ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২২ ১৮:১
নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে চাকরির সুযোগ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে অস্থায়ীভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।

পদের নাম: প্রথম সচিব (প্রেস) বিভাগ: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রেস উইং পদসংখ্যা: ১ বেতন: উল্লেখ নেই।

আবেদনের যোগ্যতা ও চাকরির শর্ত ষষ্ঠ গ্রেডে কমপক্ষে দুই বছর চাকরির অভিজ্ঞতাসহ বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত নিয়মিত কর্মকর্তা হতে হবে। বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে তিন বছর আগের সময়ের মধ্যে যাঁরা বিদেশে চাকরি করেছেন, তাঁদের আবেদন করার প্রয়োজন নেই। ১৯৯২ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী সন্তানসহ যাঁদের সন্তান দুজনের বেশি, তাঁরা আবেদন করতে পারবেন না। যেসব কর্মকর্তার চাকরি থেকে অবসর গ্রহণের চার বছরের কম রয়েছে, তাঁদের আবেদন করার প্রয়োজন নেই। গণমাধ্যম ও গণসংযোগের কাজে অভিজ্ঞতা এবং ইংরেজি ভাষায় যেকোনা বিষয়ে লেখা ও বলার ক্ষেত্রে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

যেভাবে আবেদন এক কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের বিষয়ে বিস্তারিত জানা যাবে এই লিংকে: https://therisingcampus.com/wp-content/uploads/2022/01/যাবে-এই-লিংকে।.pdf

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২২।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    কোডেকে চাকরি, বেতন ৮৫,০০০

    নিজস্ব প্রতিবেদক
    ২০ জানুয়ারি, ২০২২ ১২:১২
    নিজস্ব প্রতিবেদক
    কোডেকে চাকরি, বেতন ৮৫,০০০

    বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি রিলেশনশিপ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে বা সরাসরি/ডাকযোগে আবেদন করতে হবে।

    পদের নাম: সিনিয়র রিলেশনশিপ অফিসার পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: গণযোগাযোগে ও সাংবাদিকতা বা ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে এনজিওতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। যোগাযোগে দক্ষ হতে হবে। ইরেজি ভাষায় সাবলীল হতে হবে। সাংগঠনিক ও ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। ফটোশপ, ইলাস্ট্রেটর, ডিজাইন ও ভিডিও এডিটিংয়ের কাজে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

    বয়স: ২৫-৩০ বছর চাকরির ধরন: ফুলটাইম কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া) বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৮৫,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

    আবেদন যেভাবে আগ্রহীদের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এই লিংক থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এ ছাড়া দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সিভি সরাসরি বা ডাকযোগেও পাঠানো যাবে।

    ডাকযোগে সিভি পাঠানোর ঠিকানা এক্সিকিউটিভ ডিরেক্টর, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), প্লট-০২, রোড নম্বর-০২, লেক ভ্যালি আর/এ, ফয়’স লেক, খুলশী, চট্টগ্রাম।

    আবেদনের শেষ তারিখ: ২৩ জানুয়ারি ২০২২।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      মধুমতি ব্যাংকে একাধিক পদে চাকরি

      নিজস্ব প্রতিবেদক
      ২০ জানুয়ারি, ২০২২ ১১:৩৬
      নিজস্ব প্রতিবেদক
      মধুমতি ব্যাংকে একাধিক পদে চাকরি

      বেসরকারি মধুমতি ব্যাংক লিমিটেড একাধিক পদে কর্মী নিয়োগে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রিটেইল, এসএমই ও করপোরেট শাখায় জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

      পদের নাম: রিলেশনশিপ অফিসার, রিটেইল ব্যাংকিং পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি ও যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে

      পদের নাম: রিলেশনশিপ অফিসার, এসএমই ব্যাংকিং পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হবে। বাণিজ্য বিভাগে স্নাতক থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি ও যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে

      পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার, করপোরেট ব্যাংকিং পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি ও যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে

      পদের নাম: প্রায়োরিটি ব্যাংকিং অফিসার, করপোরেট ব্যাংকিং পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি ও যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে

      মধুমতি ব্যাংকে একাধিক পদে চাকরি আবেদন যেভাবে আগ্রহীদের এই লিংকে গিয়ে পছন্দের পদে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে হবে। এরপর Apply-এ ক্লিকের পর লগইন করে আবেদন করতে হবে।

      আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২২।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

        নিজস্ব প্রতিবেদক
        ২০ জানুয়ারি, ২০২২ ১১:১৭
        নিজস্ব প্রতিবেদক
        সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

        বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নারী-পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ। ট্রেড-২ (বিশেষ পেশা)-এর পেশাগুলো হলো কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার (ইঅ্যান্ডবিআর), ব্যান্ডসম্যান (বাদক), কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর (পিডি), পেইন্টার, টেইলার এবং কাটিং অ্যান্ড জয়েনিং (সিঅ্যান্ডজে)।

        শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। তবে পেইন্টার ডেকোরেটর (পিডি) এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।

        বয়স ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ১৭-২০ বছর।

        ট্রেড-২ (বিশেষ পেশা)-এর অন্যান্য যোগ্যতা

        ১. কুক পেশার জন্য উন্নতমানের রান্নায় পারদর্শী হতে হবে।

        ২. ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার (ইঅ্যান্ডবিআর) পদের জন্য আগ্রহী প্রার্থীদের বুট মেরামত/সেলাইয়ে পারদর্শী হতে হবে।

        ৩. টেইলার পদের জন্য প্রার্থীদের সেলাইয়ের ওপর ন্যূনতম তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে। বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাইয়ে পারদর্শী হতে হবে।

        ৪. কার্পেন্টার এবং কাটিং অ্যান্ড জয়েনিং (সিঅ্যান্ডজে) পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে।

        ৫. পেইন্টার/পেইন্টার ডেকোরেটর (পিজি) পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজে পারদর্শী হতে হবে।

        ৬. ব্যান্ডসম্যান (বাদক) পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাশ ব্যান্ড (বিবি) ক্ল্যারিনেট, পাইপ ব্যান্ড (পিবি) ও ব্রাশ ব্যান্ড ট্রামপেটে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

        শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ১ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি। নারী ও পুরুষ উভয় প্রার্থীর অবশ্যই সাঁতার জানতে হবে।

        যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীরা মুঠোফোনের খুদে বার্তা ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে খুদে বার্তা পাঠাতে হবে। মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে আবেদনের জন্য এসএসসি পাসের বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, পাসের সন ও জেলা কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রথম খুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে। পিন নম্বর পেলে আবার খুদে বার্তা পাঠাতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২০০ টাকা দিতে হবে। দ্বিতীয় খুদে বার্তার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি দিয়ে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।

        সুযোগ-সুবিধা চূড়ান্তভাবে সৈনিক পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা নির্ধারিত স্কেলে বেতন-ভাতা, পেনশনসহ বিনা মূল্যে আহার, বাসস্থান সুবিধা পাবেন। এ ছাড়া মা-বাবা ও শ্বশুর-শাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার সুবিধা, বিনা মূল্যে সরকারি পোশাক, ভর্তুকি মূল্যে রেশন এবং সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

        আবেদনের সময় ২৩ জানুয়ারি আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।

        বিস্তারিত জানতে অনলাইন আবেদন বা যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন পরিচালক, পারসোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস। ফোন করা যাবে এই নম্বরে—০১৫০০১২১১২১। এই লিংকে নিয়োগ-সংক্রান্ত তথ্য জানা যাবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ঢাকা ওয়াসায় চাকরির সুযোগ, বেতন ২,৫০,০০০

          নিজস্ব প্রতিবেদক
          ২০ জানুয়ারি, ২০২২ ১১:৪
          নিজস্ব প্রতিবেদক
          ঢাকা ওয়াসায় চাকরির সুযোগ, বেতন ২,৫০,০০০

          ঢাকা ওয়াসা শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চুক্তি ভিত্তিতে দুটি পদে লোক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।

          পদের নাম: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা: বিবিএ, ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ইংরেজি, কম্পিউটার বিজ্ঞান বা সংশ্লিষ্ট অন্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ২৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে ১২ বছর সিনিয়র পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

          চাকরির ধরন: চুক্তিভিত্তিক, প্রাথমিকভাবে তিন বছরের চুক্তি। এরপর কর্মদক্ষতার ওপর মেয়াদ বাড়তে পারে। বয়স: কমপক্ষে ৫৫ বছর। বেতন: মাসিক বেতন ২,৫০,০০০। এ ছাড়া চালকসহ গাড়ির সুবিধা রয়েছে।

          আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২২।

          পদের নাম: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ফিন্যান্স পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা: অর্থনীতি, হিসাববিজ্ঞান বা ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি/ বেসরকারি খাতে কমপক্ষে ২৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১২ বছর সিএফও বা সিনিয়র পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

          চাকরির ধরন: চুক্তিভিত্তিক, প্রাথমিকভাবে তিন বছরের চুক্তি। এরপর কর্মদক্ষতার ওপর মেয়াদ বাড়তে পারে। বয়স: কমপক্ষে ৫৫ বছর। বেতন: মাসিক বেতন ২,৫০,০০০। এ ছাড়া চালকসহ গাড়ির সুবিধা রয়েছে।

          আবেদনের শেষ সময়: আগামী ৬ ফেব্রুয়ারি ২০২২।

          যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত