জাবির দুই ডেপুটি রেজিস্ট্রারের বদলি

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২/কাউন্সিল) বি. এম. কামরুজ্জামানকে বদলি করে "উচ্চশিক্ষা ও বৃত্তি" শাখায় এবং অপর ডেপুটি রেজিস্টার (উচ্চ শিক্ষা ও বৃত্তি -২) এ বি এম আজিজুর রহমানকে বদলি করে "প্রশাসন-২" শাখায় নিয়োগ দেয়া হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ‘কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের সুবিধার্থে জনাব এ বি এম আজিজুর রহমানকে কর্মী প্রশাসন (প্রশাসন- ২) শাখায় এবং ড. বি এম কামরুজ্জামানকে উচ্চশিক্ষা ও বৃত্তি শাখায় বদলী করা হলো। এ বদলীর কারণে তাদের বেতন বা সিনিয়রিটির কোনো তারতম্য হবে না।’
এছাড়াও অফিস আদেশে আরো বলা হয় কাউন্সিল শাখা আপাতত রেজিস্টারের তত্ত্বাবধানে থাকবে।
উল্লেখ্য, কামরুজ্জামানের বদলি সহ চারদফা দাবিতে চলতি মাসের ২ তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে কর্মকর্তারা।
গ্রামীণফোন ও আইইউটি’র সমঝোতা স্মারক স্বাক্ষর

সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে টেক সার্ভিস লিডার গ্রামীণফোন ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি (আইইউটি)। টেলিযোগাযোগ খাত ও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ এমওইউ স্বাক্ষরিত হয়।
আইইউটি ও গ্রামীণফোনের পক্ষ থেকে এমওইউ -তে স্বাক্ষর করেন যথাক্রমে আইইউটি’র উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন। এছাড়া, অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সমঝোতা স্মারকের অংশ হিসেবে আইইউটি’র শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হবে। দেশের প্রযুক্তি বিষয়ক স্নাতকদের জন্য বিস্তৃত সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে, এ পার্টনারশিপের অধীনে গ্রামীণফোনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞগণ শিক্ষার্থীদের বিভিন্ন সেশন নিবেন। এসব সেশনের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসরুমে শেখা থিউরি বাস্তব জীবন ও কর্মক্ষেত্রে প্রয়োগ সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও, শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন করে তুলতে ইন্টার্নশিপ ও ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম নিয়ে রোডশো আয়োজন করা হবে। এই পার্টনারশিপের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে গবেষণা ও উন্নয়ন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট – আরঅ্যান্ডডি) প্রকল্প এবং ব্যবসার ব্যাবহারিক ক্ষেত্রসহ আরও নানা বিষয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও অংশগ্রহণ বৃদ্ধি করা।
একইসাথে, এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে গবেষণা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র তৈরি করা হবে, যা গ্রামীণফোন ও আইইউটি – উভয় প্রতিষ্ঠানের জন্য উদ্ভাবনের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে। পাশাপাশি, আইইউটি’র শিক্ষকরা খাতসংশ্লিষ্ট সেরা অনুশীলনীগুলো সম্পর্কে জানতে পারবেন। এর ফলে, পাঠদান প্রক্রিয়া আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি মেধাবীদের বিভিন্ন খাতে কাজের জন্য প্রস্তুত করে তোলার যাত্রা ত্বরান্বিত হবে।
এ নিয়ে গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন বলেন, “দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজির সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। আইইউটি’র সাথে পার্টনারশিপ শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে সহায়তা করবে, গবেষণার ক্ষেত্রে একসাথে কাজের সুযোগ তৈরি করবে, উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে ভূমিকা রাখবে এবং আমাদের দেশের বিকাশমান প্রযুক্তি খাতে অগ্রণী ভূমিকা পালনে সহায়তা করবে।”
গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ নিয়ে আইইউটি’র উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ জোরদার করার অংশ হিসেবে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল ল্যান্ডস্কেপের অভূতপূর্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমাদের প্রত্যাশা এই পার্টনারশিপ প্রযুক্তিখাতে দেশের মেধাবী স্নাতকদের ভবিষ্যতের উপযোগী দক্ষতায় দক্ষ করে তুলতে ভূমিকা রাখবে; এ ব্যাপারে তাদের আরও সচেতন করে তুলবে এবং একইসাথে, শিক্ষার্থীদের জন্য অমিত সম্ভাবনা উন্মোচন করবে।”
মুজিবনগর বিশ্ববিদ্যায় গেজেট: জুনেই শুরু হচ্ছে কার্যক্রম

মেহেরপুর জেলায় ঘোষিত মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হচ্ছে আগামী জুন নাগাদ। ইতোমধ্যে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের গেজেট প্রকাশ করা হয়েছে। যাতে রাষ্ট্রপতি সম্মতিও প্রকাশ করেছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলছেন, আগামী জুনের মধ্যে উপাচার্য নিয়োগ দিয়ে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হবে।
গেজেটে বলা হয়েছে, উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমাণ বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা, সমতা অর্জন, জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, আধুনিক জ্ঞানচর্চা, পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের উদ্দেশ্যে মেহেরপুর জেলায় মুজিবনগর বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সমীচীন।
স্বাধীনতার স্মৃতিবিজড়িত স্থান মেহেরপুরর মুজিবনগর। ১৯৭১ সালের ১৭ এপ্রিল এ আম্রকাননেই গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার। পরবর্তীতে বঙ্গবন্ধুর নামে নামাঙ্কিত করা হয় মুজিবনগরের। এ অঞ্চলে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল দীর্ঘদিনের।
সীমান্তবর্তী এ জেলার প্রধান আয়ের উৎস কৃষি। শিক্ষার দিক দিয়েও অনেক পিছিয়ে এ জেলা। অনেকের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন থাকলেও আর্থিক টানাপোড়নে সেই স্বপ্ন থেকে যায় অধরাই। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে জেলাবাসীর।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, জুনেই উপাচার্য নিয়োগ করা হবে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে। আপাতত যেকোনো ভাড়া অবকাঠামো অথবা মেহেরপুর সরকারি কলেজে কার্যক্রম শুরু করার কথা ভাবা হচ্ছে। পর্যায়ক্রমে জমি অধিগ্রহণ করে সেখানে অবকাঠামো নির্মাণ করে শিক্ষা কার্যক্রম চালু করা হবে।
বাউয়েট ন্যাচার এন্ড এনভায়রনমেন্ট ক্লাবের কমিটি ঘোষণা

বাউয়েট প্রতিনিধিঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর ন্যাচার এন্ড এনভায়রনমেন্ট ক্লাবের কমিটি গঠিত হয়েছে।
বাউয়েট ন্যাচার এন্ড এনভায়রনমেন্ট ক্লাবের প্রেসিডেন্ট হলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাজাহান আলী টুটুল।
ন্যাচার এন্ড এনভায়রনমেন্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হলেন বাউয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার তানজিমা ফাহমিদ, লেকচারার আবরার সামী, লেকচারার মোঃ রোকনুজ্জামান।
এসময় বাউয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী অমিত ভাদুড়ীকে জেনারেল সেক্রেটারি ও মোঃ আল-আমিনকে এ্যাসিসটেন্ট সেক্রেটারি এবং শাইখ শাহরিয়ারকে এ্যাসিসটেন্ট সেক্রেটারি ও মুহতাসিন মাহমুদকে জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব দিয়ে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
পাস না করা শিক্ষার্থীকে পোষ্য কোটায় ভর্তি নিল বশেমুরবিপ্রবি

২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষায় গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৩০। কিন্তু জানা গেছে, ৩০-এর কম পাওয়া শিক্ষার্থীকে পোষ্য কোটায় ভর্তি করিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। শুধু তাই নয় নিয়ম বর্হিভুত ভাবে পোষ্য কোটার আওতা বাড়িয়ে ভাই-বোনকেও পোষ্য কোটার অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা যায়, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী পোষ্য কোটায় শুধুমাত্র ঔরসজাত সন্তান এবং স্বামী-স্ত্রী সুযোগ পেলেও বশেমুরবিপ্রবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে ভাই-বোনও পোষ্য কোটার অন্তর্ভূক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের সময় পোষ্য কোটায় ভাই-বোন অন্তর্ভূক্ত করা হয়। পরবর্তীতে জটিলতা ও নানা অনিয়মের অভিযোগে পোষ্য কোটায় ভাই-বোন ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। যা আবার ২০২১-২২ শিক্ষাবর্ষে চালু করা হয়।
ভর্তি প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ২০২১-২২ শিক্ষাবর্ষে এই প্রক্রিয়ায় মোট ১৩ জন ভর্তির আবেদন করেন। যাদের মধ্যে তিনজনের জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ছিলো ৩০-এর কম। পরবর্তীতে দুজনকে বাদ দেয়া হয় এবং একজন শিক্ষার্থীকে ইতিহাস বিভাগে ভর্তির জন্য নির্বাচিত করা হয়।
ইতিহাস বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক সহকারী অধ্যাপকের ভাই বলে জানা যায়। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে উপাচার্যের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পোষ্যকোটায় ভাই-বোনদের সুযোগ না দেওয়ার বিষয়ে এবং শুধুমাত্র ঔরসজাত সন্তানদের সুযোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, বিষয়টি রিজেন্ট বোর্ডে তোলা হবে। তারা পাস না করলে এটা বাতিল হবে। আর ভাই-বোন কোটায় ফেল করা শিক্ষার্থী ভর্তির বিষয়টি আমার জানা ছিল না। ভাই-বোন কোটার বিষয়টি আমার একার সিদ্ধান্তও নয়।
মন্তব্য