সাপ আতঙ্কে আছেন বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা!

গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাসে বিষধর সাপের উপদ্রব বেড়ে গিয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, গত কয়েক দিন ধরে ক্যাম্পাসের রাস্তাঘাট, খেলার মাঠ, লেকপাড় এবং হল সংলগ্ন বিভিন্ন জায়গায় কয়েকটি বিষধর সাপের দেখা মিলেছে। যার প্রত্যক্ষদর্শী একাধিক ছাত্র-ছাত্রী। শীতকালে এমন বিষধর সাপের উপদ্রব দেখে আতঙ্কে রয়েছেন আবাসিক হলের শিক্ষার্থীরাও।
সর্বশেষ বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাসের বাধন চত্বর এলাকায় রাস্তার ওপর একটি বিষধর খৈয়া গোখরা সাপের দেখা মেলে। পরে উপস্থিত শিক্ষার্থীরা সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে।
শিক্ষার্থী মেজবাউর রহমান বলেন, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিষধর সাপ দেখা যাচ্ছে। আজ একটি সাপ মারা হয়েছে। এ নিয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আমরা এ বিষয়ে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে আবেদন করবো।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষক মো. শরিফুজ্জামান বলেন, গত বছরের মতো এ বছরও ক্যাম্পাসে বিভিন্ন ধরনের সাপ দেখা যাচ্ছে। আজ যে সাপটি মারা হয়েছে সেটি খৈয়া গোখরা প্রজাতির সাপ।
তিনি আরো বলেন গোখরা প্রজাতির সাপের বিষ মূলত একটি শক্তিশালী সিনাপটিক নিউরোটক্সিন এবং কার্ডিওটক্সিন সমৃদ্ধ বিষ, যা দংশনের ৪০-৫৫ মিনিট বা সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে সাপে কাটা ব্যক্তির মৃত্যু হয়ে থাকে। আর প্রতি বছর ক্যাম্পাসে সাপের উপদ্রব বাড়ার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়টিতে স্বল্পসংখ্যক মালি কাজ করার কারণে সব জায়গার ঝোপঝাড় পরিষ্কার করা হয় না। তাই এত সাপের উপদ্রব দেখা যায়।
বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, সাপ উপদ্রবের বিষয়টি দুপুরে শিক্ষার্থীদের কাছ থেকে জেনেছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ইবির আল-ফিকহ বিভাগে নতুন সভাপতি ড. নাছিরের দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন। বুধবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় বিভাগীয় অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
এসময় বিভাগটির সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা, বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন, অধ্যাপক ড. এ কে মুহাঃ নুরুল ইসলাম, অধ্যাপক ড. আবু বকর মো. জাকারিয়া মজুমদার ও অধ্যাপক ড. হামিদা খাতুন। এছাড়া লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল ও অধ্যাপক ড. হালিমা খাতুন এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগটির নতুন সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির বলেন, আপনাদের ভালোবাসা আমাকে আরো অনুপ্রাণিত করবে। আমার যোগ্যতা দিয়ে বিভাগকে সামনে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করে যাব ফরওয়ার্ডার ও টিমওয়ার্কার হিসেবে আমি আমার সহকর্মী ও স্যারদের সহযোগিতা পেলে বিভাগের ভিশন ও মিশন যথাযথভাবে পালন করতে পারব বলে আশা রাখি।
অনুষ্ঠানে নতুন সভাপতিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বিভাগের সাবেক সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাবের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তার স্থলাভিষিক্ত হন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন। গত ১লা আগস্ট থেকে আগামী ৩ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বকশী বাজার মাঠ উদ্বোধনকালে মেয়র তাপসের ওপর হামলার চেষ্টা

মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। রাজধানীর বকশীবাজারে বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় কেন্দ্রীয় মাঠ উদ্বোধনের জন্য ফটকে উপস্থিত হলে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এই মাঠ নিজেদের দাবি করে মেয়রের ওপর হামলা চালায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা প্রহরীর পাহারায় মাঠ উদ্বোধন না করেই মেয়র স্থান ত্যাগ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। এ সময় এক পুলিশ একজনকে আটক করে বলে দাবি করেছে শিক্ষার্থীরা।
অবস্থানরত পুলিশরা জানায়, মেয়র চলে যাওয়ার সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা মাঠের ভেতর থেকে চেয়ার ছুঁড়তে থাকে। পরে পুলিশ ধাওয়া দিলে তারা দৌড়ে মাঠের অপর প্রান্তে গিয়ে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এসময় বেশ কিছুক্ষণ ধাওয়া পালটা ধাওয়া চলতে থাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালবাগ থানার ডিসি মো. জাফর। তিনি বলেন, 'হামলাকারী শিক্ষার্থীরা ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। আপাতত এইটুকু পরিচয় জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আমরা ব্যবস্থা নিয়েছি। হামলাকারীদের মূল পরিচয় বের করা হবে।'
তবে কোনো শিক্ষার্থীকে আটক করা হয়েছে কি না এমন কোনো সঠিক তথ্য এখন পর্যন্ত ডিসির জানা নেই বলে জানিয়েছেন। স্থানীয় থানাগুলোতে খোঁজ নিয়ে জানাবেন বলে আশ্বাস দেন। পরবর্তীতে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে ঢাকা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আবদুর রশিদ জানান, 'এখানে কারাগার ও ঢাকা আলিয়া মাদরাসার মধ্যে মাঠটি মিয়ে মামলা চলমান রয়েছে। এখনও তার কোনও সমাধান হয়নি। মামলার রায়ের আগে বলা যাবেনা যে মাঠটি আমাদের বা তাদের। শিক্ষার্থীদের দাবি হলো মাঠের নাম নিয়ে। আমরা এ বিষয়ে সমঝোতার চেষ্টা করবো।’
'আমাদের এক ছাত্রকে পুলিশ আটক করে নিয়ে যায়। পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করলে তারা নিজেরাই তাকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে যায়৷ আর কোনো অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি।'
হামলার বিষয়ে তিনি বলেন, 'দাবি থাকলেই শিক্ষার্থীরা কারোর ওপর হামলা করতে পারেনা। আর পুলিশ আটক করবে এটাও কাম্য নয়।'
এর আগে বুধবার দুপুর ১২টা থেকে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মাঠের মূল ফটক অবরোধ করে শিক্ষার্থীরা।
নোবিপ্রবিতে বিজ্ঞান মেলা শুরু আগামীকাল

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিজ্ঞান মেলা শুরু হচ্ছে আগামীকাল। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হবে। বিজ্ঞানের প্রসার, বিজ্ঞানমনস্ক সমাজ গঠন ও শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহ গড়ে তোলার লক্ষ্যে আগামী ৩০ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মেলার আয়োজন করতে যাচ্ছে ক্লাবটি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। মোট ৭টি ইভেন্ট নিয়ে সাজানো হয়েছে এবারের বিজ্ঞান মেলার আসর। ইভেন্টগুলো হলো— সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন, তিন মিনিটের রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন, প্রোগ্রামিং কন্টেস্ট, সায়েন্টিফিক ফটোগ্রাফি কন্টেস্ট, সায়েন্টিফিক ডিবেট কম্পিটিশন, সায়েন্টিফিক বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন এবং কলেজ শিক্ষার্থীদের জন্য সায়েন্টিফিক কুইজ কম্পিটিশন।
বিজ্ঞান মেলার পরিসর বাড়াতে এবং পরিচালনা করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর। যারা নিজ নিজ ক্যাম্পাসে বিজ্ঞান মেলার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। অনুষ্ঠান শেষে ক্যাম্পাস অ্যাম্বাসেডররা সার্টিফিকেট, প্রশংসামূলক পোস্ট এবং একজন সেরা অ্যাম্বাসেডর পাবেন বিশেষ পুরষ্কার।
এবারের বিজ্ঞান মেলায় নোবিপ্রবি সায়েন্স ক্লাবের সাথে সহযোগী হিসেবে থাকছে বিশ্ববিদ্যালয়ের একাধিক সংগঠন। অর্গানাইজিং পার্টনার হিসেবে আছে নোবিপ্রবির ডিবেটিং সোসাইটি, আইটি ক্লাব, আইসিই প্রোগ্রামিং ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, চলো পাল্টাই ফাউন্ডেশন এবং ইইই সংগঠন। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে থাকছে নোবিপ্রবি প্রেসক্লাব ও নোবিপ্রবি সাংবাদিক সমিতি।
বিজ্ঞান মেলা প্রসঙ্গে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের সভাপতি এস কে ফয়সাল বলেন, ‘একটি জাতির ভবিষ্যৎ উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি অনেকাংশেই নির্ভর করে এর ভবিষ্যৎ প্রজন্ম, কিশোর এবং তরুণদের ওপর। একটি জাতি দূরদর্শী হয়ে উঠার পেছনে মূল চালিকাশক্তি এর তরুণ প্রজন্ম। তাদের অনুসন্ধিৎসু মন সর্বদা খুঁজে বেড়ায় বিভিন্ন প্রশ্নের যৌক্তিক উত্তর, অদম্য কর্মস্পৃহা তাড়িয়ে বেড়ায় তাদের। তাই তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য বিজ্ঞান শিক্ষা ও চর্চার কোনো বিকল্প নেই। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের সায়েন্স ফেস্ট এর আয়োজন।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহ গড়ে তুলতে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল নোবিপ্রবি সায়েন্স ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বছরব্যাপী বিজ্ঞানভিত্তিক নানা আয়োজনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানচর্চায় উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়ে আসছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে সায়েন্স ফেস্টিভ্যাল, সায়েন্টিফিক ওয়ার্কশপ, কুইজ কম্পিটিশন, গবেষণায় হাতেখড়ি এবং পিএইচডি টক। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।
শিক্ষার্থীদের করা ডিজাইনে তৈরি হবে নিটারের নতুন ছাত্রাবাস

নিটার প্রতিনিধি: ঢাকার সাভারে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে থাকা একমাত্র ছাত্রাবাসটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বেশকিছু দিন। এদিকে বগত দিনের তুলনায় ক্যাম্পাসে ছাত্রচাপ বৃদ্ধি পেতে থাকায় পুরাতন ছাত্র ভবন এবং বর্ধিত ছাত্রভবন-১ এর পক্ষে এই বিশাল ছাত্র চাপ সামলানো সম্ভব হচ্ছে না। যার ফলশ্রুতিতে নতুন ছাত্রাবাসের প্রয়োজন আরো প্রকট হয়েছে। এরই ধারাবাহিকতায় নিটার প্রশাসন নতুন ছাত্রাবাস নির্মানের সিদ্ধান্ত নিয়েছেন।
গত ৬ ডিসেম্বর নিটারের বর্তমান রেজিস্ট্রার আহমেদ ইকবাল রেজা সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাধ্যমে নিটারে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছে ইংরেজি বর্নমালা L আকৃতির পাঁচতলা বিশিষ্ট একটি এবং উক্ত পাঁচতলার পিছনে পুরাতন অধ্যক্ষ মহদয়ের ভবন অবধি অন্য একটি পাঁচতলা ভবনের 3D মডেলের আহ্বান করা হয়েছে।
অফিস আদেশে আরো মনে করে দেয়া হয় বিগত দিনে নিটারের মূলতোরনের ডিজাইন নিটারের অধ্যয়নরত প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারাই করা হয়েছিলো। যা নিটার গভর্নিং বডি কতৃক বহুল প্রশংসিত ও পুরষ্কৃতও হয়েছিলো। নিটার প্রশাসন এবারও এমনই সারা চান নিটারে অধ্যয়নরত এবং প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে।
উক্ত ডিজাইন তৈরির জন্য যাবতীয় প্রয়োজনীয় তথ্যের জন্য মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ আলীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর, রোজ মঙ্গলবারের মধ্যে 3D মডেল প্রস্তুত করে নির্ধারিত মেইলে প্রেরনের আহ্বান করা হয়েছে। এবং নিটার অধ্যক্ষ মহোদয় কতৃক বাছাইকৃত সেরা ডিজাইন কে পুরষ্কৃত করা হবে বলে জানানো হয়েছে।
নিটারের ছাত্রাবাস নির্মানের লক্ষ্যে গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীরা। এবং ডিজাইন করতে সক্ষম এমন শিক্ষার্থীরা উক্ত দুইটি ভবনের ডিজাইন করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গেছে। নিটারের সাধারণ শিক্ষার্থীদের আশা ডিজাইনকৃত দুইটি ভবনের মাধ্যমে বহুদিন ধরে চলে আশা আবাসন সমস্যার সমাধান হবে নিটারে এবং নিটারে শিক্ষা গ্রহনের পরিবেশ আরো বৃদ্ধি পাবে।
মন্তব্য