টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনে চাকরি, বেতন স্কেল ২৯,০০০-৬৩,৪০০

বেসরকারি খাতের বস্ত্রকলমালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংগঠনটি রিসার্চ অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ারে প্রয়োজনীয় কাগজপত্রসহ সিভি পাঠাতে হবে।
পদের নাম: রিসার্চ অফিসার পদসংখ্যা: ৩ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি/পরিসংখ্যান/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত তিনটি পরীক্ষায় প্রথম শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বয়স: ৩০ জুন ২০২২ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪০০ টাকা। সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, স্বাস্থ্যবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সব সনদ ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
সিভি পাঠানোর ঠিকানা প্রেসিডেন্ট, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-৮), ৮, পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা।
আবেদনের শেষ সময়: ৩০ মে ২০২২।
জাতীয় বিশ্ববিদ্যালয় নেবে প্রভাষক ও অধ্যাপক

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম: অধ্যাপক (অর্থনীতি) পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
পদের নাম: সহযোগী অধ্যাপক পদসংখ্যা: ৪ বিভাগ: বাংলা, ইংরেজি, উদ্ভিদ বিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
পদের নাম: সহকারী অধ্যাপক পদসংখ্যা: ৪ বিভাগ: কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, সমাজবিজ্ঞান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
পদের নাম: প্রভাষক পদসংখ্যা: ১৫ বিভাগ: পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, গণিত, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মার্কেটিং, ব্যবস্থাপনা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মৃত্তিকাবিজ্ঞান, ইসলামিক শিক্ষা বিষয়ে একজন করে প্রভাষক নেওয়া হবে। রাষ্ট্রবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স বিভাগে দুজন করে প্রভাষক নেওয়া হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদন যেভাবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম ১৬ মে থেকে এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় সব কাগজপত্রের সত্যায়িত কপি ৯ সেট ডাকযোগে বা কুরিয়ার বা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শর্তাবলি, আবেদন প্রক্রিয়া ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদন ফি অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১০০০ টাকা, সহকারী অধ্যাপক পদের জন্য ৭৫০ এবং প্রভাষক পদের জন্য ৫০০ টাকা রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় পে-স্লিপের মাধ্যমে জমা দিয়ে আবেদনের সঙ্গে রসিদ সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২২।
কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে ৫৭ পদে চাকরি, আবেদন ফি ১০০০

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কারখানায় একাধিক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: মহাব্যবস্থাপক (অপারেশন) পদসংখ্যা: ৩ যোগ্যতা ও অভিজ্ঞতা: ১৫ বছরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ২০ বছরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। অথবা ১৫ বছরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতকোত্তর অথবা ২০ বছরের অভিজ্ঞতাসহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়। বয়স: ৪৫ বছর (বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৫০ বছর পর্যন্ত শিথিলযোগ্য) বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড–৩)
২. পদের নাম: অতিরিক্ত প্রধান রসায়নবিদ পদসংখ্যা: ৮ যোগ্যতা ও অভিজ্ঞতা: ১২ বছরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতকোত্তর অথবা ১৭ বছরের অভিজ্ঞতাসহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়। বয়স: ৪০ বছর (বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য) বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড–৪)
৩. পদের নাম: অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রসায়ন) পদসংখ্যা: ৮ যোগ্যতা ও অভিজ্ঞতা: ১২ বছরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ১৭ বছরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়। বয়স: ৪০ বছর (বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য) বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড–৪)
৪. পদের নাম: উপপ্রধান রসায়নবিদ পদসংখ্যা: ৪ যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ বছরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতকোত্তর অথবা ১২ বছরের অভিজ্ঞতাসহ বিএসসি ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়। বয়স: ৩৭ বছর (বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৪২ বছর পর্যন্ত শিথিলযোগ্য) বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড–৫)
৫. পদের নাম: উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) পদের সংখ্যা: ৪ যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ বছরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ১৩ বছরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়। বয়স: ৩৭ বছর (বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৪২ বছর পর্যন্ত শিথিলযোগ্য) বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড–৫
৬. পদের নাম: রসায়নবিদ পদসংখ্যা: ১৫ যোগ্যতা ও অভিজ্ঞতা: ৫ বছরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতকোত্তর অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ বিএসসি ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়। বয়স: ৩২ বছর (বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৩৭ বছর পর্যন্ত শিথিলযোগ্য) বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড–৬)
৭. পদের নাম: নির্বাহী প্রকৌশলী (রসায়ন) পদসংখ্যা: ১৫ যোগ্যতা ও অভিজ্ঞতা: ৫ বছরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়। বয়স: ৩২ বছর (বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৩৭ বছর পর্যন্ত শিথিলযোগ্য) বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড–৬)
বয়সসীমা: ২০২২ সালের ১৯ মে প্রার্থীর বয়স উল্লেখিত সীমার মধ্যে হতে হবে। বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন যেভাবে আবেদনপত্র পূরণসংক্রান্ত শর্তাবলি ও নিয়মাবলি বিসিআইসির নিজস্ব ওয়েবসাইট ও টেলিটকের এই ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
আবেদন ফি অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে প্রতি পদের জন্য ১০০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৯ মে ২০২২ থেকে আগামী ৭ জুন ২০২২, রাত ১২টা পর্যন্ত।
২০০ জনকে চাকরি দেবে সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি সেলস এক্সিকিউটিভ’ পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক লিমিটেড বিভাগের নাম: ক্রেডিট কার্ড
পদের নাম: ট্রেইনি সেলস এক্সিকিউটিভ পদসংখ্যা: ২০০ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: ১২,০০০ টাকা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ৩০ বছর কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট
আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২২
সূত্র: বিডিজবস ডটকম
কানাডাভিত্তিক নিউট্রিশন ইন্টারন্যাশনালে নিয়োগ, বেতন ১ লাখ ৩০ হাজার

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কানাডাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটি বাংলাদেশে একাধিক পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ
পদের নাম: প্রোগ্রাম অফিসার, অ্যাডোলেসেন্টস অ্যান্ড উইমেনস হেলথ অ্যান্ড নিউট্রিশন, বাংলাদেশ
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ, নিউট্রিশন, মেডিসিন, হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা এই ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দেশি বা বিদেশি সংস্থায় পাবলিক হেলথ্ প্রফেশনাল ও নিউট্রিশন এক্সপার্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া উন্নয়ন সংস্থায় নানা প্রজেক্ট ম্যানেজিং ও বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: স্থায়ী কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৪৬ হাজার ৫৮৩ টাকা (বার্ষিক ১৭ লাখ ৫৯ হাজার ৭ টাকা)। এ ছাড়া স্বাস্থ্যসুবিধা, সরকারি ছুটি ছাড়াও বছরে চার সপ্তাহ ছুটির সুবিধা রয়েছে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই https:/hotjobs.bdjobs.com/jobs/ni/ni69a .html লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ১৩ মে ২০২২।
পদের নাম: অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনস অফিসার
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, গণযোগাযোগ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দেশি বা বিদেশি সংস্থায় অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনসে অন্তত ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। গভর্নমেন্ট রিলেশনস, অ্যাডভোকেসি, কমিউনিকেশনস, স্টেকহোল্ডার রিলেশন বা পার্টনারশিপে অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল ও যোগাযোগে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: স্থায়ী কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৩৪ হাজার ৮৬৩ টাকা (বার্ষিক ১৬ লাখ ১৮ হাজার ৩৫৭ টাকা)। এ ছাড়া স্বাস্থ্যসুবিধা, সরকারি ছুটি ছাড়াও বছরে চার সপ্তাহ ছুটির সুবিধা রয়েছে।
আবেদনের শেষ সময়: ২১ যে ২০২২।
মন্তব্য