ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি, ২০২২ ২০:৫৮
নিজস্ব প্রতিবেদক
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৪ জুলাই

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে শুরু হবে। আজ রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। কারিগরি/পেশাগত ক্যাডারের বিষয়ভিত্তিক পরীক্ষা ২ থেকে ৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চলতি বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কয়েক দফায় এ বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়েছিল। ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়িয়েছিল পিএসসি।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    গবেষণা মঞ্জুরি বাড়ানোর দাবি বিশ্ববিদ্যালয় পরিষদের

    নিজস্ব প্রতিবেদক
    ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ২০:৫৪
    নিজস্ব প্রতিবেদক
    গবেষণা মঞ্জুরি বাড়ানোর দাবি বিশ্ববিদ্যালয় পরিষদের

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য গবেষণা মঞ্জুরি বাড়ানো ও বিদেশি জার্নালে গবেষণা প্রতিবেদন প্রকাশে আর্থিক সহায়তার দাবি জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ।

    রোববার (২৭ ফেব্রুয়ারি) ইউজিসিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব দাবি জানানো হয়।

    বৈঠকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিষদের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শহীদুর রশীদ ভুঁইয়া সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে আনুপাতিক ও বর্ধিত হারে গবেষণা মঞ্জুরি দেওয়া এবং তা প্রতি বছর আনুপাতিক হারে বাড়ানোর দাবি জানান।

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিদেশে অনুষ্ঠিত কনফারেন্স বা সেমিনারে যোগদানের জন্য নির্দিষ্ট খাতভিত্তিক অর্থ মঞ্জুর করা, বিভিন্ন ধরনের দায়িত্ব ভাতা দেওয়া, স্কয়ার ফিটে বাসাভাড়া কর্তন, প্রভিডেন্টফান্ডের মুনাফা ১৩ শতাংশ নির্ধারণ ও উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের বিভিন্ন ধরনের ভাতার আওতায় আনার দানি জানান তিনি।

    এ বিষয়ে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবু তাহের বলেন, গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় পরিষদের যৌক্তিক দাবিসমূহ পূরণের বিষয়ে ইউজিসির উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে।

    সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গিয়াসউদ্দিন মিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদারুল-আলম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভুঁইয়া ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জ, ভয় পেলে চলবে না: নতুন সিইসি

      নিজস্ব প্রতিবেদক
      ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ২০:৫১
      নিজস্ব প্রতিবেদক
      প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জ, ভয় পেলে চলবে না: নতুন সিইসি

      নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রতিটি নির্বাচন একটি চ্যালেঞ্জ। কিন্তু কোনো চ্যালেঞ্জ ভয় পেলে চলবে না। দায়িত্ব নেওয়ার পর বোঝা যাবে চ্যালেঞ্জ আছে কি না। তখন চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করতে হবে, সেই লক্ষ্যে দৃষ্টিভঙ্গি, কর্মপদ্ধতি এবং কৌশল নিরূপণ করা হবে।

      আজ রোববার সিইসি হিসেবে শপথ নেওয়ার পর কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এসব কথা বলেন। বিকেল সাড়ে চারটার পর সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নতুন সিইসি এবং চার নির্বাচন কমিশনারদের শপথ পাঠ করান।

      শপথের পর নতুন সিইসি উপস্থিত সাংবাদিকদের বলেন, শুধু নির্বাচন কমিশনই নির্বাচন করে না। নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে অনেকেই জড়িত। সব অংশীজন যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে তাদের (নির্বাচন কমিশন) প্রধান দায়িত্ব হবে এই সহযোগিতা আদায় করে নেওয়া।

      সিইসি আরও বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী, যেসব সহকর্মী পেয়েছি, তাঁদের ওপর আস্থা আছে। আগামী যে নির্বাচন, তাতে সর্বোচ্চ যেটা দেওয়া সম্ভব, তা দেওয়ার চেষ্টা করব।’

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        এ বছর এসএসসি-এইচএসসিতে হবে না নির্বাচনী পরীক্ষা

        নিজস্ব প্রতিবেদক
        ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ২০:৪৮
        নিজস্ব প্রতিবেদক
        এ বছর এসএসসি-এইচএসসিতে হবে না নির্বাচনী পরীক্ষা

        চলতি বছরও এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সভায় উপস্থিত একটি সূত্র।

        তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে।

        ঢাকা শিক্ষাবোর্ড থেকে জানা গেছে, চলতি বছরের এসএসসি-সমমান পরীক্ষা আগামী ১৯ মে ও এইচএসসি-সমমান পরীক্ষা ১৮ জুলাই থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে কোন ধরনের নির্দেশনা জারি করা হয়নি। সেটি চূড়ান্ত করতে আজ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভা ডাকা হয়। তবে সভায় পরীক্ষার তারিখ নিয়ে আলোচনা করা হয়।

        এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। সভায় কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাবনা করেছেন। তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবো। শিগগিরই এ বিষয়ে অনুষ্ঠানিক ঘোষণা আসবে।

        উল্লেখ্য, এরআগে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে এসএসসি ও সমমান পরীক্ষার টেস্ট পরীক্ষা ৩ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলো।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

          নিজস্ব প্রতিবেদক
          ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৩৭
          নিজস্ব প্রতিবেদক
          দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

          ২০২২ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে দুইটি পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

          দাখিল ও আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. জিয়াউল আহসান।

          বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড ১৯ পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে ২০২২ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের ১৭তম ও ১৮তম সপ্তাহের অ্যাসইনমেন্ট রুবিক্সসহ প্রেরণ করা হলো।

          এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমা দানের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

          দাখিল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন

          প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর ২০২০ সালের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সেসময় শিক্ষার্থীদের শিখন ঘাটতি মেটাতে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। স্কুল-কলেজ খোলা হলেও এখনো অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রাখা হয়েছে।

          আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টদেখতে এখানে ক্লিক করুন https://therisingcampus.com/wp-content/uploads/2022/02/দেখতে-এখানে-ক্লিক-করুন.pdf

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত