ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

বেরোবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৪২
নিজস্ব প্রতিবেদক
বেরোবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির আত্মপ্রকাশ

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যলয়ে (বেরোবি) ৫১ সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো: মোরশেদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: সাইদুর রহমান এর নাম প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল ও রংপুর শাখার সভাপতি ড. মফিজুল ইসলাম মান্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

তবে বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বলেন,স্বাধীনতা বিরোধী শক্তির বিচার করা । কোন ধর্মের মধ্যে যেন হানাহানি না হয় সেজন্য অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর চেতনা লালন করা । সর্বোপরি স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষের মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই কমিটির গঠন করা হয়েছে।

সভাপতি ড. মো: মোরশেদ হোসেনের কাছে সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য জানতে চাইলে তিনি বলেন, একাত্তরের ঘাতক ও দালালরা এখনো তাদের জাল বুনে যাচ্ছে । আমরা চাই যাদের এখনো বিচার হয়নি তাদের সাধারণ ক্ষমা ঘোষণা প্রত্যাহার করে আইনের আওতাই এনে যেন বিচার করা হয় । তারা যে দেশের বিরুদ্ধে ,জাতির বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সে বিষয়ে জনগণকে সচেতন করা ।

উল্লেখ্য, ১৯৯২ সালের ১৯ জানুয়ারি শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    চলতি মাসেই গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তির সিদ্ধান্ত

    নিজস্ব প্রতিবেদক
    ২১ সেপ্টেম্বর, ২০২২ ২০:২০
    নিজস্ব প্রতিবেদক
    চলতি মাসেই গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তির সিদ্ধান্ত

    গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া নিয়ে উপাচার্যদের সভা এ মাসেই অনুষ্ঠিত হবে। উপাচার্যদের ওই সভায় গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    এদিকে উপাচার্যদের কর্মব্যস্ততায় এখনো তারিখ নির্ধারণ করতে পারেননি গুচ্ছ কমিটি। তবে আগামী বুধবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যেই এ সভা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি কমিটির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে জবি ক্যাম্পাসে ভর্তির প্রক্রিয়া নিয়ে টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার, যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ আরও একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।

    সূত্র জানিয়েছে, এ সভায় মূলত গুচ্ছের ভর্তির প্রক্রিয়ার সফটওয়্যারের বিষয় নিয়ে আলোচনা হয়। গুচ্ছের কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়ায় যে ওয়েবসাইট ব্যবহার করা হবে; সেটার কাজের ধরন, আবেদনের ক্রম-প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। গুচ্ছের এ সভায় গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ ব্যাপারে চূড়ান্ত আলোচনা করা হবে।

    গুচ্ছ কমিটি জানিয়েছে, গুচ্ছের ভর্তি পরীক্ষা প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রে এক থেকে দেড় মাসের মধ্যে পুরো ভর্তি কার্যক্রম শেষ করতে চাচ্ছে গুচ্ছ ভর্তি কমিটি।

    জানা গেছে, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভর্তির জন্য আবেদন করতে হবে। আবেদন ব্যতীত ভর্তির সুযোগ থাকছে না। শিক্ষার্থীদের আবেদন প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম অনুযায়ী মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

    এবার শুধুমাত্র এক আবেদনেই ২২ বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। এজন্য প্রতি ইউনিট বাবদ ৫০০ টাকা লাগবে এবং ভর্তির সুযোগ পেলে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি নিশ্চয়ন ছাড়া কেউ ভর্তির সুযোগ পাবেন না। এর সঙ্গে ভর্তিতে প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্রও জমা দিতে হবে।

    এছাড়া কোনো ভর্তিচ্ছু যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন, পরে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভর্তি নিশ্চয়নের জন্য দেওয়া পাঁচ হাজার টাকা সমন্বয় করা হবে।

    এর আগে, ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      অক্টোবর থেকে ই-নামজারিতে নগদ টাকা নয়

      নিজস্ব প্রতিবেদক
      ২১ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৮
      নিজস্ব প্রতিবেদক
      অক্টোবর থেকে ই-নামজারিতে নগদ টাকা নয়

      ই-নামজারির কাজে কোনো ফি আগামী অক্টোবর থেকে নগদে নেওয়া হবে না। বুধবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

      এ বিষয়ে বুধবার ভূমি মন্ত্রণালয়ের এক সভায় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, ৩০ সেপ্টেম্বরের পর থেকে নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি-ও আর সনাতন পদ্ধতিতে (নগদে) দেওয়া যাবে না।

      ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-নামজারির আবেদন ফি (কোর্ট ফি) ২০ ও নোটিশ ফি ৫০ টাকা আবেদন করার সময় অনলাইনে দিতে হতো। কিন্তু রেকর্ড সংশোধন ফি ১ হাজার টাকা ও খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা অনলাইনে বা সরাসরি নগদেও নেওয়া হয়। অক্টোবর থেকে এই দুই ফি-ও অনলাইনে নেওয়া হবে। চার ধরনের ফি মিলিয়ে নামজারির জন্য মোট খরচ হয় ১ হাজার ১৭০ টাকা।

      বুধবারের সভায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান অমিতাভ সরকার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খানসহ মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ৪১তম বিসিএসে অযাচিত হাজিরা, প্রার্থিতা বাতিল করল পিএসসি

        নিজস্ব প্রতিবেদক
        ২১ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৫৬
        নিজস্ব প্রতিবেদক
        ৪১তম বিসিএসে অযাচিত হাজিরা, প্রার্থিতা বাতিল করল পিএসসি

        ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন ও হাজিরাবহির্ভূত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণকারী তিনজনের প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

        বিজ্ঞপ্তিতে প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীদের নিবন্ধন নম্বর প্রকাশ করেছে পিএসসি। নিবন্ধন নম্বরগুলো হলো ১৪০১৩০৩৩, ১১০৩৭৬৫৯, ১১১৩১৯৪৯ ও ১২০১১৫৫৩।

        ১৪০১৩০৩৩ নিবন্ধনধারী প্রার্থীর ৪১তম বিসিএসের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ ছাড়া বাকি প্রার্থীদের ৪১তম বিসিএসের প্রার্থিতা বাতিলের পাশাপাশি ২০২১ সালের পরের ১ বছর পিএসসির সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হয়েছে।

        বিজ্ঞপ্তিতে আলো বলা হয়েছে, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার কারণে ৪১তম বিসিএসের বিজ্ঞাপনের ৪৩ (৬) নম্বর অনুচ্ছেদ, বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ২০১৪–এর শর্ত এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষায় অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০ অনুযায়ী কমিশন কর্তৃক এসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          কৃষিগুচ্ছের ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত মেধাতালিকা

          নিজস্ব প্রতিবেদক
          ২১ সেপ্টেম্বর, ২০২২ ১৭:২১
          নিজস্ব প্রতিবেদক
          কৃষিগুচ্ছের ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত মেধাতালিকা

          দেশের আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে। ভর্তি পরীক্ষা শেষে ফলও প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে মোট আসন সংখ্যার তুলনায় কয়েকগুণ শিক্ষার্থীর তালিকা দেওয়া হয়।

          এদিকে প্রকাশিত ফলের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা অনলাইনে বিশ্ববিদ্যালয় ও বিষয়ভিত্তিক পছন্দক্রম দিতে পারছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত অনলাইনে এ পছন্দক্রম দিয়েছেন ভর্তিচ্ছুরা।

          এদিকে কৃষি গুচ্ছভুক্ত আটটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিষয়ভিত্তিক মেধাতালিকা আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হবে। যা পরবর্তীতে কৃষি গুচ্ছের ভর্তির ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

          বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।

          তিনি জানান, ‘আগামী ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট প্রকাশ ও শিক্ষা শাখায় এ তালিকা প্রেরণ করা হবে।’

          এদিকে কৃষি গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শেষ হয়েছে। আগামী সোমবার (২৬ সেপ্টেম্বর) রেজাল্ট চ্যালেঞ্জের ফল প্রকাশিত হবে।

          জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টায় আবেদন গ্রহণ শেষ হয়েছে। শিক্ষার্থী সশরীরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে আবেদন করতে হয়েছে। আবেদনের সাথে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র জমা দেওয়া ছাড়াও এক হাজার টাকা ফি পরিশোধ করতে হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত প্রায় সাড়ে চারশত শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন।

          জানা গেছে, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৭৯ হাজার ১৯৫ জন। ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬৫ হাজার ৩৫৪ জন। আর পরীক্ষার জন্য আবেদন করেও হলে যাননি ১৩ হাজার ৮৪১ জন। পরীক্ষায় ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। সে হিসেবে পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৯৮৫ জন।

          এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত