ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম

শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২২ ১৪:৭
নিজস্ব প্রতিবেদক
শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী নির্দেশ

ফের ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সংক্রমণের অবস্থা মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানের করোনা সংক্রান্ত তথ্য পাঠাতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি)।

মঙ্গলবার রাতে মাউশির মহাপরিচালক (অতি: দা:) শাহেদুল খবির চৌধুরীর সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা গাইডলাইন, নির্দেশনাপত্র এবং কোডিড-১৯ সংক্রান্ত বিধির আলোকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিতভাবে সুরক্ষিত রাখার জন্য দৈনিক ভিত্তিতে মনিটরিং করার লক্ষ্যে একটি চেকলিস্ট প্রস্তুত করা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় মনিটরিং চেকলিস্টের তথ্যগুলো গুগল ফরমের মাধ্যমে প্রতিদিন বেলা ৫টার মধ্যে পাঠাতে হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    করোনা পরিস্থিতি ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে জবি প্রশাসন

    নিজস্ব প্রতিবেদক
    ১২ জানুয়ারি, ২০২২ ১৪:৪
    নিজস্ব প্রতিবেদক
    করোনা পরিস্থিতি  ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে জবি প্রশাসন

    করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এসময়ে সশরীরে নাকি অনলাইনে ক্লাস চালু রাখা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ বুধবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

    এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় আমরা অনলাইনে ক্লাস শুরু করবো নাকি সশরীরে এই বিষয়ে আজ দুপুর আড়াইটার সময় উপাচার্যের নেতৃত্বে একটি মিটিং আছে। সেখানে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

    এর আগে, করোনার প্রকোপ বাড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে। যদিও এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তারা বলেছেন, এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো বলছে, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে তারা ক্লাস-পরীক্ষা চালু রাখবেন। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেবিষয়ে কঠোরভাবে তদারকি করবেন তারা।

    এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৯৫ ভাগ শিক্ষক-শিক্ষার্থী করোনার ভ্যাকসিন নিয়েছেন। সুতরাং বিশ্ববিদ্যালয় বন্ধের কোনো যৌক্তিকতা নেই।

    সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে করোনার প্রকোপ বেড়েছে সারাদেশে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের হার। করোনার নতুন ধরন ওমিক্রনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০ জন। মন্ত্রিপরিষদ বিভাগ ১১টি বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে মাস্ক ব্যবহারে কঠোরতা, সভা-সমাবেশ বন্ধ ও গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলার বিষয়ে জোর দেয়া হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      চার জেলায় নতুন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

      নিজস্ব প্রতিবেদক
      ১২ জানুয়ারি, ২০২২ ১৩:১
      নিজস্ব প্রতিবেদক
      চার জেলায় নতুন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

      রাজধানী ঢাকাসহ দেশের চার জেলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রকল্পের আওতায় নবনির্মিত চারটি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

      বুধবার (১২ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব প্রকল্প উদ্বোধন করেন।

      সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় নবনির্মিত প্রকল্প চারটি হলো: ঢাকা এয়ারপোর্ট মহাসড়কে শহিদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পথচারী আন্ডারপাস, সিলেট শহর বাইপাস-গ্যারিসন লিংক ৪ মহাসড়ক, বালুখালী (কক্সবাজার)-ঘুনধুম (বান্দরবান) সীমান্ত সংযোগ সড়ক এবং রাঙ্গামাটি জেলার নানিয়ারচর চেংগী নদীর উপর ৫০০ মিটার দীর্ঘ সেতু।

      প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল ইবনে ফজল শায়েকুজ্জামানসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা।

      অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। প্রকল্পের স্পট থেকে সরকারি কর্মকর্তা ও উপকারভোগীরাও অনলাইনে যুক্ত ছিলেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        আমাদের দাবি একটাই, সেকেন্ড টাইম দিতে হবে (ভিডিও)

        নিজস্ব প্রতিবেদক
        ১২ জানুয়ারি, ২০২২ ১২:৫৭
        নিজস্ব প্রতিবেদক
        আমাদের দাবি একটাই, সেকেন্ড টাইম দিতে হবে (ভিডিও)

        ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে প্রক্টরিয়াল টিমের বাধায় সেখানে বেশি সময় অবস্থান করতে পারেননি তারা।

        এরপর রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান নেন তারা।

        এসময় তারা- ‘আমাদের দাবি একটাই, সেকেন্ড টাইম দিতে হবে; দাবি মোদের একটাই, ঢাবিতে সেকেন্ড টাইম চাই; দিতে হবে দিতে হবে, সেকেন্ড টাইম দিতে হবে; আমাদের দাবি মানতে হবে, মানতে হবে মানতে হবে; উই ওয়ান্ট সেকেন্ড টাইম ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস আজ

          নিজস্ব প্রতিবেদক
          ১২ জানুয়ারি, ২০২২ ১১:২৩
          নিজস্ব প্রতিবেদক
          জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস আজ

          আজ ৫২ বছরে পদার্পণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কভিড মহামারির কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে অনলাইনে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

          বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণের পরিপ্রেক্ষিতে সতর্কতা এবং সার্বিক বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

          দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। বিজনেস স্টাডিজ চত্বরে অনলাইনে যুক্ত হয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল ১০টা ৪০ মিনিটে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সকাল ১১টা ৫ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, ১১টা ৩৫ মিনিটে একক পরিবেশনা, ১১টা ৫০ মিনিটে রঙ্গন-মাইম একাডেমি পরিবেশিত মূকাভিনয়, দুপুর ১২টা ১০ মিনিটে বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের পরিবেশনায় পুতুল নাট্য মঞ্চায়ন হবে।

          বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানসূচিতে https://bdren.zoom.us/s/7968013991 এবং জুম আইডি 7968013991-তে অংশগ্রহণ করার কথা বলা হয়েছে।

          ১৯৭০ সালের ২০ আগস্ট তত্কালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করে। এরপর ১৯৭১ সালের ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হলে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়। ২০০১ সাল থেকে এ দিনটিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত