ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

মার্কিন সুসি বৃত্তির আবেদন শেষ শনিবার

নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২২ ২১:৫৮
নিজস্ব প্রতিবেদক
মার্কিন সুসি বৃত্তির আবেদন শেষ শনিবার

ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামে (সুসি) বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে ছয় সপ্তাহ পড়াশোনার জন্য আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি।

এই প্রোগ্রামে (সুসি) যুক্তরাষ্ট্রের যেকোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে ২০২২ শিক্ষাবর্ষে স্বল্পমেয়াদি পেশাগত উন্নয়নের সুযোগ গ্রহণে আগ্রহী শিক্ষকদের কাছ থেকে আবেদন গ্রহণ করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

ঢাকার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রোগ্রাম প্রতিষ্ঠানের পাঠ্যক্রমকে জোরদার করতে এবং যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে বোঝাপড়াকে আরও গভীর করতে কার্যক্রমটি অধ্যয়ন ও দক্ষতা অর্জনের এক অনন্য সুযোগ এনে দেবে। ছয় সপ্তাহের এই কোর্স শুরু হবে ২০২২ সালের জুনে। এই প্রোগ্রামে ছয় সপ্তাহের মধ্যে চার সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাঠ নিতে হবে। বাকি দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের নানা অঞ্চলে স্টাডি ট্যুরের সুযোগ রয়েছে। ১৫ জানুয়ারি ২০২২ বিকেল চারটা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের যোগ্যতা

ইংরেজিতে সাবলীল হতে হবে।

যুক্তরাষ্ট্রের নাগরিক বা পার্মানেন্ট রেসিডেন্ট হলে আবেদন করা যাবে না।

বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে।

যুক্তরাষ্ট্র সম্পর্কে সীমিত জ্ঞান বা অভিজ্ঞতা থাকতে হবে।

যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে।

আবেদন যেভাবে ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের এই লিংক থেকে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। এই লিংকে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামের বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে। পূরণ করা আবেদনপত্র SultanaR1@state.gov ই–মেইল ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২২ বিকেল চারটা পর্যন্ত।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত

    নিজস্ব প্রতিবেদক
    ১৩ জানুয়ারি, ২০২২ ২১:৫৪
    নিজস্ব প্রতিবেদক
    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সশরীর ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে ক্লাস গ্রহণ বিষয়ে প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে আজ বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য ইমদাদুল হক। সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন।

    সিদ্ধান্তের বিষয়ে জানতে চেয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক রইছ উদদীনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এখনো কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি ও শিক্ষামন্ত্রীও ক্লাস-পরীক্ষা চালু রাখার বিষয়ে আগ্রহী। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ক্যাম্পাসে সশরীর ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

    রইছ উদদীন আরও বলেন, সশরীর ক্লাস–পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আমরা দুটি বিষয়ে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানাই। একটি, সব শিক্ষার্থীর টিকা ও বুস্টার ডোজ নিশ্চিত করা এবং অন্যটি, ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে মাস্ক ব্যবহার ও স্যানিটেশন ব্যবস্থা করা। পরে সর্বসম্মতিক্রমে সশরীর ক্লাস চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বুয়েটে শনিবার থেকে অনলাইনে ক্লাস

      নিজস্ব প্রতিবেদক
      ১৩ জানুয়ারি, ২০২২ ২১:৫১
      নিজস্ব প্রতিবেদক
      বুয়েটে শনিবার থেকে অনলাইনে ক্লাস

      করোনার ঊর্ধ্বগতির সংক্রমণের কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সশরীর পাঠদান কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার (১৫ জানুয়ারি) এ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হবে।

      বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

      অধ্যাপক মিজানুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার বুয়েটের একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনে ১৫ জানুয়ারি থেকে অনলাইনে তাত্ত্বিক ক্লাস, ক্লাস টেস্ট ও ল্যাবরেটরি ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে বলে জানান তিনি।

      এর আগে ৫ জানুয়ারি সশরীর ক্লাস বন্ধের ঘোষণা দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সশরীর ক্লাস বন্ধের চেয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

        নিজস্ব প্রতিবেদক
        ১৩ জানুয়ারি, ২০২২ ২১:৪৭
        নিজস্ব প্রতিবেদক
        প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

        শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার রূপকল্প ২০৪১ এর মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ নির্ধারণ করেছে। এই সময়ের মধ্যে কারিগরি শিক্ষায় দেশের ৫০ শতাংশ শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে সরকার। শিক্ষিত ডিগ্রিধারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

        বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

        কারিগরি শিক্ষায় এনরোলম্যান্ট বৃদ্ধির এই মহাপরিকল্পনা করায় সরকারের ভুয়সী প্রশংসা করেন ইউ প্রতিনিধি।

        ইউ প্রতিনিধিদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার আগে ২০০৯ সালে কারিগরিতে এনরোলমেন্ট ছিলো ১ শতাংশ। ক্ষমতায় আসার পর টার্গেট নেওয়া হয়েছিল ২০২০ সালের ২০ শতাংশ নিশ্চিত করার। তখন এটাকে উচ্চাভিলাসী মনে করেছিলেন অনেকেই। কিন্তু নির্ধারিত সময়ে এনরোলমেন্ট হয়েছে ১৭ শতাংশের বেশি। আমরা চাই ২০৪১ সালের মধ্যে কারিগরিত ৫০ শতাংশ এনরোলমেন্ট করতে।

        শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা হচ্ছে। মাইন্ডসেট চেঞ্জ করে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে প্রচারণা চালানো হচ্ছে। অনেকে মনে করে কারিগরিতে কম মেধাবীরা পড়াশোনা করে। তাই মাইন্ডসেট পরিবর্তন করতে ব্যাপক প্রচারণা চালানো হবে।

        দেশে প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, সারা দেশে ১৬টি শতবর্ষী অনার্স কলেজ রয়েছে। আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে দেড়শ বছরেরও পুরাতন। এসব প্রতিষ্ঠানগুলোয় অনার্স-মাস্টার্স চালু রেখে অন্যান্য কলেজগুলোতে ডিগ্রি কোর্স করানো হবে। ডিগ্রি কোর্সের পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি ট্রেড পড়ানো হবে।

        তিনি বলেন, এতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। অনেকে মনে করছেন শিক্ষকদের চাকরি থাকবে না। আসলে তা নয়, কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদের ট্রেড কোর্স পাড়ানো হবে। শিক্ষার্থীরা ডিগ্রি কলেজগুলোতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও করতে পারবে।

        শিক্ষামন্ত্রী প্রতিনিধি দলকে জানান, নতুন জাতীয় করিকুলাম করা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে পাইলটিং শুরু হচ্ছে। ২০২৩ সাল থেকে ২৫ সাল পর্যন্ত (মাধ্যমিক) কারিকুলাম বাস্তবায়ন করা হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে’

          নিজস্ব প্রতিবেদক
          ১২ জানুয়ারি, ২০২২ ২১:১৬
          নিজস্ব প্রতিবেদক
          ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে’

          চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

          বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন (ডিইউমুনা) আয়োজিত কূটনৈতিক সম্মেলন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

          উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এসময় সম্প্রতি 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' লাভ করায় উপাচার্য ডিইউমুনাকে অভিনন্দন জানান।

          এসময় আরও বক্তব্য রাখেন জাতিসংঘ তথ্য কেন্দ্রের কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান, ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি মোহাম্মদ আশিকুল ইসলাম ও মহাসচিব খন্দকার কায়েস।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত