বাণিজ্য মন্ত্রণালয়ে ৮ জনের চাকরি

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যৌথমূলধন কোম্পানি ও ফার্মে ০৫টি পদে ০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাণিজ্য মন্ত্রণালয় বিভাগের নাম: যৌথমূলধন কোম্পানি ও ফার্ম
চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: ঢাকা
বয়স: ২৫ আগস্ট ২০২২ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর
আবেদনের নিয়ম: আগ্রহীরা rjsc.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১-৪ নং পদের জন্য ১১২ টাকা, ৫ নং পদের জন্য ৫৬ টাকা এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন শুরু: ২৬ জুলাই ২০২২ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২২ সন্ধা ০৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: যুগান্তর, ২৩ জুলাই ২০২২
পাট গবেষণা ইনস্টিটিউট নেবে একাধিক বৈজ্ঞানিক কর্মকর্তা, আবেদন ফি ৫০০

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এই প্রতিষ্ঠানে তৃতীয় থেকে ষষ্ঠ গ্রেডে ১৫ জন বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরনের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদসংখ্যা: ১ যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডিসহ ১২ বছরের অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি)/ বিএসসি (টেক)/ এমএস/ এমএসসিসহ সংশ্লিষ্ট কাজে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১০টি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকা বাঞ্ছনীয়। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য। বয়স: সর্বনিম্ন ৪২ বছর বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)
২. পদের নাম: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদসংখ্যা: ৬ যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডিসহ সাত বছরের অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি)/ বিএসসি (টেক)/ এমএস/ এমএসসিসহ সংশ্লিষ্ট কাজে অবদানসহ ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আটটি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকা বাঞ্ছনীয়। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য। বয়স: সর্বনিম্ন ৩৯ বছর বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)
৩. পদের নাম: ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদসংখ্যা: ৮ যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডিসহ ১২ বছরের অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি)/ বিএসসি (টেক)/ এমএস/ এমএসসিসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তিনটি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধের প্রকাশনা অগ্রাধিকারযোগ্য। বয়স: সর্বনিম্ন ৩৫ বছর বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
বয়সসীমা আবেদনকারীর বয়স ২০২২ সালের ৮ জুলাই উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত আবেদনের মডেল ফরমে আবেদন করতে হবে। আবেদনের মডেল ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এই লিংক ও বিজেআরআইয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এই আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। প্রার্থীদের ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল রিসার্চ সিস্টেম (এনএআরএস) নীতিমালা/ মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করা হবে। সে পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট মূল্যায়ন ফরম চার প্রস্থ (সংযোজনীসহ) আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। নির্দিষ্ট মূল্যায়ন ফরম বিজেআরআইয়ের ওয়েবসাইট এবং বিএআরসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও জেলা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদন ফি আবেদনকারীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের অনুকূলে ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা-১২০৭।
আবেদনের সময়সীমা: ২৪ জুলাই ২০২২ থেকে ২২ আগস্ট ২০২২ পর্যন্ত।
রেড ক্রিসেন্ট সোসাইটিতে কক্সবাজারে চাকরি, বেতন প্রায় এক লাখ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি পপুলেশন মুভমেন্ট অপারেশন (পিএমও) প্রজেক্টে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজার—শেলটার অ্যান্ড কনস্ট্রাকশন
প্রজেক্ট: পিএমও
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শেলটার, ওয়াস, বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কমিউনিটি মোবিলাইজেশন অ্যান্ড কো–অর্ডিনেশনে দক্ষ হতে হবে। প্রজেক্ট/প্রোগ্রাম, প্ল্যানিং অ্যান্ড বাজেটিং, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং, নেটওয়ার্কিং অ্যান্ড অ্যাডভোকেসি ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। ইনডিজাইন/অটোক্যাড/ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারের কাজ জানতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)।
কর্মস্থল: কক্সবাজার (তবে ফিল্ড ভিজিট করতে হবে)।
বেতন: মাসে ৯৫,০০০ টাকা।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ জুলাই ২০২২
চাকরি নিয়ে জাপান যাওয়ার সুযোগ দিচ্ছে বি-জেট

বাংলাদেশ-জাপান আইসিটি ইঞ্জিনিয়ার্স ট্রেনিং প্রোগ্রাম (বি-জেট) জাপান যাওয়ার সুযোগ করে দিয়েছে। আপনার যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইটি বা আইসিটি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকে, তাহলে আপনিও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ নিয়ে জাপানে ক্যারিয়ার গড়তে পারেন। এ প্রোগ্রামের অধীন ১১তম ব্যাচে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অনলাইনে ৩১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।
বি-জেট সম্পর্কে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সি (জাইকা) যৌথভাবে ২০১৭ সালে বি-জেট প্রোগ্রাম চালু করে। ‘জাপানিজ আইটি সেক্টরের উপযোগী করে আইটি ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়ন প্রকল্প’-এর অধীন এ প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। প্রোগ্রামের অষ্টম ব্যাচ পর্যন্ত অর্থায়ন করেছে জাইকা। বর্তমানে অর্থায়ন করছে জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয়। এ প্রোগ্রাম বাস্তবায়ন করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মিয়াজাকি বিশ্ববিদ্যালয়। পুরো প্রোগ্রাম তত্ত্বাবধান করছে বিসিসি।
আবেদনের যোগ্যতা এই প্রোগ্রামে ভর্তির জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইটি বা আইসিটি বিষয়ে স্নাতক পাস হতে হবে। প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিষয়ে দুই বছর বা তার বেশি চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। জাপানি ভাষা শেখার প্রবল আগ্রহ থাকতে হবে। অনলাইনে ক্লাস করার জন্য কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। প্রশিক্ষণ শেষে জাপানে চাকরি করার মানসিকতাও থাকা চাই।
ভর্তিপ্রক্রিয়া সাধারণত বছরে দুবার শিক্ষার্থী ভর্তি করা হয়। বছরের শুরুতে জানুয়ারি ও জুলাই মাসে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়। বি-জেটের ওয়েবসাইট ও অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। এক ব্যাচে ৪০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। প্রার্থীদের আবেদন পাওয়ার পর সংক্ষিপ্ত তালিকা থেকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়। পরীক্ষায় তথ্যপ্রযুক্তির বেসিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়। ভর্তির জন্য কোনো ফি দিতে হয় না। শুধু লেখাপড়ার উপকরণ খরচ বাবদ এককালীন ১০ হাজার টাকা জমা দিতে হয়।
যেভাবে আবেদন ১১তম ব্যাচে ভর্তির জন্য ১ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। অনলাইনে এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে। ১১তম ব্যাচের ক্লাস শুরু হবে ১০ অক্টোবর। শেষ হবে আগামী বছরের ১০ মার্চ।
যেসব বিষয়ে প্রশিক্ষণ পাঁচ মাসের প্রশিক্ষণের মধ্যে প্রাথমিকভাবে অনলাইনে প্রশিক্ষণ হবে। তবে তিন সপ্তাহের জন্য সশরীর ক্লাস অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বি-জেট সেন্টারে সশরীর ক্লাস অনুষ্ঠিত হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষে মিয়াজাকি বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট দেওয়া হয়। তথ্যপ্রযুক্তি বিষয়ের পাশাপাশি জাপানি ভাষা ও জাপানের করপোরেট কালচার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। জাপানি ভাষার এন-৪ লেভেল পর্যন্ত পড়ানো হয়। জাপানের আইটি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে চাকরির ভাইভায় কীভাবে কথা বলতে হবে, সেটিও শেখানো হয়। এ ছাড়া জাপানে চাকরির জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়া সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়।
চাকরি নিয়ে জাপানে গত মার্চে ৯ম ব্যাচের ক্লাস শেষ হয়। সফলভাবে প্রশিক্ষণ শেষে ৯ম ব্যাচের ৪০ জনের মধ্যে ১৭ জন চাকরি নিয়ে জাপানে গেছেন। তাঁরা বর্তমানে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। প্রোগ্রামটি চালুর পর এখন পর্যন্ত মোট ২০৬ জন প্রশিক্ষণ শেষে চাকরি নিয়ে জাপানে গেছেন। উজ্জ্বল কুমার সাহা বলেন, বি-জেট গ্র্যাজুয়েটদের মধ্যে অনেকে জাপানের নামকরা সফটওয়্যার প্রতিষ্ঠানে কর্মরত আছেন। প্রশিক্ষণ নেওয়া প্রার্থীদের মধ্যে জাপানে চাকরির হার ৭০ শতাংশ এবং সামগ্রিকভাবে এই হার ৯৮ শতাংশ।
জাপানে বাংলাদেশিদের চাহিদা বাড়ছে জাপানের সফটওয়্যার প্রতিষ্ঠান বিজনেস আর্কিটেক্ট ইনকরপোরেশনে প্রায় দুই বছর ধরে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন মো. মুহায়মিন হোসেন। বি-জেট প্রোগ্রামে ষষ্ঠ ব্যাচে প্রশিক্ষণ শেষ করে জাপানি প্রতিষ্ঠানে চাকরি পান তিনি।
মুহায়মিন হোসেন বলেন, ‘এখানে প্রযুক্তি খাতে বাংলাদেশিদের যথেষ্ট চাহিদা রয়েছে। প্রতিনিয়ত সেই চাহিদা বাড়ছে। কারণ, এখানে যেসব বাংলাদেশি চাকরি করেন, তাদের সুনাম বেশ ভালো। জাপানে তথ্যপ্রযুক্তিতে দক্ষ ব্যক্তিদের বেতন-ভাতা যুক্তরাষ্ট্র ও কানাডার সমান। তবে যুক্তরাষ্ট্রের চেয়ে এখানে বসবাসের খরচ কম। তাই তথ্যপ্রযুক্তিতে দক্ষ ব্যক্তিদের ভালো গন্তব্য জাপান। আর এখানকার মানুষেরাও অনেক আন্তরিক।
মুহায়মিন হোসেন জানান, যারা জাপানে আসতে চান, তাদের অবশ্যই তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে আসতে হবে। তথ্যপ্রযুক্তি জ্ঞানের পাশাপাশি জাপানি ভাষাটা জানাও জরুরি। এ ক্ষেত্রে বি-জেট প্রোগ্রাম হতে পারে দারুণ সহায়ক। এখানে প্রশিক্ষণ নেওয়ার সময়ই অনেক জাপানি প্রতিষ্ঠান চাকরির জন্য সাক্ষাৎকার নিতে আসে। তাই চাকরি পাওয়াটা অনেক সহজ হয়।
আইআরসিতে কক্সবাজারে চাকরি, বেতন এক লাখের বেশি

মার্কিন দাতা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি গ্র্যান্টস বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: গ্র্যান্টস অ্যান্ড কমপ্ল্যায়েন্স ম্যানেজার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থায় গ্র্যান্ট ম্যানেজমেন্টে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিপোর্ট রাইটিং, ফাইন্যান্সিয়াল রিপোর্ট রিভিউ, গ্র্যান্ট মনিটরিং, রিস্ক অ্যান্ড কমপ্ল্যায়েন্স ম্যানেজমেন্ট ও বাজেট রিঅ্যালাইনমেন্টে দক্ষ হতে হবে। সমস্যা সমাধানে দক্ষ হতে হবে। প্রজেক্ট প্ল্যানিং ও প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট জানতে ও বুঝতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
কর্মস্থল: আইআরসি-বাংলাদেশ, কক্সবাজার অফিস
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ১১ হাজার ২০০ টাকা। এ ছাড়া বছরে দুটি মূল বেতনের সমপরিমাণ বোনাস, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা এবং মুঠোফোন বিল দেওয়া হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের আইআরসির ওয়েবসাইটের লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই ২০২২।
মন্তব্য