ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম

রাজস্বখাতে চাকরি স্থানান্তর না হলে আমরণ অনশন, হুমকি কারিগরি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:১১
নিজস্ব প্রতিবেদক
রাজস্বখাতে চাকরি স্থানান্তর না হলে আমরণ অনশন, হুমকি কারিগরি শিক্ষকদের

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সমাপ্ত প্রকল্প ‘স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ থেকে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর না হলে আমরণ অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন সাত শতাধিক কারিগরি শিক্ষক।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে তারা এ ঘোষণা দেন। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখার’ ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. সুমন হায়দার।

তিনি বলেন, সমাপ্ত প্রকল্পটি থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন বীরবিক্রম খেতাবপ্রাপ্ত ও অন্যান্য মুক্তিযোদ্ধার সন্তানসহ ৭৭৭ জন কর্মরত শিক্ষকের চাকরি রাজস্ব খাতে দ্রুত স্থানান্তর করতে হবে। পাশাপাশি গত ১৯ মাসের বকেয়া বেতন-ভাতাও দ্রুত পরিশোধ করতে হবে। এবার দাবি বাস্তবায়ন না হলে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচিতে যাব আমরা।

লিখিত বক্তব্যে সুমন বলেন, ২০১০ সালের জুলাই মাসে দেশের সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের মানোন্নয়ন ও শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্ত ‘স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্প গ্রহণ করে।

এই প্রকল্প ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত চলমান ছিল। এই প্রকল্পের আওতায় দুই ধাপে ১০১৫ জন শিক্ষক নিয়োগ প্রদান করা হয়। এর মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন ৭৭৭ জন।

প্রকল্প শেষে শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রস্তাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ২২ মে অনুমোদন করেন। প্রধানমন্ত্রীর অনুমোদিত অনুশাসনের আলোকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ৭৭৭ জন শিক্ষকের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়।

সুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার পরও ২০২০ সালের জুলাই থেকে ১৯ মাস যাবত কোনো এক অজানা কারণে আমরা বেতন পাচ্ছি না। বেতন না পেয়ে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম অর্থ কষ্টে মানবেতর জীবন যাপন করছি। আমাদের দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগের অবসানের জন্য দ্রুত বেতনভাতা প্রদানসহ চাকরি রাজস্বকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

সংবাদ সম্মেলনে চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল-সন্ধ্যা প্রতীকী অনশন পালন করবেন তারা। ৭ ফেব্রুয়ারির মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণা না দিলে ৮ ফেব্রুয়ারি থেকে আমরণ কর্মসূচি শুরু হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের সভাপতি মো. খবির হোসেন, সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মোতালেব, কেনিক আইডিইবির শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    শিক্ষার্থীদের ‘ইউনিক আইডি’র ডাটা এন্ট্রির সময় বাড়লো

    নিজস্ব প্রতিবেদক
    ৪ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:৫৬
    নিজস্ব প্রতিবেদক
    শিক্ষার্থীদের ‘ইউনিক আইডি’র ডাটা এন্ট্রির সময় বাড়লো

    করোনা মহামারিতে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব শিক্ষার্থীর জন্য ‘ইউনিক আইডি’ তৈরির চলমান ডাটা এন্ট্রির সময় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

    বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ইউনিক আইডির প্রকল্প পরিচালক শামসুল আলমের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয়।

    অফিস আদেশে বলা হয়, দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য একটি ‘ইউনিক আইডি’ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো বাস্তবায়নাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি ও ইউনিক আইডির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে তথ্যছক পূরণের কার্যক্রম চলমান আছে। যা ১৬ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      অনলাইন ক্লাসের তথ্য চায় মাউশি

      নিজস্ব প্রতিবেদক
      ৪ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:৫২
      নিজস্ব প্রতিবেদক
      অনলাইন ক্লাসের তথ্য চায় মাউশি

      মাল্টিমিডিয়া ও অনলাইন ক্লাসের তথ্য এমএমসি ড্যাশবোর্ডে এন্ট্রি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

      বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মাউশির পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং) অধ্যাপক মো. আমির হোসেনের সই করা আদেশ থেকে এ তথ্য জানা যায়।

      আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিবিষয়ক সভার সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের (সরকারি ও বেসরকারি) শ্রেণি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।

      এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকেও পরিপত্র জারি করা হয়েছে। উল্লিখিত নির্দেশনা মোতাবেক যথাযথভাবে শ্রেণি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে এবং অনলাইনে গৃহীত মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য যথাযথভাবে ড্যাশবোর্ডে এন্ট্রি নিশ্চিত করতে হবে।

      এতে আরও বলা হয়, মাল্টিমিডিয়া ক্লাসের পাশাপাশি মাল্টিমিডিয়া ব্যবহার করে কনটেন্ট তৈরির মাধ্যমে যে ক্লাসগুলো অনলাইনে শিক্ষকরা নিচ্ছেন তার তথ্য এমএমসি অ্যাপের মাধ্যমে ড্যাশবোর্ডে এন্ট্রি নিশ্চিত করতে অনুরোধ করা হলো।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সাত কলেজের চূড়ান্ত মেধাতালিকা ৮ ফেব্রুয়ারি

        নিজস্ব প্রতিবেদক
        ৪ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:২৯
        নিজস্ব প্রতিবেদক
        সাত কলেজের চূড়ান্ত মেধাতালিকা ৮ ফেব্রুয়ারি

        ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) ভর্তি কার্যক্রমের তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। আগামী ৭-৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এরপর ১০ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে।

        বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হয়েছে, সরকারী সাত কলেজের তৃতীয় পর্বের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন করে যারা বিভাগ মনোনয়ন পেয়েছে তাদেরকে ভর্তির প্রথম কিস্তির টাকা আগামী ০৮ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে পরিশোধ করতে হবে।

        নির্ধারিত তারিখের পর চূড়ান্ত পর্বের মনোনয়ন দেয়া হবে বিধায় আগাী ০৮ ফেব্রুয়ারির পর তৃতীয় পর্বের মনোনয়নের জন্য কোন টাকা জমা করা যাবে না বলে জানানো হয়েছে।

        বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিব রাত পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান, বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটে প্রায় ২১ হাজার ভর্তিচ্ছু প্রথম কিস্তির টাকা পরিশোধ করেছেন। এ ধাপের পর থেকে আর বিষয় কিংবা কলেজ কোনোটিতে মাইগ্রেশন বন্ধের সুযোগ থাকবে না। প্রথম দু’টিতে এ সুযোগ ছিল।

        তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় মনোনয়নে যারা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে মাইগ্রেশন বন্ধের আবেদন করেছেন তাদের আবেদন আমরা গ্রহণ করেছি। সে সংখ্যাটাও কম নয়। প্রায় ১ থেকে দেড় হাজারের মত হবে। আজকে তৃতীয় ধাপের মনোনয়ন থেকে অটো মাইগ্রেশন চলবে। আগামী ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত মনোনয়ন প্রকাশিত হবে।

        তৃতীয় মনোনয়নের পদ্ধতি সম্পর্কে অধ্যাপক মোস্তাফিজ বলেন, প্রথম ও দ্বিতীয় মনোনয়নে ভর্তিচ্ছুদের কলেজ ও বিষয় পছন্দক্রম শুরুর দিক থেকে দেয়া হয়েছিল। এ সময় যেসব ভর্তিচ্ছু মাইগ্রেশন বন্ধ করে দিয়েছেন তারা ওই কলেজ এবং বিষয়েই থাকবেন। ভর্তিচ্ছুদের পছন্দক্রম এবং মেধা অনুসারে মনোনয়ন দেয়া হয়েছে। অবশিষ্ট শূন্য আসনে মেধাতালিকা অনুসারে নতুন শিক্ষার্থীদের মনোনয়ন দেয়া হচ্ছে।

        তথ্যমতে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০, বাণিজ্য ইউনিটে ৫ হাজার ৩১০ এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সংখ্যা ১৪ হাজার ৩৫০টি আসন রয়েছে। সাত কলেজে মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি।

        গত ১৬ জানুয়ারি (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়। গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রাবিতে সশরীরে ক্লাস বন্ধ আরও ১৫ দিন

          নিজস্ব প্রতিবেদক
          ৪ ফেব্রুয়ারি, ২০২২ ৯:১
          নিজস্ব প্রতিবেদক
          রাবিতে সশরীরে ক্লাস বন্ধ আরও ১৫ দিন

          রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীরে ক্লাস বন্ধের সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। তবে নিজ নিজ বিভাগ অথবা ইনস্টিটিউট অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে।

          বৃহস্পতিবার দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

          বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীর শ্রেণিকক্ষে পাঠদান ৭ থেকে ২১ ফ্রেরুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট বিভাগ অথবা ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সাথে পারস্পারিক যোগাযোগের মাধ্যমে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে।

          বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি ছুটির দিন ব্যতিত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত যথারীতি চালু থাকবে। এছাড়া জরুরি পরিসেবাসমূহ যথা বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিছন্নতা ইত্যাদি যথারীতি চালু থাকবে।

          এর আগে, ২১ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রনালয় শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ দিন বন্ধ রাখার নির্দেশ দেয়। সেদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় সীমিত পরিসরে খোলা রেখে সশরীরে পাঠদান ৬ ফেব্রুয়ারী পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত