খুবিতে আসন ফাঁকা ৯০০টি

গুচ্ছভুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ১ম মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শেষ হয়েছে। প্রথম মেধাতালিকা অনুযায়ী ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে ৯০০ এর বেশি আসন ফাঁকা রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায়, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১২৮ জন, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৫ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩৯ জন ভর্তি হয়েছেন।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। তিনি বলেন, স্থাপত্য ডিসিপ্লিন এবং চারুকলা স্কুলে ভর্তির জন্য যেসব শিক্ষার্থী সম্প্রতি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় মেধাতালিকায় তাদের ভর্তি করা হবে। খুব তাড়াতড়ি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য যে, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।
https://therisingcampus.com/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/
১ম মেধাতালিকায় ভর্তি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা ৭২

রাকিব, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ঃ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্নাতক ১ম বর্ষে ১ম মেধাতালিকায় চান্স প্রাপ্ত ২০০ জনের মধ্য হতে ভর্তি হয়েছেন ১২৮ জন শিক্ষার্থী। বর্তমানে ৭২ টি আসন ফাঁকা রয়েছে।
আজ শনিবার (১২ নভেম্বর) বিকাল ৪ টায় সম্পন্ন হয় ১ম মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয় । মোট ১৩০ জন শিক্ষার্থী ভর্তির আবেদন ফি জমা দিলেও কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন্ন করেছে ১২৮ জন।
তার মধ্যে অর্থনীতি বিভাগে ২৫ জন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২৪ জন, সমাজবিজ্ঞান বিভাগে ৪৫ জন ও বাংলা বিভাহে ৩৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
তবে ১ম মেরিটের ভর্তি শেষে ইউনিটভিত্তিক ভর্তির তথ্য এখনো জানা যায় নি। এছাড়াও ২য় মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য সময়ের বিষয়েও কোন তথ্য জানা যায় নি।
উল্লেখ্য, এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে ৩৬ জন আবেদন করেছেন। তবে ১ম মেধাতালিকায় জিপিএ নম্বর ব্যাতীত A ইউনিটে সর্বোচ্চ ৬৩. ২৫ ও সর্বনিম্ন ৫৪, B ইউনিটে সর্বোচ্চ ৬১.২২ ও সর্বনিম্ন ৫৩.৪৮ এবং C ইউনিটে সর্বোচ্চ ৬৪, সর্বনিম্ন ৫৩.৫ নাম্বারে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের ফল ও ভর্তির তারিখ প্রকাশ

তুষার, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ বিশ্ববিদ্যালয়ের নোটিস এর মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে চারুকলা, সঙ্গীত, নাট্যকলা ও ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে প্রথম বর্ষে ভর্তির ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এসব বিভাগের ভর্তি কার্যক্রম আগামী ১৮ নভেম্বর শুরু হবে।
এর আগে বুধবার (৯ নভেম্বর) সকাল থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়। ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ৩৬১ জন, সঙ্গীত বিভাগে ১৯০ জন ও থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে ১৫৮ জন ব্যবহারিক পরীক্ষায় অংশ নেন।
ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২টি বিশ্ববিদ্যালয় নিয়ে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত, চারুকলা, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ব্যবহারিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো। এ বিভাগসমূহের ভর্তি কার্যক্রম আগামী ১৮ নভেম্বর হতে শুরু হবে।
ভর্তি সংক্রান্ত পরবর্তী (প্রাথমিক ও চূড়ান্ত) কার্যক্রম সম্পন্ন করার জন্য GST-এর ওয়েবসাইট (ক্লিক করুন) এবং এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (ক্লিক করুন) ভিজিট করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, প্রকাশিত ফলাফলে অনবধানতাবশত (Inadvertently) কোন প্রকার অসংগতি/ভুল প্রকাশ পেলে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশোধন, সংযোজন, পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন।
https://therisingcampus.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9a/
সাত কলেজে কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ

পাপ্পু, তিতুমীর কলেজেঃ ঢাকা বিশ্বিবদ্যালয় ( ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক ( সম্মান) শ্রেনির প্রথম বর্ষের ( ২০২০-২১) সেশনের কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের বিষয় ও কলেজ মনোনয়ন ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সাত কলেজের ভর্তি পরীক্ষা কমিটি তত্ত্বাবধানে এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটায় আবেদন করা শিক্ষার্থীদের চূরান্ত মেধাতালিকার সঙ্গে মনোনয়ন বিষয় ও কলেজ প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বরে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের, ২৫ সেপ্টেম্বর বিজ্ঞান অনুষদের ও ২৭ সেপ্টেম্বর বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের কোটার সাক্ষাৎকার নেওয়া হয়।
কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের কলেজ ও বিষয় নিবার্চনের ফলাফল দেখার জন্য সাত কলেজের ওয়েবসাইট ( https://Collegeadmision. eis.du.ac.bd) লগইন করে HSC ও SSC পরীক্ষার রোল নম্বর এবং বোর্ড সিলেক্ট করে দাখিলে ক্লিক করতে হবে। তাপর যে ইউনিট লেখা থাকবে সে ইউনিটের ওপর ক্লিক করতে হবে এবং ওখানে মনোনয়ন লেখা থাকবে সেখানে ক্লিক করলেই মনোনীত বিষয় ও কলেজের ফলাফল দেখা যাবে।
ঢাকা বিশ্বিবদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের জন্য অধিভুক্ত সাত কলেজে স্নাতক শ্রেনিতে মোট আসন সংখ্যা কমিয়ে ২৬ হাজার থেকে ২১ হাজার ৫১৩ টি করা হয়েছে। যার মধ্য বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা রয়েছে ৬ হাজার ৫০০ টি, বাণিজ্য অনুষদের বিভাগগুলোতে মোট আসন রয়েছে ৫ হাজার ৩১০ টি এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে মোট আসন রয়েছে ৯হাজার ৭০৩ টি।
https://therisingcampus.com/%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%a7%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf/
ইবির শূন্য আসনের সাক্ষাৎকার ২০ নভেম্বর

ইমন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ বহির্ভূত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ডি-ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলীও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগামী ২০ নভেম্বর ৯টি শূন্য আসনের বিপরীতে সাক্ষাৎকার নেওয়া হবে।
ডি-ইউনিটের সমন্বয়কারী ও থিওলজী এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. হাফেজ আবু নোমান মোঃ এরশাদ উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডি-ইউনিটভূক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ৯ টি শূন্য আসন পূরণ করার জন্য ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের (মেধাক্রমানুসারে) সাক্ষাৎকার আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষদ ভবনের চতুর্থ তলায় ডি-ইউনিটের সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার সভায় চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে এবং প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকারের দিন থেকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় ভর্তি ফি প্রদান করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উক্ত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তি হওয়ার আর কোনও সুযোগ থাকবে না।
আসন খালি থাকা সাপেক্ষে ৩য় মেধা তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। বিজ্ঞপ্তি পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের ক্ষেত্রে ইউনিট কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিন্মোলিখিত কাগজপত্র অবশ্যই সাক্ষাৎকার সভায় উপস্থাপন করতে হবে। ক. ভর্তি পরীক্ষার হলের পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র । খ. মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশীট এবং সার্টিফিকেট অথবা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র। গ. সদ্য তোলা আট (৮) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি। ঘ. ক্লাস শুরু হওয়ার তারিখ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক ওয়েবসাইটের (ক্লিক করুন) মাধ্যমে জানানো হবে।
মন্তব্য