ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫ ২৮ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম

ভারতে মঞ্চস্থ হতে যাচ্ছে 'বঙ্গবন্ধুর জবানবন্দি' নাটক

নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৩ ১০:৪১
নিজস্ব প্রতিবেদক
ভারতে মঞ্চস্থ হতে যাচ্ছে 'বঙ্গবন্ধুর জবানবন্দি' নাটক

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডেপুটি রেজিস্ট্রার রচিত 'বঙ্গবন্ধুর জবানবন্দি' নাটক ভারতে মঞ্চস্থ হতে যাচ্ছে। রোববার (৫ নভেম্বর) ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার রবীন্দ্রনাথ জন্মশতবার্ষিকী ভবনে নাটকটি মঞ্চায়িত হবে ।

বঙ্গবন্ধুর জবানবন্দি নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন জবির ডেপুটি রেজিস্ট্রার মো. হেদায়েত উল্লাহ তুর্কী। নাটকটিতে তিনি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরশিকথা আয়োজিত শারদ সম্মাননা ২০২৩ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী দীপক মজুমদার, মেয়র, আগরতলা পুর নিগম, জনাব আরিফ মোহাম্মদ, সহকারী হাইকমিশনার, বাংলাদেশ সহকারী হাইকমিশন, আগরতলা, ড. অলক ভট্টাচার্য, কর্পোরেটর, আগরতলা পুর নিগম, শ্রী সুব্রত চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান, সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি, তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার, ড. চন্দ্রানী বিশ্বাস, যুগ্ম পরিচালক, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ত্রিপুরা সরকার, ড. সুপ্রতিম বিশ্বাস, সিনিয়র প্রজেক্ট অফিসার, এইচ এস এস, ইউএনডিপি ইন্ডিয়া।

পাশাপাশি থাকবেন ড. রাজীব মালাকার, সহকারী অধ্যাপক (রুরাল ডেভেলপমেন্ট), শিপার্ড, ত্রিপুরা সরকার, শ্রী মলয় লস্কর, প্রোগ্রাম অফিসার, ওপেন এনএসএস ইউনিট, ত্রিপুরা স্টেট এনএসএস সেল, শ্রীমতী জবা চক্রবর্তী, পরিচালক ( ত্রিপুরা), নেহেরু যুব কেন্দ্র, ভারত সরকার, ড. শ্রীলেখা রায়, পরিচালক, ত্রিপুরা ভলান্টারি হেলথ এসোসিয়েশন, শ্রী অমিত ভৌমিক, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ত্রিপুরা, শ্রী বিম্বিসার ভট্টাচার্য, অধিকর্তা, তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। ডা. অনুপ কুমার সাহা, প্রিন্সিপাল,আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, মো. মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ।

অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৪.৩০ মিনিটে। অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের একুশটি ক্লাব এবং বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিদেরকে সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে রয়েছেন আরশিকথার প্রধান সম্পাদক জনাব শান্তনু শর্মা।

প্রসঙ্গত, হেদায়েত উল্লাহ তুর্কী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নাটক লেখা, নির্মাণ এবং অভিনয়েও ব্যস্ত সময় পার করেন। তিনি নাটক, সিনেমা এবং ওয়েব সিরিজের বাইরে তীর, ওয়ালমার্ট ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক, ম্যাক্সন ইলেকট্রনিক কোম্পানি, ম্যাক্সিকোন ইলেকট্রনিকস, সাফা চিনিগুড়া চাউল, ফলোমী ব্রান্ডের কসমেটিক এবং জিও পাইপের বিজ্ঞাপনে মডেল হয়েছেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাজের সঙ্গে গ্যালারিতে কে এই নারী?

    নিজস্ব প্রতিবেদক
    ২৯ অক্টোবর, ২০২৩ ১৭:৫৮
    নিজস্ব প্রতিবেদক
    রাজের সঙ্গে গ্যালারিতে কে এই নারী?

    আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘কাজল রেখা’। আর এর প্রচারণার অংশ হিসেবে চলমান ক্রিকেট বিশ্বকাপে নেদারল্যান্ডস-বাংলাদেশের ম্যাচ দেখতে কলকাতার ইডেন গার্ডেনের গ্যালারিতে দেখা গেছে ‘কাজল রেখা’ টিমকে।

    পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বাদেও গ্যালারিতে ছিলেন ছবির নায়ক শরিফুল রাজ ও নায়িকা মন্দিরা চক্রবর্তী।‘কাজল রেখা’ লেখা সংবলিত টি-শার্ট গায়ে গ্যালারিতে বাংলাদেশের হয়ে গলা ফাটিয়েছেন তারা।

    সেলিম বলেন, ‘এখানে দুটি কাজ হচ্ছে। আমরা খেলা দেখছি, পাশাপাশি ‘কাজল রেখা’ ছবির প্রমোশনও হচ্ছে। নায়ক-নায়িকাসহ ছবির টিমের আমরা কয়েকজন আজ ২৮ অক্টোবর (শনিবার) এবং ৩১ অক্টোবর (মঙ্গলবার) ম্যাচে গ্যালারিতে থাকছি। বলতে পারেন, এক ঢিলে দুই পাখি শিকার।’

    মন্দিরা ফেসবুকে রাজের সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে স্টেডিয়ামে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেছেন। এ সময় ছবির ক্যাপশনে অভিনেত্রী ‘কাজল রেখা’ বাংলাদেশ লিখে বিজয়ের চিহ্ন দিয়েছেন। মন্দিরা জানান, মাঠে বসে খেলা দেখার আনন্দটাই অন্যরকম। তাই ছুটে আসা। এক ফাঁকে ছবির প্রচারণাও করা।

    ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখার’ পালা থেকে অনুপ্রাণিত হয়ে এ নামেই সিনেমাটি তৈরি করেছেন গিয়াস উদ্দিন সেলিম। যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      অপু বিশ্বাস বললেন আমি 'বুবলীকে ঘৃণা করি'

      নিজস্ব প্রতিবেদক
      ২৫ অক্টোবর, ২০২৩ ১২:২৬
      নিজস্ব প্রতিবেদক
      অপু বিশ্বাস বললেন আমি 'বুবলীকে ঘৃণা করি'

      ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। ব্যক্তিজীবনে দু’জনই ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে বিবাহে জড়িয়ে ছিলেন। তারা দু’জনই এ নায়কের সন্তানের মা।

      অতীতে দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যেমন আলোচনার জন্ম দিয়েছেন, সেই সঙ্গে বিতর্কে জড়িয়েছেন অপু-বুবলী। এ দুই নায়িকাই বিভিন্ন সময় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে একে অপরকে নিয়ে মন্তব্য করেছেন। যা নিয়ে রীতিমতো তাদের মধ্যকার সম্পর্ক রূপ নিয়েছে আরও জটিলতায়।

      ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক করা বুবলীকে একদমই পছন্দ করেন না ঢালিউড কুইন অপু বিশ্বাস। এর প্রমাণ ফের পাওয়া গেল সম্প্রতি তার এক মন্তব্যে। যেখানে বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে জানিয়েছেন অপু। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে এ মন্তব্য করেন অপু বিশ্বাস।

      অনুষ্ঠানে আলাপচারিতায় বুবলী প্রসঙ্গ উঠে আসতেই অপু বিশ্বাস একবাক্যে বলেন, ওনাকে ঘৃণা করি আমি। অপু বিশ্বাস বলেন, আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। একবাক্যে তাকে ঘৃণা করি আমি। ইংরেজিতে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়। এ চিত্রনায়িকা আরও বলেন, ওনার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাঁধে আমার। আমি জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। কিন্তু এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।

      বর্তমানে অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ও বুবলীর ছেলে শেহজাদ খান বীর একই স্কুলে পড়ালেখা করেন। মাঝে মধ্যেই ছেলে জয়কে স্কুলে পৌঁছে দিতে যান অপু বিশ্বাস। স্কুলে বুবলী বা বীরের সঙ্গে কখনো দেখা হয় কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এ রকম কোনো পরিস্থিতি হয়নি। অপু বিশ্বাস আরও বলেন, জয়ের মতো যারা আছে তারা সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। তাকে পছন্দ করি আমি। কাছ থেকে দেখেছিও। সে খুবই কিউট, মাশাআল্লাহ। আমি মন থেকে দোয়া করি তাকে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        নোয়াখালীতে ‘মুজিব-একটি জাতির রূপকার’ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

        নিজস্ব প্রতিবেদক
        ২৪ অক্টোবর, ২০২৩ ১৮:৩৫
        নিজস্ব প্রতিবেদক
        নোয়াখালীতে ‘মুজিব-একটি জাতির রূপকার’ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

        নোয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় এবং ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল পরিচাললিত জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত অনন্য চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির প্রদর্শন চলছে নোয়াখালীতে। জেলা শহর মাইজদীর ‘রৌশন বাণী’ সিনেমা হলে ১৩ অক্টোবর থেকে চলচ্চিত্রটি প্রদর্শন শুরু হয়।

        মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ‘রৌশন বাণী’ সিনেমা হলের শো-তে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটি দেখেন ছবিটির কাস্টিং ও সহকারী পরিচালক বাহার উদ্দিন খেলন। তিনি মুক্তিযুদ্ধের অত্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের ছেলে এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

        এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, মিজানুর রহমান শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ দর্শক সিনেমাটি উপভোগ করেন।

        ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অনুভূতি প্রকাশকালে ছবিটির কাস্টিং ও সহকারী পরিচালক বাহার উদ্দিন খেলন এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, বঙ্গবন্ধুর কত ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটি এই চলচ্চিত্রে নির্মোহভাবে তুলে ধরা হয়েছে। ইতিহাসের সত্য ঘটনা এই চলচ্চিত্রে ফুটে উঠেছে। নতুন প্রজন্মের সবার এই চলচ্চিত্রটি দেখা উচিত মনে করেন তারা।

        নোয়াখালীতে প্রদর্শনির শুরু থেকে প্রতিটি শো’তে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে। হল কর্তৃপক্ষ জানায় প্রতিদিন চারটি শো’তে প্রদর্শন করা হচ্ছে। বহু বছর পর সিনেমা হলে এমন উপচে পড়া ভিড় দেখা গেছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          প্রেমের টানে কিশোরগঞ্জে ছুটে এলেন মালয়েশিয়ান তরুণী

          নিজস্ব প্রতিবেদক
          ৮ অক্টোবর, ২০২৩ ১১:৫৫
          নিজস্ব প্রতিবেদক
          প্রেমের টানে কিশোরগঞ্জে ছুটে এলেন মালয়েশিয়ান তরুণী

          প্রেমের টানে মালেশিয়া থেকে উড়াল দিয়ে কিশোরগঞ্জ এসেছে এক তরুণী। প্রেমিক আদনান রকিকে বিয়ে করতে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ছুটে এসেছেন তরুণী লাইলা মিয়া আব্দুল্লাহ (২১) নামের এক মালেশিয়ান তরুণী।

          শুক্রবার (৬ অক্টোবর) ওই তরুণীর সঙ্গে দামপাড়া ইউনিয়নের গয়ালহাটি গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে আদনান রকি জেবানের (২৬) পারিবারিকভাবে বিয়ে হয়। দল বেঁধে এলাকার মানুষ আসছেন মালয়েশিয়ান ওই তরুণীকে দেখতে।

          এলাকাবাসী সূত্রে জানা যায়, ৫ বছর আগে চাকরির জন্য মালয়েশিয়া পাড়ি জমান আদনান। প্রবাসে থাকাকালীন লাইলার সঙ্গে ৭ মাসের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে আদনান রকির। একমাস আগে মালয়েশিয়া থেকে ফিরে আসেন তিনি। এরপর গত ২৭ সেপ্টেম্বর লায়লা তার বড় বোনকে নিয়ে আদনানের বাড়িতে আসেন। ওই দিনই লাইলাকে সেখানে রেখে তার বোন মালয়েশিয়ায় ফিরে যান। পরে ৬ অক্টোবর আদনানের বাড়িতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

          আদনান রকি জোহান বলেন, আমি ৫ বছর আগে মালয়েশিয়া যাই। বর্তমানে আমি সেখানে ব্যবসা করছি। ৭ মাস আগে মালয়েশিয়ান তরুণী লাইলার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে আমি বাড়িতে বেড়াতে আসি। পরে গত ২৭ সেপ্টেম্বর লাইলা তার বড় বোনকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। এরপর শুক্রবার আমাদের বিয়ে হয়। আমাদের দেশ লাইলার খুব ভালো লেগেছে।

          বিয়ের খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার মানুষ দল বেঁধে আদনানের বাড়িতে আসছে। মালয়েশিয়ান বউ দেখতে ভিড় জমাচ্ছে। শুনেছি এই বিষয়টি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত