মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০

মাদারীপুরের শিবচর উপজেলার ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। রোববার (১৯ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে দুমড়েমুচড়ে যায় বাসটি। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৮ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঢামেকে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ পাওয়া গেছে। ঢামেকে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
পথ শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলেন ইঞ্জিনিয়ার মহিউদ্দিন

সাফায়েত মোরশেদ, চট্টগ্রামঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন এবং শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে অসহায় পথশিশু, মাদ্রাসা ছাত্র এবং কলেজ ছাত্রদের নিয়ে এক বর্ণিল আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করলেন মহানগর যুব সংগঠক ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দিন।
প্রথমে পবিত্র কোরআন থেকে সূরা পাঠ করে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং এরপর অসহায় পথ শিশুদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই যুবনেতা।এছাড়াও এ সময় অনুষ্ঠানে উপস্থিত পথ শিশুদের মাঝে ফ্রিতে বস্ত্র বিতরণ করা হয় এবং মাদ্রাসার ছাত্রদের মাঝে কোরআন শরীফ উপহার দেওয়া হয় এবং যেসব কলেজছাত্র আর্থিকভাবে অসচ্ছল তাদের মাঝে ফ্রিতে বই বিতরণ করা হয়।
এই সময় ইঞ্জিনিয়ার মহিউদ্দিন বলেন,বঙ্গবন্ধু ধনী গরিবের মধ্যে কোন ভেদাভেদ করেননি। তিনি সবসময় ন্যায় এবং আদর্শের পথে অবিচল থেকে দেশের সমগ্র জনতাকে সাথে নিয়ে এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে গেছেন। তিনি তার ছোট বয়স থেকেই শিশুদের প্রতি অত্যন্ত স্নেহবান,দয়াবান এবং সহনশীল ছিলেন।তাই আজ বঙ্গবন্ধুর জন্মদিনে এবং শিশু দিবস উপলক্ষে এসব অসহায় শিশুদের মাঝে সামান্য আনন্দ ছড়িয়ে দিতে এবং তাদের মুখে হাসি ফোটাতে আমাদের এই ছোট উদ্যোগ।
এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রনেতা নুরুল হক মনির, ইয়াসিন আরাফাত বাপ্পি,ইমন সরকার এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক ভি পি বেলাল হোসেন, বর্তমান ভিপি কাম্বার হোসেন রকি, জি এ স শাহাদাত হোসেন ওমর, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ইকরামুল কবির ইয়াম, সাধারণ সম্পাদক শওকত ওসমান সজীব , ছাত্রনেতা নুরুল ইসলাম রিমু সহ বায়েজীদ এবং খুলশী থানার যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সব শেষে দোয়া মাহফিল এবং মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কক্সবাজারে হাঙ্গর ভাস্কর্যের স্থলে হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের সাগর তীরে অবশেষে নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। কলাতলীর হাঙ্গর ভাস্কর্যের স্থলেই হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য। ভাস্কর্যটির নামকরণ করা হয়েছে অপরাজেয় বঙ্গবন্ধু।
কক্সবাজার পৌরসভা ও অপরাজেয় বাংলা নামের প্রতিষ্টান যৌথভাবে নির্মান করছে ভাস্কর্য টি। ভাস্কর্য টি উচ্চতায় হবে ১৮ ফিট, সাথে বেইজ হবে ৮ ফিট উচ্চতার। এতে খরচ হবে প্রায় ৪০ লক্ষ টাকা। এমনটাই জানালেন অপরাজেয় বাংলার সদস্য সচিব মিলু এইচ রহমান। তিনি জানান, শিল্পী শাহাবুদ্দিনের আঁকা একটা পেইন্টিং এর আদলে নির্মিত হবে এই ভাস্কর্য এবং এটি হবে সমুদ্রের দিকে মুখ করা কংক্রিটের স্থায়ী ভাস্কর্য।
১৭ মার্চ শুক্রবার বঙ্গবন্ধুর জন্মদিনে এ ভাস্কর্যের ভিত্তি প্রস্থর স্থাপন করা হবে এবং এ বছরের ১৫ আগষ্ট এই অপরাজেয় বঙ্গবন্ধু ভাস্কর্যের উদ্বোধন করা হবে বলে মিলু এইচ রহমান জানিয়েছেন।
তাফহীমুল আনাম/
কক্সবাজারে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে কবির আহমদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার ( ১৩ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে চকরিয়ার পাশের ইউনিয়ন লামার ফাঁশিয়াখালী চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কবির আহমদ চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘুনিয়া এলাকার ওয়াহেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, কবির আহমদ পেশায় একজন কৃষক। পাশাপাশি পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় তিনি গতকাল সকালে পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করতে যান। একপর্যায়ে তিনি জঙ্গলে ঢুকে লাকড়ি আহরণ করছিলেন। এসময় একটি হাতি এসে শুঁড় দিয়ে ধরে পায়ের তলায় পিষ্ট করে তাকে মেরে ফেলেন। পরে দুপুর পর্যন্ত তিনি ঘরে না ফেরায় পরিবারের লোকজন খুঁজেতে গেলে ঘটনাস্থল থেকে কবির আহমদের লাশ উদ্ধার করা হয়।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।
চকরিয়া থানা পুলিশের ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাহাড়ে হাতির আক্রমণের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে।
চুরির ৫ মাস পর বাছুরসহ গাভি ফিরিয়ে দিলো চোর: চোরের সুমতি

টাঙ্গাইলের মধুপুরে প্রায় ৫ মাস আগে দিনে দুপুরে চুরি করা গরু ফেরত দিয়ে গেছে চোর। চুরি হওয়ার সময় গাভিটি ৫ মাসের গর্ভবতী ছিল। চোর অবশ্য গরু ও চাছুর দুটিই ফেরত দিয়েছে। এমন ঘটনায় চোরের সুমতি হয়েছে বলে মনে করছে এলাকাবাসি।
চুরি হওয়ার ৫ মাস পর গরু ফিরে পাওয়ার এমন বিরল ঘটনায় ওই পরিবার ও স্থানীয় লোকজন অবাক। ফিরে পাওয়া গাভি ও বাছুরটি দেখতে আসছেন অনেকেই।
এমনই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামে। রোববার (১২ মার্চ) ভোরে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামের শাহজাহান আলীর বাড়ির পাশে একটি গাছে বাছুরসহ গরুটি বেঁধে রেখে যায় ওই চোর।
গরুর মালিক শাহজাহান আলী নরসিংদী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি করেন।
জানা যায়, প্রায় ৫ মাস আগে শুক্রবার দিনের বেলায় জুমার নামাজের সময় বাড়ির পাশে বেঁধে রাখা ক্রস জাতের গাভি গরুটি চুরি হয়ে যায়। প্রায় দেড় লাখ টাকা মূল্যের ওই গরু হারিয়ে পরিবারটি বেশ বেকায়দায় পড়ে যান। স্বজনরা মিলে বাজার ও গ্রামে গ্রামে খোঁজাখুঁজি করেও হদিস পাননি।
শাহজাহান জানান, গাভিটি না পেয়ে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে গরু ও বাছুরটির নিরাপত্তার জন্য দোয়া করি। সকালে ছেলে মোবাইলে ঘটনাটি জানায়। বাড়ি আসবো আসবো করে এমন খবর পেয়ে এখন বাড়ি ফিরছি। যে গরুটি চুরি করেছিল তার সুমতি হয়েছে দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। আর দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।
মন্তব্য