ঢাবি ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আজ ৯ নভেম্বর ২০২২ বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিজনেস স্টাডিজ অনুষদ, জীব বিজ্ঞান অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্তিমূলক, অসাম্প্রদায়িক ও মানবিক ক্যাম্পাস হিসেবে উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ, গবেষণাগার ও পাঠাগারের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এবং বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় ছাত্র-শিক্ষক কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি, সুযোগ-সুবিধা, বিভিন্ন দাফতরিক কার্যক্রম, সেবাসমূহসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে হবে। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে সর্বদা সম্পৃক্ত থাকতে হবে। ক্যাম্পাসের পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সচেতন থাকতে হবে। উদ্ভাবনমুখী ও সৃজনশীল কর্মকান্ডে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে সময়ের সদ্ব্যবহার করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
ইবিতে অনুষ্ঠিত হয়েছে বগুড়া জেলা কল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

মুনিম, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৯ নভেম্বর) দুপুর ১ টা থেকে টিএসসিসির ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল মুত্তালিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মো. আব্দুস সামাদ, প্রফেসর ড. এ. এস. এম আয়নুল হক আকন্দ, মার্কেটিং বিভাগের লেকচারার মো. রুহুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম, প্রেসক্লাবের সভাপতি আবু হুরাইরা ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী আলী আরমান রকি।
এসময় অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল মুত্তালিব বলেন, নবীনদের উদ্দেশ্যে বলছি তোমরা এমন কোন সঙ্গ গ্রহণ করবেনা যাতে তোমাদের পিতামাতার স্বপ্ন ধ্বংস্ব হয়। বিশেষ করে মাদক সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে এ থেকে তোমাদের সতর্ক থাকতে হবে। তোমরা যারা বিদায়ী আছো তোমাদের জন্য শুভকামনা রইলো।
এর আগে, অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্বারক ক্রেস্টের মাধ্যমে বিদায় দেওয়া হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির সভাপতি বাপ্পা হোসেন বাপ্পী ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব।
কিউএস র্যাংকিং এ দেশসেরা ৮ বেসরকার বিশ্ববিদ্যালয়

আফিফ আইমানঃ যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) এশিয়ান ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৩ প্রকাশ করেছে। এতে দেশের ১৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ৮টি বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে কিউএস এশিয়ান ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৩ প্রকাশ করা হয়।
প্রকাশিত র্যাংকিংয়ের তথ্য অনুযায়ী, দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। যা এশিয়ার মধ্যে তাদের অবস্থান ২১৯তম। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। এশিয়ার মধ্যে তাদের অবস্থান ৩০১-৩৫০ এর মধ্যে। তৃতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এশিয়ায় তাদের অবস্থান ৩৫১-৪০০ এর মধ্যে।
বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এশিয়ার মধ্যে তাদের অবস্থান ৪০১-৪৫০ এর মধ্যে। পঞ্চম অবস্থানে রয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)। এশিয়ায় তাদের অবস্থান ৪৫১-৫০০ এর মধ্যে। ষষ্ঠ অবস্থানে রয়েছে আহ্ছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি। এশিয়ায় তাদের অবস্থান ৫০১-৫৫০ এর মধ্যে। সপ্তম অবস্থানে রয়েছে ইউনাইটেড ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। এশিয়ায় তাদের অবস্থান ৫০১-৫৫০ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)।
কিউএস এশিয়ান ইউনিভার্সিটি র্যাংকিংয়ে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তালিকায় স্থানপ্রাপ্ত অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
রাবিতে কলা অনুষদের আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৩ নভেম্বর

মারুফ হোসেন মিশন, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের আয়োজনে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইস্যুস এন্ড ডিসকোর্সেস অ্যারাউন্ড লিবারেল আর্টস্ এন্ড হিউম্যানিটিস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে আগামী ১৩ নভেম্বর (রোববার) এবং ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
বুধবার ( ৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্স এর কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কলা অনুষদের ডীন ও কনফারেন্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফজলুল হক ।
লিখিত বক্তব্যে তিনি জানান, আগামী ১৩ নভেম্বর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম ও ড. মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সঞ্জয় প্রতাপ সিংহ, দারুল এহসান ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও পিআরসি এর চেয়ারম্যান অধ্যাপক ড. আকবর উদ্দিন আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত ইরানের কালচারাল কাউন্সিলর ড. হাসান সেহাত।
কনফারেন্সে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটির অধ্যাপক রফিকুল আলম, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাউগাতা ভাদুড়ি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দিলীপ কুমার।
কলা অনুষদের এই অধিকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমদ সিনেট ভবন, ডীনস্ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুম ও ড. মোহাম্মদ শহিদুল্লাহ একাডেমিক ভবনের বিভিন্ন কক্ষে মোট ৭টি ভেন্যুতে একই সাথে ২৭টি একাডেমিক সেশন অনুষ্ঠিত হবে। প্রতিটি সেশনে একজন করে সেশন চেয়ার থাকবেন। প্রতিটি সেশনে ৭/৮টি প্রবন্ধ পাঠ করা হবে।
তিনি আরও বলেন, এই সম্মেলনে উপস্থাপনের জন্য বাংলা, ইংরেজি, আরবি, ফারসি ও উর্দু এই পাঁচটি ভাষায় প্রবন্ধ আহ্বান করা হয়েছিল। বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, তুরস্ক ও তাজাকিস্তানের শিক্ষক ও গবেষকগণ কনফারেন্সে অংশগ্রহণের জন্য প্রবন্ধ জমা দেন। নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়ে প্রবন্ধসমূহ সম্মেলনের এডিটোরিয়াল বোর্ডের সদস্যগণ যাচাই বাছাই শেষে ২২৩টি প্রবন্ধ মনোনিত করেছেন। প্রবন্ধ পাঠ ছাড়া সংশ্লিষ্ট দেশের শিক্ষক, গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত বিভাগসমূহের এম.এ শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী কনফারেন্সে অংশগ্রহণ করবে।
অধ্যাপক ফজলুল হক বলেন, কলা অনুষদের মাধ্যমে এবারের সম্মেলনে শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী' সম্মাননায় ভূষিত করা হবে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গুরমিত সিংহ ও 'মুক্তিযুদ্ধকালীন এক সংগ্রামী মা' হিসাবে মনোনিত হওয়ায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গ্রামের বিশিষ্ট নাগরিক মোসা. আনসারী খানমকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। এছাড়া পলিসি রিসার্চ সেন্টার (পিআরসি) এর সাথে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। স্মারক অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় কলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-গবেষক এবং পিআরসি ফেলোগণ গবেষণা ও জ্ঞান বিনিময়ের সুবিধা লাভ করবেন।
১৪ নভেম্বর (সোমবার) ডীনস্ কমপ্লেক্স ভবনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবারের সম্মেলন সমাপ্ত হবে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কনফারেন্স কমিটির কো-অর্ডিনেটর ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম মাসঊদ আখতার ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন প্রমুখ।
বিতর্কমুক্ত কমিটি চায় বাঙলা কলেজ ছাত্রলীগ

বিতর্কমুক্ত কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৯ নভেম্বর) দুপুর ১টায় কলেজের প্রশাসন ভবনের সামনে এ বিক্ষোভ মিছিল পরবর্তী সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, যারা কোনও বিতর্কে জড়াননি, ক্লিন ইমেজ, কলেজের ছাত্র; চুরি-ছিনতাইয়ের অভিযোগ নেই, ক্যাম্পাসে পরিচিত মুখ, ছাত্রসমাজে গ্রহণযোগ্যতা রয়েছে, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন- এমন ত্যাগী ও পরিশ্রমী নেতৃত্ব চাই আমরা। কোনও বহিরাগত-অছাত্রদের দিয়ে কমিটি করা হলে, সেটা আমরা মেনে নেবো না।
এসময় সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন পলাশ বলেন, কোনও অছাত্র, বহিরাগত কিংবা বিতর্কিতদের দিয়ে কমিটি করা হলে তা আমরা মানবো না। এক্ষেত্রে পরবর্তীতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হলে তার সব দায় দায়িত্ব জয়-লেখককে নিতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন পলাশ, মানিক চৌধুরী, রুবেল হোসেন। সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজি লাবু, সাবেক উপ আইন বিষয়ক সম্পাদক মো. জিহাদ, সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক মো. আরিফ, সাবেক উপ সম্পাদক মো. সোহাগ খান, ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, মোঃ রায়হান উদ্দিন সহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মন্তব্য