কুবিতে শহীদদের স্মরণে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২৫ শে মার্চ জাতীয় গনহত্যা দিবসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রেজা-ই-এলাহীর সমর্থকদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে দশটার দিকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় মোমবাতি প্রজ্জ্বলনের পাশাপাশি ২৫ শে মার্চের কালো রাতে নিহত শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কর্মসূচিতে ২০১৭ সালের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী, সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রলীগ নেতা মোমিন শুভ, আমিনুর বিশ্বাস,মাহী হাসনাইন,নূর উদ্দিন হোসাইন, রিফাত আহমেদ সহ প্রায় দু' শতাধিক নেতা কর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় শহীদের স্মরণে সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী বলেন, বাঙালি জাতিকে নেতৃত্ব শুণ্য করার লক্ষ্যে '৭১এর ২৫ শে মার্চের কালো রাতে আমাদের নিরস্ত্র বাঙালিদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে বুদ্ধিজীবী, শিক্ষক,ডাক্তারসহ এক লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আজ সে বীর শহীদের স্মরণে আমাদের এই মোমবাতি প্রজ্জ্বলন।
উল্লেখ এর আগে শনিবার বিকালে ২৫শে মার্চে গণহত্যার 'সাংবিধানিক ও আন্তর্জাতিক স্বীকৃতিদান', 'গণহত্যা অস্বীকৃতি আইন' প্রবর্তন ও পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনা এবং জামাত-শিবিরকে আইনগতভাবে নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন করেছে রেজা-ই-এলাহীর সমর্থকরা।
বাকৃবিতে মহান স্বাধীনতা দিবস পালিত

আমান উল্লাহ, বাকৃবিঃ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উৎযাপন কমিটি।
রবিবার (২৬ মার্চ) সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের মরণসাগর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য আধ্যাপক ড. লুৎফুল হাসান। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদের স্মরণে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মরণসাগর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় প্রক্টর, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা, জাতীয় দিবস উদযাপন কমিটিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, আবাসিক হল, শিক্ষা প্রতিষ্ঠানে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত স্কুল কলেজের শিশু কিশোরদের অংশগ্রহণে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল, কলেজ, আবাসিক হল ও শিক্ষক সমিতির ব্যবস্থাপনায় প্রীতি খেলাধুলা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা, জাতীয় সংহতি ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে।
ভয়াল কালো রাতের স্মরণে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

নিয়ামতুল্লাহ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ ১৯৭১ সালে ২৫শে মার্চের ভয়াল কালো রাতের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে। শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও জাতীয় স্মৃতিসৌধে।
এর আগে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে জিয়া মোড় থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুজিব ম্যুরালের পাদদেশে গিয়ে শেষ হয় পরে সেখানে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় স্মৃতি সৌধেও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
মোমবাতি প্রজ্জ্বলনের সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি তন্ময় শাহা টনি, আরিফুল ইসলাম খান, রাকিবুল ইসলাম ও নাইমুর রহমান জয়, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, হোসাইন মজুমদার, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ হল ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালীদের ঝাঁপিয়ে পড়ে। তারা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের মেধা শূন্য করার জন্য হত্যা করে। আমরা জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও স্মৃতি সৌধে মোমবাতি প্রজ্জ্বলন করেছি। রাত পোহালেই স্বাধীনতা দিবস। আর এই দিবসটা আমরা শাখা ছাত্রলীগ আনন্দের সাথে পালন করবো।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী কাপুরুষের মতো ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকাসহ সারা দেশে নির্বিচারে সাধারণ মানুষদের হত্যা করে। মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত।
বাকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ড. তানভীর, সম্পাদক সালমান

আমান উল্লাহ, বাকৃবিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (বাউপিএস) ২০২৩ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. তানভীর রহমান সভাপতি এবং পশু বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. সালমান মোস্তফা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
শনিবার (২৫ মার্চ) টিএসসি মিনি কনফারেন্স কক্ষে সন্ধ্যায় ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
এছাড়াও এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন -যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ প্রিন্স ও আবু হুরায়রা নুহাশ, কোষাধ্যক্ষ মাহির আনজুম, শাভায়ন শোদাদ বুশরা ও মাহমুদুল হোসাইন হাবিব, সাংগঠনিক সম্পাদক মন্ময় মন্ডল রাতুল, শাকিল মাহমুদ ও ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক তাহসিন রহমান নয়ন, মো. শামীম রেজা ও আমেনা আক্তার মিম, প্রদর্শনী বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান নাবিল, মো. শোয়েব আকতার ও মো. সালাউদ্দিন সোহান, কর্মশালা বিষয়ক সম্পাদক সৌভিক কুমার ঘোষ, সাবিক সাঈদ ও শামছুদ্দোহা আপন এবং কার্যকরী সদস্য তানজিমুল ইসলাম জাকি ও আরিফুল ইসলাম সোহাগ মনোনীত হন। এছাড়া বিভিন্ন বিভাগ থেকে ৫ জন শিক্ষক সভাপতি মন্ডলীর সদস্য ও ১০ জন শিক্ষার্থীকে হল প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অধ্যাপক ড. তানভীর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিয়াউল হক। এছাড়া বাকৃবি ফটোগ্রাফিক সোসাইটির শুভাকাঙ্ক্ষী, ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড খান মো. সাইফুল ইসলাম বলেন, ফটোগ্রাফি করা একটি শিল্প। যে কথাগুলো বর্ণনা করতে গেলে পৃষ্ঠার পর পৃষ্ঠা কাগজ ব্যয় করতে হয়, সেই কথাগুলো একটি ছবির মাধ্যমে বোঝানো সম্ভব। একজন ফটোগ্রাফার উন্নত রুচি ও মানসিকতার অধিকারী। পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলামেও এক্সট্রা কারিকুলার একটিভিটি যোগ করা দরকার। সেখানে স্থান পেতে পারে ফটোগ্রাফি, ফিল্ম বানানোসহ আরো অনেক কিছু। বাকৃবি ফটোগ্রাফিক সোসাইটিকে পেশাদারিত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার আহবানও করেন।
স্বাধীনতা দিবসে ইবির হলে মিলবে বিনামূল্যে উন্নত মানের খাবার

মোস্তাক মোর্শেদ, ইবিঃ ইসলামী বিশ্বিবদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে বিনামূল্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হলের আবাসিক শিক্ষার্থীদের ২৬ শে মার্চ (রবিবার) বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হবে।
এর আগে, আজ শনিবার হল অফিস চলাকালীন শিক্ষার্থীদের আবাসিকতার কার্ড বা আবাসিকতা সংশ্লিষ্ট যেকোনো ডকুমেন্ট জমা দিয়ে খাবারের টোকেন সংগ্রহ করতে হয়েছে। শনিবার (২৫ মার্চ) প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমরা শিক্ষার্থীদের জন্য ফ্রিতে উন্নত মানের খাবারের আয়োজন করেছি। হল থেকে আবাসিক শিক্ষার্থীরা টোকেন সংগ্রহ করে এ খাবার নিতে পারবে। খাবারের বিষয়ে সব হলে একই নির্দেশনা দেওয়া আছে। প্রতিজন শিক্ষার্থীকে বিরিয়ানির রাইসের সাথে দুইপিস খাসির মাংস, দুইপিস খেজুর, একপিস জিলাপি ও পানির বোতল দেওয়া হবে। তবে অনাবাসিক বা বাইরের শিক্ষার্থীরা এ খাবার নিতে পারবেনা।’
মন্তব্য