ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

শাপলা চত্বরে নটর ডেম শিক্ষার্থীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই, ২০২৪ ১৩:৫৭
নিজস্ব প্রতিবেদক
শাপলা চত্বরে নটর ডেম শিক্ষার্থীদের অবরোধ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মতিঝিলের শাপলা চত্বরে অবরোধ ও বিক্ষোভ করছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে তারা শাপলা চত্বর কেন্দ্র করে জড়ো হতে থাকে। শাপলা চত্বর কেন্দ্র করে চারপাশের রাস্তা অবরোধ করে তারা।

জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দেয়, ‘চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা-দেশটা কারও বাপের না’, ‘তুমি নও আমি নই-রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার-তুই রাজাকার তুই রাজাকার’, ‘এসো ভাই এসো বোন-গড়ে তুলি আন্দোলন’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’

প্রাসঙ্গিক
    মন্তব্য

    কোটা‌বি‌রোধী আন্দোলন: মা‌র্কিন নাগ‌রিকদের সতর্ক করলো ঢাকা দূতাবাস

    নিজস্ব প্রতিবেদক
    ১৬ জুলাই, ২০২৪ ১৩:৩২
    নিজস্ব প্রতিবেদক
    কোটা‌বি‌রোধী আন্দোলন: মা‌র্কিন নাগ‌রিকদের সতর্ক করলো ঢাকা দূতাবাস

    সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের প‌রি‌প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত মা‌র্কিন নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

    সোমবার (১৫ জুলাই) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় দূতাবাস বলেছে, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তৃত হয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

    পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে। এই ধরনের বিক্ষোভ স্থানীয় পরিবহন পরিষেবাগুলো‌কে প্রভাবিত করতে পারে এবং ঢাকায় আসা-যাওয়া কঠিন হ‌তে পা‌রে।

    সতর্কবার্তায় দূতাবাস আরও বলেছে, মার্কিন নাগরিকদের সতর্কতা অনুশীলন করা উচিত এবং মনে রাখা উচিত যে বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে। সহিংসতায় পরিণত হতে পারে। সেজন্য বি‌ক্ষোভ এ‌ড়ি‌য়ে চলার পাশাপা‌শি কোনো বড় সমাবেশের আশেপাশে থাক‌লে সতর্কতা অবলম্বন করুন।

    ব্যক্তিগত নিরাপত্তার জন্য স্থানীয় ঘটনাসহ মা‌র্কিন নাগ‌রিক‌দের সচেতন থাকা এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো পর্যবেক্ষণ করার পরামর্শ দি‌য়ে‌ছে মা‌র্কিন দূতাবাস।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      মিরপুরে বাংলা কলেজ ও বিইউবিটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

      নিজস্ব প্রতিবেদক
      ১৬ জুলাই, ২০২৪ ১৩:১৪
      নিজস্ব প্রতিবেদক
      মিরপুরে বাংলা কলেজ ও বিইউবিটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

      রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে কোটাবিরোধী আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটি ও বাংলা কলেজের শিক্ষার্থীরা।

      মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার পর থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন।

      পুলিশ জানায়, এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী বেলা ১২টার পর থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। তাদের সড়ক অবরোধের কারণে মিরপুর ১০ নম্বর এলাকায় বর্তমানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

      বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ বলেন, মিরপুর ১০ নম্বরে দুপুর ১২টার পর থেকে বিইউবিটি ও বাংলা কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়ন রয়েছে। এই মুহূর্তে মিরপুর ১০ নম্বর এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

        নিজস্ব প্রতিবেদক
        ১৬ জুলাই, ২০২৪ ১৩:৮
        নিজস্ব প্রতিবেদক
        সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

        চলমান কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

        মঙ্গলবার দুপুর ১২টার পর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন।

        অন্যদিকে রাজধানীর বনানী এলাকায় কোটাবিরোধী আন্দোলন করছেন প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে সড়ক অবরোধ করে এই আন্দোলন করছেন। এতে বনানী এলাকায় সম্পূর্ণ যানচলাচল বন্ধ রয়েছে।

        এছাড়া রাজধানীর নতুনবাজারে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          আয়মান সাদিকের স্ট্যাটাস, কোটি টাকার বিনিয়োগ হারাল ১০ মিনিট স্কুল

          নিজস্ব প্রতিবেদক
          ১৬ জুলাই, ২০২৪ ১২:৪৯
          নিজস্ব প্রতিবেদক
          আয়মান সাদিকের স্ট্যাটাস, কোটি টাকার বিনিয়োগ হারাল ১০ মিনিট স্কুল

          পাঁচ কোটি টাকা বিনিয়োগ হারালেন ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়ামান সাদিক।

          মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার বিষয়টি জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

          তিনি ফেসবুকে জানান, টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো।

          এর আগে, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ভেরিফাই ফেসবুক পেইজ থেকেও আয়মান সাদিকের সঙ্গে করা চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়। তবে স্টার্টআপ বাংলাদেশে ও জুনায়েদ আহমেদ পলক চুক্তি বাতিলের জন্য কোনো কারণ জানাননি।

          টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। তিনি দুই দিন আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষ নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। লিখেছিলেন, ‘কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।’

          আয়মান সাদিকের ফেসবুক পোস্ট
          আয়মান সাদিকের ফেসবুক পোস্টছবি: আয়মান সাদিকের ফেসবুক থেকে নেওয়া

          এ ছাড়া গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানান আয়মান সাদিক। তিনি তাঁর ফেসবুকে লিখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’

          তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পোস্টে কমেন্ট করেছেন ইঞ্জিনিয়ার এস এম হুমায়ুন কবির। তিনি লিখেছেন, সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলায় যদি সব কিছু বাতিল হয় তাতে কিচ্ছু যায় আসেনা Ayman Sadiq সঠিক পথে অবিচল আছে ধন্যবাদ আয়মান সাদিক।

          দেলোয়ার শাহজাদা নামের আরেকজন লিখেছেন এর আগে এই নব্য রাজাকারদের কত দিয়েছেন? অথচ এরা শুরু থেকে কখনই আমাদের আদর্শের ছিল না।

          Engr-Md Anowar Hossain নামে একজন কমেন্ট করেছেন, খুব ভালো কাজ করছেন মন্ত্রীমহোদয়। আপনার কি মনে হয়, এখন তারা ভিক্ষা করে খাবে। যার যোগ্যতা আছে সে এই টাকা ছাড়াই চলবে। প্রতিবাদ করা ঠিক আছে।

          A Samad Lovelu নামের এক ফেসবুক ইউজার লিখেছেন, আর যেনো আপনার মাধ্যমে তারা কোন ফায়দা না নিতে পারে... ধন্যবাদ প্রিয় ভাই।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত