ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম

ঢাকায় ভারতীয় হাইকমিশনে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২২ ১৩:৬
নিজস্ব প্রতিবেদক
ঢাকায় ভারতীয় হাইকমিশনে চাকরির সুযোগ

ঢাকায় ভারতীয় হাইকমিশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্লার্ক পদে লোক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের হাইকমিশনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম: ক্লার্ক পদসংখ্যা: ১০ যোগ্যতা: স্নাতক পাসসহ ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের কাজে পারদর্শী হতে হবে। বয়স: ২১-৩৫ বছর চাকরির মেয়াদ: ৬ মাস

যেভাবে আবেদন ভারতীয় হাইকমিশনের এই https://www.hcidhaka.gov.in/প্রবেশ করে আবেদনের বিস্তারিত নিয়ম জেনে আবেদন করতে হবে।

অথবা এই-লিংক.pdfথেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে https://therisingcampus.com/wp-content/uploads/2022/01/

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২২।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    আন্তর্জাতিক সংস্থায় রোহিঙ্গা শিবিরে চাকরি, বেতন ১,২০,০০০

    নিজস্ব প্রতিবেদক
    ৪ জানুয়ারি, ২০২২ ১২:৫৬
    নিজস্ব প্রতিবেদক
    আন্তর্জাতিক সংস্থায় রোহিঙ্গা শিবিরে চাকরি, বেতন ১,২০,০০০

    আন্তর্জাতিক সংস্থা হেল্পএজ ইন্টারন্যাশনাল সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজার রোহিঙ্গা শরণার্থীশিবিরে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে সিভি পাঠাতে হবে।

    পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার। পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা: সামাজিক বিজ্ঞান বিভাগের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থনীতি/ সমাজবিজ্ঞান/ নৃবিজ্ঞান/ শিক্ষা/ পাবলিক হেলথ/ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। রোহিঙ্গা শিবিরের কাজের অভিজ্ঞতা এবং প্রতিবন্ধী প্রবীণদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইমারজেন্সি রেসপন্স প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের স্থানীয় ভাষা সম্পর্কে জানাশোনা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে দক্ষ হতে হবে। কাজের ধরন: চুক্তিভিত্তিক (এক বছরের চুক্তি, এই মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে) কর্মস্থল: কক্সবাজার (উখিয়া) বেতন: মাসিক বেতন ১,২০,০০০ টাকা

    আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের হেল্পএজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের হেড অব পার্টির ঠিকানায় সিভি (তিন পৃষ্ঠার মধ্যে) ই–মেইল করতে হবে। hr.bangladesh@helpagesa.org এই ঠিকানায় সিভি ই–মেইল করতে হবে। সিভি পাঠানোর আগে এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।

    সিভি পাঠানোর শেষ তারিখ: ১০ জানুয়ারি ২০২২।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ যুগান্তকারী পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী

      নিজস্ব প্রতিবেদক
      ৩ জানুয়ারি, ২০২২ ২১:৯
      নিজস্ব প্রতিবেদক
      নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ যুগান্তকারী পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী

      পুলিশ সদস্যদের ‘জনগণের পুলিশ’ হওয়ার শপথ নিয়ে দেশ ও জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে নিয়োগ পাওয়া তিন হাজার কনস্টেবলের মৌলিক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল রোববার বিকেলে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ‘চাকরি নয়, সেবা’ শীর্ষক এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

      স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০২৫ সালে মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ। ২০৪১ সালে হবে উন্নত দেশ। উন্নত বিশ্বের উপযোগী করে বাংলাদেশ পুলিশকে গড়ে তোলা হচ্ছে। আমরা বাংলাদেশ পুলিশকে নিয়ে বিশ্বে গর্ব করি। আমাদের পুলিশ বাহিনীর মান এখন বিশ্বমানের কাছাকাছি।’

      আসাদুজ্জামান খান আরও বলেন, নতুন নিয়মে স্বচ্ছতা ও পেশাদারির সঙ্গে কনস্টেবল নিয়োগের মাধ্যমে পুলিশে নিয়োগে এক নবযাত্রা সূচিত হয়েছে। ১৯৮০ সালের পর বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগে প্রথম পরিবর্তন এনেছে সরকার। দীর্ঘ ৪০ বছর পর নতুন পদ্ধতিতে কনস্টেবল নিয়োগ এক যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে এই পরিবর্তন এক মাইলফলক হয়ে থাকবে।

      পুলিশে ‘চাকরি নয়, সেবা’ স্লোগানে সৎ, সাহসী ও চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম তিন হাজার কনস্টেবল নিয়োগ করা হয়েছে। নতুন নিয়মে নিয়োগ পাওয়া এসব কনস্টেবলের মৌলিক প্রশিক্ষণেও পরিবর্তন এসেছে। তাঁদের জন্য প্রতিটি কক্ষে চারজনের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ হ্যান্ডবুক পরিবর্তন ও প্রশিক্ষণ প্রায়োগিক ও বাস্তবভিত্তিক করা হয়েছে।

      আসাদুজ্জামান খান আরও বলেন, পরিবর্তিত আধুনিক বিশ্বে অপরাধের ধরনে এসেছে আমূল পরিবর্তন। বর্তমানে সাইবার অপরাধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও ট্রান্সন্যাশনাল অপরাধ নিয়ন্ত্রণে দক্ষ পুলিশের বিকল্প নেই। বাংলাদেশ পুলিশের বেশির ভাগ সদস্য কনস্টেবল।

      শান্তি-শৃঙ্খলা বজায়, মানুষের নিরাপত্তা নিশ্চিত, আসামি গ্রেপ্তার, টহল, বেআইনি সমাবেশ নিয়ন্ত্রণ, পরোয়ানা তামিল ও নির্বাচনী দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ। তাই তাদের বহুমাত্রিক প্রশিক্ষণ দেওয়ার কোনো বিকল্প নেই।

      পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, নতুন নিয়োগবিধিতে স্বচ্ছতার সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবচেয়ে যোগ্য জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর সুফল জনগণ শিগগিরই পাবে। সাব-ইন্সপেক্টর (এসআই) ও সার্জেন্ট পদে নিয়োগের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৪ পদে চাকরি

        নিজস্ব প্রতিবেদক
        ৩ জানুয়ারি, ২০২২ ১১:৭
        নিজস্ব প্রতিবেদক
        হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৪ পদে চাকরি

        হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ও এর অধীন দপ্তরগুলোতে ১৩ ও ১৬তম গ্রেডভুক্ত কয়েকটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

        পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ২ যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

        পদের নাম: জুনিয়র অডিটর পদসংখ্যা: ৯২ যোগ্যতা: এইচএসসি/সমমান পরীক্ষায় পাস বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

        পদের নাম: ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদসংখ্যা: ৪ যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

        পদের নাম: ড্রাইভার পদসংখ্যা: ২ যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২, ৪৯০ টাকা (গ্রেড ১৬)

        যেভাবে আবেদন

        পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

        আবেদন ফি পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি-পেইড মুঠোফোনের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

        আবেদনের শেষ সময়: ২৭ জানুয়ারি ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন এক লাখ

          নিজস্ব প্রতিবেদক
          ২ জানুয়ারি, ২০২২ ২০:৫৫
          নিজস্ব প্রতিবেদক
          রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন এক লাখ

          বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজাস্টার রেসপন্স (ডিআর) বিভাগে লোকবল নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

          পদের নাম: কোভিড-১৯ রেসপন্স ম্যানেজার পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। রেডক্রস/ রেড ক্রিসেন্ট বা কোনো মানবাধিকার সংস্থায় প্রোগ্রাম/ প্রজেক্টে অন্তত সাত (৭) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে ধারণা থাকতে হবে। পরিকল্পনা, বাস্তবায়ন ও তা মনিটরিংয়ের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় (এমএস ওয়ার্ড, স্প্রেডশিট, উইন্ডোজ, ই–মেইল ও ইন্টারনেট) ও যোগাযোগে দক্ষ হতে হবে। প্রশিক্ষণ প্রদানে দক্ষ হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

          চাকরির ধরন: চুক্তিভিত্তিক (ছয় মাসের চুক্তি, মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে) কর্মস্থল: ন্যাশনাল হেড কোয়ার্টার্স, মগবাজার, ঢাকা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,০০,০০০ টাকা। সংস্থার নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

          আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া–সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।

          আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২২ বিকেল পাঁচটা পর্যন্ত।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত