেদক
উচ্চ শিক্ষায় সহযোগিতাসহ চার চুক্তিতে ঢাকা-আবুধাবির সই

পারস্পরিক সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

সমঝোতা স্মারক সইয়ের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাত প্যাভিলিয়নও ঘুর দেখেন এবং নারী দিবস উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন।

চারটি সমঝোতা স্মারকের মধ্যে আছে- উচ্চতর শিক্ষা ও গবেষণা বিষয়ে সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস অ্যান্ড রিসার্চের (ইসিএসএসআর) মধ্যে সহযোগিতা বিনিময়; দুই দেশের ফরেইন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা; বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা।

গত ৭ মার্চ সরকারি সফরে আরব আমিরাতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আবুধাবিতে দেশটির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান এবং দেশটির মাদার অফ দ্য ন্যাশন শেখ ফাতিমা বিন মুবারকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। রাতে আবুধাবিতে বাংলাদেশের দূতাবাসে রাষ্ট্রদূত মো. আবু জাফরের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন তিনি।

বৃহস্পতিবার ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী আয়োজনে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ দিন বাংলাদেশ ও আমিরাতের ব্যবসায়িক প্রতিনিধিদের আয়োজনে ব্যবসায়িক ফোরামে ভিডিও কনফারেন্সেও তার যুক্ত হওয়ার কথা রয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত থাকবেন শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাস আল খাইমায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তি স্থাপন করবেন তিনি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    তিন মাস আগে এসএসসির রেজিস্ট্রেশনের সুযোগ নিয়ে নানা মত

    নিজস্ব প্রতিবেদক
    ৯ মার্চ, ২০২২ ১৪:৩
    নিজস্ব প্রতিবেদক
    তিন মাস আগে এসএসসির রেজিস্ট্রেশনের সুযোগ নিয়ে নানা মত

    পরীক্ষার তিন মাস আগে বাদ পড়া শিক্ষার্থীদের এসএসসিতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করার সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এর মাধ্যমে ২০২০ সালে নবম শ্রেণিতে করোনার কারণে বাদপড়া শিক্ষার্থীদের চলতি বছরের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামী ১৩ মার্চ থেকে।

    করোনার কারণে বাদপড়া শিক্ষার্থী ও বোর্ড পরিবর্তনের বা ছাড়পত্রের মাধ্যমে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ১৬ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মঙ্গলবার (৮ মার্চ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এ ধরনের সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে পক্ষ ও বিপক্ষ মত।

    বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল মনছুর ভূঁঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতায় অনুমোদিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২০ সালে নবম শ্রেণির (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়েছে। করোনা মহামারির কারণে বাদপড়া শিক্ষার্থী ও বোর্ড পরিবর্তনের মাধ্যমে আসা শিক্ষার্থীরা ১৩ মার্চ থেকে ১৬ মার্চের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে।

    এ জন্য সোনালী সেবার মাধ্যমে ১৭১ টাকা বিলম্ব ফি ছাড়া জমা দিতে হবে বলে জানানো হয়েছে। আরো বলা হয়, নির্দিষ্ট সময়ের পর বাদপড়া শিক্ষার্থীদের আর রেজিস্ট্রেশন করা হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে এর দায়দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

    এদিকে পরীক্ষার ৩ মাস আগে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া নিয়ে মত তৈরি হয়েছে পক্ষে ও বিপক্ষে। শিক্ষকদের অনেকের মতে, এতে বাদপড়া শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

    অপরদিকে কেউ কেউ বলছেন, তিন মাসে আগে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়ায় অনেক প্রতিষ্ঠান পরীক্ষার্থী সংখ্যা অনৈতিকভাবে বাড়ানোর সুযোগ পাবে। ভুয়া পরীক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে বলেও অভিযোগ করছেন।

    চলতি বছর ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে বলে ঘোষণা করেছে ঢাকা শিক্ষাবোর্ড। আগামী ১৩ এপ্রিল থেকে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে অনলাইনে। আর ১৯ মে থেকে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      টিকা ছাড়াই ক্লাসে শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসও বন্ধ!

      নিজস্ব প্রতিবেদক
      ৯ মার্চ, ২০২২ ১০:১৬
      নিজস্ব প্রতিবেদক
      টিকা ছাড়াই ক্লাসে শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসও বন্ধ!

      দুই ডোজ টিকার শর্তে গত ২২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হয়। তবে দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো শিক্ষার্থীদের দুই ডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়নি। বিশেষত রাজধানীর এমন অনেক স্কুল-কলেজ রয়েছে, যেখানে দুই ডোজ টিকা না পেয়ে ক্লাসে যেতে পারছে না শিক্ষার্থীরা। তাদের জন্য রুটিন মাফিক অনলাইন ক্লাস নেওয়ার নির্দেশনা থাকলেও সেটি হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থী-অভিভাবকদের। এতে সর্বোপরি ব্যাহত হচ্ছে টিকা না পেয়ে ঘরে বসে থাকা ওইসব ছাত্র-ছাত্রীদের পড়ালেখা। এ অবস্থায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বলছে, আগামী দু-এক সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীকে টিকার দ্বিতীয় ডোজের আওতায় আনা হবে। চলতি মাসেই শতভাগ শিক্ষার্থী নিয়ে শুরু হবে ক্লাস কার্যক্রম।

      খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর শীর্ষ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ শিক্ষার্থী টিকার এসেছে। তবে সারাদেশে এখনো টিকার প্রথম ডোজ পাওয়া ২৬ লাখের বেশি শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া সম্ভব হয়নি।

      প্রথম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত চলা রাজধানীর মিরপুরে ৬০ ফিট রোড এলাকার আল নাহিয়ান বিদ্যানিকেতনে সরেজমিনে দেখা গেছে, স্কুলটি গড়ে তোলা হয়েছে কিন্ডারগার্টেনের আদলে। প্রতিষ্ঠানটিতে প্রায় ৫০০ শিক্ষার্থী রয়েছে। শিক্ষক সংখ্যা ১২ জন।

      প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, তাদের পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলের অনুমোদন রয়েছে। পাশের স্কুল থেকে বোর্ড পরীক্ষার রেজিস্ট্রেশন করতে হয়। যে স্কুল থেকে রেজিস্ট্রেশন করা হয় সেই স্কুলের মাধ্যমেই অধিকাংশ শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা দিলেও এখনো আড়াইশোর মতো শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকার আওতায় আসেনি।

      তিনি বলেন, প্রায় দুই বছর স্কুল বন্ধ ছিল। শিক্ষক সংখ্যা কম, তার ওপরে যদি শিক্ষার্থীরা ক্লাসে না আসে তাহলে তারা পিছিয়ে পড়বে। অভিভাবকরাও তা চায় না বলে সন্তানদের ক্লাসে নিয়ে আসে। তখন আর আমাদের কিছু করার থাকে না। টিকার দ্বিতীয় ডোজের জন্য চেষ্টা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে টিকা দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

      শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় দুই হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে ৯৫ শতাংশ করোনার দুই ডোজ টিকা পেয়েছে। টিকা না পেয়ে যারা সশরীরে ক্লাসে আসতে পারছে না তাদের অনলাইন ক্লাস করানো হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থী-অভিভাবকদের।

      নাম প্রকাশে অনিচ্ছুক ষষ্ঠ শ্রেণির একাধিক শিক্ষার্থী জাগো নিউজকে জানিয়েছে, তাদের কয়েকজন সহপাঠী টিকার দ্বিতীয় ডোজের সময় না হওয়ায় নিতে পারেনি। তারা ক্লাসে আসতে পারছে না। আগে স্যার-ম্যাডামরা অনলাইনে ক্লাস করালেও এখন করাচ্ছে না। ক্লাসে আসতে না পারায় ওদের অনেক মন খারাপ। অনলাইন ক্লাস হলেও পড়ালেখায় ব্যস্ত থাকতো। প্রতিদিন ক্লাসে যা পড়ানো হচ্ছে সেগুলো স্কুলের গ্রুপে দিয়ে ওদের পড়তে বলা হচ্ছে।

      টিকা দ্বিতীয় ডোজের বিষয়ে খোঁজ নিতে আসা সপ্তম শ্রেণির এক ছাত্রীর মা আসমা রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, গত ২২ ফেব্রুয়ারি থেকে স্কুলে ক্লাস শুরু হলেও তার মেয়েকে আসতে দেওয়া হচ্ছে না। করোনার দুই ডোজ টিকা না পাওয়ায় সে ক্লাসে আসতে পারছে না। কবে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে সেটি জানতেই তিনি স্কুলে এসেছেন।

      তিনি বলেন, অধিকাংশ শিক্ষার্থী টিকা পাওয়ায় শিক্ষকরা অনলাইন ক্লাস বন্ধ করে দিয়েছেন। সে কারণে মেয়েটা পড়লেখা করতে চায় না। ক্লাসে এলে সময়টা ভালো কাটে, পড়ালেখায়ও ব্যস্ত থাকে। তার মতো যারা টিকা পায়নি তারা দুশ্চিন্তায় রয়েছে বলে জানান এ অভিভাবক।

      এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের দায়িত্বে থাকা সিনিয়র শিক্ষক সৈয়দা নারগীস আক্তার বলেন, আমাদের ৯৫ শতাংশ শিক্ষার্থী টিকার দুই ডোজের আওতায় এসেছে। যাদের এখনো দ্বিতীয় ডোজের সময় হয়নি তারাই শুধু বাকি রয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আর কেউ বাকি থাকবে না।

      যারা ক্লাসে আসতে পারছে না তাদের জন্য সরকারি নির্দেশনা মোতাবেক অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে তিনি ‘রুটিন অনুযায়ী অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে’ বলে জানান। যদিও সেই রুটিন দেখাতে পারেননি তিনি।

      এদিকে টিকার তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, সারাদেশে ১২-১৭ বছরের ১ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৬২৭ জন শিক্ষার্থী করোনার প্রথম ডোজের টিকা পেয়েছে। এর মধ্যে ১ কোটি ১০ লাখ ৪০ হাজার ৩৪৬ জনকে দ্বিতীয় ডোজের আওতায় আনা হয়েছে। দ্বিতীয় ডোজের বাইরে রয়েছে ২৬ লাখ ৪৯ হাজার ২৮১ জন। সে হিসাবে এখনো মাধ্যমিকে ২ লাখ ৭৪ হাজার ৬৮ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পায়নি।

      দেখা গেছে, ঢাকা বিভাগে ২৭ লাখ ৬ হাজার ৪৪ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ লাখ ৮৬ হাজার ২৪৬ জন প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ২০ লাখ ৭০ হাজার ৭১৬ জন। টিকার আওতায় প্রথম ডোজ ৯ শতাংশ ও দ্বিতীয় ডোজ ৭৬ শতাংশ রয়েছে।

      বরিশাল বিভাগে ৯ লাখ ৬৮ হাজার ১৯০ জনের মধ্যে প্রথম ডোজ ৯ লাখ ১ হাজার ২৬১ জন এবং দ্বিতীয় ডোজের টিকা পেয়েছে ৬ লাখ ৪০ হাজার ৩১৭ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথম ডোজ ৯৩ শতাংশ ও দ্বিতীয় ডোজ পেয়েছে ৬৬ শতাংশ শিক্ষার্থী।

      চট্টগ্রামে ১৭ লাখ ৪৬ হাজার ৬১ জনের মধ্যে প্রথম ডোজ ১৭ লাখ ৫ হাজার ৮২৫ জন এবং দ্বিতীয় ডোজের টিকা পেয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথম ডোজ ৯৮ শতাংশ ও দ্বিতীয় ডোজ পেয়েছে ৭৪ শতাংশ।

      কুমিল্লায় ১২ লাখ ১৮ হাজার ৪৫৪ জনের মধ্যে প্রথম ডোজ ১১ লাখ ৯৮ হাজার ৮৫৪ জন অর্থাৎ ৯৮ শতাংশ এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭৭০ জন, ৮৫ শতাংশ। খুলনায় ১৪ লাখ ৭৫ হাজার ২৯১ জনের মধ্যে প্রথম ডোজ ১৪ লাখ ৬৮ হাজার ২৫২ জন অর্থাৎ শতভাগ, দ্বিতীয় ডোজ পেয়েছে ১১ লাখ ২২ হাজার ১৬৫ জন, ৭৬ শতাংশ।

      ময়মনসিংহে ১৬ লাখ ৫৫ হাজার ৭৪৯ জনের মধ্যে প্রথম ডোজ ১৬ লাখ ৫০ হাজার ৪৫৪ জন অর্থাৎ শতভাগ, দ্বিতীয় ডোজ পেয়েছে ১৫ লাখ ৩৩ হাজার ৯৭৪ জন, ৯৩ শতাংশ। রাজশাহীতে ১৭ লাখ ৪২ হাজার ৮৯৪ জনের মধ্যে ১৭ লাখ ৪ হাজার ২৯১ জন প্রথম ডোজ, ৯৮ শতাংশ আর দ্বিতীয় ডোজ ১৫ লাখ ৬৪ হাজার ৫৪০ জন, ৯০ শতাংশ।

      রংপুরে ১৬ লাখ ৩৫ হাজার ৬৭৯ জনের মধ্যে ১৫ লাখ ৯৬ হাজার ২৬৬ প্রথম ডোজ, ৯৮ শতাংশ আর দ্বিতীয় ডোজ ১১ লাখ ১৮ হাজার ৪৩১ জন, ৬৮ শতাংশ। সিলেটে ৮ লাখ ১৫ হাজার ৩৩৩ জনের মধ্যে ৭ লাখ ৭৮ হাজার ১৭৫ জন প্রথম ডোজ, ৯৫ শতাংশ আর ৬ লাখ ৬৪ হাজার ৫০৫ জন দ্বিতীয় ডোজ অর্থাৎ ৮২ শতাংশ শিক্ষার্থী টিকা পেয়েছে।

      শিক্ষার্থীদের টিকাদান শুরুর পর এক পর্যন্ত সারাদেশে সব মিলিয়ে প্রথম ডোজ ৯৮ শতাংশ আর দ্বিতীয় ডোজের টিকা পেয়েছে ৭৯ শতাংশ শিক্ষার্থী।

      এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, যেসব শিক্ষার্থী টিকার দুই ডোজ পেয়েছে তাদেরই শুধু সশরীরে ক্লাসে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা ক্লাসে আসতে পারবে না তাদের জন্য নিয়মিত অনলাইন ক্লাস নিতে হবে। এ নির্দেশনা কেউ অমান্য করলে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

      তিনি বলেন, সারাদেশে জোরালোভাবে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে প্রথম ডোজ পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের আওতায় আনা হবে। চলতি মাস থেকে পুরোদমে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু করা হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ৮৯ আসনের বিপরীতে মেডিকেল-ডেন্টালের তৃতীয় মাইগ্রেশন

        নিজস্ব প্রতিবেদক
        ৯ মার্চ, ২০২২ ১০:১০
        নিজস্ব প্রতিবেদক
        ৮৯ আসনের বিপরীতে মেডিকেল-ডেন্টালের তৃতীয় মাইগ্রেশন

        সারা দেশের সরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোতে ফাঁকা আসনের বিপরীতে তৃতীয় ধাপের মাইগ্রেশন শেষ করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে শূন্য হওয়া আসনের তথ্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পাঠানো হয়েছে।

        সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ২২ ডিসেম্বর মেডিকেলের প্রথম ধাপের মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ৩৩৪ আসনের বিপরীতে মাইগ্রেশন সম্পন্ন হয়েছিল। এরপর গত ৮ ফেব্রুয়ারি ১১১ আসনের বিপরীতে দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়। এখন তৃতীয় ধাপের মাইগ্রেশন সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।

        সূত্র জানায়, তৃতীয় ধাপে মেডিকেল ও ডেন্টাল মিলে মোট ৮৯ আসনের বিপরীতে মাইগ্রেশন সম্পন্ন করা হবে। এর মধ্যে এমবিবিএস এ মাইগ্রেশন হবে ৩৭টি আসনের বিপরীতে। যার মধ্যে সাধারণ কোটায় ৩৩ জন, উপজাতী ৩ এবং মুক্তিযোদ্ধা কোটায় একজনের মাইগ্রেশন সম্পন্ন হবে। আর ডেন্টালের মাইগ্রেশন হবে ৫২ আসনের বিপরীতে। এর মধ্যে ৫১টি সাধারণ এবং একটি উপজাতীয় কোটার।

        মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব। তিনি বলেন, এমবিবিএস এর মাইগ্রেশন হবে ৩৭টি আসনের বিপরীতে। আর ডেন্টালের মাইগ্রেশন হবে ৫২ আসনের বিপরীতে।

        কবে নাগাদ মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে— এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি এই মুহূর্তে বলা সম্ভব নয়৷ মাইগ্রেশন সম্পন্ন করতে বুয়েটের কাছে তথ্য পাঠানো হয়েছে। তারা তালিকা প্রস্তুত করে যখন আমাদের পাঠাবে আমরা সেদিনই এটি প্রকাশ করব।

        প্রসঙ্গত, গত বছরের ২ এপ্রিল সারা দেশে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর একদিন পর ৪ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন ছিল ৪ হাজার ৩৫০টি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          আলিমের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ১৫ মার্চ

          নিজস্ব প্রতিবেদক
          ৯ মার্চ, ২০২২ ১০:৪
          নিজস্ব প্রতিবেদক
          আলিমের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ১৫ মার্চ

          চলতি বছরের আলিম পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হবে আগামী ১৫ মার্চ। ৩১ মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলবে। মঙ্গলবার (০৮ মার্চ) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান সাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

          অফিস আদেশে বলা হয়, ‘আলিম পরীক্ষা-২০২২ (শিক্ষাবর্ষ-২০২০-২০২১) এর রেজিস্ট্রেশন কার্ড আগামী ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আঞ্চলিক কার্যালয় ও বোর্ডের মাধ্যমে বিতরণ করা হবে। উল্লেখিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে কোনো প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ অত্র বোর্ডের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে।’

          এর আগে চলতি বছরের দাখিল ও আলিম পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ঘোষণা অনুযায়ী, দাখিল পরীক্ষা শুরু হবে ১৯ জুন। আর আলিম শুরু হচ্ছে ২২ আগস্ট থেকে।

          প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে ছিল ২০২১ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের দাখিল-আলিম ও অন্যান্য পরীক্ষা। এরপর গত বছরের শেষ দিকে দাখিল ও আলিম শুধু গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। আর অন্যান্য বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হয়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত