৭ বিমানবন্দরে লোক নিচ্ছে এয়ার অ্যাস্ট্রা, আবেদন করুন এখনই

এয়ার অ্যাস্ট্রা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দেশের সাতটি বিমানবন্দরের গ্রাউন্ড স্টেশনে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ ও জুনিয়র এক্সিকিউটিভ।
পদের সংখ্যা : নির্ধারিত নয়।
আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস। যেকোনো বিষয়ে স্নাতক পাস হলেই আবেদন করা যাবে। ফ্রেশারদের পাশাপাশি অভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ সুবিধা : পদ ও অভিজ্ঞতা অনুসারে প্রার্থীদের আকর্ষণীয় বেতন প্রদান করা হবে।
আবেদন করবেন যেভাবে : আবেদনপত্র পাঠাতে হবে এয়ার অ্যাস্ট্রার ইমেইল ঠিকানায়। আবেদন করার সময় অবশ্যই যে পদে আবেদন করছেন, ইমেইলের সাবজেক্ট বক্সে সে পদে নাম উল্লেখ করতে হবে।
ইমেইল ঠিকানা : groundjobs@airastra.com
আবেদনের শেষ তারিখ : ৩১ ডিসেম্বর, ২০২২ ইং।
নাভানা গ্রুপে চাকরির সুযোগ: পাবেন পরিবহন সুবিধা

নাভানা গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রিওয়ার্ডস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
পদের নাম : ম্যানেজার।
পদের সংখ্যা : নির্ধারিত নয়।
আবেদন যোগ্যতা : বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং বা এইচআর বিষয়ে জানাশোনা থাকতে হবে।
অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বয়স: প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে। সাথে থাকতে হবে যোগাযোগ দক্ষতা।
কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, উৎসব ভাতা, অফিস ট্রান্সপোর্টের সুবিধা, গ্র্যাচুয়েটি প্রদান করা হবে।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১২ জানুয়ারি, ২০২৩
তথ্য গোপন করলে আবেদকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। দীর্ঘদিন আন্দোলন করলেও আবেদনের সুযোগ দেওয়া হয়নি ইনডেক্সধারীদের।
এতে বলা হয়েছে, যদি কেউ তথ্য গোপন রেখে আবেদন করে নির্বাচিত হন, তবে তার নির্বাচন বাতিল করা হবে।
বুধবার (২১ ডিসেম্বর) এনটিআরসিএ সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক নিয়োগসংক্রান্ত পরিপত্রের ৭ নম্বর অনুচ্ছেদের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করায় কর্মরত শিক্ষকদের (এমপিওভুক্ত) আবেদন করার সুযোগ নেই। তবে স্কুল পর্যায়ে যদি কোনো নিবন্ধন সনদধারী (এমপিওভুক্ত) প্রাপ্ত প্রার্থীর কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি কলেজ পর্যায়ে এমপিওভুক্ত না হন তবে তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত কলেজ পর্যায়ের পদে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। বিপরীতক্রমে কলেজ পর্যায়ে নিবন্ধন সনদধারী এমপিওভুক্ত প্রার্থীর যদি স্কুল পর্যায়ের শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে এমপিওভুক্ত না হন তবে তার নিবন্ধন সনদে উল্লিখিত স্কুল পর্যায়ের পদে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।’
যদি কোনো প্রার্থী কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিরত (এমপিওভুক্ত) হওয়া সত্ত্বেও তথ্য গোপন করে আবেদন করে নির্বাচিত হন, তবে তার নির্বাচন বাতিল করা হবে এবং তার বিদ্যমান এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
ম্যানেজমেন্ট ট্রেইনি পদে মোহাম্মদী গ্রুপে চাকরির সুযোগ

মোহাম্মদী গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেইনি পদে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি।
পদের সংখ্যা : ৮টি।
আবেদন যোগ্যতা : ফ্যাশন ডিজাইন, ফ্যাশন মার্চেন্ডাইজিংম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও হিউম্যান রিসোর্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ৫ জানুয়ারি, ২০২৩
সমন্বিত ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

সমন্বিত ৮ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠানের ২০২০ সালভিত্তিক ১ হাজার ৬৯টি শূন্য পদে নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেখা যায়, মোট ৮ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের এমসিকিউ পরীক্ষা আগামী ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুসারে ঢাকার দুই সিটি করপোরেশনের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং পত্রিকায় প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের এ ই-মেইলে info.bscs@bb.org.bd যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য