ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

ব্যাটারি রিকশা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৪ ১৬:০
নিজস্ব প্রতিবেদক
ব্যাটারি রিকশা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ব্যটারিচালিত অটোরিকশা সম্পর্কে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেছেন, ‘আশা করা যায় ভালো নির্দেশনা আসবে। সেটাই বাস্তবায়ন করব।’

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সড়কে কোনো দোকান থাকবে না।’

ভুয়া ও মিথ্যা মামলার বিষয়ে তিনি বলেন, ‘ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে তা সত্য। যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য জেলায় জেলায় কমিটি করে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে, যা কেউ অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারের মধ্যে থেকে ট্রিফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিকভাবে কিছুদিনের জন্য নিয়োগ দেওয়া হবে কমিউনিটি পুলিশিংয়ের মতো। আপাতত ঢাকায় ৫০০ জন নেওয়া হতে পারে। সঙ্গে শিক্ষার্থীরাও থাকবে আগের মতো।’

প্রাসঙ্গিক
    মন্তব্য

    পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন

    নিজস্ব প্রতিবেদক
    ২৪ নভেম্বর, ২০২৪ ১৪:৫৪
    নিজস্ব প্রতিবেদক
    পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন

    ডেস্ক রিপোর্ট: পাঁচটি বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন–ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জনসহ মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার।

    রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান।

    তিনি বলেন, ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২০৬৪ জন, ৪৪তম বিসিএসে ১৭১০ জন, ৪৫তম বিসিএসে ২৩০৯ জন, ৪৬তম বিসিএসে ৩১৪০ জন এবং ৪৭তম বিসিএসে ৩৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

    এ ছাড়াও নন-ক্যাডার পদে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জন, ৪৪তম বিসিএসের ১৭৯১ জন, ৪৫তম বিসিএসে ১৫৭০ জন, ৪৬তম বিসিএসে ১১১১ জন, ৪৭তম বিসিএসে ৩২৫ জনসহ ক্যাডার ও নন ক্যাডার পদে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

    এ সময় কোন বিসিএসের নিয়োগ কোন অবস্থায় আছে সে বিষয়ে বিস্তারিত জানান জনপ্রশাসন সচিব।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      আনন্দ মোহন কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত

      নিজস্ব প্রতিবেদক
      ২৪ নভেম্বর, ২০২৪ ১৪:২২
      নিজস্ব প্রতিবেদক
      আনন্দ মোহন কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত

      ময়মনসিংহের  আনন্দ মোহন কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আনন্দ মোহন কলেজ শাখার উদ্যেগে বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

      শনিবার ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমীতে প্রায় ৭০০ নবীন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই নবীন বরণ সম্পন্ন হয়।

      অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি আলী আকবর জুলহাস এবং সঞ্চালনা করেন সেক্রেটারি হাসিবুল ইসলাম। এসময় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিল ড.নাজমুল হাসান নাজির স্যার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হাসান মিলন, মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ ,শিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আহমেদ তাওফিক ভাইসহ উপস্থিত ছিল মহানগর এবং কলেজ শাখার নেতৃবৃন্দ।

      আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রশিবিরের এই নবীনবরণ অনুষ্ঠানে সাংস্কৃতিক উপস্থাপনায় ছিল উত্তরণ সংস্কৃতি সংসদের একটি দল।

      আনন্দ মোহন কলেজ সভাপতি আলি আকবর জুলহাস রাইজিং ক্যাম্পাসকে জানায় "আমরা ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর"।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ১১ দফা দাবিতে প্রেসক্লাবে গণঅবস্থানে ব্যাটারিচালিত রিকশা চালকরা

        নিজস্ব প্রতিবেদক
        ২৪ নভেম্বর, ২০২৪ ১৩:৫
        নিজস্ব প্রতিবেদক
        ১১ দফা দাবিতে প্রেসক্লাবে গণঅবস্থানে ব্যাটারিচালিত রিকশা চালকরা

        ডেস্ক রিপোর্ট: ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় জড়ো হয়েছেন হাজারো ব্যাটারিচালিত রিকশাচালক। ফলে পল্টন-প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই পথে বাসে আটকে থাকা যাত্রীরা।

        রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা এখানে আসেন। চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কামরাঙ্গীরচর, সেকশন, হাজারিবাগ ও সেকশন এলাকা থেকে এসেছেন। টিটাগাং রোড এলাকা থেকেও আরও রিকশাচালক আসছেন।

        সরেজমিনে দেখা যায়, ব্যাটারিচালিত রিকশাচালকরা বিশাল একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন। এ সময় তারা ‘ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে’ স্লোগান দিতে থাকেন। পরে প্রেস ক্লাবের সামনে এসে তারা রাস্তায় বসে পড়েন।

        প্রেস ক্লাবের সামনে একটি পিকাপ ভ্যানে লাল ব্যানারে সমাবেশ মঞ্চের আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। মঞ্চে ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন।

        এর আগে গতকাল (২৩ নভেম্বর) পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ১১ দফা দাবি জানান। ইউনিয়নের অন্যান্য দাবিগুলো হচ্ছে— দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়নসহ ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দিতে হবে; চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে; ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন করতে হবে; শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন করতে হবে; সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ করতে হবে; আন্দোলনে আটক ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে; ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে; জব্দ করা সব ব্যাটারিচালিত যানবাহন ও ব্যাটারি মালিকের কাছে হস্তান্তর ও নিলামকৃত ব্যাটারির মালিকদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে; চার্জিং স্টেশন নির্মাণ করতে হবে; মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনের পুঁজিকে নিরাপদ করে পর্যায়ক্রমে প্যাডেলচালিত বাহনের শ্রম থেকে মানুষকে মুক্ত করতে হবে এবং শ্রমিকদের ওপর সব জুলুম-নির্যাতন-চাঁদাবাজি-হয়রানি বন্ধ করতে হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ২২ হাজার সরকারি কর্মকর্তা নিয়োগের ঘোষণা আসছে

          নিজস্ব প্রতিবেদক
          ২৪ নভেম্বর, ২০২৪ ১২:৪১
          নিজস্ব প্রতিবেদক
          ২২ হাজার সরকারি কর্মকর্তা নিয়োগের ঘোষণা আসছে

          ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে শূন্যপদ পূরণে ২২ হাজার কর্মকর্তা নিয়োগের ঘোষণা আসছে।

          রোববার (২৪ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান।

          তিনি বলেন, নতুন নিয়োগের সবকটি পদই কর্মকর্তা পর্যায়ের। বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে, নাকি বিশেষ বিসিএস নেওয়া হবে তা সংবাদ সম্মেলনে জানানো হবে।

          আরও জানা গেছে, ক্যাডার ও নন–ক্যাডার মিলে বড় ধরনের এ নিয়োগ বিজ্ঞপ্তির ঘোষণা দেওয়া হতে পারে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত