ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম

সরকারের আকাশচুম্বী জনপ্রিয়তার প্রমাণ করতে হবে: ছাত্রলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ, ২০২৩ ১০:২৫
নিজস্ব প্রতিবেদক
সরকারের আকাশচুম্বী জনপ্রিয়তার প্রমাণ করতে হবে: ছাত্রলীগ সভাপতি

ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ময়মনসিংহে আগামী ১১ মার্চের প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করে ছাত্রলীগ।

শুক্রবার (৩ মার্চ) রাতে ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতির বক্তব্যে সাদ্দাম হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। সাধারণ মানুষের কাছে গিয়ে দেশের উন্নয়নের কথা বলতে হবে, সভায় আসার জন্য দাওয়াত দিতে হবে। প্রধানমন্ত্রীর এই জনসভা সফল করার মাধ্যমে এই সরকারের আকাশচুম্বী জনপ্রিয়তা প্রমাণ করতে হবে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদকসহ কেন্দ্র ও বিভাগের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সভায় স্থানীয় নেতারা তাদের বক্তব্য রাখেন ও নানা পরিকল্পনার কথা জানান।

একই সঙ্গে আগামী নির্বাচনের জন্য দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও প্রতিটি ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান সাদ্দাম।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঢাকা কলেজ-আইডিয়ালের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে

    নিজস্ব প্রতিবেদক
    ২ মার্চ, ২০২৩ ১৪:১১
    নিজস্ব প্রতিবেদক
    ঢাকা কলেজ-আইডিয়ালের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে

    রাজধানীর গ্রিন রোডে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনার সূত্র পাত হয়।

    জানা যাচ্ছে,  আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করলে এ অবস্থার তৈর হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এখন পর্যন্ত এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

    পরিস্থিতি সামাল দিতে নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

    এর আগে, দুপুরে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ঢাকা কলেজের বিজয় ৭১ নামের একটি বাস ক্যাম্পাসে ফিরছিল। পথিমধ্যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে। এ ঘটনায় বাসটির জানালা ও পেছনের কাচ ভেঙে যায়।

    তবে কী কারণে বাসটি ভাঙচুর করা হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ইবিতে ‘র‍্যাগিং ও যৌন হয়রানি'র বিরুদ্ধে ছাত্রলীগের পদযাত্রা

      নিজস্ব প্রতিবেদক
      ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৪৭
      নিজস্ব প্রতিবেদক
      ইবিতে ‘র‍্যাগিং ও যৌন হয়রানি'র বিরুদ্ধে ছাত্রলীগের পদযাত্রা

      ক্যাম্পাসের শিক্ষার্থীদের 'র‍্যাগিং' নামক কালো অধ্যায় থেকে মুক্তি দিতে চায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসের সাধারণত শিক্ষার্থীদের মনে র‍্যাগিং নিয়ে বিরাজ করা ভীতি ও আতংককে দূর করতে এবং তাদের মাঝে এবিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যাগিং-রেসিজম ও যৌন হয়রানি রোধে এর বিপক্ষে অবস্থান নিয়ে পদযাত্রা করেছে সংগঠনটির নেতৃবৃন্দরা।

      মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে র‍্যাগিং বিরোধী পদযাত্রার সূচনা করা হয়। সেখানে হলসমূহ'সহ ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

      পদযাত্রাটি অনুষদ ভবনের সামনে হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুজ্ঞয়ী মুজিব ম্যুরাল ঘুরে বটতলায় সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করে। পরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

      সমাবেশে নেতারা র‍্যাগিং এর দায়ে নবীন শিক্ষার্থীদের অন্তরে সৃষ্টি হওয়া ক্ষতিকর নানাবিধ কারণ উল্লেখ করে বলেন এটা কোন উপযুক্ত কার্যকরী পন্থা নয় সিনিয়র জুনিয়রের মাঝে পরিচিত হওয়ার। অবিলম্বে র‍্যাগিং নামক কুরুচিপূর্ণ মানসিকতা থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসা উচিত।

      এসময় উপস্থিত শিক্ষার্থীরা ‘শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিংকে না বলুন’, ‘র‍্যাগিং ও যৌন হয়রানি উভয়ই ফৌজদারি অপরাধ’সহ নানা স্লোগান দিতে থাকেন। এতে র‍্যাগিং বিরোধী স্লোগানে মুখরিত হয় সমাবেশ প্রাঙ্গন।

      এপ্রসঙ্গে শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, এই বিশ্ববিদ্যালয় মাঝেমাঝে খুলতো আর বেশির ভাগই বন্ধ থাকতো। ছাত্রদল ও শিবিরের লড়াইয়ে সবসময় সাধারণ শিক্ষার্থীরা ভুক্তভোগী হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার পরিবেশ রক্ষার জন্য রাজপথে থেকেছে।

      এবিষয়ে সমাপনী বক্তব্যে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত জানান, জননেত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরিত করার জন্য যে চ্যালেঞ্জ তাকে স্বাগত জানিয়ে ইবি শাখা ছাত্রলীগ সামনে আধুনিক, উন্নত, জ্ঞানমনস্ক একটি যুগোপযোগী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় ৫ শিক্ষার্থীকে হল থেকে স্থায়ী বহিষ্কার

        নিজস্ব প্রতিবেদক
        ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৩৫
        নিজস্ব প্রতিবেদক
        ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় ৫ শিক্ষার্থীকে হল থেকে স্থায়ী বহিষ্কার

        নিয়মতুল্লাহ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা সহ ৫ শিক্ষার্থীকে দেশরত্ন শেখ হাসিনা হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) হল কমিটির সদস্য ও প্রভোস্টসহ দুপুরে আলোচনায় বসে এ সিদ্ধান্ত গ্রহণ করে। হল প্রভোস্ট কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ড. আহসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

        হল থেকে স্থায়ী বহিষ্কার হওয়া বাকি শিক্ষার্থীরা হলেন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাচ্ছুম ও মাওয়াবিয়া, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মী।

        এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম বলেন, নির্যাতনের ঘটনায় জড়িত ৫ শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের হল সংযুক্তি বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট সুপারিশ করেছি। এছাড়া অভিযুক্ত হালিমা খাতুন উর্মি আমাদেরকে জানিয়েছে তার মোবাইলটি ১৪ তারিখ হারিয়ে গেছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমরা মোবাইলটি উদ্ধারের জন্য প্রক্টর বরাবর আবেদন করেছি।

        গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে দুই দফায় এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাচ্ছুম ও মাওয়াবিয়া, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও শাখা ছাত্রলীগ কতৃক পৃথক তিনটি তদন্ত কমিটি গঠিত হয়। এদিকে এ ঘটনায় হাইকোর্টে রিট হয় ফলে হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          র‍্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার জবি ছাত্রলীগ

          নিজস্ব প্রতিবেদক
          ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:১০
          নিজস্ব প্রতিবেদক
          র‍্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার জবি ছাত্রলীগ

          মাসুম তালুকদার, জবিঃ সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক র‍্যাগিং এর বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

          শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন এর নেতৃত্বে ২৭ ফেব্রুয়ারী (সোমবার) ক্যাম্পাসে র‍্যাগিং বিরোধী প্রচারনা করে শাখা ছাত্রলীগ। এসময় পদযাত্রা সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

          র‍্যাগিং নিয়ে জবি ছাত্রলীগের সভাপতি সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ক্যাম্পাস র‍্যাগিং এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে র্যাগিং মুক্ত স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়তে মাঠে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

          সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক বিশ্ববিদ্যালয় কে স্মার্ট বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে।এই লক্ষ্যে বাংলাদেশে র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে বাংলাদেশ ছাত্রলীগ নিরন্তর কাজ করে যাচ্ছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত