The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪

পঞ্চগড় জেলায় নৌকাডুবির দেড় মাস পর আরও একজনের মরদেহ উদ্ধার

শিশির আসাদ, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ার ঘাটে এলাকার করতোয়া নদীতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনার প্রায় দেড় মাস পর ভূপেন্দ্রনাথ বর্মন (৪০) নামে আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার সহকারী কমিশন (ভূমি) মো. ইমরানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

মো. ইমরানুজ্জামান বলেন, গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকার করতোয়া নদীতে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এ মর্মান্তিক ঘটনায় নদী থেকে ৬৯টি লাশ উদ্ধার করা হয়। তবে নৌকাডুবির ঘটনার প্রায় দেড় মাস পর আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৭০ জনের লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, আরও দুজন এখনও নিখোঁজ আছে।

উদ্ধার ভূপেন (৪০) দেবীগঞ্জ উপজেলার শালডাঙা ইউনিয়নের বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর (রোববার) বিকেলে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া উপলক্ষে পঞ্চগড়ের বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকাটির ধারণক্ষমতা ৫০ থেকে ৬০ জন হলেও তাতে পারাপার হচ্ছিলেন শতাধিক যাত্রী। একপর্যায়ে অতিরিক্ত যাত্রী নিয়ে মাঝ নদীতেই নৌকাটি উল্টে যায়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.