ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম

কুবিতে শিক্ষার্থীদের পরিচয়পত্র সাথে রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ, ২০২৩ ২৩:৫৩
নিজস্ব প্রতিবেদক
কুবিতে শিক্ষার্থীদের পরিচয়পত্র সাথে রাখার নির্দেশ

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র সাথে রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২০মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও আবাসিক শিক্ষার্থীরাই হলে অবস্থান করতে পারবেন। আরও বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল আল মাছুম বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খুবই ভাল উদ্যোগ। যাতে কোন বহিরাগত, অছাত্র, সন্ত্রাসীরা এসে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কর্তৃপক্ষের আরও জোরালো দৃষ্টি দেওয়া দরকার। অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন প্রশংসনীয় কাজের জন্য ধন্যবাদ জানাই।’

এর আগে বুধবার (৮ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ছাত্রলীগের তিন নেতাকে প্রকাশ্যে মারধর করে গুরুতর আহত করেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী সমর্থিত কুমিল্লা মহানগর ছাত্রদলের ২৪ নম্বর ওয়ার্ডের নেতা রনি মজুমদার এবং কুবি শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামী ছাত্রলীগ নেতা বিপ্লব চন্দ্র দাস, অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী কাওসার হোসেনসহ ১০-১২ জন ছাত্রদল-ছাত্রলীগ নেতাকর্মী। এতে গুরুতর আহত হন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হৃদয়, বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম রোহান।

এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, কনসার্ট ফর জাস্টিস, প্রক্টরের পদত্যাগসহ পাচঁ দফা দাবিতে প্রথমে উপাচার্য বরাবর স্মরকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। পরে বিচারের দাবিতে টানা ১০দিন বিভিন্ন কর্মসূচি পালন করেও বিচার না পাওয়ায় আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী। অবশেষে তাঁদের ৪টি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ২৩ ঘণ্টা পর অনশন ভাঙেন শিক্ষার্থীরা।

এছাড়া গত ৩০ জানুয়ারি রাতে ছাত্রলীগের ২০১৭ সালে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী চিহ্নিত সকল সন্ত্রাসী ও সাবেক শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে 'অবৈধভাবে' উঠতে গেলে তাঁদেরকে বাধা দেন সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ইলিয়াস হোসেন সমর্থিতরা।

এর আগে ২০২২ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর সামনে দিয়েই শতাধিক বহিরাগত নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে অস্ত্রের মহড়া দেয় ছাত্রলীগের একটি অংশ। ক্যাম্পাসে প্রবেশের পরই ফাঁকা গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। এ অংশের নেতৃত্বে ছিলেন রেজা-ই-এলাহী সমর্থিত খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি এবং মারধরকারী বিপ্লব চন্দ্র দাস।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাঙলা কলেজে নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক
    ২১ মার্চ, ২০২৩ ২৩:৪০
    নিজস্ব প্রতিবেদক
    বাঙলা কলেজে নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

    বাঙলা কলেজ প্রতিনিধি: রাজধানীর স্বনামধন্য বিদ্যাপীঠ সরকারি বাঙলা কলেজে নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের’ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

    সকলের উপস্থিতিতে আজ (২১ মার্চ) মঙ্গলবার প্রধান উপদেষ্টা মো. তরিকুল সোহাগ এবং সোহান সরদার, উপদেষ্টা মো: গোলাম রাব্বি, মো: মেহেদী হাসান এবং শ্যামা ফারিয়া কমিটি ঘোষণা করেন।

    উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন মনি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: আরাফাত ভূঁইয়া ।

    কমিটি প্রকাশের পর নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুভূতি জানতে চাইলে সভাপতি নয়ন মনি উপদেষ্ঠা মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন- সংকটে, সংগ্রামে, উন্নয়নে ও অর্জনে প্রতিটা সময় নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ সবার পাশে ছিল এবং আগামীতেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

    তিনি আরও বলেন, “নতুন কমিটির মাধ্যমে যাত্রা শুরু হলো নতুন এক দায়িত্বের, নির্বাচিত হয়েছি সরকারি বাঙলা কলেজস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি পদে। যেই পরিষদের যাত্রা শুরু হয়েছিল আমাদেরই কয়েকজন প্রাণবন্ত, দায়িত্বশীল ও মেধাবী শিক্ষার্থীর হাত ধরে। দায়িত্ব পালনের যাত্রাটা জানি অনেক কঠিন, তবুও আমার দৃঢ় বিশ্বাস সকলের পরামর্শ ও সঠিক দিক নির্দেশনা এবং সকলের আন্তরিক চেষ্টা আমার সাথে থাকলে এই দায়িত্ব পালনে কোনো বাঁধার মুখে পড়তে হবে না। কৃতজ্ঞতা জ্ঞাপন করি উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহ সকল সদস্য দের।দীর্ঘদিন তাদের সাথে সম্পৃক্ত রেখে আজ এতো বড় দায়িত্ব অর্পন করার জন্য।”

    সাধারণ সম্পাদক আরাফাত ভূইয়া বলেন, “আমাদের লক্ষ্য হলো সিনিয়র জুনিয়র সবার একটি সুন্দর মিলবন্ধন তৈরি করা এবং ছাত্রদের কল্যাণে যতটুকু সম্ভব কাজ করা। জেলা হতে আগত সকল শিক্ষার্থীর সার্বিক সমস্যা সমাধান ও ভর্তি পরীক্ষা তথা অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করবো। এককালীন বৃত্তি প্রদান সহ শিক্ষার্থীদের পড়াশোনার সুন্দর পরিবেশ সুনিশ্চিত করবো।”

    উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলিফ শাহাদাত, সাব্বির রহমান, মো: ইউসুফ ও মো: তানভীর আহমেদ।

    যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিছাল রেহমান, তানভীর আহমেদ রোহান, ছোটন খন্দকার ও আশরাফুল ইসলাম রোহান।

    সাংগঠনিক সম্পাদক পদে মো: হাসান মাহমুদ, ফাইরোজ আহমেদ প্রভা, তাসমিয়া আফরিন ও রোদেলা নওশীন । অর্থ সম্পাদক মো: জাহিদুল ইসলাম, আরভী হক ও মো: শাকিল।

    কমিটিতে সদস্য পদ পেয়েছেন আসিফ হাসান, কাজী মোহাম্মদ, কৌশিক, মেঘলা, মামুন, বিল্লাল, মুস্কান, তৌহিদ, তামান্না এবং তামিম।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জাবিতে আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইআর

      নিজস্ব প্রতিবেদক
      ২১ মার্চ, ২০২৩ ২৩:২৮
      নিজস্ব প্রতিবেদক
      জাবিতে আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইআর

      জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।

      মঙ্গলবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে অনুষ্ঠিত আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় দর্শন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিভাগটি।

      প্রতিদ্বন্ধিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ৪৩-২৮ পয়েন্টের ব্যবধানে দর্শন বিভাগকে পরাজিত করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। এ নিয়ে টানা তৃতীয় বারের মতো এ গোরব অর্জন করে বিভাগ টি। গতবার ও দর্শন বিভাগের সাথেই ফাইনালে জয়ী হয়েছিল। এবার টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কামরুল ইসলাম। এছাড়াও টূর্ণামেন্টে ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগ।

      খেলা শেষে বাস্কেটবল পরিচালনা কমিটির সভাপতি ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, আজকের ফাইনাল টি খুবই উপভোগ্য ছিল। এছাড়া আমি সবসময়ই বলি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় এবং কো-কারিকুলার অ্যাকটিভিটিস এ অংশগ্রহণ পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করলে বিশ্ববিদ্যালয় এই অংশেও উন্নতি বয়ে আনবে।

      আমি আশা করব বাস্কেটবল খেলায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এই ধরনের টুর্নামেন্ট অনেক কাজে দিবে। এবং শিক্ষার্থীদেরকে বাস্কেটবল খেলার আহবান রইল।

      এ সময় ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম. ফিরোজ-উল-হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবদুল্লাহ হেল কাফি, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভুঁইয়া এবং উভয় বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরিন, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য সচিব ও শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. আজমল আমীন প্রমুখ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        খুবিতে আন্তর্জাতিক বন দিবস উদযাপিত

        নিজস্ব প্রতিবেদক
        ২১ মার্চ, ২০২৩ ২৩:১৪
        নিজস্ব প্রতিবেদক
        খুবিতে আন্তর্জাতিক বন দিবস উদযাপিত

        খুবি প্রতিনিধি: ‘সুস্থ দেহে সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক বন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ ২১ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবন ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।

        শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশের গুরুত্ব অনেক। এজন্য পরিবেশ রক্ষা করতে হলে বনকে রক্ষা করতে হবে। বনের সাথে জীববৈচিত্র্য ওতপ্রোতভাবে জড়িত। জীববৈচিত্র্য রক্ষায় ইতোমধ্যে বাংলাদেশ সরকার ২০২৩ সাল পর্যন্ত সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলে গাছ কাটার নিষেধাজ্ঞার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এটা একটি সুদূরপ্রসারী সিদ্ধান্ত। তিনি বন রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

        এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা। জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুস এবং খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো-সহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

        দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টায় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের নতুন উদ্বোধনকৃত স্মার্ট ক্লাসরুমে থ্রি মিনিটস টক কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২টায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো এবং যুক্তরাষ্ট্রের ফরেস্ট্র সার্ভিসের প্রজেক্ট লিড (কমপাস প্রোগ্রাম) ড. আবু মোস্তফা কামাল উদ্দিন। সেমিনারে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। অনুষ্ঠান কো-অর্ডিনেট করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে থ্রি মিনিটস টক কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বেরোবিতে তথ্য অধিকার আইন বিষয়ক র‌্যালি অনুষ্ঠিত

          নিজস্ব প্রতিবেদক
          ২১ মার্চ, ২০২৩ ২০:৪৫
          নিজস্ব প্রতিবেদক
          বেরোবিতে তথ্য অধিকার আইন বিষয়ক র‌্যালি অনুষ্ঠিত

          বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

          মঙ্গলবার (২১ মার্চ ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে র‌্যালির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

          বিশ্ববিদ্যালয়ের তথ্য বাতায়ন হালনাগাদকরণ ও তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি আয়োজিত সচেতনতামূলক র‌্যালিটি প্রশাসন ভবন থেকে শুরু হয়ে রাসেল চত্বরে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, তথ্য বাতায়ন হালনাগাদকরণ ও তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী বক্তৃতা করেন।

          এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত