ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

মোবাইল চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ!

নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪৪
নিজস্ব প্রতিবেদক
মোবাইল চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ!

গতকাল সোমবার ২৫ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে মাইকে মোবাইল ফোন চোরকে গালিগালাজ করতে দেখা যায় মো. ফায়েজ মিয়া (৬৫) নামের এক ব্যক্তিকে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাও এলাকায় এ ঘটনা ঘটে।

পানের বেপারী মো. ফয়েজ মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাও এলাকার বাসিন্দা।

এমন অভিনব প্রতিবাদের বিষয়ে জানতে চাইলে ফায়েজ মিয়া বলেন, আজ থেকে ৯ দিন আগে আমার ঘর থেকে একটি এন্ড্রোয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল চুরি হয়ে যায়। যার বাজার মূল্য সাড়ে ১৭ হাজার টাকা। আমি গরিব মানুষ, সামান্য পানের দোকানদার। মোবাইল দুটি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। তাই চুরি হওয়ায় পর মাইক ভাড়া করে এনে ইচ্ছে মতো গালিগালাজ করেছি। কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডিও করতে পারতেছি না। খুব কষ্টে আছি।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন মিয়া জানান, মোবাইল ফোন দুটি উদ্ধারে থানায় জিডি করতে বলা হয়েছে। আমি নিজেও মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা করছি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ভালোবাসার সংসারে দুই যুগ একসঙ্গে নীলকান্ত-গীতা

    নিজস্ব প্রতিবেদক
    ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩১
    নিজস্ব প্রতিবেদক
    ভালোবাসার সংসারে দুই যুগ একসঙ্গে নীলকান্ত-গীতা

    ছোটবেলা থেকে তার উচ্চতা নিয়ে নানা জনের কটু কথা শুনতে হয়েছে নীলকান্তকে। অন্যদের তুলনায় খর্বকায় হওয়ায় সবাই তাকে দেখত আলাদা চোখে। তবে মানুষের কথায় ও অসহযোগীতায় থেমে যাননি নীলকান্ত। সমবয়সীদের সঙ্গে তাল মিলিয়ে চেষ্ঠা করেছে পড়াশোনা করার । তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো চাকরি করার। কিন্তু পারিবারিক সমস্যায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় তার সেই স্বপ্ন আর আলোর মুখ দেখেনি। তা নিয়ে অবস্য নীলকান্তের আফসোস নেই বেশি।

    পড়াশোনা আর ভালো চাকরির স্বপ্নে ব্যর্থ হলেও ভালবাসার স্বপ্নে পুরোপুরি সফল তিনি। এই ভালোবাসা দিবসেও অনেকে যখন জীবন সঙ্গী, প্রেম-বিয়ে নিয়ে চিন্তিত, তখন গীতা রানির সঙ্গে ভালোবাসায় ভরা জীবন সাজিয়েছেন নীলকান্ত।  একসঙ্গে তারা পার করেছেন ২৫ বছর। একই উচ্চতা আর মনের মিল হওয়া অভাবের মাঝেও এই দম্পতির জীবন কাটছে বেশ আনন্দে।

    মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে নিজেদের ভালোবাসার ও দাম্পত্য জীবনের গল্প ভাগাভাগি করে নেন ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের জোতপাড়া গ্রামের বাসিন্দা নীলকান্ত ও গীতা রানি। সাংসারিক জীবনে এক মেয়ে সন্তানের বাবা-মা তারা। কয়েকমাস একজন আরেকজনকে চেনা-জানার পর ১৯৯৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। দুজনের উচ্চতা প্রায় ৩ ফুট। খর্বকায় হওয়া তাদের দুজনকেই শুনতে হয়েছে সমাজের কটু কথা। ওসব কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একে অপরকে ভালোবেসে তারা একসঙ্গে পার করে দিয়েছেন দুই যুগ। এলাকায় তাদের জুটি এখন ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।

    নীলকান্ত-গীতা জুটি এক সঙ্গে দীর্ঘ দুই যুগ ধরে সংসার করছেন । একজন যেন আরেকজনের পরিপূরক। হাজারো অভাবে ছেড়ে যাননি একে-অন্যকে। তাদের ভালবাসার এমন দৃষ্টান্ত নজর কেঁড়েছে এলাকার মানুষের।

    প্রতিবেশী স্কুল শিক্ষিকা সাবিত্রী রাণী বলেন, তারা শুধুমাত্র দেখতে খাটো। এটিই তাদের একটা অপূর্ণতা। তাদের মিল-মহব্বত অনেক বেশি। তারা সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করে। তাদের মতো স্বামী-স্ত্রী প্রতিটা সংসারে হওয়া উচিত। তারা দুজনে দুজনকে খুব ভালোবাসে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      আজ ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’

      নিজস্ব প্রতিবেদক
      ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২২
      নিজস্ব প্রতিবেদক
      আজ ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’

      আজ ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এটি। বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি।

      সর্বপ্রথম ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়।

      সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। সে হিসেবে এবার পালিত হচ্ছে ২৩তম সুন্দরবন দিবস। বরাবরের মতো এবারেও সুন্দরবন দিবসের মূল অনুষ্ঠানটি হবে খুলনায়। দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        এসএসসি ফেল যুবককে নিয়েই ৪ তরুণীর মারামারি!

        নিজস্ব প্রতিবেদক
        ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৩
        নিজস্ব প্রতিবেদক
        এসএসসি ফেল যুবককে নিয়েই ৪ তরুণীর মারামারি!

        জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় চার তরুণীর মারামারির ভিডিও শনিবার (১১ ফেব্রুয়ারি) থেকে ফেসবুকে ভাইরাল। ঘটনার দুই দিন পরে জানা গেল ৪ তরুণীর মারামারির কারণ। তাদের মারামারির নেপথ্যে রয়েছে প্রেম ঘটিত ব্যাপার। যেটা এক এসএসসি ফেল করা যুবককে কেন্দ্র করেই ঘটেছে বলে জানা গেছে।

        এসএসসি ফেল করা ওই যুবককে কেন্দ্র করেই যে এই মারামারির ঘটনা ঘটেছে তা নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। তবে ওই যুবকের নাম-পরিচয় জানাননি তিনি।

        ঘটনার ১ দিন পর ১২ ফেব্রুয়ারি রোববার বিকেল ৩টার দিকে ওসি সিরাজুল ইসলাম বলেন, এসএসসি ফেল করা এক যুবকের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে ওই তরুণীর সঙ্গে কিছুদিনের মধ্যে সম্পর্ক শেষ হয় যুবকের। এরপর আবারও অন্য এক তরুণীর সঙ্গে ওই যুবক প্রেম শুরু করেন। বিষয়টি জানাজানি হলে দুই তরুণীই একজন করে সঙ্গী নিয়ে শনিবার বিকেলে বারোঘাটি পুকুর পাড়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু করে। তবে এ বিষয়ে থানায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।

        একইরকম তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী ও মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করা যুবকেরা। তারা ৪ তরুণীর একজনকে চিনতেও পারেন।

        উল্লেখ্য, ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বোরকা পরা দুই তরুণী শাড়ি পরা দুজনকে মারধর করছেন। তাদের চুলের মুঠো ধরে টানাহেঁচড়া করছেন। তাদের মারামারির দৃশ্য কয়েকজন তরুণ মোবাইল ফোনে ধারণ করছেন। পথচারীরা তাদের থামান। তখন তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে ছটকে পড়েন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ঋণ করে মালয়েশিয়ায়: প্রথম মাসের বেতন পাওয়ার আগেই দুর্ঘটনায় সবকিছু শেষ

          নিজস্ব প্রতিবেদক
          ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১৩
          নিজস্ব প্রতিবেদক
          ঋণ করে মালয়েশিয়ায়: প্রথম মাসের বেতন পাওয়ার আগেই দুর্ঘটনায় সবকিছু শেষ

          পারিবারিক সচ্ছলতা ও উন্নত জীবনের আশায় মাত্র এক মাস আগে সাড়ে চার লাখ টাকা ঋণ করে মালয়েশিয়া যান মো. হৃদয় মণ্ডল। ২১ বছরের ছেলেকে প্রবাসে পাঠিয়ে পরিবারের সকলে দিন গুনছিলেন। হৃদয় টাকা পাঠানো শুরু করলে ঋণ শোধ হবে, পরিবারে সচ্ছলতা আসবে আরো কতো কি। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেলো পরিবারটির। একটি টাকাও পরিবারকে দিতে পারেননি হৃদয় মণ্ডল। ঋণের টাকাও পরিশোধ হয়নি তার। তার আগেই দুর্ঘটনায় নিভে গেলো হৃদয় মন্ডলের প্রাণ। ফলে পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার!

          গত ২৮ জানুয়ারি মালয়েশিয়ায় প্লাস্টিকের কারখানায় কাজ করা অবস্থায় ওপর থেকে ভারী মেশিন শরীরের পড়ে গুরুতর আহত হন হৃদয়। সেখানে ১৩ দিন চিকিৎসাধীন অবস্থায় ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বেলা ১১টায় মৃত্যু হয় তার।

          হৃদয় মণ্ডল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি গত ৩ জানুয়ারি মেগাটেক্স কোম্পানিতে বৈধকর্মী ভিসায় মালয়েশিয়ায় যান হৃদয় মণ্ডল। সেখানে সেলাংগরের বানতিং এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় চাকরি পান তিনি।

          নিহত হৃদয়ের বোন সালমা খাতুন বলেন, আমরা দুই ভাই ও এক বোনের মধ্যে, বড় ভাই বছর দশেক আগে হারিয়ে যান। হৃদয় আমাদের ছোট। পরিবারের একমাত্র ভরসা হৃদয়কে ঋণ করে মালয়েশিয়ায় পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে এক মাসের বেতন না পেতেই মারা গেলো হৃদয়।

          নিহতের মামা আনোয়ার হোসেন বলেন, চার লাখ টাকা ঋণ করে মাত্র এক মাস ছয়দিন আগে তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়। এখন পরিবারের অভাব দূর করা তো দূরে থাক, ঋণ শোধ করবে কীভাবে?

          ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়কারী ফাহমিদা আহসান বলেন, মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত হৃদয়ের পরিবারের পাশে আমরা আছি। হৃদয় কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেছে, ওয়েজ বোর্ডের সদস্য হয়ে গেছে কি না, সঠিক কোম্পানিতে কাজ করতো কি না, তাকে অবৈধভাবে কাজে নিয়োগ করা হয়েছিল কি না, তার ইনস্যুরেন্স ইত্যাদি বিষয়ে খোঁজ করে আমরা পরিবারটিকে সহযোগিতা করবো, যেন তারা ক্ষতিপূরণ পায়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত