ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

ঢাবি’র ছাত্র-শিক্ষক কেন্দ্রে শুরু হয়েছে ৮দিনব্যাপী নাট্যোৎসব

নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২২ ১৩:৪
নিজস্ব প্রতিবেদক
ঢাবি’র ছাত্র-শিক্ষক কেন্দ্রে শুরু হয়েছে ৮দিনব্যাপী নাট্যোৎসব

টিআরসি রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে ৮দিনব্যাপী ১৬তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব শুরু হয়েছে। ডিসেম্বরের ০১ তারিখে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে হয়েছে এই নাট্যোৎব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নাট্যোৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, এমপি-কে নাট্যজন সম্মাননা প্রদান করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই নাট্যোৎসবের সাফল্য কামনা করে বলেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে। নাট্যচর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক, মানবিক ও সৃষ্টিশীল সমাজ বিনির্মাণে কাজ করার জন্য উপাচার্য থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ৮দিনব্যাপী এই নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিভাগীয় শিক্ষার্থীদের পরিবেশনায় ২টি করে নাটক মঞ্চস্থ হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঢাবিতে গাড়ি চাপায় নারীর মৃত্যু: নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ

    নিজস্ব প্রতিবেদক
    ২ ডিসেম্বর, ২০২২ ২৩:১৫
    নিজস্ব প্রতিবেদক
    ঢাবিতে গাড়ি চাপায় নারীর মৃত্যু: নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকের গাড়ি চাপায় এক নারীর মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত যানবাহন বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এতে সংহতি জানিয়েছেন বেশকিছু সাধারণ শিক্ষার্থী।

    শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে মশাল হাতে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্র ইউনিয়ন ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশ ও সেখান থেকে ভিসির বাসভবন পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করেন ছাত্র অধিকার পরিষদ। এতে সাধারণ শিক্ষার্তীরাও যোগ দেয়।

    https://therisingcampus.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87/

    বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র অধিকারের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে গাড়ি চলাচলের জন্য সঠিক কোনো নিয়ম মানা হয় না। গাড়ি উল্টোপথে আসতেছে কি না তা দেখার জন্য কোনো নিরাপত্তারক্ষী নেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে প্রত্যেক শিক্ষার্থী ও দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব কিন্তু আজকে যে একজন নারীকে গাড়ির নিচে পিষে হত্যা করা হয়েছে সেই ঘটনায় ঢাবি প্রক্টর দায় এড়ানোর চেষ্টা করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই হত্যাকাণ্ডের দায় বিশ্ববিদ্যালয়কে অবশ্যই নিতে হবে।

    ঢাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকে যে হত্যা হইছে এটাকে একটা হত্যা হিসেবে গণনা করতে হবে। এটা কোনো দুর্ঘটনা নয় বরং একজন সাবেক শিক্ষকের দ্বারা নারী হত্যা করা হয়েছে। ওই শিক্ষক যদি নারীকে গাড়ির নিচে চাপা পড়তে দেখে গাড়ি থামিয়ে দিতো তাহলে সেটি দুর্ঘটনা হতো কিন্তু তিনি সেটা করেননি বরং তিনি ওই নারীকে টেনেহিঁচড়ে নীলক্ষেত পর্যন্ত নিয়ে যায়। এর দ্বারা হত্যার মনিফ (উদ্দেশ্য) বোঝা যায়। এটা মার্ডার। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এই হত্যা ঘটিয়েছে এজন্য বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যে আমরা এটার জন্য নিন্দিত ও লজ্জিত।

    সংক্ষিপ্ত সমাবেশে তারা বেশ কয়েকটি দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। সেগুলো হলো— বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে প্রত্যেক শিক্ষার্থী ও দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসের প্রত্যেকটি প্রবেশপথে চেকপোস্ট বসাতে হবে। কোনো প্রাইভেট গাড়ি বা অতিরিক্ত যানবাহন বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তাকর্মী নিয়োগ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে। এবং যে প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে উদাসীন সেই প্রশাসনের পদত্যাগ দাবি করেন তারা।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ডাঃ এস এ মালেকের আরোগ্য কামনায় ইবিতে বিশেষ মোনাজাত

      নিজস্ব প্রতিবেদক
      ২ ডিসেম্বর, ২০২২ ২২:৫৯
      নিজস্ব প্রতিবেদক
      ডাঃ এস এ মালেকের আরোগ্য কামনায় ইবিতে বিশেষ মোনাজাত

      বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এস এ মালেকের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আজ (২ ডিসেম্বর) শুক্রবার বাদ জুম্মা ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

      প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মামুনুর রহমান প্রমূখ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ.স.ম. শোয়াইব আহমাদ।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        নিটারের ভ্রাতৃত্বের বন্ধনে যুক্ত হলো ১১তম ব্যাচ

        নিজস্ব প্রতিবেদক
        ২ ডিসেম্বর, ২০২২ ২২:৪২
        নিজস্ব প্রতিবেদক
        নিটারের ভ্রাতৃত্বের বন্ধনে যুক্ত হলো ১১তম ব্যাচ

        নিটার প্রতিনিধি: সাভারের অদূর নিটারে (ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্সটিটিউট) আয়োজিত হয়ে গেলো নিটার এবং ১০ম ব্যাচের পক্ষ থেকে ১১ ব্যাচের নবীনবরণের অনুষ্ঠান।

        পহেলা ডিসেম্বর সকাল ১১ টায় কোরআন তিলওয়াত,গীতাপাঠ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।এসময় উপস্থিত ছিলেন নিটারের সম্মানিত শিক্ষকবৃন্দ, ক্যাম্পাসের ৮ম,৯ম,১০ম ব্যাচ এবং অনুষ্ঠানের প্রাণ ১১ ব্যাচের নবীন শিক্ষার্থীরা।

        অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, নাটকের মতো বিভিন্ন সেগমেন্টে তারা তাদের প্রতিভা প্রদর্শন করে।পাহাড়ি নৃত্যের তালে তালে অথবা নাটকে,আবৃত্তির বজ্র কন্ঠে ক্যাম্পাসে তৈরি হয় এক অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ।

        দুপুর ১২ টার পর শুরু হয় ১০ ব্যাচের পক্ষ থেকে ১১ ব্যাচকে ব্যাচ টি-শার্ট প্রদান উৎসব।শেষে দুপুর ১ টায় দেয়া হয় খাবার এবং নামায বিরতি।

        বিরতির পর মঞ্চে গানের মাধ্যমে অনুষ্ঠানটি আবার শুরু হয়।বিভিন্ন দল বিভিন্ন সেগমেন্টে এসময় পারফর্ম করেন।রাত ৮ টার পর অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ,বাংলাদেশের অন্যতম নবীন ব্যান্ড কার্নিবাল মঞ্চে উঠে মাতিয়ে তুলেন শিক্ষার্থীদের।রাত ১২ টায় অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জাবিতে প্রজাপতি মেলার একযুগ পূর্তি

          নিজস্ব প্রতিবেদক
          ২ ডিসেম্বর, ২০২২ ২১:৩৭
          নিজস্ব প্রতিবেদক
          জাবিতে প্রজাপতি মেলার একযুগ পূর্তি

          জাবি প্রতিনিধিঃ ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ স্লোগানকে সামনে রেখে ১২ তম বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে প্রজাপতি মেলা।

          শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। দিনব্যাপী এই মেলা শেষ হয় বিকাল ৪টায়।

          একযুগের মতো আয়োজিত দিনব্যাপী এই প্রজাপতি মেলায় বিভিন্ন প্রজাতির প্রজাপতি প্রদর্শিত হয়।উদ্বোধনশেষে উপ উপচার্য অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, “ প্রজাপতি বিভিন্নভাবে আমাদের উপকারে আসে এবং এটি সৌন্দর্য্যের পাশপাপাশি প্রকৃতিতেও অনেক গুরুত্বপূর্ন অবদান রাখে। প্রজাপতি না থাকলে পরাগায়ণ হবে না। এজন্য প্রকৃতিতে প্রজাপতিকে টিকিয়ে রাখতে হবে। তারই প্রেক্ষিতে প্রতিবছর সচেতনতা তৈরির লক্ষ্যে প্রজাপতি মেলা আয়োজন করা হয়। ”

          অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, “ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েক বছর আগেও ১১০ ধরনের প্রজাপতির দেখা মিলতো,সেটা গতবছরে ৬০ ধরনের ছিলো সেখানে এখন প্রায় ৫২ ধরনের প্রজাপতি আছে। দিন দিন প্রজাপতির সংখ্যা কমে যাওয়া প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতার একটি বিরূপ ফলাফল। সেই জায়গা থেকে মানুষেরও প্রকৃতির প্রতি, প্রজাপতির প্রতি সচেতন হওয়া উচিত। "

          তিনি আরও বলেন, “ শিশুদেরকে যদি প্রজাপতির গুরুত্ব অনুধাবন করানো যায়, তাহলে তারা পরিবেশে প্রজাপতির ভূমিকা বুঝতে পারবে। এ জন্য শিশুদের জন্য ছবি আঁকা, প্রজাপতি ঘুড়ি ওড়ানো, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে পাশপাশি এবার শিশুদের জন্য কাকতাড়ুয়া পাপেট দলের পরিবেশনায় প্রজাপতির গল্পে পাপেট শো আয়োজন করা হয়েছে।”

          বাবার সঙ্গে রাজধানীর মিরপুর থেকে মেলা দেখতে আসা ক্লাস ওয়ানে পড়ুয়া রিফাত আহমেদ বলে, ‘বাবার সঙ্গে মেলায় ঘুরেছি, অনেক রঙিন প্রজাপতি দেখেছি, চিত্র এঁকেছি। মেলায় এসে আমার ভীষণ ভাল্লাগছে।’

          এ বছর প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য প্রজাপতি মেলায় তরুপল্লব সংগঠনকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী দীপ্ত বিশ্বাসকে বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

          অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান, বন অধিদপ্তরের সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ, কিউট প্যাভিলিয়নের ইনচার্জ মাতলুব আক্তার প্রমুখ ।

          উল্লেখ্য প্রজাপতি সংরক্ষণ ও মানুষের মাঝে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ‘কীটতত্ত্ব’ শাখা এই মেলার আয়োজন করে যাচ্ছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত