ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

শাহজাহানপুর ছাত্র ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৩ ১৯:৪৭
নিজস্ব প্রতিবেদক
শাহজাহানপুর ছাত্র ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহজাহানপুর ইউনিয়ন 'ছাত্র ঐক্য পরিষদের' আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার ( ২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় ইউনিয়ন পরিষদের সামনে এটি অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টামন্ডলীর সদস্য মিসবাহ-উল হক ও বাবুল আক্তার।

এছাড়া সংগঠনটির সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সুমন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর, দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাদরুজ্জামান, অর্থ সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নিয়ামতুল্লাহ এবং সাহিত্য সম্পাদক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ও বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে রাষ্ট্রপতি কর্তৃক গোল্ড মেডিলিস্ট মো. আকমাল হোসেনকে সংবর্ধনা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, 'শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তন' স্লোগানকে সামনে রেখে কয়েকজন মেধাবী শিক্ষার্থীর হাত ধরে শাহজাহানপুর ছাত্র ঐক্য পরিষদ ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এসময় ইউনিয়নে মানসম্মত শিক্ষা ছিলোনা। সংগঠনটির গুটি গুটি পদক্ষেপ ও দিকনির্দেশনায় বর্তমানে বিভিন্ন মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ৪০-৪৫ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাইক থেকে পড়ে বান্ধবীর মৃত্যু, সইতে মা পেরে বন্ধুর আত্মহত্যা

    নিজস্ব প্রতিবেদক
    ২৩ এপ্রিল, ২০২৩ ১৯:২৮
    নিজস্ব প্রতিবেদক
    বাইক থেকে পড়ে বান্ধবীর মৃত্যু, সইতে মা পেরে বন্ধুর আত্মহত্যা

     

    মতিঝিলে ঈদের আগে দিন ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহীর (নওশিন) মৃত্যুর পর আহত বন্ধু রাহাত হোসেন আসিফ (২৫) খিলগাঁও বাসায় গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। বান্ধবীর মৃত্যু সইতে না পেরে রাহাত আত্মহত্যা করেছেন, এমনটিই ধারণা করছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুদীপ সাহা। তছাড়া অন্য কোনো কারন রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

    ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

    স্বজনদের বরাতে জানা যায়, ২১ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢামেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় যান। তার ডান হাতে ব্যান্ডেজ খুলে জানালার সাথে পেচিয়ে গলায় ফাঁস দিয়ে মারা যান। ঈদের দিন দিবাগত রাত থেকে সকাল সোয়া ছয়টার মধ্যে যেকোনো সময়ে এ ঘটনাটি ঘটিয়েছে রাহাত। সে হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      লাউয়াছড়া উদ্যানে পর্যটকদের উপচে পড়া ভিড়

      নিজস্ব প্রতিবেদক
      ২৩ এপ্রিল, ২০২৩ ১৯:১১
      নিজস্ব প্রতিবেদক
      লাউয়াছড়া উদ্যানে পর্যটকদের উপচে পড়া ভিড়

      তিমির বনিক, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে। শনিবার (২২ এপ্রিল) ঈদের দিনেই লাউয়াছড়ায় প্রায় সাড়ে ৩ হাজার পর্যটক প্রবেশ করেছেন। এতে প্রবেশমূল্য বাবদ দেড় লক্ষাধিক টাকা রাজস্ব আয় হয়েছে সরকারের।

      শুধু লাউয়াছড়া জাতীয় উদ্যানেই নয়, এ উপজেলার মাধবপুর লেক, হামহাম জলপ্রপাতসহ পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় লেগেছে। ঈদের দিন লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুপুর থেকেই ছিল চোখে পড়ার মত পর্যটকদের আনাগোনা।

      ঈদের দিন বিকেলে সরেজমিনে ঘুরে লাউয়াছড়ায় দেখা যায়, উদ্যানে পর্যটকের ঢল নেমেছে। পর্যটকেরা বনের ভেতর প্রবেশ করে ঘুরাফেরা করছেন। অনেকে দল বেঁধে ঘুরছেন, ছবি তুলছেন। টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন ধরে টিকিট কেনা চলছে। পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ সদস্যরা অবস্থান করছে বনের ভেতরের রেললাইন ও বাইরের ফটক এলাকায়।

      ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত দেশ-বিদেশি পর্যটকেরা এখানকার জীব-বৈচিত্র্যময় পরিবেশে ঘুরে তাদের ঈদের আনন্দ পরিপূর্ণ করার চেষ্টা করছেন। পরিবার-পরিজন নিয়ে যারা এসেছেন, তারা সঙ্গে ইকো-টুরিস্ট গাইড নিয়ে ঘুরে ঘুরে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করছিলেন। আর দল বেঁধে বনভোজনে আসা ছেলেমেয়েরা আনন্দ-উল্লাসে মেতে উঠেছিলেন। সড়কের আশপাশে অনেক পর্যটককে গাড়ি থামিয়ে হৈ-হুল্লোড় করতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন বলে জানান তারা।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        কক্সবাজারে ভেসে আসা ট্রলারে মিলল ১১ জনের লাশ, উদ্ধার তৎপরতা চলছে

        নিজস্ব প্রতিবেদক
        ২৩ এপ্রিল, ২০২৩ ১৬:৮
        নিজস্ব প্রতিবেদক
        কক্সবাজারে ভেসে আসা ট্রলারে মিলল ১১ জনের লাশ, উদ্ধার তৎপরতা চলছে

        কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা একটি ট্রলার থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা ।

        রবিবার (২৩ এপ্রিল) দুপুর ১ টার দিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা পরিচালনা করছেন।

        বিকেল ৩ টার দিকে কক্সবাজার ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক অতিশ চাকমা জানান, এই পর্য়ন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।

        কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ট্রলারটি এখনো সাগরে অর্ধ নিমজ্জিত রয়েছে। আমাদের টিম সেখানে উদ্ধার তৎপরতা পরিচালনা করছেন। ট্রলারে কতজন লাশ আছে তা এখনই বলা যাচ্ছেনা। আমরা একাধিক লাশ দেখতে পাচ্ছি। মরদেহ গুলো পঁচে গলে কঙ্কালে পরিনত হয়েছে। তবে কি কারণে এমন হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ঈদের দ্বিতীয় দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল

          নিজস্ব প্রতিবেদক
          ২৩ এপ্রিল, ২০২৩ ১৪:৪২
          নিজস্ব প্রতিবেদক
          ঈদের দ্বিতীয় দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল

          ঈদের দ্বিতীয় দিন আজ রোববার রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় হাজারো মানুষের উপচে পড়া ভিড়।

          রোববার দুপুরে দেখা যায়, দর্শনার্থীদের চাপে চিড়িয়াখানার সামনের আধা কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। ফুটপাত দিয়ে হেঁটে হাজারো মানুষ চিড়িয়াখানার উদ্দেশে যাচ্ছেন।

          চিড়িয়াখানার মূল ফটকের সামনেও হাজারো মানুষ। মানুষের ঢল সামাল দিতে চিড়িয়াখানার প্রধান ফটকসহ সব কটি ফটক খুলে দেওয়া হয়েছে।

          দর্শনার্থীদের চাপের কারণে অনেকেই হারিয়ে যাচ্ছেন। মাইকে হারিয়ে যাওয়া ব্যক্তির খোঁজ চাওয়া হচ্ছে, আবার কাউকে একা পাওয়া গেলে তার স্বজনদের খোঁজ চাওয়া হচ্ছে।

          সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিবছরই ঈদের পরদিন চিড়িয়াখানায় দর্শনার্থীর চাপ বেশি থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। গতকালের চেয়ে আজ দর্শনার্থীর চাপ অনেক বেশি। গতকাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন এখানে প্রায় এক লাখ দর্শনার্থীর আগমন ঘটেছিল।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত