পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

পদার্থবিজ্ঞানে এ বছর তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার ( ৪ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস অ্যাকাডেমি পদার্থের নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেছে।
কোয়ান্টাম মেকানিক্সে অবদানের পদার্থ বিজ্ঞানে চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন অ্যালাইন আসপেক্ট, জন এফ ক্লসার এবং অ্যান্টন জেলিঙ্গার।
নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ তারা পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার।
এর আগে, গতকাল (সোমবার) বিলুপ্ত হোমিনিনের জিন ও মানব বিবর্তনের যুগান্তকরী এক গবেষণার জন্য চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের এই পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতাত্ত্বিক বিজ্ঞানী সোয়ান্তে প্যাবো।
চলতি বছর ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এই বছরের পুরস্কার কার্যক্রম শেষ হবে।
উপ-সচিব নেবে ইউজিসি, বয়স ৪৫ হলেও চলবে

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। প্রতিষ্ঠানটিতে উপ-সচিব ও উপ-পরিচালক পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)
পদের নাম: উপ-সচিব (প্রশাসন)
পদসংখ্যা: ১ টি
আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ নিয়ে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে।
পদের নাম: উপ-পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট)
পদসংখ্যা: ১ টি
আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ নিয়ে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে।
আবেদন ফি: ৮০০/- টাকা
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সচিব বরাবর অথবা ডাকযোগে সরাসরি পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২২
ঢাবির ক-ইউনিটে আসন শূন্য, ডাকা হয়েছে ভর্তিচ্ছুদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক-ইউনিটের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটে বেশ কয়েকটি আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণে আগামী ১০ অক্টোবর প্রার্থীদের ডেকেছে কর্তৃপক্ষ। এ জন্য নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হতে হবে। ক-ইউনিটের সমন্বয়কারী ও ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক-ইউনিটভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটসমূহের মধ্যে বর্তমানে ভূগোল ও পরিবেশ বিভাগ, ভূতত্ত্ব বিভাগ, সমুদ্রবিজ্ঞান বিভাগ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (জীববিজ্ঞান ও ভৌত বিজ্ঞান) এবং লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী ইনস্টিটিউটের লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগে কিছু সংখ্যক আসন খালি আছে।
যে সব ভর্তিচ্ছু শিক্ষার্থী উল্লেখিত বিভাগসমূহে পড়তে ইচ্ছুক কেবলমাত্র তাদের সাক্ষাৎকার নিম্নলিখিত মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী ফার্মেসী অনুষদের (খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবনের ৬ষ্ঠ তলা) কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সাক্ষাৎকারে নিম্নলিখিত কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল গ্রেডশিটসমূহ জমা রাখা হবে। মূল গ্রেডশিট ছাড়া সাক্ষাৎকার গ্রহণ করা হবে না। আগামী ১০ অক্টোবর (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫১৮৫-৫৮০০ মেধাক্রমধারী শিক্ষার্থীদের ডাকা হয়েছে।
শিক্ষার্থীদের নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে- (ক) ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র (খ) এস.এস.সি. এবং এইচ.এস.সি. পরীক্ষার মূল গ্রেডশিট (গ) ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং বিষয়সমূহের পছন্দক্রম ফরম। উভয় ফরমে শিক্ষার্থী তারিখ ও মোবাইল নম্বর প্রদান করে স্বাক্ষর করবে।
মূল গ্রেডশিটসমূহ জমা দেয়ার পূর্বে প্রার্থীদের পরবর্তীতে ভর্তির জন্য প্রত্যেকটি গ্রেডশিটের অন্তত ১০টি করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে। উল্লেখিত সময়ের পরে আর কোনো সাক্ষাৎকার গ্রহণ করা হবে না।
১ম বিসিএসেই তকী ফয়সালের প্রশাসন ক্যাডারে প্রথম হবার গল্প!

১ম BCS দিয়েই ক্যাডার হয়ে প্রশংসায় ভাসছেন বুয়েটের শিক্ষার্থী তকী ফয়সাল। ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েটের) তকী ফয়সাল। তাকে নিয়ে ইতোমধ্যেই অনলাইনে আলোচনা শুরু হয়েছে। সকলের প্রশংসায় ভাসছেন তকী ফয়সাল।
তকী ফয়সাল বগুড়া জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং আজিজুল হক কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। দুটোতেই গোল্ডেন GPA-5 পেয়ে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং(EEE) বিভাগে। বিশ্ববিদ্যালয়ের ফলাফলও করেছেন অসম্ভব ভালো। তকী ফয়সাল বলেন, “‘বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শুধু Academic পড়াশোনাকেই প্রাধান্য দিয়েছি। BSc চূড়ান্ত ফলাফলের পর বড় ভাইয়ের উৎসাহে BCS’এর পড়া শুরু করে দিলাম। আমার বড় ভাই রফি ফয়সালও ৩৪তম বিসিএসে প্রাণিসম্পদ ক্যাডার। তাঁর পরামর্শই আমার বেশি কাজে লেগেছে। ভাইয়ের দেখানো পথে হেঁটেই সফলতা পেয়েছি।
তিনি বলেন, খুদে বার্তার মাধ্যমে ফলাফল দেখে কিছুটা বিস্মিত হই। ১ম হবো, সেটা কখনোই ভাবিনি। ফলাফলের পর থেকেই আত্মীয় আর বন্ধুরা শুভকামনা জানাতে লাগলেন। খুবই ভালো লাগছে। তকীর ফয়সালের বাবা “মোকাররম হোসেন” উত্তরা ব্যাংকের কর্মকর্তা এবং মা নাজমুন নাহার গৃহিণী। দুজনই তাঁকে সারাক্ষণ উৎসাহ দিয়ে যেতেন।” নিজের চেষ্টা আর পরিশ্রমে এই ফলাফল হয়েছে বলে জানালেন তকী ফয়সাল।
প্রশাসনে চাকরি নিয়ে তকী বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে অনেকে দেশের বাইরে চলে যায়। আমি চেয়েছি দেশে থাকতে। দেশের জন্য কাজ করতে। এই জন্য প্রশাসন ক্যাডার একটি ভালো প্ল্যাটফর্ম। তিনি নতুনদের উদ্দেশ্যে বলেন, “BCS-এ সাফল্য পেতে লেগে থাকতে হবে, একটা গাইডলাইন তৈরি করে এগোতে হবে। তাহলেই লক্ষ্যে পৌঁছানো যাবে।” সুদর্শন চেহারার তকী ফয়সালের মুখভর্তি দাড়ি। মাথায় টুপি আর গায়ে লম্বা পাঞ্জাবি।
এ কারণে তাকে নিয়ে একটু আলাদা আলোচনাই তৈরি হয়েছে ফেসবুকে। যেখানে এখন মাদরাসা পড়ুয়া অথবা টুপি দাড়িকে হেয় চোখে দেখার প্রবণতা দেখা যায় সেখানে তাদের ছেলের এমন BCS-এ চমক একটু ব্যতিক্রমী রঙ তো লাগবেই। অনেকেই তাই তকীকে নিয়ে গর্ব করে লিখছেন, “সমাজে ভেদাভেদ তৈরির অপচেষ্টাকারীদের জন্য তকী অনন্য উদাহরণ। পোশাক ও বর্ণ সাম্প্রদায়িকদের চোখ খুলবে তকী ফয়সাল!
ফেসবুকে ফেরদৌসি নামের একজন লিখেছেন, “এবার ৩৭তম BCS-এ প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তকী ফয়সাল ভাই। PSC-কে অনেক ধন্যবাদ যে তারা এখন শুধু মেধা দেখে নিয়োগ দেন। কে মাদরাসায় পড়লো, কে দাড়ি রাখলো, আর কে টুপি পরলো তা দেখেন না, এখন শুধু মেধাই হচ্ছে সব।””
১৯ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা পঁচিশে জায়গা করে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুবির অবস্থান ২৩তম। এ তালিকায় গত বছরের চেয়ে ১৯ধাপ এগিয়ে ২৩তম স্থানে অবস্থান করছে বিশ্ববিদ্যালয়টি।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে প্রথম স্থানে রয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থানে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
তালিকায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর অবস্থান রয়েছে পঁচিশ-এ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের এপিএ মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এর মধ্যে সেরা পঁচিশে জায়গা করে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
মোট ছয়টি বিষয়ে ১০০ নম্বরের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে কৌশলগত উদ্দেশ্যসমূহের ক্ষেত্রে ৭০ নম্বর, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার ক্ষেত্রে ১০, ই-গভর্ন্যান্স বা উদ্ভাবন পরিকল্পনায় ১০, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা পরিকল্পনায় ৪, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনায় তিন এবং তথ্য অধিকার কর্ম পরিকল্পনায় তিন নম্বর ধরা হয়েছে।
ফলাফলের তথ্য অনুযায়ী, ১০০ নম্বরের মধ্যে ৬৯.৯৪ পেয়ে ২৩তম স্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)। ৯৯ দশমিক ৪৭ পেয়ে প্রথম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ৪৮। ফলাফলের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কুবির প্রাপ্ত নম্বর ৬৯ দশমিক ৯৪।
উল্লেখ্য যে, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়ন, সকল স্তরের কর্মকান্ডে স্বচ্ছতা নির্ধারণ এবং সরকার ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০১৬-১৭ অর্থবছর থেকে ইউজিসি তার আওতাধীন সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে এবং সে মোতাবেক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
মন্তব্য