ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২২ ১১:৩১
নিজস্ব প্রতিবেদক
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি এ ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

বাংলা নববর্ষ উপলক্ষে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় জাতির উদ্দেশে সর্বশেষ ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এবার ’চিন্তাসূত্র পুরস্কার’ পাচ্ছেন ৬ জন

    নিজস্ব প্রতিবেদক
    ১৪ ডিসেম্বর, ২০২২ ১০:৩৩
    নিজস্ব প্রতিবেদক
    এবার ’চিন্তাসূত্র পুরস্কার’ পাচ্ছেন ৬ জন

    সাহিত্যের বিভিন্ন শাখা ও সংগঠন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৬ জনকে ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ১২ ডিসেম্বর সন্ধ্যায় সেগুনবাগিচায় অনুষ্ঠিত চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ২০২২ সালের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন প্রবন্ধে গাউসুর রহমান, কবিতায় সেলিনা শেলী, কথাসাহিত্যে সাদিয়া সুলতানা, শিশুসাহিত্যে তৌহিদ এলাহী, তরুণ কবি শাখায় শাহিন সপ্তম ও সংগঠনে জয়দুল হোসেন।

    পুরস্কার কমিটির আহ্বায়ক কবীর আলমগীর বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা বিচার-বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৬টি শাখায় ৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

    আগামী ২২ ডিসেম্বর বিকেল ৩টায় মনোনীত ব্যক্তিদের ক্রেস্ট, সনদ ও উত্তরণীয় দেওয়া হবে। অনুষ্ঠানের স্থান পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

    উল্লেখ্য, ২০২১ সাল থেকে চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার দিয়ে আসছে। প্রথমবার দেওয়া হয় তিন শাখায় পুরস্কার। প্রথমবার পুরস্কারপ্রাপ্তরা ছিলেন প্রবন্ধে অনীক মাহমুদ, কবিতায় মাহমুদ কামাল ও কথাসাহিত্যে রুমা মোদক।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      প্রাথমিকে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংযুক্তিতে বদলি আদেশ বাতিল

      নিজস্ব প্রতিবেদক
      ১৩ ডিসেম্বর, ২০২২ ২০:৩৫
      নিজস্ব প্রতিবেদক
      প্রাথমিকে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংযুক্তিতে বদলি আদেশ বাতিল

      নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের স্বার্থে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের সব ধরনের শিক্ষকের সংযুক্তিতে বদলি আদেশ বাতিল করা হয়েছে।

      এ সংক্রান্ত একটি অফিস আদেশ গত ৮ ডিসেম্বর জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বিদ্যালয়-২) মোহাম্মদ কবির উদ্দীন ওই আদেশে স্বাক্ষর করেন।

      মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন উপ-সচিব (বিদ্যালয়-২) মোহাম্মদ কবির উদ্দীন।

      জারি করা আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের ভারসাম্যহীনতা হ্রাস, বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও প্রয়োজনীয়তার নিরিখে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের স্বার্থে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের (৩ পার্বত্য জেলা ব্যতীত) সব ধরনের শিক্ষকের সংযুক্তিতে বদলি আদেশ বাতিল করা হলো।

      সংযুক্তিকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১৫ ডিসেম্বরের মধ্যে মূল কর্মস্থলে যোগদান করবেন। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা বর্ণিত শিক্ষকদের যোগদানের তথ্যসহ প্রতিবেদন মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর ২০ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে পাঠাবেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ সম্পাদক মুজিব

        নিজস্ব প্রতিবেদক
        ১৩ ডিসেম্বর, ২০২২ ২০:২৩
        নিজস্ব প্রতিবেদক
        কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ সম্পাদক মুজিব

        তাফহীমুল আনাম, কক্সবাজার: প্রায় দুই বছর পর সম্মেলনের মাধ্যমে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতির পূর্ণ দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা কেন্দ্রীয় কমিটিতে অর্ন্তভুক্ত হলে জেলা আওয়ামী লীগ সভাপতির ভারপ্রাপ্ত দায়িত্ব পান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। অন্যদিকে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

        মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সম্মেলনের পর বিকাল সাড়ে ৩টার দিকে কাউন্সিল অধিবেশনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এই ঘোষণা দেন।

        ২০১৬ সালের ২৮ জানুয়ারি কক্সবাজার জেলা শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে সভাপতি এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি দেয়া হয়েছে। এরপর মাঝখানে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে কেন্দ্রের ধর্ম বিষয়ক সম্পাদক নিযুক্ত করা হলে জেলা আওয়ামী লীগের দায়িত্ব পান তৎকালীন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এরপর ফরিদুল ইসলাম চৌধুরী ও মুজিবুর রহমানের নেতৃত্বে শক্ত ভিত্তি নিয়ে জেলা আওয়ামী লীগ সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে এসেছে।

        এর আগে সকাল ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          কক্সবাজারে অপহরণের ৯ ঘন্টা পর এক কিশোর কে উদ্ধার করেছে র‍্যাব-১৫

          নিজস্ব প্রতিবেদক
          ১২ ডিসেম্বর, ২০২২ ১১:২৯
          নিজস্ব প্রতিবেদক
          কক্সবাজারে অপহরণের ৯ ঘন্টা পর এক কিশোর কে উদ্ধার করেছে র‍্যাব-১৫

          তাফহীমুল আনাম, কক্সবাজার: অপহরনের ৯ ঘন্টার মধ্যে এক কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করেছে ১৫-র‍্যাব।

          জানা যায়, কক্সবাজারে রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খন্দকার পাড়া নিবাসী নুরুল হকের ছেলে আরিফ উদ্দিন (১৮) কে ১০ ডিসেম্বর শনিবার সকাল ৮ টায় অজ্ঞাতনামা ৪/৫ জন বখাটে যুবক চেইন্দা ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট ক্লাব থেকে তাকে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে।

          সেখান থেকে অপহরণকারীরা একাধিক মোবাইল ফোন থেকে অপহৃত তরুণের বাড়িতে ফোন করে জানিয়ে দেয় আরিফ উদ্দিন অপহরণের শিকার হয়েছে। তাকে উদ্ধার করতে অপহরণ কারীরা (১লক্ষ) টাকার মুক্তি পণ দাবি করে।

          বিষয়টি জানাজানি হলে, অপহৃত আরিফ উদ্দিনের পিতা নুরুল হক(৬০) র‍্যাব-১৫ কক্সবাজারের ব্যাটালিয়ন সদরে লিখিত অভিযোগ দায়ের করেন।

          অভিযোগে উল্লেখ করা হয় তার ছেলে কে ফিরে পেতে হলে (১লক্ষ) টাকার মুক্তি পণ দিতে হবে। অন্যথায় ভিকটিম প্রাণ নাশসহ নানা রকম ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হচ্ছে।

          অভিযোগের সূত্র ধরে র‍্যাব দ্রুত গোয়েন্দা কার্যক্রম শুরু করে। অভিযোগের সূত্র ধরে মাত্র ৯ ঘন্টার মাথায় বিকেল ৫ টা ২০মিনিটের সময় কক্সবাজার বাসটর্মিনাল এলাকা থেকে আহত অবস্থায় ভিকটিম কে উদ্ধার করে র‍্যাব-১৫।

          এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। তবে অপহরণকারীদের সনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন র‍্যাব।

          ভিকটিম কে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে অভিযোগকারী তার পিতা নুরুল হকের কাছে হস্তান্তর করা হয়েছে।র‍্যাবের মিডিয়া উইং আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত