রাবিতে বীরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

একরামুল, রাবি: বীরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা থেকে আগত ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের বরণ ও ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. তারেক নূর, ছাত্র উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যাল।
২০২১-২২ সেশনে এবার বীরগঞ্জ থেকে ১৫ জন শিক্ষার্থী চান্স পেয়েছে। তাদেরকে ফুল, কলম ও পেন্সিল দিয়ে বরণ করে নেওয়া হয় সমিতির পক্ষ থেকে। একই অনুষ্ঠানে ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় সংবর্ধনাও দেওয়া হয়।
সমিতির সভাপতি ইকরামুল ইসলাম সমাপনী বক্তব্য দেন। বিদায়ীদের মধ্যে থেকে পলাসী, শামিম, শাহীন ও ইসমাইল হোসেন তাদের স্মৃতিচারণ করেন। নবীণদের মধ্যে থেকে আক্তারুল ও সাদিয়া বক্তব্য উপস্থাপন করেন।
সাধারণ সম্পাদক মাসুমা মাহি, সহ-সভাপতি শুভ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পৃথিবী ও মুন্না, অন্যান্য সদস্য শাজাহান, টাবু, নূর, আখি, মারিয়া, কেয়া, শিউলি সহো আরো অনেকেই বক্তব্য প্রদান করেন।
অনুষ্টানের সঞ্চালনা করেন মিথিলা ও আসাদুজ্জামান পৃথিবী। নবীন বরন ও প্রবীণ বিদায়ের পর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ছিলো মনোমুগ্ধকর। উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় সমিতির সদস্যরাই পার্টিসিপ্যান্ট করেন।
কারাতেতে স্বর্ণপদক জিতলেন ইবি শিক্ষার্থী তানজিনা

ইবি প্রতিনিধি : বাংলাদেশ কারাতে ফেডারেশন কর্তৃক আয়োজিত বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা-২০২২ এ স্বর্ণপদক অর্জন করেছেন জান্নাতুল ফেরদৌস তানজিনা।
শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকার গুলিস্তানের ব্যাডমিন্টন স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তানজিনা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জুডু অ্যান্ড কারাতে ক্লাব ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে পরাজিত করে সিনিয়র ৫০ কেজি (মহিলা) কুমিতে ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেন তিনি। এতে কারাতেবিষয়ক বাংলাদেশের বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছেন।
প্রতিযোগিতায় মার্শাল আর্ট সায়েন্স (এমএসএ) টিম তিনটি স্বর্ণপদক, তিনটি রৌপ্যপদক ও নয়টি তাম্রপদক অর্জন করেন। তানজিনা এমএসএ টিমের হয়েই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এ প্রসঙ্গে তানজিনা বলেন, সম্পূর্ণ প্রস্তুতি ছাড়াই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। কোনো প্রস্তুতি ছাড়া নেমে এতো ভালো অর্জন পেয়ে যাবো ভাবিনি। এই অর্জন সামনের জাতীয় প্রতিযোগিতার অনুপ্রেরণা হবে।
উল্লেখ্য, তানজিনা ইসলামিক ইউনিভার্সিটি মার্শাল আর্ট অ্যান্ড সাইন্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। ইবিতে মেয়ে শিক্ষার্থীদের প্রথমবারের মতো কারাতে, মার্শাল আর্ট বা সেলফ-ডিফেন্সের প্রশিক্ষণ শুরু করেন তিনি। তানজিনা বাংলাদেশ কারাতে কনফেডারেশনের সিনিয়র প্রশিক্ষক, সিনিয়র খেলোয়াড়। এর আগে জাতীয় পর্যায়ে তিনবার স্বর্ণপদক প্রাপ্ত। এ ছাড়া তিনি বাংলাদেশ কারাতে কনফেডারেশন থেকে ব্ল্যাক বেল্ট ফাস্ট ড্যানের অধিকারী।
চার চবি শিক্ষার্থীর ক্রস কান্ট্রি সাইকেল রাইড

চবি সংবাদাতাঃ নৈতিক উন্নয়নই হোক টেকসই উন্নয়নের হাতিয়ার’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার শিক্ষার্থী দ্বিচক্রযান সাইকেলে চড়ে তেতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণ করেছেন।
শিক্ষার্থীরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মাহমুদ শরীফ, মো. যায়েদ ও লোক প্রশাসন বিভাগের ছাত্র তোফায়েল আহমেদ, থংপং ম্রো।
বাংলাদেশের বিজয় দিবসে গত ১৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৭টায় তেতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে তারা যাত্রা শুরু করেন। গতকাল ২৪ ডিসেম্বর (শনিবার) দুপুর ২টায় তারা টেকনাফ জিরো পয়েন্টে পৌঁছান।
মো. যায়েদ বলেন, আমরা ছোট বেলা থেকেই পাঠ্যপুস্তক থেকে শুরু করে সব জায়গায় পড়েছি সুজলা-সুফলা শস্য-শ্যামলা আমাদের এই দেশ। কিন্তু কখনোই তা নিজ চোখে দেখা হয়নি। আমার প্যাডেল চালিত দু'চাকার যান, আমাকে কখনো নিয়ে গেছে সবুজ ধানক্ষেতের মধ্য দিয়ে, কখনো নিয়ে গেছে গ্রাম-বাংলার সৌন্দর্যের মধ্য দিয়ে। আবার কখনো বা কংক্রিটের শহরের ওপর দিয়ে। নানান পেশার মানুষের নানামুখী জীবনযাপন, বাংলার ঐতিহ্য-ইতিহাস, স্থানীয় নামে বিখ্যাত নানান খাবারের অপরুপ স্বাদ আমাদের দু'চাকার গতিকে করছে আরো স্বচ্ছন্দ। সেইসাথে আমাদের প্রতিপাদ্য বিষয়, সকলের মাঝে ছড়িয়ে দেওয়া ছিলো, আরেক ভিন্নধর্মী অভিজ্ঞতা।'
তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের পরিবার, শিক্ষক-শিক্ষিকাসহ সকল বন্ধু-বান্ধুবীসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা যোগাযোগ রেখেছে তাদের সহযোগিতায় আমাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছিলো।’
মাহমুদ শরীফ বলেন, ‘আমাদের লক্ষ্য পূরণের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলো আমাদের তীব্র মানসিক শক্তি। দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেয়ার এবং স্থানগুলো ঘুড়ে দেখার চেষ্টা করেছি। এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি সাইক্লিং কে মানুষের মাঝে আরও সুন্দর উপায়ে তুলে ধরতে। আমার মনে হয় সাইকেলিংকে রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করতে পরলে (বিশেষকরে শিক্ষাপ্রতিষ্ঠানে) তা একইসাথে পরিবেশবান্ধব এবং অনেক জ্বালানি বাঁচানো সম্ভব হবে।'
থংপং ম্রো বলেন, 'ভার্চুয়াল জগত থেকে বের হয়ে সুন্দর, সবুজের সমারোহ এই সোনার বাংলার বাস্তব সৌন্দর্য উপলব্ধি করতে পেরেছি। বিভিন্ন জায়গায় আমরা আমাদের প্রতিপাদ্য বিষয়কে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছি। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্ট গ্রুপকে তুলে ধরার চেষ্টা করেছি।'
'পাঠশালা' কেন্দ্রীয় কমিটির দায়িত্বে শাকিল-হিরা

জবি প্রতিনিধি: সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন "পাঠশালা" এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী এ কমিটিতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল হাসানকে সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিরা সুলতানা কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সুপারিশে রোববার (২৫ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয় প্রতিষ্ঠাতা এবাদুল ইসলাম ও সাবেক কমিটির নেতৃবৃন্দ।
কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন সানজানা সাদিয়া ও রিয়াজুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক উদ্দিন আহমেদ খান ও শচীন ভট্টাচার্য, অর্থ সম্পাদক এম রাকিবুল ইসলাম রনি, প্রজেক্ট কো-অর্ডিনেটর কুতুব উদ্দিন ও তাহমিনা আক্তার।
এছাড়াও প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে মিলন সরকার, জাহিদ হাসান, আই.টি সম্পাদক রাইসা মেহজাবিন, তাহসিন ফাইজা চৌধুরী, জয় চন্দ্র রায়, সায়মা তাজমিন, প্রচার সম্পাদক জান্নাতুল শিমু, মুস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা মার্জিয়া, ছাত্র কল্যাণ সম্পাদক আলী হায়দার আকাশ, হিউম্যান রিসোর্স অফিসার জর্জ প্লাবন, মঞ্জুরি ভট্টাচার্য এবং সদস্য হিসেবে রয়েছেন জাহিদ হাসান, রাসেল সরকার, সাজিদ আহম্মেদ, আল আমিন ও রাসেল শেখ।
২০১৯ এর ৩রা ফেব্রুয়ারি পাঠশালার যাত্রা শুরু হয়। পথ শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা থেকে শুরু করে তাদের মধ্যে শিক্ষার সামগ্রী বিতরণ, বিভিন্ন জেলায় "হাতে খড়ি" নামে পথ শিশুদের জন্য বিদ্যালয় স্থাপন, সুবিধাবঞ্চিত শিশুদের মেধা বিকাশের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন স্কুল, কলেজে ও বিশ্ববিদ্যালয়ে সেমিনার, প্রতিযোগিতার আয়োজন করে আসছে তারুণ্য নির্ভর এই সংগঠনটি।
শীতকালীন ছুটিসহ ১২ দিনের ছুটিতে ইবি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শীতকালীন, সাপ্তাহিক ছুটিসহ ১২ দিনের ছুটিতে যাচ্ছে। সোমবার (২৫ ডিসেম্বর) থেকে শুরু করে আগামী ৬ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে।
তবে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) অফিসসমূহ এবং চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ চলবে বলে জানা গেছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র আরো জানিয়েছে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১০ দিন ও বৃহস্পতিবার ও শুক্রবার ক্যাম্পাসে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা ১২ দিনের ছুটি পাচ্ছেন। ছুটি চলাকালে আবাসিক হলসমূহ খোলা থাকবে। ছুটি শেষে আগামী ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
মন্তব্য