ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

ট্রাম্পের ইঙ্গিত

যুদ্ধ বন্ধে ভূখণ্ড চায় রাশিয়া, ইউক্রেনকে দিতে হবে

অনলাইন ডেস্ক
১৬ আগস্ট, ২০২৫ ১২:৪৮
অনলাইন ডেস্ক
যুদ্ধ বন্ধে ভূখণ্ড চায় রাশিয়া, ইউক্রেনকে দিতে হবে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার (১৫ আগস্ট) কয়েক ঘণ্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় সেখানে উপস্থিত হন রুশ প্রেসিডেন্ট পুতিনও।


সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তারা বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন। কিন্তু কিছু বড় বিষয়ে একমত হতে না পারায় কোনো ধরনের চুক্তি হয়নি।


বৈঠক ও সংবাদ সম্মেলন শেষ করেই ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এতে তিনি জানান, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ হবে রাশিয়ার কাছে ইউক্রেনের কিছু ভূখণ্ড তুলে দিয়ে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির মাধ্যমে।


ফক্স নিউজের সাংবাদিক ও সাক্ষাৎকার গ্রহণকারী সিন হ্যানিটি তখন ভূখণ্ড দেওয়া এবং মার্কিনিদের নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এবং এসব বিষয়ে আমরা অনেকটা সম্মত হয়েছি। আসলে, আমরা অনেক বিষয়ে সম্মত হয়েছি। আমি আপনাকে বলতে পারি, এ বৈঠকটি ছিল উষ্ণ বৈঠক।”


পুতিনকে ‘শক্তিশালী ব্যক্তি’ এবং ‘কঠোর’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প। তবে তা সত্ত্বেও তাদের বৈঠক বেশ ইতিবাচক হয়েছে বলে জানান তিনি।


ট্রাম্প ইঙ্গিত দেন, যুদ্ধে বন্ধে রাশিয়ার চাহিদা অনুযায়ী ইউক্রেনকে তাদের ভূখণ্ড দিতে হবে। এগুলো মেনে নিয়ে ইউক্রেনকে চুক্তি করতে হবে। তিনি বলেন, “আমি মনে করি আমরা (যুদ্ধ) শেষের খুব কাছে আছি। এবং দেখুন, ইউক্রেনকে এটি মেনে নিতে হবে।”


ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য কোনো উপদেশ আছে কি না? এমন প্রশ্ন ট্রাম্প বলেন, “যুদ্ধ বন্ধের চুক্তি করুন।”


সূত্র: সিএনএন

মন্তব্য

আলাস্কা ছেড়েছেন পুতিন ও ট্রাম্প, কবে বন্ধ হচ্ছে ইউক্রেন যুদ্ধ?

অনলাইন ডেস্ক
১৬ আগস্ট, ২০২৫ ১১:০
অনলাইন ডেস্ক
আলাস্কা ছেড়েছেন পুতিন ও ট্রাম্প, কবে বন্ধ হচ্ছে ইউক্রেন যুদ্ধ?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে আলাস্কা ছেড়েছেন। পুতিন এরই মধ্যে তাকে বহনকারী বিমানে উঠে গেছেন। পুতিনের মিনিট দশেক পর ট্রাম্পও তাকে বহনকারী বিমানে উঠে যান। কিছুক্ষণের মধ্যেই বিমান দুটি নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয়।


এর আগে, স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টার দিকে আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে পুতিনকে বহনকারী বিমান অবতরণ করে। এর কয়েক মিনিট আগে ট্রাম্পকে বহনকারী বিমানও সেখানে অবতরণ করে।



আরও পড়ুনপুতিনের সঙ্গে বৈঠককে ‘১০-এ ১০’ বললেন ট্রাম্প

আলাস্কায় হলো না কোনো চুক্তি, তবে ‘বড় দুই জয়’ পেলেন পুতিন



বিমানবন্দরে পুতিনকে লালগালিচায় উষ্ণভাবে বরণ করে নেন ট্রাম্প। এরপর মার্কিন প্রেসিডেন্টের গাড়িতে করে দুই নেতা বৈঠকস্থলে যান। সেখানে তাদের মধ্যে প্রায় ৩ ঘণ্টার বৈঠক হয়। বৈঠকে উভয় পক্ষের আরও দুজন করে কর্মকর্তা ছিলেন।


রুদ্ধদ্বার বৈঠক শেষে ট্রাম্প ও পুতিন যৌথ সংবাদ সম্মেলনে আসেন। তারা বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে বলে মন্তব্য করেন। কিন্তু রাশিয়া–ইউক্রেন যুদ্ধবিরতি বা এ যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি।


তবে ট্রাম্প ও পুতিন শিগগির আবার দেখা করতে পারেন, এমন একটি ইঙ্গিতের মধ্য দিয়ে সংবাদ সম্মেলন শেষ হয়। তাদের পরবর্তী বৈঠক হতে পারে মস্কোয়।


প্রাসঙ্গিক
    মন্তব্য

    পুতিনের সঙ্গে বৈঠককে ‘১০-এ ১০’ বললেন ট্রাম্প

    অনলাইন ডেস্ক
    ১৬ আগস্ট, ২০২৫ ১০:৫১
    অনলাইন ডেস্ক
    পুতিনের সঙ্গে বৈঠককে ‘১০-এ ১০’ বললেন ট্রাম্প

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত শীর্ষ বৈঠককে ‘১০-এর মধ্যে ১০’ বলে মূল্যায়ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে শান্তির পথে ‘খুব ভালো অগ্রগতি’ হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। শুক্রবার ফক্স নিউজের হ্যানিটি অনুষ্ঠানে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।


    ট্রাম্প বলেন, আমি বলতে পারি, বৈঠকটি ছিল অত্যন্ত আন্তরিক।


    আপনারা জানেন, তিনি একজন শক্ত মানুষ, এ ধরনের সব বিষয়ে ভীষণ কঠোর, কিন্তু বৈঠকটি ছিল দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের মধ্যে উষ্ণ একটি বৈঠক। যখন তারা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, সেটি দারুণ ব্যাপার। আমার মনে হয় আমরা একটি চুক্তির খুব কাছাকাছি। তবে দেখুন, ইউক্রেনকেও এতে সম্মতি দিতে হবে।


    দুই বিশ্বনেতা শুক্রবার বিকেলে আলাস্কায় মিলিত হন ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তিপূর্ণ পথ খোঁজার আশায়। এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি রাশিয়ান নেতার সঙ্গে সাক্ষাৎ করছেন অসংখ্য প্রাণ বাঁচানোর জন্য এবং ভবিষ্যতে যুদ্ধবিরতির আশায়। পরে তিনি জানান, বৈঠকটি ছিল ‘অত্যন্ত ফলপ্রসূ’, তবে সংঘাত শেষ করার ক্ষেত্রে ‘এখনও আমরা সেখানে পৌঁছাইনি।’


    বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের জানান, আমরা বহু বিষয়ে একমত হয়েছি, বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই।


    কিছু বড় বিষয় আছে যেখানে এখনও আমরা পুরোপুরি পৌঁছাতে পারিনি, তবে কিছুটা অগ্রগতি হয়েছে। তাই, চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই।


    প্রাসঙ্গিক
      মন্তব্য

      মাকে বাঁচাতে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করল ছেলে

      অনলাইন ডেস্ক
      ১৬ আগস্ট, ২০২৫ ১০:৪৩
      অনলাইন ডেস্ক
      মাকে বাঁচাতে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করল ছেলে

      মিসরের দক্ষিণাঞ্চলে পারিবারিক সহিংসতার ঘটনায় ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ১৯ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


      গালফ নিউজের খবরে শুক্রবার বলা হয়, কেনা গভর্নরেটের নাগ হামাদি শহরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিবেশীদের ফোন পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে রক্তে ভেজা অবস্থায় ৫০ বছর বয়সী এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে।


      তার বুকে ছুরির একটি আঘাতের চিহ্ন ছিল।

      তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি কিছুদিন আগেই সৌদি আরব থেকে দেশে ফেরেন। প্রতিবেশীদের দাবি, ফেরার পর থেকেই তাদের ঘরে দাম্পত্য কলহ বেড়ে যায়। ঘটনার দিনও স্ত্রীর সঙ্গে তার তুমুল বাকবিতণ্ডা হয়, যা হাতাহাতিতে গড়ায়।


      এসময় মাকে রক্ষা করতে এগিয়ে যান তাদের ছেলে। কিন্তু বাবা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। পরে ছেলে রান্নাঘর থেকে একটি ছুরি এনে বাবাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


      পুলিশ তরুণটিকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে বাবার হাতে মায়ের ওপর চলমান মৌখিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। 


      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

        অনলাইন ডেস্ক
        ১৬ আগস্ট, ২০২৫ ১০:৩৮
        অনলাইন ডেস্ক
        ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

        ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি বাংলাদেশিরা। ফেরত পাঠানো হলো দেশে।  


        শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার সবকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


        সংবাদ মাধ্যমগুলো বলছে, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা (একেপিএস) বিমানবন্দর কেএলআই এর টার্মিনাল-১ এ রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালায়।  


        এ সময় ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন সংস্থার কর্মকর্তারা। যারমধ্যে ৯৮ বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেননি। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।


        একেপিএসের এক বিবৃতিতে বলা হয়, যাদের আটকে দেওয়া হয়েছে, তারা ঢাকা, বাংলাদেশ থেকে একটি ভোরের ফ্লাইটে এসেছেন। দিনের বেলা যেহেতু কঠোর পরীক্ষা-নিরীক্ষা করা হয়, সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভোরে আসেন।


        ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়নি বলে উল্লেখ করেছে সংস্থাটি।


        তারা বলেছে, যাদের আটকে দেওয়া হয়েছে তারা (পর্যটন ভিসায় এসে) খুব সম্ভবত মালয়েশিয়ায় প্রবেশ করে ভিসার অপব্যবহার করত। তাদের অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা ছিল।


        সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা শক্তিশালীকরণে এই অভিযান চালানো হয়েছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে।


        উল্লেখ্য, গত ১২ ও ১৩ আগস্ট প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ২০৪ বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়া।


        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত