ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম

বাউয়েটে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:২০
নিজস্ব প্রতিবেদক
বাউয়েটে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

বাউয়েট প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বাউয়েট ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাবের উদ্যোগে দুইদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ, ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে তিনি শিক্ষার্থীদের প্রদর্শীত ফটো গ্যালারী ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি, রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন, অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী ছাত্র—ছাত্রীদের উৎসাহ প্রদান করে বলেন, ‘প্রাকৃতিক পরিবেশের সাথে সংশ্লিষ্ট বাস্তবধর্মী ছবি তোলা এবং প্রদর্শনীর আয়োজন করতে হবে।’ তিনি চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের সাথে সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ফটোগ্রাফি এন্ড মিডিয়া কস্নাবের সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম এবং ক্লাবের সহসভাপতি মোঃ কামরুজ্জামান বলেন, ‘ভবিষ্যতে আরো বড় পরিসরে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।’

চিত্র প্রদর্শনীতে ডিএসএলআর এবং মোবাইল ক্যাটাগরিতে মোট বাছাইকৃত ৫০টি ছবি স্থান পেয়েছে। প্রদর্শনী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইবিতে জাপানে উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক
    ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:১২
    নিজস্ব প্রতিবেদক
    ইবিতে জাপানে উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

    ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইআইইআর'র উদ্যোগে জাপানে উচ্চশিক্ষা ও চাকরীর সুযোগ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়।

    সেমিনারে আইআইইআর এর পরিচালক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।

    সেমিনারে কিনোট স্পিকার ছিলেন যথাক্রমে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিজ এন্ড সায়ন্সের ডিন প্রফেসর ইয়োশীও মায়েদা। কিনোট শিরোনামের বিষয় ছিলো সাস্টেনেবল সোসাইটি কিরেটেড বাই দ্যা ইয়ুথ অব দ্যা ওয়ার্ল্ড এবং এভরি জাপান গ্রপের সিইও কাওয়ামোতে ইয়াশুহিরো। তাঁর কিনোট শিরোনামের বিষয় ছিলো হাইআর এডুকেশন এন্ড জব অপরচুনিটি ইন জাপান।

    আন্তর্জাতিক সেমিনারে বিদেশে পড়তে ইচ্ছুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন সকল স্তরের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      রাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে রাজনৈতিক অধিকার বিষয়ক উন্মুক্ত আলোচনা

      নিজস্ব প্রতিবেদক
      ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ২৩:১১
      নিজস্ব প্রতিবেদক
      রাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে রাজনৈতিক অধিকার বিষয়ক উন্মুক্ত আলোচনা

      বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা এবং বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে রাজনৈতিক অধিকার বিষয়ক উম্মুক্ত আলোচনা।

      শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়েজেদ মিয়া একাডেমিক ভবনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

      আইভিএলপি ইম্প্যাক্ট আওয়ার্ড ২০২৩ বিজয়ী প্রকল্প 'প্রমোটিং পলিটিকাল পার্টিসিপেশন অভ ইয়ুথ উইথ ডিজ্যাবিলিটিস' এর আওতায় রাবি ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে এ উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

      উন্মুক্ত আলোচনায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক অংগ্রহনে চ্যালেঞ্জগুলো শেয়ার করেন এবং রাজনৈতিক অংংশগ্রহণের জন্য সংকল্প ব্যক্ত করেন।

      অধ্যাপক জান্নতুল ফেরদৌস বলেন, প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির জন্য যে বাঁধাগুলো কাজ করে তা মূলত মানসিক। এছাড়া আর কোন বাঁধা নেই। যেকোন দাবি আদায়ে ও সমস্যার সমাধানে প্রতিবন্ধী শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন যে, প্রতিবন্ধীদের সমাজের করুণা বা কোটা সুবিধা নিয়ে নয়, নিজের আলোতেই আলোকিত হতে হবে।“

      এর আগে, গত ১৫ সেপ্টেম্বর প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন করা হয় এবং আজ উন্মুক্ত আলোচনা মধ্য দিয়ে প্রোগ্রাম শেষ হয়। সেখানে অংশগ্রহণকারীদের পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

      উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবন্ধী শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকারসহ সকল অধিকার সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে এসেছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

      আয়োজনের প্রকল্প পরিচালক পিডিএফ ইয়ুথনেটের টিম লিড নাজমুস সাকিব বলেন, “আজকে আমাদের এই প্যানেল আলোচনায় বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের মাধ্যে একটি প্রানবন্ত আলোচনা হয়েছে। এই আলোচনায় উঠে এসেছে তরুণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের রাজনৈতিক অংশগ্রহনের ক্ষেত্রে চ্যালেঞ্জসমুহ ও তাদের রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিতে করণীয় পদক্ষেপ সমূহ। আশা করি এই আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের রাজনৈতিক ক্ষমতায়নের নতুন দ্বার উন্মুক্ত করবে।

      উন্মুক্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলাম সাউদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোখলেসুর রহমান মিলন, রাবির সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদাউস, রাস্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ফারাত তাসনিম, রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, রাকসুর সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, ছাত্রী ইউনিয়নের কেন্দ্রীয় নেত্রী শাকিলা খাতুন, এবং নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক মীর আলহাজ হোসেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        খুবিতে আদিবাসী শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

        নিজস্ব প্রতিবেদক
        ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ২৩:২
        নিজস্ব প্রতিবেদক
        খুবিতে আদিবাসী শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

        খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আদিবাসী শিক্ষার্থীদের আয়োজনে নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আদিবাসী ছাত্রকল্যাণ সংস্থা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

        অনুষ্ঠানে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় থেকে '২৩ ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়৷ এরপর 'সম্প্রীতির সুর: দ্বিতীয় অধ্যায়' নামে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। যেখানে আদিবাসী শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনার মাধ্যমে তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন।

        অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি দীপক চাকমা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তেমিয় চাকমা। এছাড়াও প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন উরাওঁ, বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত সংগঠনের সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

        অনুষ্ঠান সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক তেমিয় চাকমা বলেন, আমরা বিভিন্ন সম্প্রদায় থেকে আসা ছোট ভাইবোনদের বরণ করে নিয়েছি এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। আমাদের বিশ্বাস, এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সকল আদিবাসী শিক্ষার্থীদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ ভাবকে আরও প্রগাঢ় করবে। সেই সাথে তাদের নিজেদের সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে বাংলাদেশের জাতিগত ঐক্য ও সম্প্রীতির আহবান ছড়িয়ে দেবে সকলের মাঝে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

          নিজস্ব প্রতিবেদক
          ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ২২:৫৬
          নিজস্ব প্রতিবেদক
          রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

          বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ রবীন্দ্র ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (আরইউবডিএস) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

          শনিবার (১৬ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টেগোর লেকচার থিয়েটারে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরইউবডিএস ওর উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমীন সুলতানা।

          কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ও হাউজ অব ডিবেটরসের এর ভাইস প্রেসিডেন্ট মো: আসিফুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ইংরেজি বিতর্ক উইংয়ের কো কনভেনার রাগিব আনজুম।

          কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীর ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আরইউবডিএস এর সদস্যদের জন্য কর্মশালাটি ছিল উন্মুক্ত। এছাড়াও নিবন্ধনের মাধ্যমে অন্যান্যদের জন্য ও ছিল অংশগ্রহণের সুযোগ।

          কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র উপদেষ্টা শারমিন সুলতানা বলেন, মেধা ও মনন বিকাশের মাধ্যম বিতর্ক আমাদের চিন্তাভাবনার জগৎকে প্রসারিত করে তুলে। যৌক্তিকতার মাধ্যমে সহজে ও সাবলিলভাবে একজন বিতার্কিক অন্যদের নিকট নিজের মতামতকে গ্রহণযোগ্য করে তুলতে পারে। শিক্ষার্থীরা যেন গ্রন্থগত বিদ্যাকে বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারে, মুক্ত বুদ্ধির চর্চা করতে পারে এবং যুক্তির মাধ্যমে নিজের অভিমত প্রতিষ্ঠা করতে পারে, সেই লক্ষ্য ও উদ্দেশ্যেকে নিয়েই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কাজ করে যাচ্ছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত