জাবিতে চালু হচ্ছে প্রকৌশল অনুষদ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আই আই টি) নিয়ে সময়োপযোগী আরও কয়েকটি বিভাগের সমন্বয়ে প্রকৌশল অনুষদ চালু করা হবে।
আজ শনিবার (২৪ জুন) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ৪০তম সিনেট অধিবেশনে উপাচার্যের ভাষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম এ কথা বলেন।
তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ’ নামে একটি বিভাগ আছে। এই বিভাগটি চালু হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নান্দনিকতায় বেশ কিছু নতুন মাত্রা সংযোজিত হয়েছে। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ফ্যাকাল্টি’ নামে প্রায় ৯৭ কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। এর মধ্যে বাংলাদেশ সরকারের ৪৭ কোটি ৮৯ লাখ ১৭ হাজার টাকা এবং অবশিষ্ট প্রায় ৫০ কোটি টাকা ভারত সরকারের অনুদান।
উল্লিখিত পরিমান টাকা বরাদ্দ ও অনুদানের জন্য বাংলাদেশ এবং ভারতীয় সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সরকারের অনুমোদন সাপেক্ষে আমি সিএসই এবং আইআইটি নিয়ে সময়োপযোগী আরও কয়েকটি বিভাগের সমন্বয়ে প্রকৌশল অনুষদ নামে নতুন একটি অনুষদ চালু করতে ইচ্ছুক । এক্ষেত্রে আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করবো। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় যে ধাবমান সে ধারায় অংশগ্রহণের জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
জবির ছাত্রী হলের নবায়ন ফী জমার সময় বাড়লো ২৩ দিন

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’র নবায়ন ফী জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে। ছাত্রীদের আবেদন সাপেক্ষে ফী জমার সময় আরও ২৩ দিন বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত হলের আবাসিক ছাত্রীরা ফী জমা দিতে পারবেন।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবায়ন ফী জমাদানের সময় বৃদ্ধির আবেদন বিবেচনায় সময় বাড়ানো হলো। আগামী ১৫ জুলাই পর্যন্ত ছাত্রীরা হলের নবায়ন ফী জমা দিতে পারবেন। পরবর্তীতে এটি আর বৃদ্ধি করা হবে না৷ ফী জমা দেয়ার পর রশিদের এক কপি কক্ষ ও সিট নম্বর লিখে ছাত্রীদেরকে হলের অফিসে জমা দিতে হবে।
এর পূর্বে গত ৭ জুন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে যে সকল ছাত্রীর আবাসিক সিট পাওয়ার এক বছর পূর্ণ হয়েছে তাদেরকে ৭ থেকে ২২ জুনের মধ্যে নবায়ন ফী বাবদ ৩ হাজার ৫শত টাকা প্রদানের নির্দেশনা দেয়া হয়। তবে ছাত্রীদের আবেদন সাপেক্ষে ফী জমার সময় আরও ২৩ দিন বাড়ানো হয়েছে।
এর আগে গত ৩ এপ্রিল আবাসিক ছাত্রীদের প্রত্যেকের বাৎসরিক সিট নবায়ন ফি ৫ হাজার ২শত ৬৫ টাকা নির্ধারণ করে সময় বেধে দেয়ার কারণে উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
টাইমস হায়ার র্যাঙ্কিংয়ে স্থান পায়নি রাবি, প্রশ্নবিদ্ধ মূল্যায়ন বলছে প্রশাসন

রাবি প্রতিনিধি: এশিয়ার ৩১টি দেশের ৬৯৯টি বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নের ভিত্তিতে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৩’ প্রকাশ করেছে। প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে। এছাড়া আরও ১০টি বিশ্ববিদ্যালয় তালিকায় থাকলেও কোথাও নাম খুঁজে পাওয়া যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, এটি একটি প্রশ্নবিদ্ধ মূল্যায়ন। 'টাইমস হায়ার এডুকেশন'-এর সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়ালি কোনো যোগাযোগ নাই। তারা কোন নিয়ামকের ভিত্তিতে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে তা প্রশাসনের জানা নাই। র্যাঙ্কিং প্রকাশের আগে তারা বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো তথ্য চাইনি।
বৃহস্পতিবার (২২ জুন) প্রকাশিত এই তালিকায় দেশের বিশ্ববিদ্যালগুলোর মধ্যে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। দেশের প্রথম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি এবারই প্রথম বারের মতো এ র্যাঙ্কিংয়ে অংশগ্রহণ করে দ্বিতীয় হয়ে প্রথমবারই করেছে বাজিমাত। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নাম এসেছে র্যাঙ্কিয়ে।
খোঁজ নিয়ে জানা যায়, টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত এযাবৎ যত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রকাশ করেছে তাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান একেবারেই নেই। ২০২৩ সালে প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিয়ে দেশের ১২টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিলেও নাম আসেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। তার আগে, ২০২২ সালে দেশের মোট ৬টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম আসলেও তালিকাভুক্ত হয়নি প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এ শিক্ষালয়ের। এছাড়া ২০২১ সালে প্রকাশিত র্যাঙ্কিয়ে নাম আসেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের।
এ বিষয়ে আইবিএ ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাসানাত আলি বলেন, প্রথমে দেখতে হবে এই ধরনের প্রতিষ্ঠান আগে আদৌ কোনো র্যাঙ্কিং প্রকাশ করেছে কি না। তবে হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নত হয়েছে, শিক্ষক-শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই অর্থে গবেষণা খাতে বরাদ্দ একেবারেই অপ্রতুল। একটি বিশ্ববিদ্যালয়ের যদি ভালো র্যাংকিং করতে হয় তাহলে তার মূল উপলক্ষ্য হতে হয় ভালো মানের গবেষণা। যেটি সমাজ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখে। তাছাড়া জ্ঞান-বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম নিয়োমিত আয়োজন করা। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে এগুলো হচ্ছে না তা নয়, কিন্তু আন্তর্জাতিক মানের সেমিনার বেশি বেশি আয়োজন করা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, এই প্রতিষ্ঠানটি কাদের তথ্যের ভিত্তিতে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে তা আমাদের জানা নেই। তাছাড়া তারা র্যাঙ্কিং প্রকাশ করার জন্য আমাদের কাছে কোনো তথ্য চাইনি। তাদের সাথে আমাদের অফিসিয়ালি কোনো যোগাযোগ নেই। কিছুদিন আগেও ওয়েবমেট্রিক্সের বিশ্ববিদ্যালয় র্যাংকিং ২০২৩-এর সংস্করণে (জানুয়ারি) দেশের মধ্যে রাবির অবস্থান দ্বিতীয়। তাহলে টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিয়ে রাবির নাম নেই কেন? যারা এই র্যাঙ্কিং করেছে তাদের আসলে র্যাঙ্কিং আছে কি না সেটা দেখার বিষয়। তারা আমার বিশ্ববিদ্যালয়কে যেখানে সেখানে স্থান করিয়ে দিবে, সেটা তো আমরা অতি সহজে মেনে নিব না।
তিনি আরো বলেন, তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের এখনো অনেক কিছুর ঘাটতি আছে। সেইগুলো তারা তুলে ধরুক, এবং র্যাঙ্কিং করতে হলে কী কী করতে হবে সেগুলো আমাদের না জানিয়ে র্যাঙ্কিং করে দিবে এটা তো মানা যায় না। এই র্যাঙ্কিং কোনো নিয়ামক সম্পর্কে আমাদের ধারণা নাই। গত বছর গবেষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এক নম্বরে অবস্থান করেছে। তাহলে গবেষণা তো কম হচ্ছে না। এটি একটি প্রশ্নবিদ্ধ মূল্যায়ন।
দেবিদ্বার ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি তানজিলুর সম্পাদক সোলেমান

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি: জবিস্থ দেবিদ্বার উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো: তানজিলুর রহমান খাঁন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ্যাকাইন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মোঃ সোলেমান হোসেন।
বৃহস্পতিবার (২২ জুন) রাতে দেবিদ্বার উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টামন্ডলী এ কমিটি ঘোষণা করে।
এছাড়া, কমিটির সহ-সভাপতি খায়ের মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈমা আক্তার এবং সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয়।
কমিটির নব-নির্বাচিত সভাপতি তানজিলুর রহমান খাঁন বলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে আমাদের এ সংগঠন। এছাড়াও শিক্ষার্থীদের যে কোন সমস্যায় আমরা ঐক্যবদ্ধ পাশে থাকতে চাই।
কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সোলেমান হোসেন বলেন, শিক্ষার্থীদের স্বার্থেই হবে আমাদের কার্যক্রম। আমরা দেবিদ্বারের শিক্ষার্থীদের সকল বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করবো।
জাবিতে পথশিশুদের নিয়ে পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির মধ্যাহ্নভোজ

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পাঁচদিন ব্যাপী ভর্তি পরীক্ষায় পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির কার্যক্রম সমাপ্ত হয়েছে পথশিশুদের নিয়ে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে।
বৃহস্পতিবার (২২ জুন) ভর্তি পরীক্ষার শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের মূলফটক প্রাঙ্গনে 'পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতি' এর ভর্তি সহায়তা কেন্দ্রে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যবৃন্দরা প্রায় ২০ জন পথশিশুকে নিয়ে একসাথে দুপুরের খাবার গ্রহন করে। এসময় উপস্থিত পথশিশুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে খাবার গ্রহন করতে পেরে তাদের উচ্ছ্বাস - আনন্দ প্রকাশ করে।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি জাফর ইমাম বলেন, "আমরা ভর্তি তথ্য ও সহায়তা কেন্দ্রের কার্যক্রম পরিচালনার সময় যখন দুপুরের খাবার গ্রহন করতাম তখন ক্যাম্পাসে ঘুরে বেড়ানো ছোট ছোট শিশুরা এসে দাঁড়িয়ে থাকতো। বিষয়টা আমাকে প্রচন্ডভাবে নাড়া দেয়। এজন্য আমরা সিদ্ধান্ত নেই অন্তত একদিন হলেও আমরা তাদেরকে নিয়ে একসাথে খাবো। সেজন্যই আজকের এই আয়োজন। সীমাবদ্ধতার কারণে খুব বড় আয়োজন করতে পারিনি। তবে ভবিষ্যতে সকলের সহযোগিতায় আরো বড় পরিসরে সমাজ কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করবো।"
সাধারণ সম্পাদক হাসানুর রহমান সুমন বলেন " খুব ছোট ছোট উদ্যোগও সমাজের ইতিবাচক পরিবর্তন সূচনা করতে পারে। আমরাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় সব জেলার ছাত্রকল্যাণ সমিতি আছে। সবাই যদি খুব ছোট পরিসরেও উদ্যোগ নেয় সেটাই এই কমিউনিটিতে বৃহত্তর অবদান রাখতে পারে। ভবিষ্যতেও পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ের সকল শুভ ও সুন্দর কাজের সাথে থাকতে চায়।"
উল্লেখ্য, জাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি তথ্য ও সহায়তা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে মােবাইল, ব্যাগ, বই ইত্যাদি রাখা ও শিক্ষার্থীদের বিভিন্ন হলে আবাসনের ব্যবস্থা করার মত স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতি।
মন্তব্য