জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২/কাউন্সিল) বি. এম. কামরুজ্জামানকে বদলি করে “উচ্চশিক্ষা ও বৃত্তি” শাখায় এবং অপর ডেপুটি রেজিস্টার (উচ্চ শিক্ষা ও বৃত্তি -২) এ বি এম আজিজুর রহমানকে বদলি করে “প্রশাসন-২” শাখায় নিয়োগ দেয়া হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ‘কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের সুবিধার্থে জনাব এ বি এম আজিজুর রহমানকে কর্মী প্রশাসন (প্রশাসন- ২) শাখায় এবং ড. বি এম কামরুজ্জামানকে উচ্চশিক্ষা ও বৃত্তি শাখায় বদলী করা হলো। এ বদলীর কারণে তাদের বেতন বা সিনিয়রিটির কোনো তারতম্য হবে না।’
এছাড়াও অফিস আদেশে আরো বলা হয় কাউন্সিল শাখা আপাতত রেজিস্টারের তত্ত্বাবধানে থাকবে।
উল্লেখ্য, কামরুজ্জামানের বদলি সহ চারদফা দাবিতে চলতি মাসের ২ তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে কর্মকর্তারা।