গরমের সেরা শরবত – কিশমিশ ভেজানো পানি!
গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের ফলে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়, ফলে ডিহাইড্রেশন, ক্লান্তি ও হজমের সমস্যা দেখা দিতে পারে। এসময় নিজেকে হাইড্রেট রাখা যেমন জরুরি, তেমনি প্রয়োজন পুষ্টিকর কিছু উপাদানও। এক গ্লাস পানিতে রাতভর ভিজিয়ে রাখা কিছু কিশমিশ হতে পারে আপনার গরমে সুস্থ থাকার গোপন চাবিকাঠি। এই পানীয়টি শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও অনন্য।
গ্রীষ্মের উষ্মতার মাঝে জারুল-কৃষ্ণচূড়ায় রঙিন রাজশাহী কলেজ
গ্রীষ্মের শুরুতেই পুরো ক্যাম্পাসে দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়ার লাল আভার মুগ্ধতা ছড়াতে শুরু করে। সূর্যের সবটুকু উত্তাপ যেন কেড়ে নিয়েছে টুকটুকে লাল কৃষ্ণচূড়া।আর প্রচণ্ড খরতাপের মাঝে শান্তির পরশ বোলানো বেগুনি রঙের বিচ্ছুরণ ছড়াচ্ছে জারুল ফুল।
বাংলাদেশকে সামরিক অস্ত্র বিক্রির আগ্রহ জাপানের!
জাপান বাংলাদেশকে সামরিক অস্ত্র বিক্রির আগ্রহ প্রকাশ করেছে। মে মাসে প্রধান উপদেষ্টার জাপান সফরে এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানা গেছে। আসন্ন ষষ্ঠ এফওসি বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও, জাপানের পক্ষ থেকে অস্ত্র বিক্রির বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হবে। জাপান তাদের অস্ত্র বাজার এশিয়ায় সম্প্রসারণ করতে চায় এবং এ বিষয়ে বাংলাদেশ কী সিদ্ধান্ত নেয় তা সময় ও উচ্চ পর্যায়ের আলোচনার ওপর নির্ভর করবে।
বিশ্বব্যাংকে না জানিয়ে সিন্ধুর পানি চুক্তি স্থগিত করলো ভারত!
পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) একতরফা স্থগিত করার ভারতের সিদ্ধান্ত সম্পর্কে বিশ্বব্যাংককে (ডব্লিউবি) কিছু জানানো হয়নি। বিশ্বব্যাংক এ কথা জানিয়েছে বলে কয়েকটি সূত্র ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দুকে নিশ্চিত করেছে।
অ্যাপলের চমক: আসছে এআর চশমা
অগমেন্টেড রিয়ালিটি (এআর) প্রযুক্তির চশমা নিয়ে আসছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। মূলত মেটার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ও এআর বাজারে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
মন্তব্য