ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

কৌশলে সম্পত্তি লিখে নিলো দুই সন্তান, আদালতে বৃদ্ধা মা

নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৩ ১১:২৩
নিজস্ব প্রতিবেদক
কৌশলে সম্পত্তি লিখে নিলো দুই সন্তান, আদালতে বৃদ্ধা মা

জেলা প্রতিনিধি: কৌশলে, মিথ্যা কথা বলে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগে নিজের দুই ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন হামেসা বেগম (৮৫) নামের এক বৃদ্ধা। অভিযুক্ত দুই ছেলের নাম আলিম উদ্দীন ও আব্দুর রাকিব। গতকাল  বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের আমলি আদালতে মা হামেসা বেগম এই মামলা করেন।

আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর সদর মডেল থানা পুলিশের ওসিকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

হামেসা বেগম বলেন, আমার স্বামী ও আমার প্রায় ৭৬ লাখ টাকা মূল্যের জায়গা-জমি কৌশলে লিখে নিয়েছে আমার দুই ছেলে। এতে বঞ্চিত হয়েছে আমার আরও দুই ছেলে ও দুই মেয়ে।

অভিযোগে আরও জানা যায়, বৃদ্ধা হামেসা বেগম ও তার স্বামী ফহিমুদ্দিন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন মৌজায় ৫৪ দশমিক ৬৬ শতক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। সেই জমির কিছু অংশ সরকার অধিগ্রহণ করেছে জানিয়ে ক্ষতিপূরণের টাকা নেওয়ার কথা বলে বৃদ্ধ বাবা-মাকে সদর সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যায় দুই ছেলে আলিম উদ্দীন ও আব্দুর রাকিব। সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে নতুন দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে তাদের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি লিখে নেয় তারা। পরে দুই ছেলের প্রতারণার বিষয়টি জানতে পারেন ওই বৃদ্ধা। কিন্তু জমির বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা।

বৃদ্ধা হামেসা বেগম বলেন, আমার দুই সন্তান আলিম উদ্দীন ও আব্দুর রাকিব প্রতারণা করে আমাদের ৫৪ শতাংশ জমি রেজিস্ট্রি করে নিয়েছে। আমাদের থাকার জায়গাটুকুও নেই। থানায় অভিযোগ দিয়েও সুরাহা হয়নি, তাই আদালতে মামলা করেছি।

তবে অভিযোগ অস্বীকার করে আলিম উদ্দিন বলেন, আমার বাবা-মা শেষ বয়সে আমাদের কাছে থাকতে চেয়েছিলেন। এজন্য স্বেচ্ছায় আমাদের দুই ভাইয়ের নামে জমি লিখে দিয়েছে। জোর করে জমি লিখে নেননি বলে দাবি করেন তিনি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    হঠাৎ বৃষ্টির সম্ভাবনা

    নিজস্ব প্রতিবেদক
    ১৯ জানুয়ারি, ২০২৩ ২০:২৮
    নিজস্ব প্রতিবেদক
    হঠাৎ বৃষ্টির সম্ভাবনা

    সাঈদ মঈনঃ ২৯ ও ৩০ ই জানুয়ারি দেশব্যাপী বৃষ্টির প্রায় ১০০% সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনার কথা একই সাথে নির্দেশ করছে আমেরিকার ও ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল। আজ ১৯শে জানুয়ারির সর্বশেষ পূর্বাভাস অনুসারে উপরোক্ত ২ দিন রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

    ২০২২ সালের ৪ ও ৫ ই ফেব্রুয়ারি আবহাওয়া সম্পর্কিত যে সূচকগুলোর (জেট স্ট্রীমের অনেক বেশি দক্ষিণে সরে আসা ও অনেক বেশি আঁকা-বাঁকা হয়ে চলা) কারণে রংপুর ও রাজশাহী বিভাগের শীতকালীন বৃষ্টি ৪০ বছরের রেকর্ড ভঙ্গ করেছিল, সেই একই সূচকগুলো আবারও একত্রিত হওয়ার প্রবল সম্ভাবনার কথা নির্দেশ করছে বিশ্বের সর্বাপেক্ষা নির্ভরযোগ্য ২ টি আবহাওয়া পূর্বাভাস মডেল। ফলে ২০২২ সালের ৪ ও ৫ ই ফেব্রুয়ারির মতো ২০২৩ সালের ২৯ ও ৩০ শে জানুয়ারি ভারি বৃষ্টির এই সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে।

    আজ ১৯ শে জানুয়ারি সর্বশেষ পূর্বাভাস অনুসারে বৃষ্টিপাতের মূল কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও নেপালের উপর দিয়ে অতিক্রম করার কথা নির্দেশ করছে। তবে জেট স্ট্রীম যদি খুব সামান্য বেশি দক্ষিণে সরে আসে ও একটু বেশি আঁকা-বাঁকা হয় তবে ঠিক ২০২২ সালের মতো ২০২৩ সালেও রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে আবারও রেকর্ড ব্রেকিং ভারি বৃষ্টি ঘটানোর সম্ভাবনা রয়েছে।

    সর্বশেষ পূর্বাভাস অনুসারে এই লঘু চাপের প্রভাবে মধ্য নেপালের পাহাড়ি এলাকার অনেক স্থানে প্রায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি পাতের সম্ভাবনা নির্দেশ করতেছে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল। কৃষকদের জন্য সতর্কতা: রংপুর ও রাজশাহী বিভাগের কৃষকদের আলু ক্ষেতে যাতে পানি জমে না থাকে সেই ব্যবস্হা গ্রহণ করার পরামর্শ দেয়া হচ্ছে।

    ইট ভাটার মালিকদের জন্য সতর্কতা: রংপুর ও রাজশাহী বিভাগের ইট ভাটার মালিকদের ২৫ শে জানুয়ারির পর থেকে নতুন ইট বানানো বন্ধ রাখার পরামর্শ দেয়া হচ্ছে। সেই সাথে রোদে শুকাতে দেওয়া ইট অবশ্যই ২৮ শে জানুয়ারি সন্ধ্যার মধ্যে বৃষ্টি থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। [তথ্যসূত্র: মোস্তফা কামাল পলাশ]

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদের চর্চা ও চাষ হচ্ছে : শাহরিয়ার কবির

      নিজস্ব প্রতিবেদক
      ১৯ জানুয়ারি, ২০২৩ ১৭:৪১
      নিজস্ব প্রতিবেদক
      মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদের চর্চা ও চাষ হচ্ছে : শাহরিয়ার কবির

      একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, আমাদের মাদ্রাসাগুলোতে এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্নভাবে জঙ্গিবাদের চর্চা ও চাষ হচ্ছে। যা আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে দমন করা সম্ভব নয়। নাগরিক সমাজ, সামাজিক প্রতিরোধ, সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনকে সম্পৃক্ত হয়ে এগুলো মোকাবিলা করতে হবে।

      আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

      শাহরিয়ার কবির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ধর্ম, ভিন্নমত ও ভিন্ন ধারার জীবনযাপনে বিশ্বাসী মানুষের প্রতি ঘৃণা-বিদ্বেষ এবং আমাদের সংবিধানের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। এগুলো মোকাবিলা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এসব মোকাবিলায় ঘাতক দালাল নির্মূল কমিটি সবসময় পাশে থাকবে।

      তিনি বলেন, মুক্তিযুদ্ধের গান, লালনের গান, রবীন্দ্র কিংবা নজরুলের গানেই আমাদের হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করেই আমরা বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতাকে নির্মূল করতে চাই।

      একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে ‘উগ্র মৌলবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িক তামসিকতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত ধর্মনিরপেক্ষ মানবিক সংস্কৃতির বিকাশ ঘটুক’—এই স্লোগানে। আয়োজনে কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

      (সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Facebook পেজ)

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        নতুনকরে আর কারও মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই

        নিজস্ব প্রতিবেদক
        ১৭ জানুয়ারি, ২০২৩ ১৭:৫৪
        নিজস্ব প্রতিবেদক
        নতুনকরে আর কারও মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই

        মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কোনো ব্যক্তির নতুনভাবে আর মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই। কোনো বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও যদি তিনি নির্ধারিত ফরমে নির্ধারিত সময়ে আবেদন না করে থাকেন, তাহলে এখন নতুনভাবে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করার কোনো সুযোগ নেই।

        আজ মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

        মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে নাম নথিভুক্ত করতে সুদীর্ঘ ৫০ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত না হয়ে থাকলে ভাতা দেওয়ারও কোনো সুযোগ নেই। তবে ভাতাপ্রাপ্ত ব্যক্তি সনদ না পেয়ে থাকলে আবেদন করতে পারবেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জাপানে ফিরে যেতে জেসমিন মালিকার আকুতি

          নিজস্ব প্রতিবেদক
          ১৬ জানুয়ারি, ২০২৩ ১৪:১০
          নিজস্ব প্রতিবেদক
          জাপানে ফিরে যেতে জেসমিন মালিকার আকুতি

          জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশি বাবা ইমরান শরীফ দম্পতির বড় মেয়ে জেসমিন মালিকা জাপান ফিরে যাওয়ার কথা বলেছেন, জানিয়েছেন আকুতি ।

          আজ সোমবার (১৬ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ আকুতি জানান।

          জেসমিন মালিকা বলেন, আমি জাপান যেতে চাই। আমাকে বলা হয়েছিল যে আমরা আমেরিকায় যাব। কিন্তু আমরা আমেরিকায় যেতে পারব না। ২ বছর থেকে আমরা এখানে আছি।

          তিনি বলেন, আমাকে ভুল বুঝানো হয়েছিল। এমনকি আমার মায়ের বিষয়ে আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। আমি নির্ভরযোগ্য রিসার্চ করেছি। আমি সব জানতে পেরেছি। আমার স্কুল জাপানে, আমার সংস্কৃতি জাপানে, আমার বন্ধুবান্ধব জাপানে, আমার সবকিছু জাপানে। আমি এখানে কীভাবে থাকব? আমি সেখানে যেতে চাই।

          এ সময় জেসমিন মালিকার সঙ্গে তার জাপানি মা এরিকো নাকানো ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত