ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫ ২৮ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪৮

নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৩ ২০:১০
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪৮

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৭১৬ জনে।

এই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৪৮ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪৮ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ৫১ জন ও ঢাকার বাইরের ১ হাজার ৬৯৭ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৩৩৫ জন। এদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৬ হাজার ৬৫ জন আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ২৭০ জন।

এই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৩৪ হাজার ৪২১ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬১ হাজার ১৪১ জন এবং ঢাকার বাইরের ৭৩ হাজার ২৮০ জন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বিভাগীয় চ্যাম্পিয়ন হিসেবে পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২৩ পেল ইকো ভলান্টিয়ার্স

    নিজস্ব প্রতিবেদক
    ৯ সেপ্টেম্বর, ২০২৩ ২০:৮
    নিজস্ব প্রতিবেদক
    বিভাগীয় চ্যাম্পিয়ন হিসেবে পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২৩ পেল ইকো ভলান্টিয়ার্স

    পরিবেশকে গাছ উপহার দেওয়ার প্রতিযোগিতার মাধ্যমে পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২৩ এ রাজশাহী বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইকো ভলান্টিয়ার্স। ইকো ভলেন্টিয়ার্সের সদস্যরা গত কয়েক মাসে সিরাজগঞ্জ জেলাতে প্রায় কয়েক শত গাছ রোপণ করেছে।

    ৮ই সেপ্টেম্বর রোজ শুক্রবার সিলেটের শাহজালাল উপশহরের একটি বেসরকারি সংস্থার হল রুমে অনুষ্ঠিত হয়েছে 'পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড-২০২৩' এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন এর উপদেষ্টা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।

    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি জনাব হাসিনা বেগম চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সিলেট এনজিও ব্যুরো রিজিওনাল ম্যানেজার মসিউর রহমান, আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন ইউকে এর উপদেষ্টা জনাব মোঃ সুযেজ মিয়া, আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা ইকবাল হোসাইন, কানাডা মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউ ফাউন্ডল্যান্ড এর পিএইচডি গবেষক চাঁদ মিয়া প্রমুখ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমব্রেলার উপদেষ্টা এবং ডেনিশ রিফিউজি কাউন্সিল -কক্সবাজার, বাংলাদেশ এর টিম লিডার আতিক রহমান৷

    অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে নমিনেশন পাওয়া ২০ টি সংগঠন অংশগ্রহণ করেছিল। যার মধ্যে থেকে দেশসেরা বা চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর , দ্বিতীয় হয়েছে সাতক্ষীরার জনকল্যাণ সংস্থা এবং তৃতীয় পুরষ্কার লাভ করেছে রাজশাহী সদরের স্বপ্ন-চূড়া স্বেচ্ছাসেবী সংগঠন।

    এবং বিভাগীয় চ্যাম্পিয়ন হিসেবে খুলনা বিভাগ থেকে উদারতা ইয়ুথ ফাউন্ডেশন , ঢাকা বিভাগ থেকে এ্যাকশন ক্লাইমেট ফাউন্ডেশন চট্রগ্রাম বিভাগ দুর্বীন ফাউন্ডেশন, রংপুর বিভাগ থেকে অরন্য, সিলেট বিভাগ থেকে স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা, রাজশাহী বিভাগ থেকে ইকো ভলান্টিয়ার্স কে "পরিবেশে প্রেমী অ্যাওয়ার্ড-২০২৩" প্রদান করা হয়৷

    ইকো ভলান্টিয়ার্সের পক্ষ থেকে "পরিবেশে প্রেমী অ্যাওয়ার্ড-২০২৩" গ্রহণ করেন ইকো ভলেন্টিয়ার্সের সদস্য শ্রীবাস নাথ। এছাড়াও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত প্রাথমিকভাবে নমিনেশন প্রাপ্ত সকল সংগঠনকে 'ফ্রেন্ড অব এনভায়রনমেন্ট' হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷ অ্যাওয়ার্ড এর পাশাপাশি সকল সংগঠনকে সনদপত্র প্রদান করা হয়৷

    পরিবেশপ্রেমী এওয়ার্ড ২০২৩ এ দুটি বিশেষ সম্মাননা প্রধান করা হয়৷ সংগঠন হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত গ্রীণ এক্সপ্রপ্লোর সোসাইটি এবং ব্যক্তিগত ক্যাটাগরিতে ক্লাইমেট একটিভিস্ট শাহ সিকান্দার শাকিরকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷

    ইকো ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা দীপংকর ভদ্র দীপ্ত জানান, "এটি সত্যিই অনেক আনন্দের খরব যে রাজশাহী বিভাগ থেকে ইকো ভলান্টিয়ার্স চ্যাম্পিয়ন হয়েছে। এর সম্পূর্ণ কৃতিত্ব ইকো ভলান্টিয়ার্সের সকল সদস্যদের। পুরস্কারটি আগামীতে সদস্যদের আরও অনুপ্রেরণা দেবে। এছাড়াও ধন্যবাদ জানাই আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশনকে এমন সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আগামীতেও ইকো ভলান্টিয়ার্স এর এই পরিবেশকে গাছ উপহার দেওয়ার কর্মসূচি চলমান থাকবে।"

    পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে আসছে৷ তারই ধারাবাহিকতায় তৃতীয় বারের মতো দেশব্যাপী গাছ লাগানোর প্রতিযোগিতার আয়োজন করেছে৷ ২০২০ সালে ১ম এবং ২০২২ সালে ২য় পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড এর মাধ্যমে প্রায় ৫০০ স্বেচ্ছাসেবী সংগঠন দেশব্যাপী প্রায় ২০ লক্ষ গাছ পরিবেশকে উপহার দিয়েছিল৷ প্রতিযোগিতার মাধ্যমে ২০২৩ সালে পরিবেশকে গাছ উপহার দিতে প্রায় ২৫০ টি সংগঠন রেজিষ্ট্রেশন করেছিল এবং প্রায় ৫ লক্ষাধিক গাছ পরিবেশকে উপহার দিয়েছে৷

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ত্রিপুরায় ভূমিকম্প, কাঁপল সিলেটও

      নিজস্ব প্রতিবেদক
      ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৫৯
      নিজস্ব প্রতিবেদক
      ত্রিপুরায় ভূমিকম্প, কাঁপল সিলেটও

      ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বলে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছে। ত্রিপুরায় আঘাত হানা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের সিলেট জেলাও।

      তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। এনসিএসের তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

      ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ত্রিপুরা। রাজ্যের ধর্মনগর শহর থেকে ৭২ কিলোমিটার উত্তরপূর্বের ৪৩ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে।

      সূত্র: এএনআই।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ১৪ বছর ধরে তালের চারা রোপণ করছেন যশোরের চিত্তরঞ্জন দাস

        নিজস্ব প্রতিবেদক
        ৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪৯
        নিজস্ব প্রতিবেদক
        ১৪ বছর ধরে তালের চারা রোপণ করছেন যশোরের চিত্তরঞ্জন দাস

        যশোর জেলার অভয়নগরে বিভিন্ন সড়কের পাশে ১৪ বছর ধরে নিভৃতে তালের বীজ ও চারা রোপণ করে যাচ্ছেন চিত্তরঞ্জন দাস। তার এ মহতী উদ্যোগের কারণে উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ তার রোপণ করা তালের চারা পরিদর্শন করেছেন।

        ৫৫ হাজার তালের চারা রোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলার ধোপাদী গ্রামের হতদরিদ্র এ কৃষক । দেশে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে তালগাছ লাগানো নিয়ে স¤প্রতি বেশ আলোচনা হলেও ১৪ বছর আগে নীরবে-নিভৃতে এ কাজ শুরু করেছিলেন উপজেলার ধোপাদী গ্রামের মৃত শিশুবর দাসের ছেলে তালগাছ প্রেমী চিত্ত রঞ্জন দাস।

        অন্যদের ফেলা দেয়া তালের বীজ সংগ্রহ করে নিজ খরচে এ পর্যন্ত ৫৫ হাজার তালের চারা লাগিয়েছেন তিনি। বিভিন্নভাবে এ বীজ নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে চারাও। এমনকি গাছও নষ্ট হয়েছে কিন্তু হাল ছাড়েননি চিত্ত রঞ্জন দাস।

        চিত্ত রঞ্জন দাস জানান, এখন অসংখ্য তালগাছ আছে যেগুলো বড় হয়েছে কিন্তু বিভিন্ন কারণে অনেক গাছই বড় হতে পারেনি। গাছ একটু বড় হলেই অনেকে ডাল-পাতা ছেঁটে নিয়ে যায়। তালপাখা বানানোর জন্য একশ্রেণির লোক পাতা কেটে নিয়ে যায়। ধোপাদী গ্রামের আয়ুব খান জানান, আমরা বিলে ধান চাষাবাদ করি, ঘাস কেটে বাড়ির ফেরার পথে ক্লান্ত হয়ে পড়লে চিত্ত রঞ্জনের লাগানো তালগাছের নিচে বসে বিশ্রাম করি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          উড়ালসড়ক উদ্বোধন: যেসব রাস্তা এড়িয়ে চলার নির্দেশনা ডিএমপির

          নিজস্ব প্রতিবেদক
          ২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪৭
          নিজস্ব প্রতিবেদক
          উড়ালসড়ক উদ্বোধন: যেসব রাস্তা এড়িয়ে চলার নির্দেশনা ডিএমপির

          ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে শেরেবাংলা নগরের পুরোনো আন্তর্জাতিক বাণিজ্যমেলা মাঠে আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের। তাই যানবাহন চলাচল ও সুষ্ঠু পার্কিং নিশ্চিত করতে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

          শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

          বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উড়ালসড়কের উদ্বোধনী অনুষ্ঠানে ভিভিআইপি, ভিআইপি, বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা লোকের ব্যাপক সমাগম হবে। তাদের বহন করা যানবাহনের আসা-যাওয়া ও সুষ্ঠু পার্কিং ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ ট্রাফিক পরিকল্পনা প্রণয়ন করেছে ডিএমপি ট্রাফিক তেজগাঁও বিভাগ।

          শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যানার ও স্টিকার ছাড়া সব যানবাহনকে বেশ কিছু রাস্তা এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।

          রাস্তাগুলো হলো— শ্যামলী, শিশুমেলা ক্রসিং এবং ৬০ ফিট থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত রাস্তা। লাভ রোডের পূর্বমাথা, বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত রাস্তা।

          ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশের নতুন রাস্তার মুখ, কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা সড়কের মুখ, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র (বিআইসিসি) ক্রসিং পর্যন্ত রাস্তা। আড়ং ক্রসিং, মানিক মিয়া অ্যাভিনিউ, বঙ্গবন্ধু চত্বর ও ইন্দিরা রোড হয়ে ফার্মগেট পর্যন্ত।

          রোকেয়া সরণির তালতলা, আগারগাঁও লাইট ক্রসিং, বিআইসিসি ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত রাস্তাও এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ডিএমপি।

          তবে জরুরি সেবা প্রদানকারী গাড়ি, রোগী বহনকারী গাড়ি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সার্ভিসে নিয়োজিত গাড়িগুলো বিজ্ঞপ্তির নির্দেশনার আওতাবহির্ভূত থাকবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত