ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম

যেভাবে আপনার স্মার্টফোনের নিয়ন্ত্রণ নেয় ‘পেগাসাস স্পাইওয়্যার’

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২২ ১৮:২৮
নিজস্ব প্রতিবেদক
যেভাবে আপনার স্মার্টফোনের নিয়ন্ত্রণ নেয় ‘পেগাসাস স্পাইওয়্যার’

আমরা আধুনিক যুগে বাস করছি। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ।

প্রযুক্তির উন্নতির সুযোগ নিয়ে বিশ্বজুড়ে তথ্য হাতিয়ে নেওয়ার নানা ধরনের অভিযোগ প্রায়ই গণমাধ্যমে পাওয়া যায়। এজন্য বিভিন্ন স্পাইওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। সম্প্রতি বহুল আলোচিত ‘স্পাইওয়্যার’ হলো ইসরায়েলি একটি সংস্থাকর্তৃক উদ্ভাবিত ‘পেগাসাস স্পাইওয়্যার’। ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপের তৈরি এ পেগাসাস স্পাইওয়্যার দিয়ে বিশ্বজুড়ে কয়েক হাজার সরকারি কর্মী, সাংবাদিক, বড় রাজনীতিবিদের ফোনে আড়ি পাতারও অভিযোগ রয়েছে। সম্প্রতি ৫০ হাজারের বেশি ফোন নম্বরের একটি তালিকা ফাঁস হয়। ধারণা করা হচ্ছে ২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহকরা এসব নম্বরে আড়ি পেতেছে।

স্পাইওয়্যার ‘পেগাসাস’ যেভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়

খুদে বার্তা ও কলের মাধ্যমে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিতে পারে স্পাইওয়্যার। এর মাধ্যমে স্মার্টফোনে স্পাইওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যায়। এমনকি মোবাইল ফোন ব্যবহারকারী স্পাইওয়্যারের সেই কলটি রিসিভ না করলেও সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যেতে পারে। এরপর আক্রমণকারী ওই ফোনের পুরো সিস্টেম নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

এটা এতটাই ভয়ঙ্কর যে, একবার স্পাইওয়্যারটি ইনস্টল হয়ে গেলে সহজেই যে কারও হোয়াটসঅ্যাপ ম্যাসেজিং ও কথা বলা, ভয়েস কল, পাসওয়ার্ড, কন্টাক্ট তালিকা, বিভিন্ন ইভেন্টের ক্যালেন্ডার, ফোনের মাইক্রোফোন এমনকি ক্যামেরার নিয়ন্ত্রণ ও তাদের হাতে চলে যায়।

এদিকে, আমরা অনেকেই আছি যারা আমাদের মোবাইলের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এনক্রিপ্ট করে রাখি। কিন্তু আতঙ্কের বিষয় হলো এ স্পাইওয়্যারটি এনক্রিপ্ট করা ফাইলও পড়তে পারে।

মোবাইল ফোনকে সুরক্ষিত রাখার কিছু পরামর্শ

ফ্রি ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকুন। ফোনে অপরিচিত সাইটের লিংক আসলে তাতে প্রবেশ করবেন না। ফোন যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে সেজন্য সব ধরনের লক চালু করে দিন। ফোনের নির্ধারিত ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থেকে অ্যাপস আপডেট করা থেকে বিরত থাকুন।

সূত্র: দ্য গার্ডিয়ান

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম ব্যবহারে টাকা লাগবে?

    নিজস্ব প্রতিবেদক
    ৬ সেপ্টেম্বর, ২০২২ ১২:১৪
    নিজস্ব প্রতিবেদক
    এবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম ব্যবহারে টাকা লাগবে?

    আর্থিক সংকটের মোকাবিলা করতে মেটা তার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইটগুলোর জন্য কয়েকটি ‘পেইড’ ফিচার্স আনছে। অথাৎ হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের নির্দিষ্ট কয়েকটি ফিচার ব্যবহার করতে চাইলে টাকা খরচ করতে হবে।

    বছরের শুরু থেকেই আর্থিক সংকটের মুখে মেটা মালিকানাধীন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। সেই সংকট কাটিয়ে উঠার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে মেটা কর্তৃপক্ষ।

    এখন এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে ডেটা থাকলেই চলে। এর মধ্যে কোনোটি ব্যবহার করতেই আলাদা করে টাকা লাগে না। সেক্ষেত্রে আগামীদিনে এই চেনা ছবি পাল্টাবে বলে মনে হচ্ছে।

    প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা তার কর্মচারীদের কাছে একটি ইন্টার্নাল নোটিশ পাঠিয়েছে। তাতে অনুমান করা যাচ্ছে ফিচারগুলো নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মেটা। যদিও এ নিয়ে মেটা সিইও মার্ক ‍জুকারবার্গ আগেই ইঙ্গিত দিয়েছিল।

    রিপোর্ট অনুযায়ী, মেটার পেইড ফিচার কার্যকর করার জন্য ইতিমধ্যে ‘নিউ মনিটাইজেশন এক্সপিরিয়েন্সেস’ নামক একটি নতুন পণ্য সংস্থা তৈরি করা হয়েছে।

    সংবাদমাধ্যম দ্য ভার্জের কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে মেটার ভাইস প্রেসিডেন্ট জন হেগম্যান বলেছেন, কোম্পানি আসন্ন পেইড ফিচারগুলির মাধ্যমে ইউটিউব বা অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মগুলির মত ইউজারদের বিজ্ঞাপন বন্ধ করার কোনো অপশন দেবে না। কারণ মেটা তার বিজ্ঞাপন ব্যবসা বৃদ্ধিতে নিযুক্ত রয়েছে। তাছাড়া স্ন্যাপ, টুইটার এবং মেটার বেশিরভাগ আয় ডিজিটাল বিজ্ঞাপন থেকেই উঠে আসে। সেক্ষেত্রে কিছু পেইড ফিচার এনে কোম্পানি বিজ্ঞাপন ছাড়া অন্য উপার্জনের পথ পাবে।

    সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর এই সাবস্ক্রিপশন মডেল নতুন কোনো বিষয়টি নয়। আগে থেকেই টুইটারের ‘টুইটার ব্লু’ পেইড সাবস্ক্রিপশন পরিষেবা রয়েছে, যেখানে ব্যবহারকারীরা অর্থ প্রদান করে বিশেষ ফিচারের অ্যাক্সেস পান।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সাইবার নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পলক

      নিজস্ব প্রতিবেদক
      ৩ সেপ্টেম্বর, ২০২২ ১২:১৪
      নিজস্ব প্রতিবেদক
      সাইবার নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পলক

      তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাইবার জগতে নেতৃত্ব দিতে ‘সাইবার সেন্টার ফর এক্সিলেন্স’ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে যুক্তরাজ্যের সঙ্গে ডিজিটাল সংহতির আরো সুদৃঢ় করা হচ্ছে।

      প্রতিমন্ত্রী শুক্রবার (২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের নিউপোর্ট ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি সাইবার ওয়েলসের কো- ফাউন্ডার ও চেয়ারম্যান কর্নেল জন ডেভিস এমবিই এবং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে একথা বলেন।

      বৈঠকে সাইবার ওয়েলসের বোর্ড অব ডিরেক্টর জেসন ডেভিস, বোর্ড অব ডিরেক্টর ও ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার ফাহিম আজহার ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুনা তাসনিম উপস্থিত ছিলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

      বাংলাদেশ সাইবার সুরক্ষায় বিশ্বে নেতৃত্বে যেতে প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সাইবার ওয়েলসের মতো আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সাইবার সেন্টার ফর এক্সিলেন্স গড়ে তুলবে। এই সকল উদ্যোগ আমাদের দেশে অনলাইন নিরাপত্তা নিশ্চিত করবে। একা কোনো দেশের পক্ষে ক্রমবর্ধমান সাইবার নিরাপত্তা মোকাবিলা করা সম্ভব নয়। আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, আইসিটি বিভাগের বিজিডি ই-গভর্নমেন্ট সার্ট বাংলাদেশে সাইবার সর্বোত্তম অনুশীলন নিশ্চিত ও বাস্তবায়ন করতে যুক্তরাজ্যের সাইবার ওয়েলসের সঙ্গে কাজ করছে।

      বৈঠকে অদূর ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সাইবার ওয়েলসের কাজ করার লক্ষ্যে সাইবার ক্লাস্টার, সাইবার স্কিল গ্রোথ ওয়ার্কিং গ্রুপ, সাইবার অ্যাক্সিলারেটর উদ্যোগ এবং সাইবার ইনকিউবেশন সেন্টারের আরও উন্নয়নের বিষয় বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং আইন প্রয়োগকারীদের নিয়ে সাবার প্রতিরক্ষার সব ক্ষেত্রে সহযোগিতার সুযোগ তৈরির বিভিন্ন বিষয় উঠে আসে।

      এছাড়াও বৈঠকে ২০২১ সালের শুরুর দিকে (করোনাকালীন) সাইবার ওয়েলসের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিজিডি ই-গভ সার্টের মধ্যে সম্পাদিত ভার্চু্যয়াল চুক্তিকে আরো একধাপ এগিয়ে নিতে দ্বিপক্ষীয় অংশীদারিত্বের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

      অপরদিকে সাইবার সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় উচ্ছ্বাস প্রকাশ করে সাইবার ওয়েলসের সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জন ডেভিস এমবিই বলেন, ইতোমধ্যেই আমরা বাংলাদেশের আইসিটি এবং টেলিকম ইঞ্জিনিয়ারদের মধ্যে প্রতিভার স্বাক্ষর পেয়েছি। সাইবার ওয়েলস এমন একটি দেশে সাইবার সক্ষমতা বাড়াতে সাহায্য করার জন্য ন্যূনতম ভূমিকা পালন করতে পেরে গর্বিত। এর মাধ্যমে আমাদের সম্পর্ক আরো দীর্ঘস্থায়ী এবং গভীর হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে রয়েছে ওয়েলসে সাইবার কোম্পানিগুলো। যুক্তরাজ্যের জাতীয় সাইবার প্রোগ্রামের কেন্দ্রে রয়েছে সাইবার ওয়েলস। হাই কমিশনার সৈয়দা মুনা তাসনিম বলেন, এটা আনন্দের বিষয় যে বাংলাদেশ ই-গভ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (বিজিডি ই-গভ সার্ট) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর থেকে বাংলাদেশ-যুক্তরাজ্য বন্ধুত্বের ৫০ বছর উপলক্ষে বাংলাদেশের সার্ট এবং সাইবার ওয়েলস যৌথভাবে সাইবার ট্রেড এবং বিনিয়োগ আলোচনা এগিয়ে নিচ্ছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        স্মার্টফোনের সংজ্ঞা বদলে দিতে আসছে সনির নতুন ফোন

        নিজস্ব প্রতিবেদক
        ২ সেপ্টেম্বর, ২০২২ ৭:১১
        নিজস্ব প্রতিবেদক
        স্মার্টফোনের সংজ্ঞা বদলে দিতে আসছে সনির নতুন ফোন

        জাপানের বিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি তাদের নতুন ফোন বাজারে আনতে যাচ্ছে। ফোনটির মডেল ফ্ল্যাগশিপ এক্সপেরিয়া ৫ আইভি। ফোনটির উন্মোচন উপলক্ষে একটি মেগা ইভেন্টের আয়োজন করা হচ্ছে। সনি ইতোমধ্যে এ ফোনের প্রোমোশনাল টিজার প্রকাশ করেছে টুইটারে। যেখানে বলা হয়েছে ‘এ নিউ এক্সপেরিয়া ইস কামিং’।

        প্রকাশিত ভিডিও টিজারে ডিভাইসটির নতুন ফটোগ্রাফি সিস্টেম সম্পর্কে জানানো হয়েছে। সনির দাবি, ফোনটি ব্যবহারকারীদের ভিডিও গেম খেলার সময় তাদের জয়ের সেরা মুহূর্ত লাইভ স্ট্রিম এবং শ্বাসরুদ্ধকর পোট্রেট শুট করতে সাহায্য করবে৷

        ভিডিওর শেষের দিকে উল্লেখ করা হয়- ‘বি ক্রিয়েটিভ, গো কমপ্যাক্ট’ যা নিশ্চিত করে সনি এক্সপিরিয়া ৫ আইভি একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে। বর্তমান বাজারে কমপ্যাক্ট অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোন পাওয়া দুষ্কর।

        সাম্প্রতিক সময়ে কিছু রিপোর্টে বলা হয়েছে, সনির এক্সপেরিয়া ৫ আইভি ফোনটিতে থাকবে ৬.০৪ ইঞ্চি ডিসপ্লে। থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। প্রিমিয়াম গ্রেডের হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও এতে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে।

        ফোনটির পেছনে ১২ মেগাপিক্সেল করে তিনটি ক্যামেরা এবং সেলফিপ্রেমীদের জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ৪৫০০ এমএএইচ ব্যাটারি ফোনটিতে থাকবে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          গুগলের সঙ্গে ফাইভজি ফোন

          নিজস্ব প্রতিবেদক
          ২ সেপ্টেম্বর, ২০২২ ৭:৫
          নিজস্ব প্রতিবেদক
          গুগলের সঙ্গে ফাইভজি ফোন

          রিলায়েন্স জিও তার বার্ষিক সাধারণ সম্মেলন (এজিএম) থেকে একাধিক ঘোষণা দিয়েছে।

          মুম্বাইভিত্তিক টেলিকম জায়ান্টটির চেয়ারম্যান মুকেশ আম্বানি জানিয়েছেন, দীপাবলির মধ্যেই দেশের বাছাই করা কিছু শহরে শুরু হয়ে যাবে জিও ফাইভজি পরিষেবা। গুগলের সঙ্গে জোট বেঁধে একটি ফাইভজি স্মার্টফোনও নিয়ে আসছে জিও। আর সেটিই হতে চলেছে জিও ফোন ফাইভজি।

          প্রসঙ্গত, গত বছর দীপাবলির সময় রিলায়েন্স জিও তার প্রথম ফোরজি হ্যান্ডসেটটি নিয়ে এসেছিল গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে। আর এখন এ ফাইভজি ফোন প্রস্তুত করলে গুগলের সঙ্গে পার্টনারশিপে এটি হতে যাচ্ছে দ্বিতীয় কোনো হ্যান্ডসেট।

          টেক জায়ান্ট গুগলের সহায়তায় রিলায়েন্স জিও তার যে ফাইভজি স্মার্টফোন বাজারে আনবে তা নিয়ে এখনই বিস্তারিত আপডেট মিলছে না। তবে কিছুদিন ধরে এ ফোন নিয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছে।

          রিলায়েন্স জিওর আসন্ন ফাইভজি স্মার্টফোনের প্রসেসর হিসেবে থাকছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ফাইভজি সক। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে অলওয়েজ অন গুগল অ্যাসিস্ট্যান্ট, রিড-অ্যালাউড টেক্সট, গুগল লেন্সের মাধ্যমে তাত্ক্ষণিক ভাষা রূপান্তর, গুগল ট্রান্সলেটসহ আরো একাধিক বিষয়। ৫ হাজার এমএএইচের ব্যাটারি চার্জিংয়ে থাকতে পারে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত